প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
প্রশ্নোত্তর -
দ্বাদশ পর্ব
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
দ্বাদশ পর্ব
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিসিএসসহ ১ম, ২য় ও ৩য় শ্রেণির সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (৫৩তম পর্ব) (৯৫% কমনের নিশ্চয়তা- যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times
BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive
Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School,
Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha,
Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge
(Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা
প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
দ্বাদশ পর্ব- প্রথম অধ্যায়
১.বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ? উত্তরঃ বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স।
২. প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কি ? উত্তরঃ ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
৩.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে? উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।
৪. বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি? উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
৫. বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ? উত্তরঃ নুরজাহান বেগম।
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে? উত্তরঃ সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে ।
৭. বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে? উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৮. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ? উত্তরঃ বরেন্দ্র যাদুঘর ।
৯. সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে? উত্তরঃ শায়েস্তা খান ।
১০. ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন? উত্তরঃ সুবেদার ইসলাম খান ।
১১. কুতুব মিনার কোথায় অবস্থিত? উত্তরঃ দিল্লীতে।
১২. ‘বাংলার আকবর’ বলা হয় কাকে? উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।
১৩.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ? উত্তরঃ ১৭ বার।
১৪. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
১৫.“দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ? উত্তরঃ সম্রাট আকবর ।
১৬. বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ? উত্তরঃ দোলাই খাল বা দোলাই নদী।
১৭.লাল কেল্লা কে নির্মাণ করেন? উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৮. তাজমহলের নির্মাতা কে ? উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৯. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ? উওরঃ শিবাজী।
২০.বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন কে? উত্তরঃ হুমায়ুন।
২১. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।
২২. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়? উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।
২৩.উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ? উত্তরঃ হুসেইন মুহাম্মদ এরশাদ ।
২৪. প্রথম জেলা গঠিত হয় কবে? উত্তরঃ ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।
২৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে ? উত্তরঃ সচিব।
২৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ? উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
২৭.বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে? উত্তরঃ সুরাইয়া বেগম ।
২৮. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ? উত্তরঃ গারো পাহাড়।
২৯.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ? উত্তরঃ তাজিনডং।
৩০. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত? উত্তরঃ সুন্দর বনের দক্ষিণ উপকূলে।
৩১.ইতিহাসের জনক কাকে বলা হয় ? উত্তরঃ হেরোডোটাসকে ।
৩২. প্রথম কাগজ আবিস্কৃত হয় কোথায় ? উত্তরঃ চীনে।
৩৩. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ? উত্তরঃ ভারতের বিজয়লক্ষী পন্ডিত।
৩৪. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করে কবে ? উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান মিশনে)।
৩৫. মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে? উত্তরঃ নোবেল বিজয়ী ওয়েন ক্যাসিন।
৩৬.প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো? উত্তরঃ ১৩ টি দেশ।
৩৭.বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন ? উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।
৩৮.নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে ? উত্তরঃ সিঙ্গাপুর ।
৩৯. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ? উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র) ।
৪০. জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে ? উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন) ।
৪১. প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ ফ্রোয়েবল।
৪২.কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয় ? উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে ।
৪৩. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি ? উত্তরঃ হযরত আলী (রাঃ) ।
৪৪. বাংলাদেশের সংবিধান কি ধরনের? উত্তরঃ লিখিত সংবিধান ।
৪৫. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ শেখ মুজিবুর রহমান ।
৪৬. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ? উত্তরঃ রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।
৪৭ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ? উত্তরঃ স্যার সৈয়দ আহমাদ খান।
৪৮. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তরঃ ফখরুদ্দিন মুবারক শাহ্।
৪৯. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ? উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।
৫০. গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে? উত্তরঃ গ্রীসে।
৫১. দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে কতটি? উত্তর : ২৩টি।
৫২. মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে? উত্তর : ১৯৬১ সালে।
৫৩. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়? উত্তর : চট্টগ্রামে।
৫৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে? উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৫৫. ইসরাইলের রাজধানীর নাম কি? উত্তর : জেরুজালেম।
৫৬. সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের নাম কি ছিল? উত্তর : বাথ পার্টি।
৫৭. সুদানের দারফুরে যুদ্ধরত আরব মিলিশিয়া বাহিনীর নাম কি? উত্তর : জানজাবিদ।
৫৮. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে? উত্তর : বিসমার্ক।
৫৯. নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর নেন কত সালে? উত্তর : ১৯৯৯ সালে।
৬০. মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে? উত্তর : মাদার তেরেসা।
৬১. গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের নাম কি? উত্তর : মাও সেতুং।
৬২. পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়? উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।
৬৩। যুদ্ধোত্তর বাংলাদেশ : বদরুদ্দীন ওমর
৬৪। বিদেশী সাংবাদিকদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ : মাহবুব কামাল অনূদিত, (তাজমহল বুক ডিপো);(অনন্যা, ১৯৯৫)
৬৫। চিত্রসাংবাদিকদের ক্যামেরায় মুক্তিযুদ্ধ: রবিন সেনগুপ্ত
৬৬। চরমপত্র : এম আর আখতার মুকুল
৬৭। একাত্তরের ডায়েরী: বেগম সুফিয়া কামাল
৬৮। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) : মুনতাসীর মামুন
৬৯। ভিনকোয়েস্ট জেনারেল : মুনতাসীর মামুন
৭০। মুক্তিযুদ্ধ কোষ (১-৫ খন্ড) : মুনতাসীর মামুন সম্পাদিত
(মূল্য দেড় হাজার টাকা,প্রাপ্তিস্থান সাগর পাবলিশার্স, বেইলী রোড)
৭১। মুক্তিযুদ্ধ কোষ (১-৪ খন্ড) : আফসান চৌধুরী সম্পাদিত
(মূল্য ২৮০০ টাকা,প্রাপ্তিস্থান মুক্তিযুদ্ধ যাদুঘর এবং সাগর পাবলিশার্স)
৭২। ঘাতকের দিনলিপি : রমেন বিশ্বাস
৭৩। স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া, মোঃ আব্দুল হান্নান, পুর্বা প্রকাশনী
৭৪। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, সংকলন ও সম্পাদনা ফরিদ কবির, মাওলা ব্রাদার্স
৭৫। স্বাধীনতার বাইশ বছর, মেজর রফিকুল ইসলাম পিএসসি, কাকলী প্রকাশনী
৭৬। স্মৃতি ১৯৭১, সম্পাদনাঃ রশীদ হায়দার, বাংলা একাডেমী
৭৭। স্মৃতি অম্লান ১৯৭১, আবুল মাল আব্দুল মুহিত, সাহিত্য প্রকাশ
৭৮। স্মৃতিময় ‘৭১, হেনা দাস, সাহিত্য প্রকাশ
৭৯। Contribution of India in The War of Liberation of Bangladesh, Salam Azad, Ankur Prakashani
৮০। Mujibnagar Government Documents 1971,
For: Prof. Salahuddin Ahmed ed. Dr. Sukumar Biswas, Maola Brothers
৮১। ৭১ এর দশ মাস- রবীন্দ্রনাথ ত্রিবেদী; (কাকলী প্রকাশনী)
৮২। মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন- মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত, (অনন্যা)
৮৩। মুক্তিযুদ্ধ মুক্তির জয়- সুফিয়া কামাল
৮৪। মুক্তিযুদ্ধঃ আগে ও পরে- পান্না কায়সার
৮৫। রক্তভেজা একাত্তর- মেজর (অব) হাফিজ উদ্দন আহমেদ।
৮৬। বুকের ভিতর আগুন : জাহানারা ইমাম
৮৭। বিদায় দে মা ঘুরে আসি : জাহানারা ইমাম
৮৮। অফ ব্লাড অ্যান্ড ফায়ার : জাহানারা ইমাম
৮৯। ইতিহাসের রক্ত পলাশ : আবদুল গাফ্ফার চৌধুরী
৯০। আমরা বাংলাদেশী না বাঙালী : আবদুল গাফ্ফার চৌধুরী
৯১। বাংলাদেশ কথা কয় : আবদুল গাফ্ফার চৌধুরী
৯২। যাপিত জীবন : সেলিনা হোসেন
৯৩। মুক্তিযুদ্ধের আগে ও পরে : পান্না কায়সার
৯৪। হৃদয়ে বাংলাদেশ : পান্না কায়সার
৯৫। সেই সব পাকিস্তানী : মুনতাসীর মামুন
৯৬। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : গাজীউল হক
৯৭। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস : আহমদ মজহার
৯৮। মুক্তিযুদ্ধের সাহিত্য : আহমেদ মাওলা
৯৯। আমি বীরঙ্গনা বলছি : নীলিমা ইব্রাহীম
১০০। অপহৃত বাংলাদেশ : আনিসুর রহমান
২. প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কি ? উত্তরঃ ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
৩.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে? উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।
৪. বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি? উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
৫. বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ? উত্তরঃ নুরজাহান বেগম।
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে? উত্তরঃ সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে ।
৭. বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে? উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৮. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ? উত্তরঃ বরেন্দ্র যাদুঘর ।
৯. সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে? উত্তরঃ শায়েস্তা খান ।
১০. ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন? উত্তরঃ সুবেদার ইসলাম খান ।
১১. কুতুব মিনার কোথায় অবস্থিত? উত্তরঃ দিল্লীতে।
১২. ‘বাংলার আকবর’ বলা হয় কাকে? উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।
১৩.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ? উত্তরঃ ১৭ বার।
১৪. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
১৫.“দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ? উত্তরঃ সম্রাট আকবর ।
১৬. বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ? উত্তরঃ দোলাই খাল বা দোলাই নদী।
১৭.লাল কেল্লা কে নির্মাণ করেন? উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৮. তাজমহলের নির্মাতা কে ? উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৯. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ? উওরঃ শিবাজী।
২০.বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন কে? উত্তরঃ হুমায়ুন।
২১. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।
২২. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়? উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।
২৩.উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ? উত্তরঃ হুসেইন মুহাম্মদ এরশাদ ।
২৪. প্রথম জেলা গঠিত হয় কবে? উত্তরঃ ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।
২৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে ? উত্তরঃ সচিব।
২৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ? উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
২৭.বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে? উত্তরঃ সুরাইয়া বেগম ।
২৮. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ? উত্তরঃ গারো পাহাড়।
২৯.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ? উত্তরঃ তাজিনডং।
৩০. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত? উত্তরঃ সুন্দর বনের দক্ষিণ উপকূলে।
৩১.ইতিহাসের জনক কাকে বলা হয় ? উত্তরঃ হেরোডোটাসকে ।
৩২. প্রথম কাগজ আবিস্কৃত হয় কোথায় ? উত্তরঃ চীনে।
৩৩. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ? উত্তরঃ ভারতের বিজয়লক্ষী পন্ডিত।
৩৪. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করে কবে ? উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান মিশনে)।
৩৫. মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে? উত্তরঃ নোবেল বিজয়ী ওয়েন ক্যাসিন।
৩৬.প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো? উত্তরঃ ১৩ টি দেশ।
৩৭.বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন ? উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।
৩৮.নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে ? উত্তরঃ সিঙ্গাপুর ।
৩৯. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ? উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র) ।
৪০. জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে ? উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন) ।
৪১. প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ ফ্রোয়েবল।
৪২.কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয় ? উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে ।
৪৩. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি ? উত্তরঃ হযরত আলী (রাঃ) ।
৪৪. বাংলাদেশের সংবিধান কি ধরনের? উত্তরঃ লিখিত সংবিধান ।
৪৫. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ শেখ মুজিবুর রহমান ।
৪৬. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ? উত্তরঃ রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।
৪৭ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ? উত্তরঃ স্যার সৈয়দ আহমাদ খান।
৪৮. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তরঃ ফখরুদ্দিন মুবারক শাহ্।
৪৯. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ? উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।
৫০. গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে? উত্তরঃ গ্রীসে।
৫১. দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে কতটি? উত্তর : ২৩টি।
৫২. মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে? উত্তর : ১৯৬১ সালে।
৫৩. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়? উত্তর : চট্টগ্রামে।
৫৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে? উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৫৫. ইসরাইলের রাজধানীর নাম কি? উত্তর : জেরুজালেম।
৫৬. সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের নাম কি ছিল? উত্তর : বাথ পার্টি।
৫৭. সুদানের দারফুরে যুদ্ধরত আরব মিলিশিয়া বাহিনীর নাম কি? উত্তর : জানজাবিদ।
৫৮. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে? উত্তর : বিসমার্ক।
৫৯. নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর নেন কত সালে? উত্তর : ১৯৯৯ সালে।
৬০. মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে? উত্তর : মাদার তেরেসা।
৬১. গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের নাম কি? উত্তর : মাও সেতুং।
৬২. পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়? উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।
৬৩। যুদ্ধোত্তর বাংলাদেশ : বদরুদ্দীন ওমর
৬৪। বিদেশী সাংবাদিকদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ : মাহবুব কামাল অনূদিত, (তাজমহল বুক ডিপো);(অনন্যা, ১৯৯৫)
৬৫। চিত্রসাংবাদিকদের ক্যামেরায় মুক্তিযুদ্ধ: রবিন সেনগুপ্ত
৬৬। চরমপত্র : এম আর আখতার মুকুল
৬৭। একাত্তরের ডায়েরী: বেগম সুফিয়া কামাল
৬৮। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) : মুনতাসীর মামুন
৬৯। ভিনকোয়েস্ট জেনারেল : মুনতাসীর মামুন
৭০। মুক্তিযুদ্ধ কোষ (১-৫ খন্ড) : মুনতাসীর মামুন সম্পাদিত
(মূল্য দেড় হাজার টাকা,প্রাপ্তিস্থান সাগর পাবলিশার্স, বেইলী রোড)
৭১। মুক্তিযুদ্ধ কোষ (১-৪ খন্ড) : আফসান চৌধুরী সম্পাদিত
(মূল্য ২৮০০ টাকা,প্রাপ্তিস্থান মুক্তিযুদ্ধ যাদুঘর এবং সাগর পাবলিশার্স)
৭২। ঘাতকের দিনলিপি : রমেন বিশ্বাস
৭৩। স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া, মোঃ আব্দুল হান্নান, পুর্বা প্রকাশনী
৭৪। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, সংকলন ও সম্পাদনা ফরিদ কবির, মাওলা ব্রাদার্স
৭৫। স্বাধীনতার বাইশ বছর, মেজর রফিকুল ইসলাম পিএসসি, কাকলী প্রকাশনী
৭৬। স্মৃতি ১৯৭১, সম্পাদনাঃ রশীদ হায়দার, বাংলা একাডেমী
৭৭। স্মৃতি অম্লান ১৯৭১, আবুল মাল আব্দুল মুহিত, সাহিত্য প্রকাশ
৭৮। স্মৃতিময় ‘৭১, হেনা দাস, সাহিত্য প্রকাশ
৭৯। Contribution of India in The War of Liberation of Bangladesh, Salam Azad, Ankur Prakashani
৮০। Mujibnagar Government Documents 1971,
For: Prof. Salahuddin Ahmed ed. Dr. Sukumar Biswas, Maola Brothers
৮১। ৭১ এর দশ মাস- রবীন্দ্রনাথ ত্রিবেদী; (কাকলী প্রকাশনী)
৮২। মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন- মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত, (অনন্যা)
৮৩। মুক্তিযুদ্ধ মুক্তির জয়- সুফিয়া কামাল
৮৪। মুক্তিযুদ্ধঃ আগে ও পরে- পান্না কায়সার
৮৫। রক্তভেজা একাত্তর- মেজর (অব) হাফিজ উদ্দন আহমেদ।
৮৬। বুকের ভিতর আগুন : জাহানারা ইমাম
৮৭। বিদায় দে মা ঘুরে আসি : জাহানারা ইমাম
৮৮। অফ ব্লাড অ্যান্ড ফায়ার : জাহানারা ইমাম
৮৯। ইতিহাসের রক্ত পলাশ : আবদুল গাফ্ফার চৌধুরী
৯০। আমরা বাংলাদেশী না বাঙালী : আবদুল গাফ্ফার চৌধুরী
৯১। বাংলাদেশ কথা কয় : আবদুল গাফ্ফার চৌধুরী
৯২। যাপিত জীবন : সেলিনা হোসেন
৯৩। মুক্তিযুদ্ধের আগে ও পরে : পান্না কায়সার
৯৪। হৃদয়ে বাংলাদেশ : পান্না কায়সার
৯৫। সেই সব পাকিস্তানী : মুনতাসীর মামুন
৯৬। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : গাজীউল হক
৯৭। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস : আহমদ মজহার
৯৮। মুক্তিযুদ্ধের সাহিত্য : আহমেদ মাওলা
৯৯। আমি বীরঙ্গনা বলছি : নীলিমা ইব্রাহীম
১০০। অপহৃত বাংলাদেশ : আনিসুর রহমান
দ্বিতীয় অধ্যায়
1) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।
2) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উঃ- সংবিধান।
3) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই? উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
4) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনদেশের? উঃ- ভারত।
5) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? উঃ- আমেরিকা।
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? উঃ- ৩৪ জন।
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? উঃ- ডঃ কামাল হোসেন।
13) সংবিধান রচনা কমিটির একমাত্রমহিলা সদস্য কে ছিলেন? উঃ- বেগম রাজিয়া বেগম।
14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে? উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে? উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
2) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উঃ- সংবিধান।
3) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই? উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
4) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনদেশের? উঃ- ভারত।
5) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? উঃ- আমেরিকা।
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? উঃ- ৩৪ জন।
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? উঃ- ডঃ কামাল হোসেন।
13) সংবিধান রচনা কমিটির একমাত্রমহিলা সদস্য কে ছিলেন? উঃ- বেগম রাজিয়া বেগম।
14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে? উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে? উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? উঃ- ১১ টি।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি? উঃ- ১৫৩ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? উঃ- আবদুর রাউফ।
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? উঃ- ২ মেয়াদকাল।
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই? উঃ- রাষ্ট্রপতি।
23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ- স্পিকার।
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন? উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? উঃ- রাষ্ট্রপতি।
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? উঃ- রাষ্ট্রপতি।
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? উ:১২টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উঃ- সুপ্রীম কোর্ট।
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে? উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল? উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়? উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে? উঃ- ১১ অনুচ্ছেদ।
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে? উঃ- ১৪ অনুচ্ছেদ।
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে? উঃ- ২২ অনুচ্ছেদ।
38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে? উঃ- ২৭ অনুচ্ছেদে।
39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ? উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? উঃ- ৭৪ অনুচ্ছেদ।
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে? উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়? উঃ- ১৯৮০ সালে।
54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে? উঃ- ১৬ টি।
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়? উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়? উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58) বাংলাদেশের আইন সভার নাম কি? উঃ- জাতীয় সংসদ।
59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়? উঃ- ১৯৬২ সালে।
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? উঃ- লুই আই কান।
61) লুই আই কান কোন দেশের নাগরিক? উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে? উঃ- হ্যারি পাম ব্লুম।
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে? উঃ- ১৯৬৫ সালে।
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত? উঃ- ২১৫ একর।
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়? উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? উঃ- ৯ তলা।
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? উঃ- ১৫৫ ফুট।
68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? উঃ- শাপলা ফুল।
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি? উঃ- ৩৫০ টি।
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি? উঃ- ৩০০ টি।
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি? উঃ- ৫০ টি।
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি? উঃ- পঞ্চগড়-১।
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি? উঃ- বান্দরবান।
76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়? উঃ- স্পিকারের ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
উঃ- ৬০ দিন।
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে? উঃ- ৩০ দিন।
80) সংসদ অধিবেশন কে আহবান করেন? উঃ- রাষ্ট্রপতি।
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে? উঃ- ৬০ জন।
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়? উঃ- দুই-তৃতীয়াংশ।
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? উঃ- ৯০ কার্যদিবস।
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে? উঃ- শাহ আব্দুল হামিদ।
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? উঃ- ১৯৩৭ সালে।
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ
করিয়েছেন, তিনি কে? উঃ- এডভোকেট আবদুল হামিদ।
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? উঃ- সুপ্রীম কোর্ট।
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়? উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? উঃ- ২০তম।
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উঃ- তাজউদ্দিন আহমেদ।
97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? উঃ- ১৪ তম।
98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে? উঃ- ৩৫ বছর।
99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উঃ- ২৫ বছর।
100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উঃ- ২৫ বছর।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি? উঃ- ১৫৩ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? উঃ- আবদুর রাউফ।
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? উঃ- ২ মেয়াদকাল।
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই? উঃ- রাষ্ট্রপতি।
23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ- স্পিকার।
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন? উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? উঃ- রাষ্ট্রপতি।
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? উঃ- রাষ্ট্রপতি।
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? উ:১২টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উঃ- সুপ্রীম কোর্ট।
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে? উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল? উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়? উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে? উঃ- ১১ অনুচ্ছেদ।
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে? উঃ- ১৪ অনুচ্ছেদ।
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে? উঃ- ২২ অনুচ্ছেদ।
38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে? উঃ- ২৭ অনুচ্ছেদে।
39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ? উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? উঃ- ৭৪ অনুচ্ছেদ।
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে? উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়? উঃ- ১৯৮০ সালে।
54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে? উঃ- ১৬ টি।
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়? উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়? উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58) বাংলাদেশের আইন সভার নাম কি? উঃ- জাতীয় সংসদ।
59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়? উঃ- ১৯৬২ সালে।
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? উঃ- লুই আই কান।
61) লুই আই কান কোন দেশের নাগরিক? উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে? উঃ- হ্যারি পাম ব্লুম।
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে? উঃ- ১৯৬৫ সালে।
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত? উঃ- ২১৫ একর।
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়? উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? উঃ- ৯ তলা।
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? উঃ- ১৫৫ ফুট।
68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? উঃ- শাপলা ফুল।
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি? উঃ- ৩৫০ টি।
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি? উঃ- ৩০০ টি।
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি? উঃ- ৫০ টি।
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি? উঃ- পঞ্চগড়-১।
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি? উঃ- বান্দরবান।
76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়? উঃ- স্পিকারের ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
উঃ- ৬০ দিন।
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে? উঃ- ৩০ দিন।
80) সংসদ অধিবেশন কে আহবান করেন? উঃ- রাষ্ট্রপতি।
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে? উঃ- ৬০ জন।
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়? উঃ- দুই-তৃতীয়াংশ।
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? উঃ- ৯০ কার্যদিবস।
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে? উঃ- শাহ আব্দুল হামিদ।
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? উঃ- ১৯৩৭ সালে।
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ
করিয়েছেন, তিনি কে? উঃ- এডভোকেট আবদুল হামিদ।
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? উঃ- সুপ্রীম কোর্ট।
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়? উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? উঃ- ২০তম।
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উঃ- তাজউদ্দিন আহমেদ।
97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? উঃ- ১৪ তম।
98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে? উঃ- ৩৫ বছর।
99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উঃ- ২৫ বছর।
100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উঃ- ২৫ বছর।
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা
প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principke, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principke, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
No comments:
Post a Comment