Tuesday, November 20, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- ২৭তম পর্ব


বিসিএসসহ ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও  সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞান (সকল বিষয়)-২৭তম পর্ব

 
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর
ICT (উচ্চ মাধ্যমিক বোর্ড বই):
---------------------------------------------------
১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা।
২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন।
৪) তথ্য= উপাত্ত+প্রেক্ষিত+অর্থ।
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি। 
#Engr_Sohag
৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO.
৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী।
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার।
৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি।
১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে।
১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে।
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি – 88.5-108.0 Hz.
১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের।
১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line.
১৫) দেশে বেসরকারি চ্যানেল – ৪১টি।
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট।
১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)।
১৮) ARPANET চালু করে – মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে।
২০) ARPANET-এ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে।
২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে।
২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে।
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে।
২৪) ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে।
২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী – প্রায় ৫ কোটি ২২ লাখ (৩২%)।
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় – ১৯৬৯-১৯৮৩ সাল।
২৭) টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা।
২৮) “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)।
২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে।
৩০) Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে।
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান।
৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি।
৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়।
৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট।
৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records.
৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন।
৩৭) IT+Entertainment = Xbox.
৩৮) IT+Telecommunication = iPod.
৩৯) IT+Consumer Electronics= Vaio.
৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে।
৪১) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
৪২) রোবটের উপাদান – Power System, Actuator, Sensor, Manipulation.
৪৩) PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board.
৪৪) খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা।
৪৫) নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি।
৪৬) মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১।
৪৭) চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০ জুলাই, ১৯৬৯ সালে।
৪৮) MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning.
৪৯) UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত। #Engr_Sohag
৫০) GPS এর পূর্ণরুপ – Global Positioning System.
৫১) ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় – বায়োমেট্রিক পদ্ধতি।
৫২) হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩) আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – ১০-১৫ সেকেন্ড।
৫৪) Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg.
৫৫) Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff.
৫৬) এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম।
৫৭) Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson.
৫৮) রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg (1972).
৫৯) বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি – ইঁদুর (1974).
৬০) বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech (1976).
৬১) GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism.
৬২) পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানো টেকনোলজি।
৬৩) অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে।
৬৪) Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি।
৬৫) ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification/ Screen Reading Software.
৬৬) যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি।
৬৭) ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth. 
৬৮) Bandwidth মাপা হয় – bps.
৬৯) ন্যারো ব্যান্ডের গতি – 45-300 bps.
৭০) ভয়েস ব্যান্ডের গতি – 9600 bps.
৭১) ব্রডব্যান্ডের গতি – 1 Mbps.
৭২) ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন – এসিনক্রোনাস।
৭৩) সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি।
৭৪) ডাটা ট্রান্সমিশন মোড – ৩ প্রকার।
৭৫) একদিকে ডাটা প্রেরণ – সিমপ্লেক্স মোড।
৭৬) উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয় – হাফ ডুপ্লেক্স মোড।
৭৭) একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড।
৭৮) ক্যাবল তৈরি হয় – পরাবৈদ্যুতিক (Dielectric) পদার্থদ্বারা।
৭৯) Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত।
৮০) Twisted Pair Cable এ তার থাকে – 4 জোড়া।
৮১) Fiber Optic – Light signal ট্রান্সমিট করে।
৮২) মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz.
৮৩) কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে – ১৯৫০ এর দশকে।
৮৪) Geosynchronous Satellite স্থাপিত হয় – ১৯৬০ এর দশকে।
৮৫) কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০ কি.মি. উর্ধ্বে।
৮৬) Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter.
৮৭) Wi-fi এর পূর্ণরুপ – Wireless Fidelity.
৮৮) Wi-fi এর গতি – 54 Mbps.
৮৯) WiMax শব্দটি চালু হয় – ২০০১ সালে।
৯০) WiMax এর পূর্ণরুপ – Worlwide Interoperabilty for Microwave Access.
৯১) ৪র্থ প্রজন্মের প্রযুক্তি – WiMax.
৯২) WiMax এর গতি – 75 Mbps.
৯৩) FDMA = Frequency Division Multiple Access.
৯৪) CDMA = Code Division Multiple Access.
৯৫) মোবাইলের মূল অংশ – ৩টি।
৯৬) SIM = Subscriber Identity Module.
৯৭) GSM = Global System for Mobile Communication.
৯৮) GSM প্রথম নামকরণ করা হয় – ১৯৮২ সালে।
৯৯) GSM এর চ্যানেল – ১২৪টি (প্রতিটি 200 KHz)।
১০০) GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি – 4 ধরনের। #Engr_Sohag
১০১. GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে।
১০২. GSM 3G এর জন্য প্রযোজ্য।
১০৩. GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ ওয়াট।
১০৪. CDMA আবিষ্কার করে Qualcom (১৯৯৫)।
১০৫. রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz.
১০৬. রেডিও ওয়েভের গতি 24 Kbps.
১০৭. CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে।
১০৮. CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে।
১০৯.1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়।
১১০. সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে।
১১১. MMS ও SMS চালু হয় 2G তে।
১১২. 3G চালু হয় ১৯৯২ সালে।
১১৩. 3G এর ব্যান্ডউইথ 2MHz.
১১৪. 3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)।
১১৫. 4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার।
১১৬. 4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি।
১১৭. 4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps.
১১৮. টার্মিনাল দুই ধরনের।
১১৯. ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের।
১২০. PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে।
১২১. PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান।
১২২. LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে।
১২৩. LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable.
১২৪. কেবল টিভি নেটওয়ার্ক- MAN.
১২৫. NIC =Network Interface Card.
১২৬. NIC কার্ডের কোডে বিট সংখ্যা -48.
১২৭. মডেম দুই ধরনের।
১২৮. Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার।
১২৯. স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco.
১৩০. ব্রিজ প্রধানত ৩ প্রকার।
১৩১. নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।
১৩২. Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology.
১৩৩. বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন (২০০৬)।
১৩৪. Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি।
১৩৫. সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক।
১৩৬. সংখ্যা পদ্ধতি দুই ধরণের।
১৩৭. Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা।
১৩৮. সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে।
১৩৯. Bit এর পূর্ণরুপ- Binary Digit.
১৪০. Digital Computer-এর মৌলিক একক- Bit.
১৪১. সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি।
১৪২. “O” এর লজিক লেভেল – 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত।
১৪৩. “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত।
১৪৪. Digital Device কাজ করে- Binary মোডে।
১৪৫. n বিটের মান 2^n টি।
১৪৬. BCD Code = Binary Coded Decimal Code.
১৪৭. ASCII =American Standard Code for Information Interchange.
১৪৮. ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫)।
১৪৯. ASCII কোডে বিট সংখ্যা- ৭টি।
১৫০. EBCDIC =Extended Binary Coded Decimal Information Code. #Engr_Sohag
১৫১. Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991).
১৫২. Unicode বিট সংখ্যা- 2 Byte.
১৫৩. Unicode এর ১ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ।
১৫৪. Unicode এর চিহ্নিত চিহ্ন- ৬৫,৫৩৬টি (2^10)।
১৫৫. ASCII এর বিট সংখ্যা- 1 Byte.
১৫৬. বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি (১৮৪৭)।
১৫৭. বুলিয়ান যোগকে বলে- Logical Addition.
১৫৮. Dual Principle মেনে চলে- “and” ও “OR”.
১৫৯. এক বা একাধিক চলক থাকে Logic Function এ।
১৬০. Logic Function এ চলকের বিভিন্ন মান- Input.
১৬১. Logic Function এর মান বা ফলাফল- Output.
১৬২. বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল দিয়ে।
১৬৩. Digital Electronic Circuit হলো- Logic Gate.
১৬৪. মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT).
১৬৫. সার্বজনীন গেইট- ২টি (NAND, NOR).
১৬৬. বিশেষ গেইট – X-OR, X-NOR.
১৬৭. Encoder এ 2^n টি ইনপুট থেকে n টি আউটপুট হয়।
১৬৮. Decoder এ n টি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয়।
১৬৯. Half Adder এ Sum ও Carry থাকে।
১৭০. Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে।
১৭১. একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো – রেজিস্ট্রার।
১৭২. Input pulse গুনতে পারে- Counter.
১৭৩. Web page তৈরি করা হয়- HTML দ্বারা।
১৭৪. ছবির ফাইল – . jpg/.jpeg/.bmp
১৭৫. ভিডিও ফাইল – .mov/.mpeg/.mp4
১৭৬. অডিও ফাইল – .mp3
১৭৭. ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয় – .css
১৭৮. বর্তমানে চালু আছে- IPV4.
১৭৯. IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit.
১৮০. IP address এর Alphanumeric address-DNS.
১৮১. সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC.
১৮২. জেনেরিক টাইপ ডোমেইন- টপলেভেল ডোমেইন।
১৮৩. http = hyper text transfer protocol.
১৮৪. URL = Uniform Resource Locator.
১৮৫. HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী (১৯৯০)।
১৮৬. HTML তৈরি করে W3C।
১৮৭. ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা।
১৮৮. প্রোগ্রামিংয়ের ভাষা- ৫স্তর বিশিষ্ট।
১৮৯. Machine Language (1G)- 1945.
১৯০. Assembly Language (2G)- 1950.
১৯১. High Level Language (3G)- 1960.
১৯২. Very High Level Language (4G)- 1970.
১৯৩. Natural Language (5G)- 1980.
১৯৪. লো লেভেল vaSha- 1G, 2G.
১৯৫. বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে- লেভেলে।
১৯৬. C Language তৈরি করেন- ডেনিস রিচি (১৯৭০)।
১৯৭. C++ তৈরি করেন- Bijarne Stroustrup (১৯৮০)।
১৯৮. Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে।
১৯৯. Java ডিজাইন করে- Sun Micro System.
২০০. ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে। #Engr_Sohag
২০১. Fortran তৈরি করেন- জন বাকাস (১৯৫০)।
২০২. Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম (১৯৯১)।
২০৩. 4G এর ভাষা- Intellect, SQL.
২০৪. Pseudo Code- ছদ্ম কোড।
২০৫. Visual Programming- Event Driven.
২০৬. C Language এসেছে BCPL থেকে।
২০৭. Turbo C তৈরি করে- Borland Company।
২০৮. C ভাষার দরকারী Header ফাইল- stdio.h
২০৯. C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function।
২১০. ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা।
২১১. ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি।
২১২. ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি।
২১৩. ডাটাবেজের ভিত্তি- ফিল্ড।
২১৪. Database Modelএর ধারণা দেন- E.F.Codd (১৯৭০)।
২১৫. সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query.
২১৬. SQL = Structured Query Language.
২১৭. SQL তৈরি করে- IBM (১৯৭৪)।
২১৮. ERP = Enterprise Resource Planning.
২১৯. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬।
২২০. MIS = Management Information System.
২২১. ভুয়া মেইল জমার স্থান- Spam.
২২২. CD= Compact Disk.
২২৩. MS Excel হলো Spreadsheet Software.
২২৪. বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে।
২২৫. বিশ্বের প্রথম কম্পিউটার- ENIAC.
২২৬. ল্যাপটপ প্রথম বাজারে আসে- ১৯৮১ সালে.
২২৭. ROM= Read Only Memory.
২২৮. বর্তমান প্রজন্ম- 4G.
২২৯. টুইটারের জনক- জ্যাক ডরসি।
২৩০. MODEM এ আছে – Modulator + Demodulator.
২৩১. UNIX হলো – Operating System.
২৩২. CPU= Central Processing Unit. #Engr_Sohag
২৩৩. IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার- IBM 360.
২৩৪. ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা – ১০০% (শতভাগ)।
---------------------------
Most Important ৩৫টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ
————————————————
১। স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে? # ১৪মার্চ, ২০১৮। (৭৬ বছর)
২। নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত? # US Bangla Airline, Model২১১
৩। ক্রিকেটে সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কী? # নেপাল
৪। সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম? # ১১৫তম
৫। দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কী? # সিরিল রামাফোসা
৬। ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন? # ১৮জন
৭। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? # সোমালিয়া
৮। আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়? # গোলকোষ্ট , অস্ট্রেলিয়া
৯। স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন? # Neurone
১০। বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম? # সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।
১১। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? # লেবুখালী, পটুয়াখালী
১২। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন? # রাশিদ খান (আফগানিস্তান)
১৩। প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন অলিম্পিক আয়োজন করবে? # বেজিং
১৪। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন জিনিসকে ব্যান করলেন? # bumb -stock devices
১৫। সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো? # সৌদি আরব
১৬। চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে? # ১৯ফেব্রুয়ারি (২০১৮)
১৭। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ? # নিউজিল্যান্ড
১৮। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? # সুসান কাইফেল
১৯। দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা #২.৬ ডিগ্রী,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
২০। বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়? # ওষুধ
২১। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি? # ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি।
২২। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি? # জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।
২৩। বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত? # ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
২৪। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি? # South Sdanese Pound(SSP)।
২৫। বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা কত? # ১৮০টি ।
২৬। বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ, এটি চীনের তৈরি। তার নাম কি? # AG600
২৭। 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? বেইজিং, চীন
২৮। বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? # ৪জন
২৯। মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
# কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।
৩০। SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি? # এলন মাস্ক
৩১। 2018 বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? # বিহার
৩২। বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়?
#১৯৭৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন করা হয়। ( কাগুজে নোট ৪ মার্চ ,১৯৭২)
৩৩। বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়?
#ফ্রান্স
৩৪। বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো?
#মিসরের আলেকজান্দ্রিয়াতে
৩৫। বর্তমান অর্থ সচিব কে?
#মোহাম্মদ মুসলিম চৌধুরী
বিভিন্ন সংস্থার সদর দপ্তর

১। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
২। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
৩। CIA এর সদর দপ্তর= ভার্জিনিয়া
৪। OIC এর সদর দফতর= জেদ্দা
৫। IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)
৬। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস
৮। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস
৯। ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
১০। WIPO এর সদর দপ্তর=জেনেভা
১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা
১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা
১৫। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ
১৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল
১৯। PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
২০। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
২১। WHO এর সদর দপ্তর=জেনেভা
২২। FAO এর সদর দপ্তর=রোম আউটসাইড নলেজ
২৩। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
২৫। NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
২৬। G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
২৭। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা
২৮। ICJ ( International Court of Justice) এর সদর প্তর=হেগ
২৯। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ আউটসাইড নলেজ
৩০। OPEC এর সদর দপ্তর= ভিয়েনা
৩১। WTO এর সদর দপ্তর= জেনেভা।
৩২। WLO এর সদর দপ্তর= জেনেভা
৩৩। ILO-এর সদর দফতর= জেনেভা।
৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক
৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম
৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও আউটসাইড নলেজ
৩৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি আউটসাইড নলেজ
৩৯। UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে
৪০। UNCTD এর সদর দপ্তর= জেনেভা
৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর=জেনেভা
৪২। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
৪৩। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৪৪। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
৪৬। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
৪৭। D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক
৪৮।UNU (United Nation University)= টোকিও, জাপান।
৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
৫০। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)
(সমাপ্ত)


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU