Tuesday, November 20, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে--২৯তম পর্ব


বিসিএসসহ ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও  সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞান (সকল বিষয়)-২৯তম পর্ব

(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর
(সাধারণ ভৌগলিক তথ্য )
প্রশ্ন: সবচেয়ে সরু দেশ কোনটি ? চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি ) ।
প্রশ্ন: পৃথিবীর সব সর্ব দক্ষিনের শহর কোনটি ? পুন্টা আরেনাস , চিলি ।
প্রশ্ন: সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ? ইন্দনেশিয়া (১৩,৫০০ টি) ।
প্রশ্ন: ইন্দনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে ? প্রায় ৬,০০০ টি ।
প্রশ্ন: সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ? সুইজারল্যান্ড ।
প্রশ্ন: কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নি ? সুইজারল্যান্ড ।
প্রশ্ন: সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ? ১০ সেপ্টেম্বর, ২০০২ সালে ।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ? চীন (পৃথিবের মোট জনসংখ্যার ২৩%) ।
প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি  নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ? ভ্যটিকান সিটি (১০৮.৭ একর ) ।
প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?  যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কি.মি. , আলাস্কার ২৫৪৭ কি.মি. ছাড়াই ) ।
প্রশ্ন: দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ? আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কি.মি.) ।
প্রশ্ন: সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি ? যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে) ।
প্রশ্ন: সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি ? চীন (১৫দেশের সাথে সীমান্ত)।
প্রশ্ন: পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি ? জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কি.মি.) ।
প্রশ্ন: দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি ?  ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কি.মি.) ।
প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ? রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%) ।
প্রশ্ন: কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে ?  নেদারল্যান্ড ।
প্রশ্ন: কোন দেশের তিনটি রাজধানী ?  দক্ষিণ আফ্রিকা ।
প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি ?  প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন ।
প্রশ্ন: সৌর জগত সবৃ প্রথম কে আবিস্কার করেন ?  কোপারনিকাস, ১৫৪০ সালে ।
প্রশ্ন: সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন ?  হিলারী তেনজিং, ১৯৫৩ সালে ।
প্রশ্ন: সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন ? জনাকো তাবেই, ১৯৭৫ সালে ।
প্রশ্ন: ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন ?  ভাস্কো দা গামা ।
প্রশ্ন: প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে ?  ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস, ১৬৬৮ সালে ।
প্রশ্ন: ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন ?  ক্যাপ্টেন জন স্পেক, ১৮৫৬ সালে ।
প্রশ্ন: উত্তর মেরু কে আবিস্কার করেন ?  রবার্ট পিয়েরে, ১৯০৯ সালে ।
প্রশ্ন: দক্ষিণ মেরু আবিস্কার করেন কে ?  ব্রমান্ড সেন, ১৯১২ সালে ।
প্রশ্ন: আমেরিকা আবিস্কার করেন কে ?  ইতালীর নাবিক কলম্বাস, ১৪৯৮ সালে ।
প্রশ্ন: পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ? কলম্বাস, ১৪৯২ সালে ।
প্রশ্ন: কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন ?  ম্যাগিলান, ১৫১৯ সালে ।
প্রশ্ন: প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন ? ম্যাগিলান ।
প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন ? ডেভিড লিভিংস্টোন ।
প্রশ্ন: গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন ?  এরিক দি রেড ভাইকিং, ৯৮২ সালে ।
প্রশ্ন: অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ? উইলিয়াম জ্যাকসন, ১৯০৬ সালে ।
প্রশ্ন: আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?  রাশিয়া ।
প্রশ্ন: হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে ? চীন ।
প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?  চাইনিজ মান্দারিন ভাষায় ।
প্রশ্ন: বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পয়সা ক্ষুদ্রতম মুদ্রা ?  মায়ানমার ।
 কবি
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
বাংলা সাহিত্যের আদিকবি– >>>লুইপা 
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
ইংরেজি সাহিত্যের আদিকবি–  >>>ক্যাডমন
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি–  >>>কাজী নজরুল ইসলাম 
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি– >>>লর্ড বাইরন
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
বাংলা সাহিত্যের আদি নিদর্শন–>>>চর্যাপদ 
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন– >>>বিউলফ
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
বাংলা সাহিত্যে কবিদের কবি– >>>নির্মলেন্দু গুণ
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
ইংরেজি সাহিত্যে কবিদের কবি– >>>এডমন্ড স্পেনসার
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি– >>>যতীন্দ্রমোহন বাগচী
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
ইংরেজি সাহিত্যে দুঃখবাদী কবি– >>>মেথিউ আরনল্ড 
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
বাংলাদেশের জাতীয় কবি– >>>কাজী নজরুল ইসলাম 
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
ইংল্যান্ডের জতীয় কবি– >>>উইলিয়াম শেক্সপীয় 
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f25/1.5/16/27a1.png
রাশিয়ার জাতীয় কবি– >>>আলেকজান্ডার পুসকিন
বিভিন্ন দিবস সমুহ:
১০ জানুয়ারি ==> বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
১৯ জানুয়ারি ==> জাতীয় শিক্ষকদিবস।
২০ জানুয়ারি ==> শহীদ আসাদদিবস।
১৪ ফেব্রুয়ারি ==> সুন্দরবন দিবস।
২১ ফেব্রুয়ারি ==> শহীদ দিবস।
২৮ ফেব্রুয়ারি ==> জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।
২ মার্চ ==> জাতীয় পতাকা দিবস।
৮ মার্চ ==> বিশ্ব নারী দিবস।
১৭ মার্চ ==> শিশু দিবস।
২১ মার্চ ==> বিশ্ব বৈষম্য দিবস।
২২ মার্চ ==> বিশ্ব পানি দিবস।
২৩ মার্চ ==> বিশ্ব আবহাওয়া দিবস।
২৪ মার্চ ==> বিশ্ব যক্ষা দিবস।
২৬ মার্চ ==> স্বাধীনতা দিবস।
৩১ মার্চ ==> জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
২ এপ্রিল ==> জাতীয় প্রতিবন্ধী দিবস।
৭ এপ্রিল ==> বিশ্ব স্বাস্থ্য দিবস।
১৭ এপ্রিল ==> মুজিবনগর দিবস।
২৩ এপ্রিল ==> বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস।
২৬ এপ্রিল ==> বিশ্ব মেধা সম্পদ দিবস।
১ মে ==> মহান মে দিবস।
৩ মে ==> বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস।
৪ মে ==> আন্তর্জাতিক শিশু দিবস।
১৩ মে ==> বিশ্ব মা দিবস।
১৫ মে ==> বিশ্ব পরিবার দিবস।
১৬ মে ==> ফারাক্কা দিবস।
১৭ মে ==> বিশ্ব টেলিযোগাযোগ দিবস।
২২ মে ==> বিশ্ব জীববৈচিত্র দিবস।
২৫ মে ==> কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী।
২৮ মে ==> নিরাপদ মাতৃত্ব দিবস।
২৯ মে ==> বিশ্ব জাতিসংঘ শান্তি রক্ষা দিবস।
৩১ মে ==> বিশ্ব তামাক মুক্ত দিবস।
৫ জুন ==> বিশ্ব পরিবেশ দিবস।
৭ জুন ==> ছয় দফা দিবস।
১২ জুন ==> বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।
১৩ জুন ==> নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভ টীজিং প্রতিরোধ দিবস।
২৩ জুন ==> পলাশী দিবস।
২০ জুন ==> বিশ্ব উদ্বাস্তু দিবস।
২১ জুন ==> বিশ্ব সংগীত দিবস।
১ জুলাই ==> ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।
৩ জুলাই ==> জন্ম নিবন্ধন দিবস।
৭ জুলাই ==> বিশ্ব সমবায় দিবস।
১০ জুলাই ==> মুসক দিবস।
১১ জুলাই ==> বিশ্ব জনসংখ্যা দিবস।
১৮ জুলাই ==> ম্যান্ডেলা দিবস।
২৯ জুলাই ==> বিশ্ব বাঘ দিবস।
৬ আগস্ট ==> হিরোসিমা দিবস।
৯ আগস্ট ==> বিশ্ব আদিবাসী দিবস ও নাগাসাকি দিবস।
আগস্ট এর প্রথম রবিবার ==> বিশ্ব বন্ধু দিবস।
১২ আগস্ট ==> বিশ্ব যুব দিবস।
১৫ আগস্ট ==> জাতীয় শোক দিবস।
৮ সেপ্টেম্বর ==> বিশ্ব স্বাক্ষরতা / নিরক্ষরতা দিবস।
১৫ সেপ্টেম্বর==> জাতীয় আয়কর দিবস।
সেপ্টেম্বর এর তৃতীয় মঙ্গলবার ==> বিশ্ব শান্তি দিবস।
১৭ সেপ্টেম্বর==> মহান শিক্ষা দিবস।

“পার্লামেন্ট ও কংগ্রেস আইন সভার নাম ও দেশ মনে রাখার শর্টকাট টেকনিকঃ
১-যে সব রাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস: টেকনিকঃ কলি B B A পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল ক=কলাম্বিয়া; লি=লিবিয়া; B=ব্রাজিল;B=বলিভিয়া;A=আমেরিকা; নেপাল=নেপাল;চীনে=চীন,; চলিয়া=চিলি
২-যেসব দেশের আইন সভার নাম পার্লামেন্ট: টেকনিকঃ আকাবা এর গ্রাম থেকে আনা জামা, সেন্ট, ফ্রাই কই? আ- আলজেরিয়া; কা -কানাডা/কাজাখিস্তান; বা- বাহরাইন/বার্বাডোস/বাহমাস; গ্রা -গ্রানাডা; ম -মরোক্কে; আ- আন্টিগুয়া; না- নামিবিয়া; জা- জার্মানি/জ্যামাইকা; মা- মালোশিয়া/মাদাগাস্কার; সেন্ট- সেন্ট লুসিয়া; ফ্রা- ফ্রান্স/ফিজি; ই- ইতালি; ক- কলম্বিয়া/কঙ্গো; ই- ইথিওপিয়া;
৩-মনে রাখার শর্টকাট টেকনিক বিভিন্ন অঞ্চলের দেশগুলোর নাম মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ কৌশল টেকনিক: সুমি তুই আজ ওই বাম সিলিকা র কুলে সু – সুদান/ সৌদিআরব; মি – মিশর, তু – তুরস্ক/তিউনিসিয়া; ই – ইরাক/ইসরাইল; আ – আলজেরিয়া, আরব আমিরাত; জ – জর্ডান; ও – ওমান; ই – ইরান/ইয়েমেন; বা – বাহরাইন; ম – মরক্কো; সি – সিরিয়া; লি – লিবিয়া; কা – কাতার; কু – কুয়েত; লে – লেবানন
৪-শর্টকাট টেকনিকঃ দক্ষিণ এশিয়ার দেশ (৮ টি) মনে রাখার সহজ উপায় : MBA IS FOR BNP M=> মালদ্বীপ; B
> ভুটান; A
> আফগানিস্তান; I
> ইন্ডিয়া/ ভারত; S
> শ্রীলংঙ্কা; B
> বাংলাদেশ; N
> নেপাল; P
> পাকিস্তান
৫-শর্টকাট টেকনিকঃ দক্ষিন পূর্ব এশিয়ার দেশ টেকনিকঃ পার্বতী MTV তে FILM দেখে BCS দিতে পারেনি। পার্বতী: পূর্ব তিমোর; M : মালয়েশিয়া; T : থাইল্যান্ড; V : ভিয়েত; F : ফিলিপাইন; I : ইন্দোনেশিয়া; L : লাউস; M : মায়ানমার; V : ব্রুনাই ; C : কম্বোডিয়া; S : সিঙ্গাপুর
৬-পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখার সহজ কৌশল কৌশলঃ তাজাকোচি। তা
তাইওয়ান; জা
জাপান; কো
কোরিয়া (উত্তর, দক্ষিণ); চি
চীন
৭-দূরপ্রাচ্যের দেশগুলো মনে রাখার সহজ কৌশল কৌশলঃ তাজাকোচিফিম। তা
তাইওয়ান; জা
জাপান; কো
কোরিয়া (উত্তর, দক্ষিণ); চি
চীন; ফি
ফিলিপাইন; ম
মঙ্গোলিয়া
৮-উত্তর আফ্রিকার দেশগুলো মনে রাখার কৌশল কৌশলঃ MoSST WEAL come. দেশ ( রাজধানী ) Mo=মরক্কো (রাবাত); S=সুদান (খার্তুম); S=দক্ষিণ সুদান/South Sudan (জুবা); T=তিউনিশিয়া (তিউনিশ); W
পশ্চিম সাহারা/West Sahara (আল আইয়ুন); E
মিশর/Egypt (কায়রো); L
আলজেরিয়া (আলজিয়ার্স); L=লিবিয়া (ত্রিপোলি)
মধ্য আফ্রিকার দেশ গুলো মনে রাখার কৌশল কৌশলঃ চাঁদ মধ্য গগনে কেমনে থাকি একা সাথী বিহনে । দেশ (রাজধানী) চাঁদ(এনজামেনা) ; মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র(বেঙ্গুই); গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (কিনশাশা); গ্যাবন(লিব্রেভিলে); নিরক্ষীয় গিনি (মালাবো); ক্যামেরুন (ইয়াউন্ডি); এঙ্গোলা(লুয়ান্ডা); কঙ্গো(ব্রাজাভিল); সাওটম এন্ড প্রিন্সিপে(সাওটোম)
৯-দক্ষিন আমেরিকার দেশগুলার নাম মুখস্ত রাখার টেকনিক টেকনিক: BBC Vs APEC & Ur GP ব্যাখ্যা : B- ব্রাজিল; B- বলিভিয়া; C- কলম্বিয়া; V- ভেনিজুয়েলা; S- সুরিনাম; A- আর্জেন্টিনা; P- পেরু; E- ইকুয়েডর; C- চিলি; Ur- উরুগুয়ে; G- গায়ানা; P- প্যারাগুয়ে

·          
 টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান
মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে।
SAARC এর সদস্যঃ 
Exclusive টেকনিকঃ
NIPA MBBS পড়তে আগ্রহী।
NIPA = নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্থান।
MBBS= মালদীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলংকা।
ECO – ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ
Exclusive টেকনিকঃ আইতু + ৭ স্তান।
=আজারবাইজান, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, কিনঘিজিস্তান, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান।
D-8 ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ 
Exclusive টেকনিকঃ বাপ মা নাই তুমিই সব।
বাংলাদেশ, পাকিস্তান, মালয়শিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান।
ASEAN এর সদস্যঃ 
Exclusive টেকনিকঃ MTV তে FILM দেখলে BCS হবে না।
Mayanmar, Thailand, Vietnam, Phillipines, Indonesia, Laos, Malaysia, Brunei, Cambodia, Singapore.
Super Seven এর সদস্যঃ
Exclusive টেকনিকঃ থামাই+ সিতাদহ
থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর, তাইওয়ান, দঃ কোরিয়া, হংকং।
থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া + FOUR TIGERS.
Scandinavian States এর সদস্যঃ
Exclusive টেকনিকঃ FINDS
Finland, Iceland, Norway, Denmark, Sweden.
Balkan States এর সদস্যঃ
Exclusive টেকনিকঃ ক্রোড়পতি গিরিশের মনটা সর্বদা M B B S পড়ুয়া ক্লাসিক্যাল রুমার জন্য আকুল।
ক্রোয়েশিয়া, গ্রিস, মন্টিনিগ্রো, সার্বিয়া, মেসেডোনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া, কসোভো, রুমানিয়া, আলবেনিয়া।
Seven Sistersএর সদস্যঃ
Exclusive টেকনিকঃ আ- মি অ-মে-ত্রি ম-না
আ- মি = আসাম, মিজোরাম।
অ-মে-ত্রি = অরুনাচল, মেঘালয়, ত্রিপুরা।
ম-না = মনিপুর, নাগাল্যান্ড।
GCC ( গলফ কো- অপারেটিপ কাউন্সিল)এর সদস্যঃ
Exclusive টেকনিকঃ BUKQSO
Bahrain, UAE, Kuwait, Qatar, Saudi Arab, Oman.
মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া, পলিনেশিয়া:
Exclusive টেকনিকঃ
মাইক্রোনেশিয়া
মামা কে বাতি নাড়াইতেছে…..পালা
মাইক্রোনেশিয়া ফেডারেশন, মার্শালদ্বীপপুঞ্জ, কিরিবাতি, নাউরু, পালাউ
মেলোনেশিয়া
পাপিয়া, সলোমান ও ভানু ফিজি গেল।
পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি
পলিনেশিয়া
STT
সামোয়া, ট্যুভালু, টোঈা
কে কার ছাত্র/শিক্ষক:
Exclusive টেকনিকঃ সক্রেটিসের PA দুই TA
সক্রেটিস —-> প্লেটো —-> এরিস্টটল —->
এরিস্টটলের দুই ছাত্র —-> থিওফ্রাস্টাস, আলেকজান্ডার।
সভ্যতাঃ 
Exclusive টেকনিকঃ SBAC = কি প অঅদ স।
সুমেরীয় সভ্যতা = কিউনিফর্ম লিপি।
ব্যবীলন সভ্যতা = পঞ্জিকা।
আসিনিয় সভ্যতা = অস্ত্র, অক্ষাংশ, দ্রাঘিমাংশ।
কালাডিয় সভ্যতা = সপ্তাহ।
বিখ্যাত প্রণালী সমূহ:
১. পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩. জিব্রাল্টার-(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪. ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মালা)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব- ( লোহা এল আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮. ডোভার- ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯. বসফোরাস- (ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০. পানামা খাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।
(সমাপ্ত)

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU