Friday, November 23, 2018

৪১তম বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ১৬তম পর্ব


বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১৬তম পর্ব
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)

BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

সাধারণ জ্ঞান
১.প্রথম ডিজিটাল কম্পিউটার - MARK-1.
২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার - সুপার কম্পিউটার।
৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো-এনালগ প্রকৃতির।
৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির।
৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন).
৬. 'পরম' নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত।
৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার - বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে।
৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP. 
৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট।
১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১
১১.প্রথম পারসোনাল কম্পিউটার - এলটেয়ার-৮৮০০।
১২.lap শব্দের মানে- কোল।
১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে।
১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান - টেশিস।
১৫.'টেশিস' এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
১৬.পামটপ হলো - হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার।
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- অসবর্ন-১ , এপসন কোম্পানি, ১৯৮১;।
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান-
প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
৬৪. LAN এর LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর – আটলানটা, যুক্তরাষ্ট্র
৭২. কম্পিউটার এর জনক – চালর্স ব্যাবেজ; আধুনিক কম্পিউটার এর জনক – জন ভন নিউম্যান
৭৩. মাইক্রোকম্পিউটার এর জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট
৭৪. মাইক্রোপ্রসেসর ভিওিক প্রথম কম্পিউটার – এ্যালটেয়ার ৮৮০
৭৫. ট্রানজিস্টার – ১৯৪৮ – জে, এস, কেলবি
৭৬. ট্রানজিস্টার ভিওিক প্রথম কম্পিউটার -TX-O এবং মিনিকম্পিটার –PDP-8
৭৭. প্রথম ইলেকট্রিক কম্পিউটার – মার্ক ১
৭৮. প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার – এনিয়াক ১
৭৯. বানিজ্যিক ভিক্তিতে প্রথম – ইনিভ্যাক
১. বহুল ব্যবহার করা হয় যে আউটপুট - মনিটর।
২. মনিটর - ৩ ধরনের। (CRT, LCD, LED)
৩. CRT - cathode ray tube
৪. LCD- liquid crystal display
৫. LED- light emitting diode.
৬.ক্যালকুলেটর কিংবা ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয় - LCD display.
৭. প্রিন্টার হলো একটি -অফ লাইন ডিভাইস।
৮.প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো - DPI (Dots per inch).
৯. প্লটার হলো এক ধরণের - প্রিন্টার।
১০.সবচেয়ে দ্রুতগামী প্রিন্টার - লেজার প্রিন্টার।
১১.লেজার প্রিন্টারকে বলা হয়- পেজ প্রিন্টার।
১২.জয়স্টিক হলো- আয়তাকার বেসের উপর বসানো একটি দন্ড।
১৩. এখন প্রচলিত কী-বো'ডে স'বোচ্চ কী - ১০৫ টি।
১৪. কী-বোড কে বলা হয়- কনসোল (console)
১৫. ফাংশান কী - ১২ টি।
১৬. সং্খ্যাসূচক কী - ১৭ টি।
১৭. মডিফায়ার কী- ৫টি।
১৮. কারসর মুভমেন্ট কী- ৪টি।
১৯. প্রতিটি 'কী' এর একটি অনন্য কোড আছে যাকে বলা হয়- স্ক্যান কী।
২০. ব্যাংকের চেকের নম্বর লেখা ও পড়া হয় - MICR (magnetic ink character reader) পদ্ধতিতে।
অধ্যায়-০৯
১। খাদ্য লবন >> সোডিয়াম ক্লোরাইড (NaCl)
২। বেকিং পাউডার >> সোডিয়াম বাই কার্বনেট (NaHCO3) 
3.সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত দ্রবণকে >>. ব্রাইন বলে । 
৪।চুনাপাথর >>>> ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)
5.কুইক লাইম >>> ক্যালসিয়াম অক্সাইড (CaO)
6.কেক কে ফোলায় ?- কার্বন ডাই অক্সাইড গ্যাস।
৭. বদহজম সমস্যায় সমাধান দেয় >> সোডিয়াম বাই কার্বনেট./সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট (NaHCO3) .
৮। পাকস্থলিতে কোন এসিড উত্পন্ন হয় ? - হাইড্রোক্লোরিক এসিড(HCl)
9. বদ হজম সমস্যা সৃষ্টি করে কে?- অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড(HCl)
১০,.পাউরুটি ফোলাতে কি ব্যবহার করা হয় ?=ঈষ্ট ছত্রাক 
১১. ভিনেগার বা সিরকা কি?- ৪-৬%/ অথবা ৫-৬% ইথায়নিক এসিডের জলীয় দ্রবণকে বলে ।
১২. আচার সংরক্ষণ বা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় কোনটি ?- ভিনেগার বা সিরকা । 
১৩। কোমল পানীয় তে কি দ্রবীভূত থাকে ফলে বোতলের ছিপি খুললেই বুদ বুদ গ্যাস বেরিয়ে যায়?-কার্বন -ডাই-অক্সাইডের দ্রবণ 
১৪. কার্বনিক এসিড একটি - মৃদু এসিড ।
১৫. কাপড় কাঁচা সোডা বা সোডা অ্যাস কি?-- সোডিয়াম কার্বনেট Na2CO3
১৬. কস্টিক সোডা>> সোডিয়াম হাইড্রোঅক্সাইড(NaOH)
17.টয়লেট ক্লিনারের মূল উপাদান >>> কস্টিক সোডা
১৮.সাবান তৈরির প্রক্রিয়াকে বলে >> সাবানায়ন 
১৯.সাবান তৈরির কাঁচামাল / বিক্রিয়ক কি?- তেল / চর্বি ও কস্টিক সোডা
২০. সাবান তৈরির সময় উপজাত হিসেবে কি পাওয়া যায়?- গ্লিসারল
২১. সোডাডিয়াম লরাইল সালফোনেট , সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট কি?-- এক প্রকার ডিটারজেন্ট
২২.খর পানিতে কে বেশি পরিষ্কার ভূমিকা পালন করতে পারে?- ডিটারজেন্ট 
২৩.মৃদুপানিতে কে বেশি পরিষ্কার করতেপারে?- সাবান
২৪.জীবাণুনাশক হিসেবে ব্যাপক ভাবে ব্যবহার করা হয় কোনটি?- ব্লিচিং পাউডার । >> ক্যালসিয়াম হাইপোক্লোরেট (CaOCl)Cl
25. কলিচুন >>> ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড (CaOH)
26.জানালা, শোকেস, টেবিল,গাড়ি, ইত্যাদির কাঁচ পরিষ্কার করার জন্য কোন তরল পদার্থ ব্যবহৃত হয়?- তরল অ্যামোনিয়া (NH3)
২৭.অ্যামোনিয়া গ্যাসের শিল্পোতপাদন করা হয় কোন পদ্ধতিতে?- হেবার পদ্ধতি
২ে৮.সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়/ রং বা পেইন্ট শিল্পে ফিলার হিসেবে ব্যবহৃত হয় >>>> চুনাপাথর ( আমাদের দেশে সুনামগঞ্চ ও সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায়)
২৯. মাটি বা পানির pH বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় >>চুনাপাথর
30.দুধের সাথে শরীর থেকে প্রচুর পরিমাণে কি বেরিয়ে আসে? >>> ক্যালসিয়াম 
৩১. দুধের প্রধান উপাদান কি? >> ক্যালসিয়াম 
৩২. কোন মাটি পানি ধারন ক্ষমতা বাড়ায় >> এসিডিয় মাটি
৩৩.স্তন্যপায়ী প্রাণী বিশেষত দুগ্ধবতী গাভীর ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য খাদে্যর সাথে কি খাওয়ানো হয় ? >> ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর)
৩৪. এসিডিয় মাটিতে কি ব্যবহার করা হয় >> চুনাপাথর 
৩৫.পানির ক্ষরতা ‍বৃদ্ধির জন্য পানিতে কি ব্যবহার করা হয় >> কুইক লাইম (ক্যালসিয়াম অক্সাইড(CaO)
36. পানিতে কিসের পরিমাণ বেড়ে গেলে মাছের শরীরে ঘা হয়? >> এসিডের ।এজন্য চুন দেওয়াহয় যাতে পানির খরতা বাড়ে। 
৩৭. বাংলাদেশে কয়টি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ ইউরিয়া উত্পাদন হয়?- ৬টি
৩৮. প্রাকৃতিক গ্যাসের সাহায্যে কোন সার তৈরি হয় ?- ইউরিয়া 
৩৯. ইউরিয়া সারে কত% নাইট্রোজেন থাকে?- ৪৬%
৪০.উদ্ভিদের প্রধান পুষ্টি উপাদান কোনটি ?- নাইট্রোজেন
৪১.ইউরিয়া তৈরিতে কি কি ব্যবহৃত হয় ?- কার্বন -ডাই-অক্সাইড ও অ্যামোনিয়া । 
অধ্যায়-১০
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মা কাকে বলা হয়?
উঃ রাজ কাঁকড়া
উদ্ভিদের জীবন্ত জীবাশ্মা কোনটি?
উঃ Cycas
জীববিজ্ঞানের জনক কে?
উঃ এরিস্টটল
কোন জলজ প্রাণী বাতাসে নিঃশ্বাস নেয়?
উঃ শুশূক
ক্লোন পদ্ধতিতে জন্মগ্রাহনকারী প্রথম ভাড়ার নাম কি?
উঃ ডলি
সবচেয়ে বড় কোষ কোনটি?
উঃ উট পাখির ডিম
ফুলকার সাহায্যে শ্বাসকার্য কে চালায়?
উঃ মাছ
ত্বকের সাহায্যে শ্বাসকার্য কে চালায়?
উঃ কেঁচো
শীতল রক্তের প্রানী কোনটি?
উঃ ব্যাঙ
প্রাণী কোষের পাওয়ার হাউস?
উঃ মাইটোকন্ড্রিয়া
প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?
উঃ কেঁচো
সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি?
উঃ তেলাপোকা
বাদুর রাতের বেলা চলাচল করে?
উঃ আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে
জীবাণু বিদ্যার জনক কে?
উঃ ভন লিউয়েন হুক
মানবদেহের সবচেয়ে বড় কোষটি?
উঃ নারীদের ডিম্বানু
মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষটি?
উঃ পুরুষদের শুক্রাণু
পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উঃ বামন চিকা
সবচেয়ে বড় ফুল কোনটি?
উঃ র‍্যাফোসিয়া আরনন্ডি
শরীর বিদ্যার জনক কাকে বলা হয়?
উঃ উইলিয়াম হার্ভে
সর্ব প্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন কে?
উঃ ভন লিউয়েন হুক
অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে?
উঃ ডারউইন
উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উঃ থিও ফ্রাসটাস
জীনের রাসায়নিক গঠন কী?
উঃ ডিএনএ
সিনকোনা কি কাজে ব্যাবহৃত হয় ?
উঃ ম্যালেরিয়া ঔষধ
প্রাণীজগতের শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী?
উঃ সবুজ উদ্ভিদ
উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি?
উঃ ফুল
সব চেয়ে বড় ঘাস কী?
উঃ বাঁশ
কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
উঃ সিনকোনা
কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উঃ এসকর্বিক এসিড (Ascorbic Acid)
আঙ্গুরে কোন অ্যাসিড থাকে?
উঃ টারটারিক এসিড
অধ্যায়-১১
Q: বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-A: একই হয়।
Q: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় ?A: গামা রশ্মি।
Q:এলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?A: ফিটকিরি।
Q: সুনামির (Tsunami)কারণ হলো-A: সমুদ্র তলদেশের ভূমিকম্প।
Q: কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?A: ৭৬ বছর।
Q: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?A: পানি সেচ।
Q: নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?A: পরামাণু শক্তি।
Q: স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-A: পদার্থবিদ।
Q: .কম্পিউটার এর স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?A: ROM
Q: সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে?A: জাপান।
Q: গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?A: অত্যাধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য।
Q: পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?A: আলিবার্ড হল।
Q: সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?A: ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড।
Q: .জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?A: ৬ ঘণ্টা ১৩ মি.।
Q: সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এর নাম -A: সেক্সট্যান্ট।
Q: কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় A: ইন্টারনেট।
অধ্যায়-১২
> পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত : ১ : ২
> রসায়ন বিজ্ঞানে ‘রকসল্ট’ নামে পরিচিত : সোডিয়াম ক্লোরাইউ।
> কপারের অপর নাম : তামা।
> টুথপেষ্টের প্রধান উপাদান : সাবান ও পাউডার। (১৭ তম BCS )
> ভূ-পৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি আছে : অ্যালুমিনিয়াম।
> সাবানের রাসায়নিক নাম : সোডিয়াম স্টিয়ারেট।
> যে পানিতে সাবান সহজে ফেনা উৎপাদন করে : মৃদু পানিতে।
> এসিড নীল লিটমাসকে : লাল করে।
> পৃথিবীর মৌলিক পদার্থের সংখ্যা : ১১১টি।পদার্থ বিজ্ঞান:
> দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে : লোহিত ফসফরাস।
> বিদ্যুৎ বিল হিসাব করা হয় : কিলোওয়াট ঘণ্টায়।
> লাল আলোতে সবুজ ফুলকে দেখায় : কালো।
> বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার।
> যে বর্ণের বস' তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি : কালো।
> মেঘলা রাতে : শিশির উৎপন্ন হয় না।
> তাপের একক : ক্যালরি।
> ডিগ্রি, সেলসিয়াস : তাপমাত্রার একক।
বিগত পরীক্ষার প্রশ্ন:
> পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ : আলোর প্রতিসরণ। (১৩ তম BCS)
> বৈদ্যুতিক বাল্‌বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি : টাংষ্টেন। (২৯ তম BCS)
> রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় : গামা রশ্মি। (২৪ তম BCS )
> যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে : দর্পণ। (২৩ তম BCS )প্রাণিবিদ্যা:
> আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ।
> কোষ হলো : জীবদেহের গঠন ও কাজের একক।
> কোষের কাজ নিয়ন্ত্রণ করে : নিউক্লিয়াস।
> জীবদেহের একক : কোষ।
> হাড় ও দাঁতকে মজবুত করে : ক্যালসিয়াম।
> জিহ্বার সাহায্যে শোনে যে প্রাণী : সাপ।
> ‘নিউক্লিয়াস’ আবিষ্কার করেন : রবার্ট ব্রাউন।
> গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে : গিরিগিটি।
> চোখ মেলে ঘুমায় : মাছ।
বিগত পরীক্ষার প্রশ্ন:
> মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য : ১৮ ইঞ্চি প্রায়। (২৮ তম BCS )
> মাছ অক্সিজেন নেয় : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS )
> বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS )উদ্ভিদ বিজ্ঞান:
> ‘মিউকর’ একটি : ছত্রাক।
> আখ গাছের জন্য ক্ষতিকর : মাজরা পোকা।
> চিরহরিৎ উদ্ভিদ বলা হয় : যাদের পাতা বিশেষ ঋতুতে ঝরে পড়ে না।
> কলার চারা রোপণের সময় পাতা কেটে ফেলা হয় : প্রস্বেদন রোধ করার জন্য।
> শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলে : পাতাকে।
> জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো : ভাইরাস।
> পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ : সামুদ্রিক শৈবাল।
> ইরাটম : উচ্চ ফলনশীল ধান।
> নিরপেক্ষ দিনের উদ্ভিদ হলো : টমেটো।চিকিৎসা বিজ্ঞান:
> ‘ডাল’ হলো : উদ্ভিজ্জ আমিষ।
> লেবুতে যে এসিড পাওয়া যায় : সাইট্রিক এসিড।
> মানুষের দর্শনাভূতির স্তায়িত্ব কাল : ০.১ সেকেন্ড।
> মানুষের শরীরে ভিটামিন পাওয়া যায় : ১২ ধরনের।
> কোলেষ্টরেল হলো : এক ধরনের চর্বি।
বিগত পরীক্ষার প্রশ্ন:
> এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
> আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )
মহাকাশ বিজ্ঞান:
> ছায়াপথ : গ্যালিক্সির একটি অংশ বিশেষ।
> সর্ব নক্ষত্রই : গতিশীল।
> চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, কারণ : বায়ুমণ্ডলীয় প্রতিসরণ।
> পৃথিবী মহাকাশের একটি : জ্যোতিষ্ক।
> সৌরজগতের যে দুটি গৃহের উপগ্রহ নেই : বুধ ও শুক্র।
> ‘শান্ত সমুদ্র’ অবস্থিত : চাঁদে।
বিগত পরীক্ষার প্রশ্ন:
> যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS )
> ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS )
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান:
> প্রাথমিক শিলা বলা হয় : আগ্নেয় শিলাকে।
> চলন্ত বরফের স্তুপকে বলা হয় : হিমবাহ।
> চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে : অমাবস্যা তিথিতে।
> সমুদ্র স্রোতের অন্যতম কারণ : বায়ু প্রবাহের প্রভাব।
> পাললিক শিলার অপর নাম : স্তরীভূত শিলা।
বিগত পরীক্ষার প্রশ্ন:
> সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে : ১০ নিউটন। (১০ তম BCS)
> সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
> দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS)
কম্পিউটার বিজ্ঞান:
> কম্পিউটারের মূল অংশ : মাইক্রো প্রসেসর।
> চন্দ্রাবতী হচ্ছে : বাংলা ফন্ট।
> কম্পিউটার হলো : হিসাবকারী যন্ত্র।
> কার্বুরেটর থাকে : পেট্রোল ইঞ্জিনে।
> RISC-এর পূর্ণরূপ : Reduced Instruction Set Computer.
বিগত পরীক্ষার প্রশ্ন:
> ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS)
> উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS)
বিজ্ঞান ও প্রযুক্তি:
> ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রী তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে : ৪০ ডিগ্রী
> টেষ্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি : পটাশিয়াম বাইকার্বনেট।
> ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ।
> রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি বের হয় : গামা রশ্মি।
> সূর্যে শক্তি উৎপন্ন হয় : পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
> ডেঙ্গু জ্বরের বাহক : এডিস।
> জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে : ক্রোমোসোম।
> প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায় : বৃষ্টি।
> যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান নয় তাদের বলা হয় : আইসোটোন।
> উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।
> পেনিসিলিয়াম আবিষ্কার করেন : আলেকজান্ডার ফ্লেমিং।
> গ্রীন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশংকার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে কি হবে: সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে।
> কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি : মেরু অঞ্চলে।
> প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ : হীরা।
> নিউট্রন আবিষ্কার করেন : চ্যাঁডউইক।
> ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে : চুম্বক ক্ষেত্র হিসেবে।  
> তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ : বায়বীয় পদার্থ।
> পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে : নিউট্রন, প্রোটন।
> মাটির পাত্রের পানি ঠান্ডা থাকে : মাটির পাত্র পানির বাষ্পী ভবনে সাহায্য করে।
> আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে যে কারনে : মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে।
 বিগত পরীক্ষায় যা এসেছিল:
> টুথপেষ্টের প্রধান উপাদান : সাবান ও পাউডার। (১৭ তম BCS )
> পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ : আলোর প্রতিসরণ। (১৩ তম BCS)
> বৈদ্যুতিক বাল্‌বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি : টাংষ্টেন। (২৯ তম BCS)
> রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় : গামা রশ্মি। (২৪ তম BCS )
> যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে : দর্পণ। (২৩ তম BCS )
> মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য : ১৮ ইঞ্চি প্রায়। (২৮ তম BCS )
> মাছ অক্সিজেন নেয় : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS )
> বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS )
> এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
> আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )
> যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS )
> ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS )
> সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে : ১০ নিউটন। (১০ তম BCS)
> সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
> দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS)
> ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS)
> উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS
দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি:
> সেভিং সাবানের উপাদান হলো : কষ্টিক পটাশ ও ষ্টিয়ারিক এসিড।
> দেয়াশলাই শিল্পে যে মৌলটি ব্যবহৃত হয় : ফসফরাস।
> চুনের পানি ঘোলা হয় : কার্বন ডাই-অক্সাইডের কারণে।
> পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।
> মহাবিশ্বের যে কোন দুটি কণার মধ্যকার আকর্ষণ বল হলো : মহাকর্ষ বল।
> তাপমাত্রার একককে বলে : কেলভিন।
> সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় : প্রতিধ্বনির সাহায্যে।
> ডায়নামোতে শক্তির যে রূপান্তর ঘটে : যান্ত্রিকশক্তি থেকে তড়িৎশক্তি।
> আন্তর্জাতিক পদ্ধতিতে কাজের একক : জুল(j)।
> বাতাসের তাপমাত্রা কমে গেলে : আর্দ্রতা কমে যায়।
> যে রশ্মির কোন ভর নেই : গামা।
> তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় : বায়বীয় পদার্থ।
> গাছের পাতা হলুদ হয়ে যায় : নাইট্রোজেনের অভাবে।
> শ্বসনে উদ্ভিদ ত্যাগ করে : কার্বন ডাই-অক্সাইড
> সর্বপ্রথম রেশম চাষ হয় : চীনে।
> শ্বসনে উদ্ভিদ গ্রহণ করে : অক্সিজেন
> জড় ও জীবের মধ্যে সেতু বন্ধন হিসেবে বিবেচনা করা হয় : ভাইরাস কে।
> পেঁচা দিনে দেখতে পায় না যে জন্য : পেঁচার চোখে রডসের সংখ্যা বেশি কিন্তু কোমসের সংখ্যা কম।  
> নিউরন হলো : স্নায়ুতন্ত্রের একক।
> চোখ মেলে ঘুমায় : মাছ।
> গ্রন্থিরাজ বলা হয় : পিটুইটারিকে।
> বহুকোষী প্রাণি নয় : অ্যামিবা।
> প্রাকৃতিক লাঙ্গল বলা হয় : কেঁচোকে।
> প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
> যে জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় : রেনিন।
> ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।
> ধমনী বহন করে : অক্সিজেন সমৃদ্ধ রক্ত।
> যে গ্রুপের রক্ত সর্বজনীন গ্রহীতা : AB গ্রুপ।
> যে গ্রুপের রক্ত সর্বজনীত দাতা : O গ্রুপ।
> দেহের রাসায়নিক দূত হিসেবে কাজ করে : অন্তঃক্ষরা গ্রন্থিতে তৈরি হরমোন।
> মানব দেহে হাড় আছে : ২০৬টি।
(নোট : মানব দেহের ২০৬টি অস্থির সংখ্যা হল করোটিতে ২২টি, দুই পায়ে ৬০টি, উরু ফলক ১টি, শ্রেণিচক্রে ২টি, দুই ঊর্ধ্ব বাহুতে ৬০টি, বক্ষ পিঞ্জিরে ২৪টি, কাঁধে ৪টি, মেরুদন্ডে ৩৩টি।)
> গ্রহরাজ বলা হয় : বৃহস্পতিকে।
> প্রথম মহাকাশ পর্যটক : ডেনিস টিটো।
> সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
> মহাকাশে প্রথম গিয়েছিল : কুকুর।
> প্রথম মহিলা মহাকাশচারী : ভ্যালেন্তিনা তেরেস্কোভা।
> সৌরজগতের বৃহত্তম গ্রহ : বৃহস্পতি।
> সবুজ গ্রহ বলা হয় : ইউরেনাসকে।
> প্রথম কৃত্রিম উপগ্রহ : স্পুটনিক-১।
> সৌরজগতের যে দুটি গ্রহের উপগ্রহ নেই : বুধ ও শুক্র।
> প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় : ১৯৬৯ সালে।
> কম্পিউটারের যন্ত্রাংশকে বলে : হার্ডওয়্যার।
> কম্পিউটার এর ক্ষেত্রে চ্যাট (chat) অর্থ : খোশগল্প করা।
> পৃথিবীর নিকটতম গ্রহ : শুক্র।
> পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন : সুন্দরবন।
> সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে : প্রবল জোয়ারের সময়।
> ওজন স্তরের সবচেয়ে ক্ষতিকর গ্যাস : ক্লোরো ফ্লোরো কার্বন।
 বিগত পরীক্ষায় যা এসেছিল:
> গ্লিসারিন দ্রবীভূত হয় না : পানিতে (২৮তম বিসিএস)।
> সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় : সবুজ আলোতে (২৬তম বিসিএস)।
> তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় : দস্তা (জিঙ্ক) (২৩তম বিসিএস)।
> রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ : ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা (২৮তম বিসিএস)।
> কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে : পেট্রোল ইঞ্জিনে (২৭তম বিসিএস)।
> শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র : অডিও মিটার (২৬তম বিসিএস)।
> ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে : চুম্বক ক্ষেত্র হিসাবে (২৩তম বিসিএস)।
> সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় : অবতল (১৩তম বিসিএস)।
> কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য : লৌহ (১০তম বিসিএস)।
> জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ : এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে (১০তম বিসিএস)।
> মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য : ১৮ ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)।
> মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর : মেলানিন (২৭তম বিসিএস)।
> ‘পিসি কালচার’ বলতে বুঝায় : মৎস্য চাষ (২৩তম বিসিএস)।
> ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম : ডলি (১৯তম বিসিএস)।
> যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)।
> যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় : ইনসুলিন (২০তম বিসিএস)।
> চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই (১৬তম বিসিএস)।
> কর্কটক্রান্তি রেখা : বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে (১৬তম বিসিএস)।
> মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান : ভাইকিং (১৩তম বিসিএস)।
> কম্পিউটার আবিষ্কার করেন : হাওয়ার্ড এইকিন (২০তম বিসিএস)।
> ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি : সিলিকন চিপ (১৫তম বিসিএস)।
> বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন (৩০তম বিসিএস)।
> CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)।
> জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায় (১৮তম বিসিএস)।
অধ্যায়-১৩
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮১;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান-
প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
৬৪. LAN এর LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর – আটলানটা, যুক্তরাষ্ট্র
৭২. কম্পিউটার এর জনক – চালর্স ব্যাবেজ; আধুনিক কম্পিউটার এর জনক – জন ভন নিউম্যান
৭৩. মাইক্রোকম্পিউটার এর জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট
৭৪. মাইক্রোপ্রসেসর ভিওিক প্রথম কম্পিউটার – এ্যালটেয়ার ৮৮০
৭৫. ট্রানজিস্টার – ১৯৪৮ – জে, এস, কেলবি
৭৬. ট্রানজিস্টার ভিওিক প্রথম কম্পিউটার -TX-O এবং মিনিকম্পিটার –PDP-8
৭৭. প্রথম ইলেকট্রিক কম্পিউটার – মার্ক ১
৭৮. প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার – এনিয়াক ১
৭৯. বানিজ্যিক ভিক্তিতে প্রথম – ইনিভ্যাক
অধ্যায়-১৩

আবিষ্কার >>>আবিষ্কারক 
সৌরজগত >এন কপার্নিকাস
হামের টিকার উদ্ভাবক কে ? এনভারস এবং জন পিবলস
ভাইরাস কে আবিষ্কার করেন ? চার্ল আই ইকলুজ
যক্ষার জীবাণু কে আবিষ্কার করেন ? রবার্ট কচ
পোলিও টিকা কে আবিষ্কার করেন ? জোনাস ই স্যাক
বসন্ত টিকা কে আবিষ্কার করেন ? জেনার
ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন ? রোনাল্ড রস
ভিটামিন এ বি ও ডি কে আবিষ্কার করেন ? মেকুলাস
পেনিসিলিন কে আবিষ্কার করেন ? আলেকজান্ডার ফ্লেমিং
ব্যাক্টেরিয়া কে আবিষ্কার করেন ? লিউয়েন হুক
বিসিজি টিকা কে আবিষ্কার করেন ? ক্যালসাট ও গুয়োচিন (যক্ষার টিকা)
ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিষ্কার করেন ? ভন ভেহরিং
এন্টিসেপ্ট চিকিত্সা কে আবিষ্কার করেন ? লিস্টার লর্ড বেন্টিং
রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন ? উইলিয়াম হার্ভে
পচন নিবারক অস্ত্রোপচার কে আবিষ্কার করেন ? লিসার
কলেরা বেসিলাস কে আবিষ্কার করেন ? রবার্ট কচ
ক্লোরোফরম কে আবিষ্কার করেন ? সিম্পসন ও হ্যারিসন
হোমিওপ্যাথির জনক কে ? হ্যানিম্যান
কৃত্রিম জিন কে আবিষ্কার করেন ? হরগোবিন্দ খোরানা
বিদ্যুত্ কে আবিষ্কার করেন ? উইলিয়াম গিলবার্ট
অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন ? জেড ভ্যানসেন
থার্মোমিটার কে আবিষ্কার করেন ? গ্যালিলিও গ্যালিলি
টেলিস্কোপ কে আবিষ্কার করেন ? হ্যান্স লিপারসি
ব্যারোমিটার কে আবিষ্কার করেন ? ইভারজেলিস্টটরসিলি
বায়ু নিষ্কাশন যন্ত্র কে আবিষ্কার করেন ? অটোভন গেরিক
গতির সূত্র কে আবিষ্কার করেন ? আইজ্যাক নিউটন
হাইড্রোজেন কে আবিষ্কার করেন ? হেনরি ক্যাভেন্ডিস
বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন ? জেমস ওয়াট
অক্সিজেন কে আবিষ্কার করেন ? জে বি প্রিস্টলি
বসন্তের টিকা কে আবিষ্কার করেন ? এডওয়ার্ড জেনার
রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন ? জর্জ স্টিভেনসন
ডায়নামো কে আবিষ্কার করেন ? মাইকেল ফ্যারাডে
টেলিগ্রাফ কে আবিষ্কার করেন ? এফ বি মোর্স
গ্যালভানোমিটার কে আবিষ্কার করেন ? আন্ডার মেরি আম্পিয়ার
রিভলভার কে আবিষ্কার করেন ? স্যামুয়েল কোল্ট
বার্নার কেআবিষ্কার করেন ? রবার্ট বুনসেন
বিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন ? চার্লস ডারউইন
জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন ? লুই পাস্তুর
ডিনামাইট কে আবিষ্কার করেন ? আলফ্রেড নোবেল
ড্রাইসেল কে আবিষ্কার করেন ? জর্জেস লেকল্যান্স
বংশগতির সূত্র কে আবিষ্কার করেন ? গ্রেগর মেন্ডেল
পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করেন ? নিকোলাস অটো
টেলিফোন কে আবিষ্কার করেন ? আলেকজান্ডার গ্রাহামবেল
মাইক্রোফোন কে আবিষ্কার করেন ? আলেকজান্ডার গ্রাহাম বেল
ফনোগ্রাফ কে আবিস্কার করেন ? টমাস আলভা এডিসন
বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন ? টমাস আলভা এডিসন
ক্যামেরা কে আবিষ্কার করেন ? জর্জ ইস্টম্যান
বল পয়েন্ট কে আবিষ্কার করেন ? জন জেলাউড
চলচ্চিত্র যন্ত্র কে আবিষ্কার করেন ? টমাস আলভা এডিসন
রেডিও কে আবিষ্কার করেন ? জি মার্কনি
ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন ? রুডলফ
এক্সরে কে আবিষ্কার করেন ? ডব্লিউ কে রন্টজে
ইলেক্ট্রন কে আবিষ্কার করেন ? স্যার জোসেফ জন থমসন
এরোপ্লেন কে আবিষ্কার করেন ? অরভিল ও উইলভার রাইট
এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন ? ডব্লিউ এইচ ক্যারিয়ার
রাডার কে আবিষ্কার করেন ? এ এইচ টেলর এবং লিও সি ইয়ং
টেলিভিশন কে আবিস্কার করেন ? জন লজি বেয়ার্ড
পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিষ্কার করেন ? অটোহ্যান
লেজার কে আবিষ্কার করেন ? টি এইচ মাইম্যান
ফ্লপি ডিস্ক কে আবিষ্কার করেন ? আইবিএম কোম্পানি
সিডি কে আবিষ্কার করেন ? আর সি এ
কোষ কে আবিষ্কার করেন ? রবার্ট হুক
ক্রোমোজোম কে আবিষ্কার করেন ? স্টাসবুর্গার
ডাবল হেলিক্স DNA কে আবিষ্কার করেন ? ওয়াটসন ও ক্রিক
ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন ? ল্যান্ড স্টেইনার
ইউরিয়া কে আবিষ্কার করেন ? উহলার
ইউরেনিয়াম কে আবিষ্কার করেন ? ক্লাপ্রথ
ওজোন কে আবিষ্কার করেন ? স্কোনবীনি
কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কে আবিষ্কার করেন ? জুলিও কুরি
ক্লোরিন কে আবিষ্কার করেন ? শীলে
ডি ডি টি কে আবিষ্কার করেন ? জিডলার
তড়িত্ বিশ্লেষণ কে আবিষ্কার করেন ? ফ্যারাডে
নিউট্রন কে আবিষ্কার করেন ? জেমস চ্যাডউইক
পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন ? মোঁসলে
প্রোটন কে আবিষ্কার করেন ? রাদারফোর্ড
প্লুটোনিয়াম কে আবিষ্কার করেন ? সিবোর্গ
পরম শূন্যতার স্কেল কে আবিষ্কার করেন ? কেলভিন
রেডিয়াম কে আবিষ্কার করেন ? ম্যাডম কুরি ও পিয়েরে কুরি
জলাতঙ্ক রোগের চিকিত্সা আবিষ্কার করেন কে ? লুই পাস্তুর
কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন ? রবার্ট ব্রাউন ১৮৩১ সালে
অধ্যায়-১৪
কিছু যন্ত্রের ব্যবহার দেখে নিই:
সীসমোগ্রাফ= ভুমিকম্পের গতি ও তীব্রতা মাপার যন্ত্র।
ব্যারোমিটার = বায়ুর গতি মাপার যন্ত্র।
সেক্সট্যান্ট = অক্ষাংশ মাপার যন্ত্র।
ক্রোনোমিটার = সময় মাপার যন্ত্র।
থার্মোমিটার = তাপমাত্রা মাপার যন্ত্র।
ক্যালরিমিটার = তাপ মাপার যন্ত্র।
ল্যাক্টোমিটার = দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র।
ভেলাডোমিটার = বেগ মাপার যন্ত্র।
স্পিডোমিটার = দ্রুতি মাপার যন্ত্র।
এক্সিলারোমিটার = ত্বরণ মাপার যন্ত্র।
হাইড্রোমিটার= পানির ঘনত্ব মাপার যন্ত্র।
রিখটার স্কেল =ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্র।
ওডোমিটার/ Rain Gauge = বৃষ্টিপাত মাপার যন্ত্র।
টেকোমিটার= উড়োজাহাজের গতি মাপার যন্ত্র।
পাইটোমিটার= জল জাহাজের গতি মাপার যন্ত্র।
এনিমোমিটার =বায়ুর গতি মাপার যন্ত্র।
এটিনোমিটার= শব্দের গতি মাপার যন্ত্র।
ফটোটেলিগ্রাফ= আলোর গতি মাপার যন্ত্র।
প্রশ্ন: স্বধীনবাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছেল?
উঃ চট্টগ্রামের কালুরঘাট।
প্রশ্ন: রেডিও পাকিস্তানের নাম কবে ঢাকা বেতার কেন্দ্র রাখা হয়?
উঃ ০৪ মার্চ, ১৯৭১।
প্রশ্ন: জাতীয় সংসদে কবে বেতার-টিভির স্বায়ত্বশাসন বিল পাস হয়?
উঃ ১২ জুলাই, ২০০১।
প্রশ্ন: বেসরকারী রেডিও স্টেশনের নাম কি?
উঃ রেডিও মেট্রোওয়েভ।
প্রশ্ন: বর্তমানে কয়টি বেসরকারী এফএম রেডিও স্টেশন চালু আছে?
উঃ ৪টি (রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও এবিসি ও রেডিও আমার)
প্রশ্ন: কবে প্রথম বাংলাদেশে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সাল।
প্রশ্ন: কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?
উঃ ১ ডিসেম্বর, ১৯৮০।
প্রশ্ন: ঢাকার রামপুরায় কবে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ ১৯৭৫ সাল।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনের পূর্নাঙ্গ কেন্দ্র কতটি?
উঃ ০২ টি।
প্রশ্ন: চট্টগ্রাম পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্রটি স্থাপন করা হয়?
উঃ ১৯ ডিসেম্বর, ১৯৯৬ সাল।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি?
উঃ ১৪ টি।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
উঃ একতলা দোতলা, ফেব্রুয়ারী, ১৯৬৫।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে?
উঃ ফেরদৌসী রহমান।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কি?
উঃ ৫০ মিনিটের ইংরেজি সিনেমা।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংবাদ পাঠক কে?
উঃ হুমায়ুন চৌধুরী।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে?
উঃ আলম রশীদ।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে?
উঃ কলিম শরাফী।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কি?
উঃ ত্রিরত্ন, ১৯৬৬।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান গৃহীত হয়?
উঃ ১৯৯৪ সালে।
প্রশ্ন: দেশের প্রথম বেসরকারী টেলিভিশনের নাম কি?
উঃ একুশে টেলিভিশন।
প্রশ্ন: একুশে টেলিভিশন চালু হয়?
উঃ ৮ মার্চ, ১৯৯৮।
প্রশ্ন: একুশে টেলিভিশন বন্ধ হয়ে যায়?
উঃ ২৯ আগষ্ট, ২০০২।
প্রশ্ন: একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কে ছিলেন?
উঃ সাইমন ড্রিং।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশন কবে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট সম্প্রচার শুরু করে?
উঃ ১১ এপ্রিল, ২০০৪।
প্রশ্ন: বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়?
উঃ ২৭ এপ্রিল, ১৯৯২।
প্রশ্ন: বাংলাদেশে ভু-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উঃ ৪ টি। বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট।
প্রশ্ন: বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
উঃ রাঙ্গামাটি।
প্রশ্ন: তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
উঃ গাজিপুর।
প্রশ্ন: বাংলাদেশে কতটি আবহাওয়া কেন্দ্র আছে?
উঃ ০৩ টি।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকার নাম কি?
উঃ আইটি.কম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি?
উঃ বিডিনিউজ২৪.কম
প্রশ্ন: জাতীয় সংবাদ সংস্থার নাম কি?
উঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
প্রশ্ন: বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭২ সালে।
প্রশ্ন: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়?
উঃ ১৯৯৩ সালে।
প্রশ্ন: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে?
উঃ ১৯৯৬ সালে।
প্রশ্ন: বাংলাদেশে কবে, কোথায় সাইবার ক্যাফে চালু হয়?
উঃ ১৯৯৯ সালে, বনানী।
প্রশ্ন: বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে?
উঃ গাজিপুরের কালিয়াকৈর।
প্রশ্ন: ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি?
উঃ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি?
উঃ সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
প্রশ্ন: বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় কোথায়?
উঃ ব্রিটেনে।
প্রশ্ন: ভারতবর্ষে কখন ডাক টিকেট চালু হয়?
উঃ ১৮৭৫ সাল।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়?
উঃ ২০ জুলাই, ১৯৭১ সাল।
প্রশ্ন: বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা কতটি?
উঃ ৯৮৬০ টি।
প্রশ্ন: বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালূ হয়?
উঃ ১৬ আগষ্ট, ২০০০।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কি?
উঃ ইজি-পোস্ট।
প্রশ্ন: বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়?
উঃ ০৪ জানুয়ারী, ১৯৯০।
প্রশ্ন: বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়?
উঃ ১৯৯২ সালে।
প্রশ্ন: দেশে মোট কয়টি মোবাইল ফোন কোম্পানী সার্ভিস প্রদান করছে?
উঃ ৬ টি।
প্রশ্ন: বিটিআরসি কি?
উঃ বাংলাদেশ টেলিকম রেগুলারেটরী কমিশন।
প্রশ্ন: দেশে মাল্টিমিটারিং সিস্টেম চালু হয় কবে?
উঃ ৩০ জুন, ২০০২।
প্রশ্ন: বাংলাদেশ বেতার কেন্দ্র গুলো কোথায় অবস্থিত?
উঃ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর, কুমিল্লা,      রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, বরিশাল, যশোর ও কক্সবাজার।
প্রশ্ন: বাংলাদেশ বেতার থেকে কোন কোন ভাষায় অনুষ্ঠান সমপ্রচার করা হয়?
উঃ বাংলা, ইংরেজি, র্উদু, হিন্দী, আরবী ও নেপালী।
প্রশ্ন: বাংলদেশ বেতারের সদর দপ্তর কোথায়?
উঃ ঢাকার আগারগাঁওয়ে।
প্রশ্ন: স্বধীনবাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছেল?
উঃ চট্টগ্রামের কালুরঘাট।
প্রশ্ন: রেডিও পাকিস্তানের নাম কবে ঢাকা বেতার কেন্দ্র রাখা হয়?
উঃ ০৪ মার্চ, ১৯৭১।
প্রশ্ন: জাতীয় সংসদে কবে বেতার-টিভির স্বায়ত্বশাসন বিল পাস হয়?
উঃ ১২ জুলাই, ২০০১।
প্রশ্ন: বেসরকারী রেডিও স্টেশনের নাম কি?
উঃ রেডিও মেট্রোওয়েভ।
প্রশ্ন: বর্তমানে কয়টি বেসরকারী এফএম রেডিও স্টেশন চালু আছে?
উঃ ৪টি (রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও এবিসি ও রেডিও আমার)
প্রশ্ন: কবে প্রথম বাংলাদেশে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সাল।
প্রশ্ন: কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?
উঃ ১ ডিসেম্বর, ১৯৮০।
প্রশ্ন: ঢাকার রামপুরায় কবে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ ১৯৭৫ সাল।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনের পূর্নাঙ্গ কেন্দ্র কতটি?
উঃ ০২ টি।
প্রশ্ন: চট্টগ্রাম পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্রটি স্থাপন করা হয়?
উঃ ১৯ ডিসেম্বর, ১৯৯৬ সাল।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি?
উঃ ১৪ টি।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
উঃ একতলা দোতলা, ফেব্রুয়ারী, ১৯৬৫।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে?
উঃ ফেরদৌসী রহমান।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কি?
উঃ ৫০ মিনিটের ইংরেজি সিনেমা।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংবাদ পাঠক কে?
উঃ হুমায়ুন চৌধুরী।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে?
উঃ আলম রশীদ।
প্রশ্ন: বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে?
উঃ কলিম শরাফী।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কি?
উঃ ত্রিরত্ন, ১৯৬৬।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান গৃহীত হয়?
উঃ ১৯৯৪ সালে।
প্রশ্ন: দেশের প্রথম বেসরকারী টেলিভিশনের নাম কি?
উঃ একুশে টেলিভিশন।
প্রশ্ন: একুশে টেলিভিশন চালু হয়?
উঃ ৮ মার্চ, ১৯৯৮।
প্রশ্ন: একুশে টেলিভিশন বন্ধ হয়ে যায়?
উঃ ২৯ আগষ্ট, ২০০২।
প্রশ্ন: একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কে ছিলেন?
উঃ সাইমন ড্রিং।
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশন কবে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট সম্প্রচার শুরু করে?
উঃ ১১ এপ্রিল, ২০০৪।
প্রশ্ন: বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়?
উঃ ২৭ এপ্রিল, ১৯৯২।
প্রশ্ন: বাংলাদেশে ভু-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উঃ ৪ টি। বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট।
প্রশ্ন: বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
উঃ রাঙ্গামাটি।
প্রশ্ন: তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
উঃ গাজিপুর।
প্রশ্ন: বাংলাদেশে কতটি আবহাওয়া কেন্দ্র আছে?
উঃ ০৩ টি।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকার নাম কি?
উঃ আইটি.কম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি?
উঃ বিডিনিউজ২৪.কম
প্রশ্ন: জাতীয় সংবাদ সংস্থার নাম কি?
উঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
প্রশ্ন: বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭২ সালে।
COMPUTER -এর কিছু একক
অধ্যায়-০৪
১। কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে
-- পিক্সেল
২।Refresh - কে প্রকাশ করা হয়
-- হার্টজ এককে ।
৩। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো
-- ডিপিআই (ডটস পার ইঞ্চ
৪।মেমোরী যে এককে পরিমাপ করা হয়
-- গিগাবাইট
৫। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয়
-- বিট হিসেবে ।
৬। বাসের গতি মাপা হয়
--মেগাহার্টজে
৭। হাডডিস্ক মাপার একক
-- গিগাবাইট
৮।ইনফরমেশেনের ক্ষুদ্রতম একক
-- ডেটা
৯।ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন -এর একক
- bps (bits per second)
----------------------------------
৮বিটে ১ বাইটবা ১ কারেক্টার ।

How far do u know?
1 Bit = Binary Digit
4 bits = 1 Nibble
8 Bits = 1 Byte
1024 Bytes = 1 Kilobyte
1024 Kilobytes = 1 Megabyte
1024 Megabytes = 1 Gigabyte
1024 Gigabytes = 1 Terabyte
1024 Terabytes = 1 Petabyte
1024 Petabytes = 1 Exabyte
1024 Exabytes = 1 Zettabyte
1024 Zettabytes = 1 Yottabyte
1024Yottabytes = 1 Brontobyte
1024 Brontobytes = 1 Geopbyte
1024 Geopbyte=1 Saganbyte
1024 Saganbyte=1 Pijabyte
Alphabyte = 1024 Pijabyte
Kryatbyte = 1024 Alphabyte
Amosbyte = 1024 Kryatbyte
Pectrolbyte = 1024 Amosbyte
Bolgerbyte = 1024 Pectrolbyte
Sambobyte = 1024 Bolgerbyte
Quesabyte = 1024 Sambobyte
Kinsabyte = 1024 Quesabyte
Rutherbyte = 1024 Kinsabyte
Dubnibyte = 1024 Rutherbyte
Seaborgbyte = 1024 Dubnibyte
Bohrbyte = 1024 Seaborgbyte
Hassiubyte = 1024 Bohrbyte
Meitnerbyte = 1024 Hassiubyte
Darmstadbyte = 1024 Meitnerbyte
Roentbyte = 1024 Darmstadbyte
Coperbyte = 1024 Roentbyte

প্রশ্ন আসতে পারে নিচের কোনটি Input-Output ডিভাইস ? তাই সব উদাহরণ জানতে হবে

1.Modem
2. Touch screen
3.Digital camera
4. Network card
5.Handset
6. Fax ,
7. Audio /Sound card
8.DVD/CD
9. Multi-Function
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি VoIP অ্যাপ্লিকেশন ?তাই সব উদাহরণ জানতে হবে।
১। Net 2 Phone
2. Skype
3. MSN Messenger
4. Net Meeting
5. Cool talk

প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ?তাই সব উদাহরণ জানতে হবে।
১। Facebook
২। Twittar
৩।Google Plus
4. Flickr
5. Vine
6. Meetup
7. Pintarest
8. Instagram
9. Tumblr
10.Tagged
11.Linkedin
১২.বেশত(প্রথম বাংলা )
১৩. কমোয়া (গ্রামীন ফোন চালু করেছে)

প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ------- ?তাই সব উদাহরণ জানতে হবে
Package Software --এর উদাহরণ

1. Word processing Software
2. Spread Analysis Software
3. Database Management Software
4. Computer Aided Design/CAD
5. Graphics Software
6. Graphics Animation Software
7. Desktop Publication Software
8. Multimedia Software
9. Web Browsing Software
10. Presentation Software
11.Web Browsing Software
12. Mail User Agent/E-Mail client/ E-mail. reader 

Word Processing Software এর উদাহরণ

1. Microsoft word / Ms Word
2. Word Perfect/WP
3. Lotus Wordpro
4. Word Star
5. PFS Writer
6. Mac Writer
7. Display Writer
8. Dos Writer
9. Word Pad
10. Note Pad
11. Latex

Spreadsheet Analysis Software এর উদাহরণ

1.Visicalc
2.Super calc
3. Lotus 1-2-3,
4. Corel Quatropro
5.Multiplan
6. Sorcim
7. Symphony
8.Numbers
9. Ms Excel

Database Management Software এর উদাহরণ

1.Microsoft Access
2. Microsoft SQL Server
3. ORACLE
4. Corel Paradox ,
5. Lotus Approach
6.dbase
7. Foxpro
8. File Maker Pro
9. 4D

Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principke, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com




No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU