Friday, November 23, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- (৪৬তম পর্ব)


বিসিএসসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও  ১ম, ২য় ও ৩য় শ্রেণির সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (৪৬তম পর্ব)

 (৯৫% কমনের নিশ্চয়তা- যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান( সব বিষয়)
১. চা পাতায় কোন ভিটামিন থাকে? ক. ভিটামিন-এ খ. ভিটামিন-কে গ. ভিটামিন-বি কমপ্লেক্স ঘ. ভিটামিন-ই উত্তরঃ গ
২. রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' প্রকাশিত হয় কত সনে? ক. ১৯১০ খ. ১৯১১ গ. ১৯১২ ঘ. ১৯১৩ উত্তরঃ ক
৩. কোনটি বাগধারা বোঝায়? ক. চৈত্র সংক্রান্তি খ. পৌষ সংক্রান্তি গ. শিরে সংক্রান্তি ঘ. শিব-সংক্রান্তি উত্তরঃ গ
৪. কোনটি মৌলিক শব্দ? ক. মানব খ. গোলাপ গ. একাঙ্ক ঘ. ধাতব উত্তরঃ খ
৫. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা? ক. বঙ্গভাষা ও সাহিত্য খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ঘ. বাংলা সাহিত্যের কথা উত্তরঃ ঘ
৬. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? ক. মুনীর চৌধুরী খ. হাসান হাফিজুর রহমান গ. শামসুর রাহমান ঘ. গাজীউল হক উত্তরঃ খ
৭. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? ক. নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব খ. অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি গ. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃস্বসা ঘ. রানি, বিকিরণ, দুরতিক্রম্য উত্তরঃ গ
৮. বাংলাদেশে 'গ্রাম থিয়েটারে'র প্রবর্তক কে? ক. মমতাজ উদদীন আহমেদ খ. আব্দুল্লাহ আল মামুন গ. সেলিম আল দীন ঘ. রামেন্দু মজুমদার উত্তরঃ গ
৯. 'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী? ক. একাগ্রতায় খ. সমান ব্যবহারে গ. সম ভাবনায় ঘ. একযোগে উত্তরঃ ঘ
১০. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? ক. ভাবরস খ. মধুর রস গ. প্রেমরস ঘ. লীলারস উত্তরঃ গ
১১. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? ক. Buddhist Mystic Songs খ. চর্যাগীতিকা গ. চর্যাগীতিকোষ ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা উত্তরঃ ক
১২. 'পূর্ববঙ্গ গীতিকা'র' লোকপালাসমূহের সংগ্রাহক কে? ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার খ. হরপ্রসাদ শাস্ত্রী গ. চন্দ্রকুমার দে ঘ. দীনেশচন্দ্র সেন উত্তরঃ গ
১৩. 'চর্যাচর্যবিনিশ্চয়' -এর অর্থ কী? ক. কোনটি চর্যাগান, আর কোনটি নয় খ. কোনটি আচরণীয়, আর কোনটি নয় গ. কোনটি চরাচরের, আর কোনটি নয় ঘ. কোনটি আচার্যের, আর কোনটি নয় উত্তরঃ খ
১৪. 'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা? ক. শৈবধর্ম খ. বৌদ্ধ সহজযান গ. নাথধর্ম ঘ. কোনোটি নয় উত্তরঃ গ
১৫. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত- ক. রামনিধি গুপ্ত খ. দাশরথি রায় গ. অ্যান্টনি ফিরিঙ্গি ঘ. রামুপ্রসাদ সেন উত্তরঃ ঘ
১৬. 'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে? ক. হূমায়ুন আজাদ খ. হেলাল হাফিজ গ. আসাদ চৌধুরী ঘ. রফিক আজাদ উত্তরঃ ক
১৭. 'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ? ক. আইন খ. প্রথা গ. শুল্ক ঘ. রাজস্বনীতি উত্তরঃ খ
১৮. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'র কে স্মরণ করেছেন কেন? ক. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে খ. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে গ. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে ঘ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী
ছিলেন বলে উত্তরঃ ঘ
১৯. 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি? ক. মীর মশাররফ হোসেনের খ. ইসমাইল হোসেন সিরাজীর গ. রবীন্দ্রনাথ ঠাকুরের ঘ. কাজী নজরুল ইসলামের উত্তরঃ ক
২০. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? ক. তৃতীয় বর্ণ খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ গ. প্রথম ও দ্বিতীয় বর্ণ ঘ. দ্বিতীয় ও তৃতীয় বর্ণ উত্তরঃ খ
২১. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? ক. ১৪ টাকা খ. ৪২ টাকা গ. ১২ টাকা ঘ. ১০৫ টাকা উত্তরঃ খ
২২. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? ক. ১৬% খ. ২০% গ. ২৫% ঘ. ২৪% উত্তরঃ খ
২৩. A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত? ক. 8 খ. 7 গ. 6 ঘ. 3 উত্তরঃ ক
২৪. দু'টি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু. ১৩। সংখ্যা দু'টির ল.সা.গু. কত? ক. ২৬০ খ. ৭৮০ গ. ১৩০ ঘ. ৪৯০ উত্তরঃ ক
২৫. 1 + 3 + 5 + .......... + (2x - 1) কত? ক. x (x - 1) খ. x (x + 1)/2 গ. x (x + 1) ঘ. x^2 উত্তরঃ ঘ
২৬. Log√3 81 কত? ক. 4 খ. 27√3 গ. 8 ঘ. 1/8 উত্তরঃ গ
২৭. a - [a - {a - (a - a - 1¯)}] = কত? ক. a খ. - 1 গ. a - 1 ঘ. a + 1 উত্তরঃ গ
২৮. x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত? ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4 উত্তরঃ ঘ
২৯. যদি (25)2x + 3 = 53x + 6 হয় তবে x = কত? ক. 0 খ. 1 গ. - 1 ঘ. 4 উত্তরঃ ক
৩০. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? ক. 24 খ. 8 গ. 16 ঘ. 32 উত্তরঃ গ
৩১. Δ ABC এ ∠A = 40°, ∠B = 70°, হলে Δ ABC কি ধরনের ত্রিভুজ? ক. সমকোণী খ. স্থুলকোণী গ. সমদ্বিবাহু ঘ. সমবাহু উত্তরঃ গ
৩২. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? ক. ৭ই মার্চ, ১৯৭৩ খ. ৫ই মার্চ, ১৯৭৩ গ. ৬ই এপ্রিল, ১৯৭৩ ঘ. ১১ই এপ্রিল, ১৯৭৩ উত্তরঃ ক
৩৩. কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? ক. Read-out খ. Read গ. Read from ঘ. উপরের সবগুলোই উত্তরঃ খ
৩৪. MIRC - এর পূর্ণরুপ কি? ক. Magnetic Ink Character Reader খ. Magnetic Ink Code Reader গ. Magnetic Ink cash Reader ঘ. কোনোটিই নয় উত্তরঃ ক
৩৫. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ? ক. Data Definition Language খ. Data manipulation Language গ. Quary Language ঘ. উপরের সবগুলোই উত্তরঃ ঘ
৩৬. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় ক. ২০০৪ খ. ২০০৩ গ. ২০০৬ ঘ. ২০০৮ উত্তরঃ গ
৩৭. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন প্লাটফর্ম? ক. IOS খ. Windows Phone গ. Android ঘ. Symbian উত্তরঃ গ
৩৮. মোবাইল কমিউনিকেশনে 4G- এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বশিষ্ট্য কি? ক. ভয়েস টেলিফোনি খ. ভিডিও কল গ. মোবাইল টিভি ঘ. ব্রডবেন্ড ইন্টারনেট সেবা উত্তরঃ ঘ
৩৯. Order corporation - এর প্রতিষ্ঠাতা কে? ক. Bill Gates খ. Tim cook গ. Andrew S Grove ঘ. lawrence J.Ellison উত্তরঃ ঘ
৪০. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? ক. RAM খ. Clipboard গ. Hard Disk ঘ. Terminal উত্তরঃ ক
৪১. পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় ? ক. Super Computer খ. Network গ. Server ঘ. Enterprise উত্তরঃ খ
৪২. কলার দাম ২০ % কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২ টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা? ক. 1.50 খ. 2.50 গ. 3.00 ঘ. 4.oo উত্তরঃ ক
৪৩. 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ঃ১ । কমলার রসের পরিমান কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ঃ২ হবে? ক. 40 খ. 50 গ. 60 ঘ. 70 উত্তরঃ গ
৪৪. দুইটি সংখ্যার গ সা গু 11 এবং ল সা গু 7700 ।একটি সংখ্যা 275 হলে , অপর সংখ্যাটি -- ক. 318 খ. 308 গ. 283 ঘ. 279 উত্তরঃ খ
৪৫. x - y = 2 এবং xy = 24 হলে , x এর ধনাত্মক মানটি --- ক. 3 খ. 4 গ. 5 ঘ. 6 উত্তরঃ ঘ
৪৬. 3/x + 4 / x+1 =2 হলে , x এর মান -- ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4 উত্তরঃ গ
৪৭. একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে , সাধারন অনুপাত কত ? ক. 1/2 খ. - 1/2 গ. 1/4 ঘ. - 1/4 উত্তরঃ ঘ
৪৮. 2 সে . মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি? ক. 4π-8 খ. 4π+8 গ. 2π-4 ঘ. 2π+4 উত্তরঃ ক
৪৯. 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70 । এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে , ছাত্রদের গড় নম্বর কত ? ক. 55.5 খ. 60.5 গ. 65.5 ঘ. 62.5 উত্তরঃ ঘ
৫০. কোনটি D-8 ভুক্ত দেশ নয়? ক. নাইজেরিয়া খ. ভারত গ. মালয়েশিয়া ঘ. তুরস্ক উত্তরঃ খ
৫১. অ্যামনেস্টি ইন্টরন্যাশনাল এর সদর দপ্তর কোথয় অবস্থিত? ক. লন্ডন খ. নিউইয়র্ক গ. প্যারিস ঘ. ভিয়েনা উত্তরঃ ক
৫২. আরব বসন্ত বলতে কি বুঝায়? ক. আরবের বিভিন্ন দেশ গণজাগরণ খ. আরব আঞ্চলে বসন্তকাল গ. আরব রাজতন্ত্র ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায় উত্তরঃ ক
৫৩. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? ক. ফিজি খ. ভ্যাটিকান গ. কুয়েত ঘ. মালদ্বীপ উত্তরঃ খ
৫৪. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? ক. নেপাল খ. ভারত গ. ভূটান ঘ. মালদ্বীপ উত্তরঃ ক
৫৫. লয়াজিরগা কোন দেশের আইন সভা? ক. ফিজি খ. সিরিয়া গ. লেবানন ঘ. আফগানিস্তান উত্তরঃ ঘ
৫৬. কোপেন হেগেন কোন দেশের রাজধানী? ক. ডেনমার্ক খ. বেলজিয়াম গ. ভিয়েতনাম ঘ. আর্মেনিয়া উত্তরঃ ক
৫৭. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? ক. মিশর খ. ইরাক গ. ইরান ঘ. থাইল্যান্ড উত্তরঃ ঘ
৫৮. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? ক. ৭ মার্চ ১৯৭১ খৃঃ খ. ২৬ মার্চ ১৯৭১ খৃঃ গ. ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ উত্তরঃ গ
৫৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? ক. ১ মার্চ ১৯১৯ খৃঃ খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ গ. ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ ঘ. ২১ জুন ১৯৪১ খৃঃ উত্তরঃ খ
৬০. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ক. নোয়াখালী খ. ফেনী গ. লালমনিরহাট ঘ. সাতক্ষিরা উত্তরঃ খ
৬১. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে? ক. ১৯৪৭ খৃঃ খ. ১৯৫৮ খৃঃ গ. ১৯৬৪ খৃঃ ঘ. ১৯৬৫ খৃঃ উত্তরঃ গ
৬২. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ক. ৭ মার্চ ১৯৭৩ খৃঃ খ. ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ গ. ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ ঘ. ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ উত্তরঃ ক
৬৩. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে? ক. ১৭৫৭ খৃঃ খ. ১৭৭০ খৃঃ গ. ১৮৫৭ খৃঃ ঘ. ১৭৯৩ খৃঃ উত্তরঃ ঘ
৬৪. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? ক. এ,ডি,বি খ. বিশ্বব্যাংক গ. জাইকা ঘ. আই,এম,এফ উত্তরঃ খ
৬৫. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? ক. গোমতী খ. জিঞ্জিরাম গ. নাফ ঘ. কর্ণফুলী উত্তরঃ গ
৬৬. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রন করে? ক. অর্থমন্ত্রনালয় খ. প্রধানমন্ত্রীর কার্যালয় গ. বাংলাদেশ ব্যাংক ঘ. সিকিউরিটিজ এক্সচেঞ্জ উত্তরঃ ঘ
৬৭. জামাল নজরুল ইসলাম কে? ক. ফুটবল খেলোয়াড় খ. অর্থনীতিবিদ গ. কবি ঘ. বৈজ্ঞানিক উত্তরঃ ঘ
৬৮. নিম্নের কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ক. UNDP খ. UNESCO গ. UNICEF ঘ. UNCTAD উত্তরঃ খ
৬৯. “তাহরির স্কয়ার” কোথায় অবস্থিত? ক. সিউল খ. আম্মান গ. কায়রো ঘ. তেহরান উত্তরঃ গ
৭০. Noureen will discuss the issue with Nasir ___ phone ক. by খ. over গ. in ঘ. on উত্তরঃ খ
৭১. Some writer sink __ oblivion in course of time ক. into খ. under গ. from ঘ. on উত্তরঃ ক
৭২. Pass away means ক. fall খ. disappear গ. die ঘ. erase উত্তরঃ গ
৭৩. Pick the word that is synonymous with 'authoritarian' ক. autocratic খ. elderly গ. potential ঘ. senior উত্তরঃ ক
৭৪. The word "permissive" implies ক. humble খ. law-abiding গ. liberal ঘ. submissive উত্তরঃ গ
৭৫. Subject-verb agreement' refers to ক. number and person খ. number person and gender গ. person only ঘ. number only উত্তরঃ ক
৭৬. The error in the sentence, ‘One of the recommendation made by the committee was accepted by the authorities’ is – ক. accepted by খ. was গ. recommendation ঘ. committee উত্তরঃ গ
৭৭. Each of the sons followed __ father's trade ক. his খ. whose গ. her ঘ. their উত্তরঃ ক
৭৮. ‘The French’ refers to – ক. the French Language খ. the French people গ. the French society ঘ. the French manners উত্তরঃ খ

৭৯. If a person cannot stop taking drugs, he is – ক. attached to them খ. committed to them গ. addicted to them ঘ. devoted to them উত্তরঃ গ
৮০. The word ‘officialese’ means – ক. plural number of offices খ. language used in offices গ. plural number of official ঘ. vague expressions উত্তরঃ খ
৮১. ‘Succumb’ means – ক. win খ. achieve গ. submit ঘ. conqur উত্তরঃ গ
৮২. We look forward ____ a response from you. ক. in receiving খ. to receive গ. to receiving ঘ. for receiving উত্তরঃ গ
৮৩. If a part of a speech or writing breaks the theme, it is called ক. anti-climax খ. exaggeration গ. digression ঘ. pomposity উত্তরঃ গ
৮৪. The expression ‘take into account’ means ক. think seriously খ. consider গ. count numbers ঘ. assess উত্তরঃ খ
৮৫. 'Call to mind' means— ক. fantasize খ. attend গ. remember ঘ. request উত্তরঃ গ
৮৬. Choose the best translation of 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো' from the allternative below— ক. The authorities criticised him খ. The authorities took him to book গ. The authorities gave reins to him ঘ. The authorities took him to task উত্তরঃ ঘ
৮৭. Choose the best translation of 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো' from the allternative below— ক. The authorities criticised him খ. The authorities took him to book গ. The authorities gave reins to him ঘ. The authorities took him to task উত্তরঃ ঘ
৮৮. Such claim needs to be tested empirically suggests that— ক. The test should be based on assumption খ. The test should be based on idea গ. The test should be based on expeirience ঘ. The test should be based on calculation উত্তরঃ গ
৮৯. The idiom "put up with" means— ক. stay together খ. tolerate গ. keep trust ঘ. protector উত্তরঃ খ
৯০. এনজিওপ্লাস্টি হচ্ছে— ক. হৃৎপিন্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া খ. ওপেন হার্ট সার্জারি গ. হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো ঘ. হৃৎপিন্ডে নতুন শিরা সংযোজন উত্তরঃ গ
৯১. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়— ক. কসমিক রশ্মি খ. আল্ট্রাভায়োলেট রশ্মি গ. গামা রশ্মি ঘ. বিটা রশ্মি উত্তরঃ গ
৯২. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ— ক. একই হয় খ. বেশী হয় গ. কম হয় ঘ. খুব কম হয় উত্তরঃ ক
৯৩. সংকর ধাতু পিতলের উপাদান— ক. তামা ও নিকেল খ. তামা ও সোনা গ. তামা ও টিন ঘ. তামা ও দস্তা উত্তরঃ ঘ
৯৪. গ্রিন হাউস ইফেক্টের পরিনতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? ক. উত্তাপ অনেক বেড়ে যাবে খ. ঝড় বৃষ্টি বেশী হবে গ. বৃষ্টিপাত কমে যাবে ঘ. নিম্নভূমি নিমজ্জিত হবে উত্তরঃ ঘ
৯৫. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে— ক. অক্সিজেন সরবরাহ করে খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ. হাইড্রোজেন সরবরাহ করে ঘ. নাইট্রোজেন সরবরাহ করে উত্তরঃ খ
৯৬. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? ক. ১২০৬ খৃঃ খ. ১৩১০ খৃঃ গ. ১৬১০ খৃঃ ঘ. ১৫২৬ খৃঃ উত্তরঃ গ
৯৭. ঐতিহাসিক ২১-দফা দাবীর প্রথম দাবীটি কী ছিল? ক. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন গ. পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ উত্তরঃ ক
৯৮. অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? ক. ১৬ ডিসেম্বর ১৯৭৯ খ. ২৬ ডিসেম্বর ১৯৭৯ গ. ১ জানুয়ারি ১৯৮০ ঘ. ২১ ফেব্রুয়ারি ১৯৮০ উত্তরঃ ক
৯৯. হাজংদের অধিবাস কোথায়? ক. ময়মনসিংহ ও নেত্রকোনা খ. কক্সবাজার ও রামু গ. রংপুর ও দিনাজপুর ঘ. সিলেট ও মণিপুর উত্তরঃ ক
১০০. নিঝুম দ্বীপের আয়তন কত? ক. ৮০ ব.মি. খ. ৮২ ব.মি. গ. ৮৫ ব.মি. ঘ. ৯০ ব.মি উত্তরঃ খ
দ্বিতীয় পর্ব
১) বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? উত্তরঃ গ) ইন্দো-ইউরোপীয়

২) কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ গ) আলস্য
৩) ‘আগুন’-এর সমার্থক শব্দ কোনটি?উত্তরঃ খ) অনল
৪) ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ ক) চলৎ+চিত্র
৫) পাশাপাশাপি দু’টি ধ্বনি বা বর্ণের মিলনকে কী
বলে? উত্তরঃ ঘ) সন্ধি
৬) ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তরঃ গ) √মুচ + ক্ত
৭) বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
উত্তরঃ ঘ) ১২টি
৮) পাণিনি কে ছিলেন?
উত্তরঃ গ) বৈয়াকরণবিদ
৯) ‘ক্ষীয়মান’-এর বিপরীত শব্দ কী?
উত্তরঃ খ) বর্ধিষ্ণু
১০) ‘আমি’ শব্দ কোন লিঙ্গ?
উত্তরঃ ঘ) উভয় লিঙ্গ
১১) বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম
মানে না? উত্তরঃ খ) অব্যয়
১২) ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তরঃ গ) পর্তুগিজ
১৩) নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
উত্তরঃ গ) শ্রদ্ধাস্পদাসু
১৪) নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত
হয়নি? উত্তরঃ গ) ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২
১৫) ‘Superstitions’ শব্দের অর্থ-
উত্তরঃ গ) কুসংস্কারাচ্ছন্ন
১৬) নিচের কোনটি নিত্য সমাস?
উত্তরঃ গ) দেশান্তর
১৭) ‘Blue print’-এর পারিভাষিক শব্দ কোনটি?
উত্তরঃ গ) প্রতিচিত্ত
১৮) গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ?
  উত্তরঃ খ) অর্ধ-তৎসম
১৯) ‘হাত ধুয়ে বসা’ বাগদারার অর্থ কী?
[নোটঃ ‘হাত ধুয়ে বসা’ বাগদারার অর্থ আশা ত্যাগ করা,
দায়িত্ব না রাখা কিংবা নিশ্চিত বোধ করা]
২১) শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ গ) শিরোশেছদ
২২) ‘মনস্তাপ’-এর সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ ঘ) মনঃ+তাপ
২৩) সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
উত্তরঃ গ) সংস্কৃত
২৪) নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
উত্তরঃ ক) গিন্নী
২৫) শিরোনামের প্রধান অংশ কোনটি?
উত্তরঃ ঘ) প্রাপকের ঠিকানা
২৬) The antonym of the word ‘liberty’ Is-
উত্তরঃ খ) bondage
২৭) The synonym of the word ‘call’ is-
উত্তরঃ ক) summon
২৮) It takes two - make at quarrel.
উত্তরঃ গ) to
২৯) Death is - to dishonor.
উত্তরঃ গ) preferable
৩০) Grasp all, -
উত্তরঃ ঘ) lose all
৩১) Please look above, Here ‘above’ is-
উত্তরঃ খ) adverb
৩২) Look before you leap. The word ‘before’ used in the sentence is-
উত্তরঃ খ) conjunction
৩৩) Read to learn. (Complex)
উত্তরঃ গ) If you read, you will learn
৩৪) He is the best player. (Negative)
উত্তরঃ খ) No other player is as good as he
৩৫) He is so dishonest that he cannot speak the truth. (Simple)
উত্তরঃ গ) He is too dishonest to speak the truth
৩৬) I(help)you if I could.
উত্তরঃ ক) I would help
৩৭) The synonym of the word ‘scream’ is-
উত্তরঃ ক) yell
৩৮) The passive from of ‘Don’t do it’ is-
উত্তরঃ ক) Let not it be done
৩৯) Some interesting facts about your past have just come to light.
Here ‘come to light’ means- উত্তরঃ খ) to become known
৪০) He come to Dhaka with a view to-a new place.
উত্তরঃ খ) visiting
৪১) জ্ঞানীরা বেশি কথা বলে না।
উত্তরঃ গ) The wise do not talk much
৪২) দাঁড়াও আমি এখন আসছি।
উত্তরঃ খ) Wait, I am coming now
৪৩) সে এক সপ্তাহ যাবত অসুস্থ।
উত্তরঃ গ) He has been ill for a weak
৪৪) এটা যেন বিনা মেঘে বজ্রপাত।
উত্তরঃ খ) It is a bolt from the blue.
৪৫) He and I - well.
উত্তরঃ গ) are
৪৬) If we practiced speaking english, we - speak better.
উত্তরঃ ক) could
৪৭) It is health which is -
উত্তরঃ খ) wealth
৪৮) I have no money - hand.
উত্তরঃ ক) in
৪৯) Did the see anyone in the room. (Assertive)
উত্তরঃ ক) He saw no one in the room.
৫০) The fruits is sweet the taste.
উত্তরঃ ক) by
৫১) ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক
সংখ্যাদ্বয়ের গড় কত? উত্তরঃ ক) ৭০
৫২) দুইটি সংখ্যার ল. সা. গু. ৩৬ ও গ. সা. গু. ৬ একটি সংখ্যা
১২ হলে, অপর সংখ্যাটি কত? উত্তরঃ ঘ) ১৮
৫৩) ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত
সময় লাগবে? উত্তরঃ ঘ) y/x ঘণ্টা
৫৪) ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?
উত্তরঃ খ) ৩০০
৫৫) বার্ষিক ১০/৩% হার সুদে ১৩৫০ টাকা কত বছরে সুদে-
আসলে ১৬২০ টাকা হবে? উত্তরঃ ঘ) ৬ বছর
৫৬) টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু
কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তরঃ ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
৫৭) ৬০ লিটার পানি চিনির মিশ্রনের অনুপাত ৭:৩। ঐ
মিশ্রনে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
উত্তরঃ গ) ৮০ লিটার
৫৮) 2a2+6a-80 এর একটি উৎপাদক কোনটি?
উত্তরঃ ঘ) (a+8)
৫৯) দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61
ও 11 হলে, সংখ্যা দুইটি কী কী? উত্তরঃ ঘ) (6,5)
৬০) একটি সংখ্যা ও তার গুণাত্নক বিপরীত সমষ্টি √3 ,ঐ
সংখ্যার ঘন ও ঘন এর গুণাত্নক বিপরীতের সমষ্টি কত?
উত্তরঃ খ) 0
৬১) 0,2,3 এর গ. সা. গু. কত?
উত্তরঃ গ) 1
৬২) তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2
ঘণ্টা, 3 ঘণ্টা ও 4 ঘণ্টা পরপর বাজতে থাকলো। ১ দিনে তারা কত বার একত্রে বাজবে? উত্তরঃ ঘ) 3 বার
৬৩) logx5 =2 হলে, x=কত?
উত্তরঃ ক) √5
৬৫) 3.2n-4.2n-2=কত?
উত্তরঃ খ) 2n+1
৬৬) (x/2)a+1 =1 হলে, a এর মান কত?
উত্তরঃ ঘ) -1
৬৭) একটি সংখ্যা ও তার গুণাত্নক বিপরীতের সমষ্টি 2
হলে, সংখ্যাটি কত? উত্তরঃ খ) 1
৬৮) একটি সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল কত হবে,
যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ 50 সে. মি. ও
ভূমি 60 সে. মি.?
উত্তরঃ গ) 1200 বর্গ সে. মি.
৬৯) 5 সে. মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ কত?
উত্তরঃ গ) 5√2 সে. মি.
৭০) একটি রম্বসের কর্ণদ্বয় 5 সে. মি. ও 6 সে. মি. হলে, এর
ক্ষেত্রফল কত? উত্তরঃ ঘ) 15 বর্গ সে. মি.
৭১) 2 সে. মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে
অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.? উত্তরঃ গ) 4-π
৭২) sinθ = 4/5 হলে, tanθ = কত হবে?
উত্তরঃ ক) 4/3
৭৩) চতুর্ভুজের চার কোণের সমষ্টি 1:2:2:3 হলে, বৃহত্তম
কোণের পরিমাণ কত হবে? উত্তরঃ গ) 135°
৭৪) ১ ইঞ্চি=কত সেমি?
উত্তরঃ গ) ২.৫৪ সেমি
৭৫)ত্রিভুজ ABC, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল। ∠A
=60° এবং ∠B =90° হলে, ∠A CD= কত? উত্তরঃ ঘ) 150°
৭৬) বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
উত্তরঃ গ) মহাস্থানগড়
৭৭) বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
উত্তরঃ গ) সৈয়দপুর
৭৮) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তরঃ ক) ১৩৬তম
৭৯) বাংলাদেশের কোন বনাঞ্চলকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ
সাইট’ ঘোষনা করা হয়েছে? উত্তরঃ খ) সুন্দরবন
৮০) http-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তরঃ ক) Hyper Text Transfer Protocol
৮১) CDRDAP-এর সদরদপ্তর কোথায়?
উত্তরঃ খ) ঢাকা
৮২) সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ খ) ১৯৮৫
৮৩) সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায়-
উত্তরঃ ক) গ্লিসারিন
৮৪) কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো-
উত্তরঃ গ) এনটোমলজি
৮৫) নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তরঃ ক) যুক্তরাষ্ট্র-কানাডা
৮৬) ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী
বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ ক) নাইজার
৮৭) ‘ইবোলা’ ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ খ) কঙ্গো
৮৮) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তরঃ ক) ১২ নটিক্যাল মাইল
৮৯) সতীদাহ প্রথা কত সালে বিলপ্ত হয়?
উত্তরঃ খ) ১৮২৯ সালে
৯০) বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে?
উত্তরঃ গ) রাজশাহী
৯১) ‘BIMSTEC’-এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ গ) ঢাকা
৯২) তেতুলে কোন ধরনের এসিড থাকে?
উত্তরঃ খ) টারটারিক এসিড
৯৩) ‘আন্তর্জাতিক শিক্ষক দিবস’ কোনটি?
উত্তরঃ গ) ৫ অক্টোবর
৯৪) আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত?
উত্তরঃ ঘ) ১৫ জন
৯৫) ২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?
উত্তরঃ খ) মালালা ইউসুফজাই
৯৬) ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করে
কে? উত্তরঃ গ) লিওনেল মেসি
৯৭) বাংলাদেশের বৃহতম সেচ প্রকল্প কোনটি?
উত্তরঃ খ) তিস্তা সেচ প্রকল্প
৯৮) নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
উত্তরঃ ঘ) বায়োগ্যাস
৯৯) ৮৬তম অস্কার পুরস্কার-২০১৪ এর সেরা চলচ্চিত্র
কোনটি? উত্তরঃ গ) টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ
১০০) ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তরঃ গ) নরসিংদী
সমাপ্ত-৪৭তম পর্ব দেখুন

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU