BOU

Friday, May 17, 2019

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- (৭৩তম পর্ব)


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (৯৫% কমনের নিশ্চয়তা- আপনারা জেনে খুশী হবেন যে, ৪০তম বিসিএস প্রিলিতে আমার এই ব্লগ থেকেই ১১৭ টি প্রশ্ন কমন পড়েছে, যেখানে ১০২/১০৫ পেলেই পাশ হবে। যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থী তারা  আমার সবগুলো পোস্ট অনুসরন করতে থাকুন-অন্য কোনো বই পড়া বা কোচিং করা লাগবে না)
(৭৩তম পর্ব)
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU) এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge-(Inspection Wing, Recruitment & Training School-HRD).
Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

৪০তম বিসিএস প্রিলির প্রশ্নোত্তর নিচে দেয়া হলো
40th BCS General Knowledge Bangladesh Affairs
১. আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?- উত্তর-আলাউদ্দিন হোসেন শাহের শাসনকাল ১৪৯৪-১৫১৯ খৃষ্টাব্দ
২. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? -উত্তর-চন্দ্রগুপ্ত মৌর্য
৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন--উত্তর-পর্তুগীজরা 
৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো’ প্রদান করেছিল?- উত্তর-সোভিয়েত ইউনিয়ন  
৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?- উত্তর-পঞ্চম তফসিল
৬. বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?- উত্তর---লর্ড কার্জন  
৭. বাংলাদেশের কোন ভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?--উত্তর--ভাওয়াল ও মধুপুরের বনভূমি
৮. বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?--উত্তর--ফরিদপুর
৯. বাংলাদেশে মােট আবাদযােগ্য জমির পরিমাণ –উত্তর--২ কোটি ৪০ লক্ষ একর  
১০. গারো উপজাতি কোন জেলায় বাস করে?-উত্তর--ময়মনসিংহ
১১. ২০১৮ সালে বাংলাদেশের Per Capita GDP (nominul) কত?—উত্তর- ২০১৮ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১,৬৭৫ মা, ড.
১২. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়—উত্তর-১৯৭৪ সালে
১৩. Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?-উত্তর-দ্বিতীয় স্থান
১৪. ২০১৮ সালে বাংলাদেশের মােট রপ্তানি আয় কত?-উত্তকর--$ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
১৫. Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলাের সংগঠন—উত্তর-যুক্তরাষ্ট্র
১৬. ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?—উত্তর-৩৩.৬৬%   
১৭. ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে—উত্তর-সাড়ে ৪ হাজার কোটি টাকা
১৮. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-উত্তর--১৯৯১ সালে
১৯. সংবিধানের কোন সংশােধনকে ‘first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?-উত্তর--৫ম সংশোধন  
২০. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম  তফসিলে সংযোজন করা –উত্তর-সপ্তম
২১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-উত্তর--১৬ ডিসেম্বর, ১৯৭২
২২. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন (PSC) গঠনের উল্লেখ আছে-উত্তর--১৩৭ নং অনুচ্ছেদ
২৩. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল—উত্তর-১৯৬৬ সালে
২৪. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মােট আসামী সংখ্যা ছিল কতজন?-উত্তর--৩৫ জন
২৫. আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?-উত্তর--মানবাধিকার
২৬. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন—উত্তর-৪ ভাগে
২৭. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?—উত্তর-১৩৬ তম সদস্য
২৮. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়—উত্তর-৭ মার্চ, ১৯৭৩
২৯. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা—উত্তর-১৩ হাজার ১৩৬টি
৩০. ‘Let there be light’- বিখ্যাত ছবিটি পরিচালনা করেন—উত্তর-জহির রায়হান  
40th BCS Bangla Language and Literature
১. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?--উত্তর-তৃতীয়া বিভক্তি
২. অভিরাম’ শব্দের অর্থ কী?-উত্তর--সুন্দর
৩. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?-উত্তর--খেলনা
৪. গীর্জা কোন ভাষার অন্তর্গত শব্দ?-উত্তর--পর্তুগীজ
৫. ‘Attested’-এর বাংলা পরিভাষা কোনটি?-উত্তর--সত্যায়িত
৬. কোনটি শুদ্ধ বানান?-উত্তর--প্রোজ্জ্বল
৭. জোছনা’ কোন শ্রেণীর শব্দ?-উত্তর--অর্ধ-তৎসম
৮. ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়--উত্তর-বেঁচে থাকার ইচ্ছা
৯. “সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-উত্তর--সর্বঙ্গ-ঈন
১০. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-উত্তর--কুম্ভিলকবৃত্তি
১১. ‘ঊর্ণনাভ’-শব্দটি দিয়ে বোঝায়-উত্তর--মাকড়সা
১২. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন--উত্তর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৩. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে / সকাল বেলায় সলতে পাকানো| বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?-উত্তর--যোগাযোগ
১৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?..উত্তর-একটি কালো মেয়ের কথা
১৫. ‘কালো বরফ উপন্যাসটির বিষয়: -উত্তর-.দেশভাগ
১৬. ‘ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?-.উত্তর-.কৃষ্ণচন্দ্র মজুমদার
১৭. “জীবনস্মৃতি” কার রচনা?...উত্তর-রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?.--উত্তর-..মাইকেল মধুসূদন দত্ত
১৯. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, / সারাদিন আমি যেন ভালো হয়ে চলি”- চরণ দুটির রচয়িতা কে?-উত্তর-
      মদনমোহন তর্কালঙ্কার
২০. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?...উত্তর-.বৌদ্ধধর্ম
২১. শরতের শিশির- বাগধারা শব্দটির অর্থ কী?..উত্তর-.সুসময়ের বন্ধু
২২. শিব রাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী?...উত্তর-একমাত্র সন্তান
২৩. “প্রোষিতভর্তৃকা”-শব্দটির অর্থ কী?...উত্তর-যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
২৪. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?..উত্তর-.রমনীপাদ
২৫. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?..উত্তর-.ময়মনসিংহ গীতিকা
২৬. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত…উত্তর-..বৃন্দাবন দাস
২৭. বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?..উত্তর-.ব্রজবুলি
২৮. জসীম উদ্দীনের রচনা কোনটি?..উত্তর-.যাদের দেখেছি
২৯. কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না- উক্তিটি কোন উপন্যাসের?-উত্তর--রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
৩০. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?..উত্তর-অক্ষয় কুমার দত্ত
৩১. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?..উত্তর-.১৯২১ সন  
৩২. ‘আগুন পাখি-উপন্যাসটির রচয়িতা কে?..উত্তর-.হাসান আজিজুল হক
৩৩. একুশে ফেব্রুয়ারীর বিখ্যাত গানটির সুরকার কে?..উত্তর-.আলতাফ মাহমুদ
৩৪. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?..উত্তর-..কারক
৩৫. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?..উত্তর-.ঐচ্ছিক-অনাবশ্যিক
40th BCS English Language and Literature
1. ‘Please write to me at the above address, The word ‘above’ in this sentence is a/an –উত্তর- adjective
2. In which sentence is the word ‘past’ used as a preposition?.. উত্তর- Tania was a wonderful singer, but she’s past her prime.
3. The word ‘sibling’ means …উত্তর- a brother or sister
4. Fill in the blank: As she was talking, he suddenly broke__, saying, “That’s a lie!-- উত্তর-off
5. Fill in the blank: You may go for a walk if you feel_it…উত্তর-. like
6. Identify the word which is spelt incorrectly…উত্তর-consciencious
7. ‘You look terrific in that dress!’ The word ‘terrific in the above sentence means –উত্তর- excellent
8. Someone who is capricious is –উত্তর- known for sudden changes in attitude or behaviour
9. Which one of the following words is masculine?... উত্তর- lad
10. A man whose wife has died is called a –উত্তর- widower
11. Which word is similar to ‘appal?.. উত্তর-. dismay
12. Which word means the opposite of dearth…উত্তর-. abundance
13. Indentify the word which remains the same in its plural form.. উত্তর-: aircraft
14. Identify the determiner in the following __ I have no news for you.’ উত্তর- no
15. ‘A lost opportunity never returns. Here ‘lost…উত্তর- participle
16. The saying ‘enough is enough is used when you want – উত্তর-something to continue
17. ‘He ran with great speed.’ The underlined part of the sentence is a…উত্তর- adverb phrase
18. ‘We must not be late, else we will miss the train.’ This is a –উত্তর- compound sentence
19. Change the voice: ‘Who is calling me?’.. উত্তর-By whom am I being called?
20. An extra message added at the end of a letter after it is signed is called –উত্তর- postscript
21. The Rape of the Lock’ by Alexander Pope is a/an –উত্তর- mock-heroic poem
22. Which of the following is not an American poet?..-উত্তর- W. B. Yeats
23. William Shakespeare was born in –উত্তর-1564
24. Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death…উত্তর- Arthur Henry Hallam
25. Sweet Helen’ make me immortal with a kiss! The sentence has been taken from the play--উত্তর-Doctor Faustus
26. What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet Who said this?..উত্তর- Romeo
27. ‘Man’s love is of man’s life a thing apart. “Tis woman’s whole existence. – This is taken from the poem of…উত্তর-. Lord Byron
28. Who translated the ‘Rubaiyát of Omar Khayvám into English?.. উত্তর-. Edward Fitzgerald
29. ‘Ulysses’ is a novel written by –উত্তর- James Joyce
30. The short story “The Diamond Necklace’ was written by —উত্তর- Guy de Maupassant
31. All the perfumes of Arabia will not sweeten this little hand.’ – Who said this?.. উত্তর-Lady Macbeth
32. Where are the songs of Spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too. – Who wrote this? -উত্তর-John Keats
33. Who is the central character of ‘Wuthering Heights by Emily Bronte?- উত্তর- Heathcliff
34. The old order changeth, yielding place to new.’ – This line is extracted from Tennyson’s poem –উত্তর- Morte d’ Arthur
35. Who wrote the poem ‘The Good-Morrow?... উত্তর- John Donne
40th BCS General Knowledge International Affairs
১. যুক্তরাষ্ট্রের Guanianamo Bay Detention Calip কোথায় অবস্থিত?-উত্তর--কিউবা
২. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (‘The 203) Agenda for Sustainable Development)-তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে?--উত্তর-১৭
৩. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘােষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?-উত্তর--১৯৪৮
৪. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?-উত্তর--বেলারুশ 
৫. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে ?-- উত্তর--ফেব্রুয়ারি, ২০১৯
৬. V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?--উত্তর--জলবায়ু পরিবর্তন
৭. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?-উত্তর--১৯৮২ সালে
৮. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় আতিত হয়--উত্তর--কাটোউইস, পোল্যান্ড
৯. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?--উত্তর-উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
১০. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে –-উত্তর--New Development Bank (NDB)
১১. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক মাটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?--উত্তর-জীবুতি
১২. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?--উত্তর-বালাকোট
১৩. নিচের কোন দেশে ২০২২ সালের G-২০ বাত্সরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?-উত্তর--ভারত
১৪. দ্যা আইডিয়া অব জাস্টিস”-গ্রন্থের রচয়িতা কে?--উত্তর-অমর্ত্য সেন
১৫. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?-উত্তর--হাম্বানটোটা
১৬. নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?--উত্তর-BIMSTEC
১৭. নীচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই--উত্তর--NAM
১৮. জাতিসংঘ বিষয়ক আলােচনায় পি৫ (P5) কলতে কি লঝায়?-উত্তর--নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
১৯. কোন দেশটি ইউরোপের বালিটক অঞ্চলে অবস্থিত নয়?-উত্তর--আদ্রিয়া
২০. OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ--উত্তর-২য় শীর্ষ সম্মেলন
40th BCS General Science, ICT and ETC
১. নিম্নের কোনটি পাললিক শিলা?-উত্তর--কয়লা
২. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?-উত্তর--১ :২৫০০,০০০
৩. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় –উত্তর-আইসোহাইট
৪. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি?-উত্তর--ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
 ৫. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশী এলাকা প্লাবিত হয়?--উত্তর--১৯৮৮
৬. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?--উত্তর-নয়া দিল্লি
৭. নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?--উত্তর-ডুমুর
৮. নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?--উত্তর--কালবৈশাখী
 ৯. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়?-উত্তর--কৃষি খাত
 ১০. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগােষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয় তার নাম--উত্তর-জলোচ্ছাসজনিত বন্যা
 ১১. 35ci মৌলের নিউট্রন সংখ্যা কত?--উত্তর--18
 ১২. কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিল্ডন্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?-উত্তর--গলনাংক
১৩. অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?- উত্তর-জারণ
১৪. একটি বাল্বে “60w-220V” লেখা আছে বাল্বটির রোধ কত ওহম (Ohm)?- উত্তর--806.67
 ১৫. নবায়নযোগ্য জ্বালানীর উৎস –উত্তর-বায়োগ্যাস
 ১৬. কার্বোহাইড্রেডে C. H এবং 0-এর অনুপাত কত?-উত্তর--১:২:১
 ১৭. AC কে DC করার যন্ত্র –উত্তর-রেকটিফায়ার
 ১৮. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে –উত্তর-লাউড স্পিকার
১৯. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?-উত্তর--হাইগ্রোমিটার
 ২০. কোথায় সাঁতার কাটা সহজ?-উত্তর--সাগরে
 ২১. ডিমে কোন ভিটামিন নেই?-উত্তর-ভিটামিন-সি
 ২২. কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?-উত্তর--ক্রোমোপ্লাষ্ট
২৩. সোডিয়াম এসিটেটের সংকেত –উত্তর-CH3 COONa
 ২৪. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?-উত্তর-আইসোটোপ
২৫. খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে –উত্তর-কার্বন ডাই-অক্সাইড
 ২৬. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয়?—উত্তর-Scanner
 ২৭. নীচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?-উত্তর-Compiler
২৮. নীচের কোনটি একই সাথে ইনপুট ও  আউটপুট হিসেবে কাজ করে?-উত্তর--Touch Screen
২৯. নীচের কোনটি (Octal number নয় ?- উত্তর--101
৩০.  একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়--উত্তর-Tables
৩১. Bluetooth কিসের উদাহরণ?-উত্তর-Personal Area Network
৩২. মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?-উত্তর-Full-duplex
৩৩. Tinne-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?-উত্তর-Shortest Job First
৩৪. নীচের কোনটি ৫২৬) এর বাইনারী রূপ?-উত্তর:-01010010(2)
৩৫. প্রথম Web browser কোটি?-উত্তর: -Netscape Navigator/Internet Explorer
৩৬. Social Networking Site-এ যোগাযোগে কোন্ media ব্যবহৃত হয়? উত্তর: Audio+Image/video+Text
 ৩৭. Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়? উত্তর: -Unauthorized access
৩৮. TV remote এর Carrier frequency-র range কত? উত্তর:--Infra-red range-47
৩৯. CPU কোন address generate করে?-উত্তর:  Logical address
৪০. TH. 323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? উত্তর: VoIP
40th BCS Math
১৬১. নীচের কোনটি অমূলদ সংখ্যা? উত্তর: Ö২৭/৪৮
১৬২. নীচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১,২,৩ ও ৪ ভাগশেষ অবশিষ্ট থাকে?
উত্তর: ৫৮
১৬৩. পনির ও তপনের আয়ের অনুপাত ৪:৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫:৪ ।পনিরের আয় ১২০ টাকা, রবিনের আয় কত? উত্তর:
৭২ টাকা
১৬৪. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
উত্তর: ৪ বছরে
১৬৫. একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মুল ১২০০ টাকা বেশী হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয় মূল্য ? উত্তর:
৬০০০ টাকা
১৬৬. (০.৯)+(০.৪)/০,৯+০.৪ এর মান কত? উত্তর: ০.৬১
১৬৭. 3x-2>2x-1 এর সমাধান সেট কোনটি ? উত্তর: ( 1.০০)
১৬৮. 6x2  -7x-4=0  সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি? উত্তর: বাস্তব ও অসমান
১৬৯. যদি x4  -x2+1=0 হয়, তবে x3 +1/x3 =? উত্তর: 0     
১৭০.xx
Öx=(xÖx)x   হলে ও এর মান কত? উত্তর:  9/4
১৭১.কোন শর্তে Log1/a =0 ? উত্তর: a>0, a
1
১৭২. ৩৫°
১৭৩.  P=
[X:X, 12 এর গুণনীয়কসমূহ] এবং Q={X:X, 3 এর গুণিতক এবং X£12} হলে, P-Q ?    
উত্তর: {1, 2, 4}
১৭৪.  Cos
(hÑ/2) অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? উত্তর: ১
১৭৫. ৬ জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায়? উত্তর:
১০/২০  মানসিক দক্ষতা
১৭৬. শুদ্ধ বানান কোনটি-উত্তর-অধোগতি
১৭৭. সঠিক বানান কোনটি-উত্তর- Indwelling
১৭৮.বাংলা “ব্যঞ্জনবর্ণ”-মালায় “ম” অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী-উত্তর- ‘ন’
১৭৯. যদি ABC=ZYX হয়, তবে GIVV=?-উত্তর-TREE
১৮০.
UNICEF এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?--- খ
১৮১. রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে – উত্তর-টেনে নিয়ে যাওয়া হয়
১৮২. .১×.০১×.০০১= ?-উত্তর-০.০০০০০১
১৮৩.যদি চ ×G=82 হয় তবে J×ট =?-উত্তর-১১০
১৮৪. ক
১৮৫. 7/G
১৮৬. ঘ
১৮৭. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?-উত্তর-আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি
১৮৮. উত্তর-১৪০
১৮৯. একজন ব্যক্তি ভ্রমনে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?-উত্তর-২০
১৯০. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন?-উত্তর-পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
১৯১. বাংলাদেশে “নব নৈতিকতা” প্রবর্তক কে-উত্তর-আরজ আলী মাতুব্বার/জি সি দেব
১৯২. “আমরা যে সমাজে বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি” এটি—উত্তর-নৈতিক অনুশাসন
১৯৩. সভ্য সমাজের মান দন্ড হলো-উত্তর-আইনের শাসন
১৯৪.“বিপরীত বৈষম্য” এর নীতিটি প্রয়োগ করা হয়-উত্তর-নারীদের ক্ষেত্রে
১৯৫.মূল্যবোধ হলো—উত্তর- মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
১৯৬.জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-উত্তর-মৌলিক স্বাধীনতার উন্নয়ন
১৯৭.সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-উত্তর- নিয়মিত কর প্রদান করে
১৯৮.মূল্যবোধের চালিকা শক্তি হলো—উত্তর-
সুশাসন/ সংস্কৃতি
১৯৯. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-উত্তর-বিনিয়োগ বৃদ্ধি পায়
২০০.তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার-উত্তর- রাজনৈতিক

বিগত সালে বিসিএস পরীক্ষায় গনিত থেকে আসা গুরুপ্তপূর্ন প্রশ্নোত্তর
  সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে : ২৫ টাকা।
 পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে : ১৫ (২৯ তম BCS)
 পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত : ১ (২৯ তম BCS)
 দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে।দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে : ২৪ দিনে (১৬ তম BCS)
 x + y = 7 এবং xy = 10 হলে (x – y) এর বর্গের মান : 9 (২৪ তম BCS)
 Successive discount of 20% and 15% ar equal to a single discount of : 32%. (29th BCS)
 How many prime numbers are there from 1 to 30 : 10. (10th BCS)
 A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left : 9. (28th BCS)
 30% of 10 is 10% of which : 30 (28th BCS)
 x+ y= 12 এবং x- y = 8 হলে xyএর মান : 20
 যদি মাসের প্রথম দিন সোমবার হয় তবে ১২তম দিন কি বার হবে : শুক্রবার।
 দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি : ১০০
 ঘড়িতে ৪টা বাজার সময়ে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর যে কোণ তৈরি করে তা হলো : ১২০ ডিগ্রী
 একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ৮ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে ৪ কি. মি. যায়। নৌকার বেগ এবং স্রোতের বেগ : ৬ কি. মি. এবং ২ কি. মি.।
 একটি শ্রেণীতে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে ও ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টি খেলে : ৭ জন।
 ৫ + ১১ + ১৯ + ২৯ + ……………. পরের সংখ্যাটি : ৪১
 ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল : ৫০৫০
 কোন সংখ্যার ৬ গুণ হতে ১৫ গুণ ৬৩ বেশি : ৭।
 ABCD রম্বস এর A কোন = ৬০ ডিগ্রী হলে D কোন : ১২০ ডিগ্রী।
 একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৬ বর্গমিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য : ১২ মিটার।
 একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গমিটার : ১০,০০০ বর্গ মিটার।
  দুটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি : ১।
 তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ৫৭, মধ্যম সংখ্যাটি : ১৯
 ৫০ এর পূর্বে কয়টি মৌলিক সংখ্যা আছে : ১৫টি।
 পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার বয়সের গড় : ৪০
 দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি : ১০ ও ১৬
 ৯৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে : ২১
 একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি : ১৮

গুরুত্বপূর্ণ সাজেশনস
অতি সাম্প্রতিক প্রশ্নোত্তর
০১. বাংলাদেশে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন হয়,,,, ৩০ ডিসেম্বর ২০১৮
০২. ২০১৮ সালের product of the year ঘোষনা করা হয়- ওষুধ শিল্পকে।
 ০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. “পতাকা ৭১” ভাস্কর্যটির ভাস্কর – রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন – বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে।
১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।
১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে – সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় – ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. কমনওয়েলথের বর্তমান সদস্য – ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- ‘দ্য ইংলিশ পেশেন্ট ”
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর “ম্যান অফ দ্যা ফাইনাল “- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন।
২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত – রাজশাহীতে।
২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর “ম্যান অফ দ্যা ফাইনাল “- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন।
২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত – রাজশাহীতে।
২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।
২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস- “দ্য টু আওয়ার জব ডটকম”।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয়- ১৭৫২ মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র – A pair of Sandal.
৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা – ৫৮ টি ( রাষ্ট্রীয় ৯টি)।
৩১. দেশের ফুলের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্তমানে নদী বন্দর- ৩২ টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল-চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক – ১৯ টি পণ্যে।
৩৮. বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম-তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী –স্কট মরিসন। ৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- ” প্রজেক্ট লুন”।
৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী – ” Interventions: A life in war & Peace “।
৪৬. “মিন্দানাও দ্বীপ” অবস্থিত –ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব – প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে – সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. “Starry Sky-2” নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে – চীন।
৫১. “Parker Solar Probe ” হচ্ছে – সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক “রোজ গার্ডেন ” অবস্থিত –টিকাটুলি, ঢাকা।
৫৩. দেশের মোট গ্যাসক্ষেত্র – ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. “রাজাধিরাজ রাজ্জাক” প্রামাণ্যচিত্রের নির্মাতা – শাইখ
বাছাই করা ১০০টি সাম্প্রতিক প্রশ্নোত্তর
1. চীনের পুরস্কার ‘দ্য প্রাইজেস ২০১৮দ্য ইন্টারন্যাশনাল বেস্ট পয়েট মনােনীত হয়েছেন কে? – কবি মুহাম্মদ সামাদ
2.  সম্প্রতি প্রকাশিত ইতিহাসনির্ভর প্রেমের উপন্যাস মৌর্যর রচয়িতার নাম কী?- কথা সাহিত্যিক আবুল কাসেম
3. ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৯’ এর এবারের প্রতিপাদ্য কী? – অবাধ বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহনের জন্য SMART সীমান্তব্যবস্থা
4. সম্প্রতি তৃতীয় পণ্য হিসেবে বাংলাদেশের কোন পণ্যটি ভৌগােলিক নির্দেশক (জিআই) সনদ পায়?-চাপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম
5.  প্রবন্ধ ও গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ পান কে?! – সৈয়দ মোহাম্মদ শাহেদ
6. একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কত তারিখে? – ৩০ জানুয়ারি, ২০১৯
7. একাদশ জাতীয় সংসদের প্রধান হুইপ হিসেবে নিয়ােগ পেয়েছেন কে? -আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১)
8. দেশের ২২তম ও বর্তমান প্রধান বিচারপতি কে?-সৈয়দ মাহমুদ হোসেন
9. দেশের ৩১তম শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?-লেবুখালী, পটুয়াখালী ?
10.   বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা কতটি? – ১০টি
11.   বাংলাদেশ সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন কোনটি?-সপ্তম পদাতিক ডিভিশন
12.   দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোনটি?-ভােলা নর্থ
13.   বাংলাদেশে 4G সেবা চালু হয় কৰে – ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
14.   দেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা ৭১’ কোথায় অবস্থিত? – মুন্সিগঞ্জ
15.   জাতীয় ভােটার দিবস কবে? – ১ মার্চ
16.    ২ এপ্রিল, ২০১৮ দেশের কয়টি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন করা হয়?-৫টি
17.   ২৫ মে, ২০১৮ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন উদ্বােধন করা হয়?-বাংলাদেশ ভবন
18.   দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) টার্মিনাল কোথায় অবস্থিত? – মহেশখালী, কক্সবাজার
19.   ২০১৮-১৯ অর্থবছরের মােট বাজেট কত? – ৪,৬৪,৫৭৩ কেটি টাকা
20.   দেশের ১২তম মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রণ (CAC) কে? – মােহাম্মদ মুসলিম চৌধুরী
21.   ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) বর্তমান থানার সংখ্যা কতটি? – ৫০টি
22.   ৭ জুলাই, ২০১৮ DMP’র কোন থানার কার্যক্রম শুরু হয়?-হাতিরঝিল
23.   জাতীয় সংসদে এ পর্যন্ত সংবিধানের কতটি সংশােধনী পাস হয়েছে-১৭টি
24.   জাতীয় সংসদে সংবিধান (সপ্তদশ সংশােধন) বিল ২০১৮’ পাস হয় কবে? – ৮ জুলাই, ২০১৮
25.   বর্তমানে মেট্রোপলিটন পুলিশ এলাকা কতটি? – ৮টি
26.   বর্তমানে দেশে নদীবন্দর কতটি?-৩২টি
27.   দেশের ৩২তম নদীবন্দর কোনটি?– রূপপুর নদীবন্দর
28.   বাংলাদেশে মােবাইল নম্বর পাের্টেবিলিটি (MNP) চালু হয় কবে?-১ অক্টোবর, ২০১৮
29.   বাংলাদেশ কততম দেশ হিসেবে MNP সেবা চালু করে?-৭২তম
30.   বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কী?– নগদ
31.   বাংলাদেশ সিভিল সার্ভিসে বর্তমানে ক্যাডার সংখ্যা কতটি? – ২৬টি
32.   পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক-অধ্যাপক মােবারক আহমদ খান
33.   পরিবেশ বন মন্ত্রণালয়ের নতুন নাম কী?-পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়
34.   পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নাম ইংরেজিতে কী- Ministry of Environment, Forest and Climate Change.
35.   বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে?-জেনারেল আজিজ আহমেদ
36.   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী কবে?- ১৭ মার্চ, ২০২০
37.   মুজিব বর্ষ’ পালিত হবে কবে? – ২০২০-২১ সাল
38.   বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হবে কবে?  – ২৬ মার্চ, ২০২১
39.   বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হবে কবে?- ১৬ ডিসেম্বর, ২০১১
40.   বঙ্গবন্ধুর জেল জীবনের ওপর রচিত বইয়ের নাম কী? – ৩০৫৩ দিন
41.   ১ সেপ্টেম্বর, ২০১৮ কোন বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ ভবন উদ্বোধন করা– ঢাকা বিশ্ববিদ্যালয়
42.   দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?-টেকনাফ, কক্সবাজার
43.    ‘বানৌজা শেখ মুজিব’ নৌঘাটি কোথায় অবস্থিত?- খিলক্ষেত, ঢাকা
44.   বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতম রেলরুট কোনটি? – ঢাকা-পঞ্চগড়, ৬৩৯ কিলােমিটার
45.   বর্তমানে দেশে মােট তফসিলভুক্ত ব্যাংক কতটি? – ৫৯টি
46.   ১ নভেম্বর, ২০১৮ কোন ব্যাংকটিকে ৫৯তম ব্যাংক হিসেবে তফসিলভুক্ত করা হয়?- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
47.   বর্তমানে দেশে সরকারি MBBS মেডিকেল কলেজ কতটি? – ৩৬টি
48.   বর্তমানে দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কতটি?-৫টি
49.   দেশের পঞ্চম সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
50.   বর্তমানে দেশে কার্যক্রম শুরু করা সরকরি বিশ্ববিদ্যালয় কতটি? – ৪৫টি
51.   বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? – ১০টি
52.   দশম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? -বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
53.   বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?-৪টি
54.   দেশের চতুর্থ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনটি? – সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
55.   বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কতটি? – ১২টি
56.   দেশের ১২তম সিটি কর্পোরেশন কোনটি? – ময়মনসিংহ
57.   বর্তমানে দেশে পৌরসভা কতটি? – ৩২৭টি
58.   স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে? – ১১ মে, ২০১৮  (বাংলাদেশ সময়, ১২ মে, ২০১৮)
59.   স্যাটেলাইটের ট্রান্সপন্ডার কতটি– ৪০টি। এর ১৪টি ‘সি’ ব্যান্ডের (C-band) এবং ২৬টি ‘ কে-ইউ’ ব্যান্ডের (Ku-band)
60.   স্যাটেলাইটের অরবিটাল অবস্থান কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়? – ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়
61.    স্যাটেলাইট বহনকারী রকেটের নাম কী?-ফ্যালকন-৯ (Falcon-9)
62.   বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট উৎক্ষেপণ করে কোন সংস্থা? – SpaceX
63.   নির্মাতা ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনটি? – Thalas Alenia Space.
64.   স্যাটেলাইট পরিচালনা করে কোন প্রতিষ্ঠান? – বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BCSCL)
65.   স্যাটেলাইটির গ্রাউন্ড স্টেশন কতটি ও কী কী? – ২টি- সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র গাজীপুর এবং সজীব ওয়াজেদ  উপগ্রহ ভূ-কেন্দ্র বেতবুনিয়া
66.   তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?-কুষ্টিয়া
67.   ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? – ময়মনসিংহ
68.   আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?– দিনাজপুর
69.   প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের নাম কী?- এ এফ এম মঞ্জুর কাদির
70.   জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন মহাপরিচালকের নাম কী? – মো: ফজলুল হক
71.   সম্প্রতি প্রকাশিত কয়লাতলা ও অন্যান্য গল্প’ গল্প গ্রন্থটির লেখক কে? – কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম
72.   বাংলাদেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলাের সংগঠনের নাম কী? অ্যাসােসিয়েশন অব এক্সপাের্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (AEOSIB)
73.   রেস্তোরাঁর মান নির্ধারণে দেশে প্রথমবারের মতাে গ্রেডিং পদ্ধতি চালু করেছে কোন প্রতিষ্ঠান?-বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
74.   সর্বশেষ কখন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন  অনুষ্ঠিত হয়? – ১১ মার্চ, ২০১৯ সালে
75.   ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটির সুরকার কে?-আহমেদ ইমতিয়াজ বুলবুল
76.   ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত দশকের সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় স্থানপ্রাপ্ত বাংলাদেশি কে?- প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরিতে)
77.   সম্প্রতি ইতিহাসের প্রথম যুব আন্তর্জাতিক ম্যাচ কোন দুটি দেশের মধ্যে হয়? – বাংলাদেশ ও ইংল্যান্ড যুবদলের মধ্যে
78.   পাট থেকে উৎপাদিত পচনশীল পলিমার ব্যাগের নাম কী দেওয়া হয়েছে?- সোনালি ব্যাগ
79.   বাংলাদেশের কোন পণ্যটি সর্বপ্রথম ভৌগােলিক নির্দেশক (জিআই) সনদ পায়?-জামদানি শাড়ি
80.   একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন কে?- শিরীন শারমিন চৌধুরী
81.   একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কে?- মো: ফজলে রাব্বী মিয়া
82.   ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেডের পরিবর্তিত নতুন নাম কী? – পদ্ম ব্যাংক লিমিটেড
83.   বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যানের নাম কী?  – মাজহুরুল হক
84.   অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর এবারের থিম কী?- বিজয়১৯৫২ থেকে ১৯৭১ এবং নবপর্যায়
85.    সম্প্রতি জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০১৮’ পান কে? – বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী
86.   ‘বিষন্ন শহরের দহন’ নামের নতুন উপন্যাসের লেখক কে? – সেলিনা হোসেন
87.   একুশে পদকের জন্য মনােনীত ব্যক্তিদের নাম ঘোষণা করে কোন প্রতিষ্ঠান?- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
88.   মুক্তিযুদ্ধে একুশে পদক-২০১৯ লাভ করেন কে?- ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য
89.   স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান কার? – তামিম ইকবাল (১৪১*)
90.   বিপিএলের ষষ্ঠ আসরের শিরােপা জয়ী দল কোনটি?- কুমিল্লা ভিক্টোরিয়ানস
91.   সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করবে কখন থেকে?- ২০২০ সাল থেকে
92.   সম্প্রতি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথমবারের মতাে বিদ্যুৎ দেয়া হয় কোথায়?- চট্টগ্রামের সদ্বীপ উপজেলায়
93.   প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মােট মন্ত্রী কতজন? – ২৫ জন
  (বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর)
১। আদর্শ খাদ্য বলা হয় কাকে ? উত্তরঃ- দুধকে।
২। ডিমের সাদা অংশে কি প্রোটিন থাকে? উত্তরঃ- অ্যালবুমিন।
৩। নেশা সামগ্রী ‘আফিমের’ মূল উৎস কী.? উত্তরঃ- পপি।
৪। ভিটামিন ‘ই’ কোন কাজে সহায়তা করে? উত্তরঃ- প্রজননে।
৫। জন্ডিস হচ্ছে মূলত কিসের রোগ.? উত্তরঃ- লিভারের বা যকৃতের রোগ।
৬।কচু শাক কেন বিখ্যাত.? উত্তরঃ- আয়রনের জন্য ।
৭। মানুষের শ্রাব্যতার সীমা কত? উত্তরঃ- 20Hz- 20000Hz
৮। লোহিত রক্তকনিকার আয়ুকাল কত দিন? উত্তরঃ- ১২০ দিন।
৯। তেঁতুলে কোন এসিড থাকে? উত্তরঃ- টারটারিক এসিড।
১০। ইবোলা ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়? উত্তরঃ- কঙ্গো।
১১। পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন এসিড? উত্তরঃ- হাউড্রোক্লোরিক এসিড(HCl)
১২। মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে? উত্তরঃ- টায়ালিন।
১৩। সর্দি হয় কোন ভিটামিনের অভাবে ? উত্তরঃ- ভিটামিন ‘সি’।
১৪। ভিটামিন ‘এ’ সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে? উত্তরঃ- গাজরে।
১৫। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? উত্তরঃ- অক্সিজেন পরিবহন করা।
১৬। অক্সিন কি? উত্তরঃ-এক প্রকার হরমোন।
১৭। ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কী দেখেন? উত্তরঃ- ধমনীর স্পন্দন।
১৮। ‘ষ্ট্রোক’- আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী? উত্তরঃ- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা।
১৯। মানুষের রক্তের pH কত? উত্তরঃ- ৭.৪
২০। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? উত্তরঃ- ইনসুলিন।
২১। হ্রস্ব দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিকে দেয় হয়– উত্তরঃ- অবতল লেন্স
২২। বার্ধক্যজনিত দৃষ্টিহীনতায় দেয়া হয়– উত্তরঃ- বাই ফোকাল লেন্স
২৩। মায়নাস লেন্স বলতে আমরা কি বুঝি? উত্তরঃ- অবতল লেন্স
২৪। সিলিনড্রিকেল লেন্স ব্যবহার করে– উত্তরঃ- বিষম দৃষ্টি সম্পন্ন লোক
২৫। প্রখর রোদে পিচঢালা রাস্তার দিকে তাকালে কিছু রাস্তা পানিসিক্ত মনে হয় কেন? উত্তরঃ-আলোর প্রতিসরণ
২৬।একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে- উত্তরঃ- লাল রং
২৭। পরিষ্কার পানিতে মাছ প্রকৃত স্থান থেকে একটু উঁচুতে দেখা যায় কেন? উত্তরঃ- আলোর প্রতিসরণের জন্য
২৮। বিদ্যুৎবিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি তা হচ্ছে– উত্তরঃ- শক্তি
২৯। বৈদ্যুতিক ক্ষমতার একক —উত্তরঃ- ওয়াট
৩০। বিদ্যুৎ পরিবাহকের রোধের একক–উত্তরঃ- ওহম
৩১। যে তাপমাত্রায় উত্তপ্ত করলে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় তাকে বলে–উত্তরঃ- কুরী বিন্দু
৩২। প্রতিটি চুম্বক দন্ডই গঠিত হয়–উত্তরঃ- অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকের সমন্বয়ে
৩৩। বৈদ্যুতিক ঘন্টায় ব্যবহার করা হয়?উত্তরঃ- এসি তড়িৎ চুম্বক
৩৪। নতুন পদ্ধতিতে তড়িৎ উৎপাদনে ব্যবহৃত —উত্তরঃ- পারমাণবিক শক্তি
৩৫। আলোক বিদ্যুৎকোষ ব্যবহৃত হয়–উত্তরঃ- ক্যালকুলেটরে
৩৬। স্থায়ীত্ব ‍বৃ্দ্ধির জন্য বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত হয়–উত্তরঃ- নাইট্রোজেন
৩৭। বিদ্যুৎ সম্পন্ন পদার্থ বিদ্যুৎহীন পদার্থকে–উত্তরঃ- আকর্ষণ করে
৩৮। বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনে সবচেয়ে সরল যন্ত্র—উত্তরঃ- ইলেক্ট্রোফেরাস
৩৯। স্থায়ী চুম্বক নির্মাণে সুবিধাজনক —উত্তরঃ- ইস্পাত
৪০। বৈদ্যুতিক চুম্বক নির্মাণে সুবিধাজনক–উত্তরঃ- লোহা
৪১। পনির তরঙ্গ, তারের তরঙ্গ ও কঠিন পদার্থের তরঙ্গ কোনটির উদারহন? উত্তরঃ- আড় তরঙ্গের উদাহরন
৪২। শব্দ তরঙ্গ চলতে পারেনা কোন মাধ্যমে? উত্তরঃ- শূণ্য মাধ্যমে
৪৩। একটা ভাল শব্দ নিরোধক ঘরের দেওয়ালের বৈশিষ্ট্য হচ্ছে– উত্তরঃ- সমস্ত শব্দ শুষে নেওয়া
৪৪। শব্দ সবচেয়ে দ্রুতবেগে চলে–উত্তরঃ- গরম ও ভিজা বাতাসে
৪৫। প্রতিফলিত শব্দকে কী বলে?উত্তরঃ- প্রতিধ্বনি
৪৬। আকাশে বিদ্যুৎ চমকাবার পর তার শব্দ শোনা যায় কেন? উত্তরঃ- আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি
৪৭। কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষতা —উত্তরঃ- বাড়ে
৪৮। শব্দের সাহায্যে নির্ণয় করা যায়না কোনটি?উত্তরঃ- বস্তুর ঘনত্ব
৪৯। শব্দ শক্তির কারণ কী? উত্তরঃ- বস্তুর কম্পন
৫০। এলিফ্যান্থিয়াসিস রোগ হয় কোন প্রাণীর কামড়ে? উত্তরঃ- কিউলেক্স মশা
৫১। মানবদেহেরে কোন অঙ্গে এঞ্জিওপ্লাস্টিক করা হয়? উত্তরঃ- হার্ট এ
৫২। পেস মেকার অপর কোন নামে পরিচিত? উত্তরঃ- এ.এস.নোড
৫৩। রোগ প্রতিরোধক পেনিসিলিন কিসের দ্বারা উৎপন্ন হয়? উত্তরঃ- ব্যাকটেরিয়া দ্বারা
৫৪। হ্যানিসেনের রোগ কোন রোগের অপর নাম? উত্তরঃ- টিউমার
৫৫। প্লাস্টিক সার্জারির জনক কে?উত্তরঃ- আইভারসন
৫৬। মেডিসিনের জনক বলা হয় কাকে? উত্তরঃ- হিপোক্রেটিসকে
৫৭। ট্রাকোমা রোগটি কোন অঙ্গের সাথে জড়িত? উত্তরঃ- চক্ষু
৫৮। কুষ্ঠ চিকিৎসা করা হয় —– দ্বারা। উত্তরঃ- সালফোনস
৫৯। এইডস রোগ বাহিত হয়—– দ্বারা। উত্তরঃ- ভাইরাস
৬০। Aspirin কী? উত্তরঃ- একটি ড্রাগ
৬১। কোন অস্ত্র খারাপ হলে ডায়াবেটিস হয়? উত্তরঃ- অগ্ন্যাশয়
৬২। ডেঙ্গু রোগের কারণ হচ্ছে– উত্তরঃ- ভাইরাস
৬৩। ব্লাড সুগার হচ্ছে প্রবাহিত রক্তের —- এর মাত্রা। উত্তরঃ- গ্লুকোজ
৬৪। ক্যাপসুলের খোলক কি দ্বারা নির্মিত? উত্তরঃ- শ্বেতসার
৬৫। অ্যালার্জি থেকে কোনরোগটি হতে পারে? উত্তরঃ- অ্যাজমা।
৬৬। সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ , ২৮ তম বিসিএস] উত্তরঃ ৬টি।
৬৭। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস] উত্তরঃ শুশুক।
৬৮। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস]
উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
৬৯। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস] উত্তরঃ তামা ও দস্তা।
৭০। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস] উত্তরঃ নিয়ত বায়ু।
৭১। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২ তম বিসিএস] উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
৭২। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০ ২৪ তম বিসিএস] উত্তরঃ ইন্টারনেট।
৭৩। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম বিসিএস] উত্তরঃ ২৩ জোড়া।
৭৪। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২ তম বিসিএস] উত্তরঃ এডিস মশা।
৭৫। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম বিসিএস]
উত্তরঃ গামা রশ্মি।
৭৬।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস] উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।
৭৭। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস] উত্তরঃ একই খরচ হবে।
৭৮। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস] উত্তরঃ নিউট্রন ও প্রোটন।
৭৯। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস] উত্তরঃ জেনেটিক্স 
৮০। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস] উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।
গণিতঃ
১। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩] উত্তরঃ সমকোণী।
২। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫] উত্তরঃ ৯ গুণ।
৩। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪]উত্তরঃ ১৬ গুণ।
৪। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩]
উত্তরঃ ৪ গুণ।
৫। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪] উত্তরঃ ২২/৭
৬। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪] উত্তরঃ ভূমি ×উচ্চতা।
৭। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১]
উত্তরঃ ১০০ কেজি।
৮। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪] উত্তরঃ ৩৬০

৯। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২]উত্তরঃ ৫০৫০।
১০। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩] উত্তরঃ ৫ সেন্টিমিটার।
১১। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪] উত্তরঃ (
3)/4 a²
১৩। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস] উত্তরঃ ২০%
১৪। a+b+c = 0 হলে, a
+b+c এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২]
উত্তরঃ 3abc
১৫। টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস] উত্তরঃ ৫০%
৩০। ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২, ১৫] উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।
সাধারণ জ্ঞানঃ
১। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [৩৬,২৮ তম বিসিএস] উত্তরঃ অস্ট্রিক।
২। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [৩৬, ১৩ তম বিসিএস] উত্তরঃ ১৯৬৬ সালে।
৪। IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১ তম বিসিএস] উত্তরঃ ভিয়েনা।
৫। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস] উত্তরঃ সিলেট।
৬। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ? [৩৪, ২৪ তম বিসিএস] উত্তরঃ লন্ডন।
৭। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? [৩৪, ২৮তম বিসিএস] উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।
৮। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? [৩২, ১১ তম বিসিএস] উত্তরঃ ১০ : ৬।
৯। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস] উত্তরঃ সোনারগাঁও।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [৩১, ২৯, ২২, ১০ তম বিসিএস] উত্তরঃ ১৯২১ সালে।
১১। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ? [৩০, ১১ তম বিসিএস] উত্তরঃ বরিশাল।
১২। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ? [৩০, ২৬ তম বিসিএস] উত্তরঃ ১০ ডিসেম্বর।
১৩। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? [২৯, ২৮ তম বিসিএস] উত্তরঃ সেন্টমার্টিন।
১৪। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ? [২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস]উত্তরঃ ১১ টি।
১৫। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [২৮, ২১, ১০ তম বিসিএস] উত্তরঃ ১৬১০ সালে।
১৬। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ? [২৭, ২৬ তম বিসিএস] উত্তরঃ ৫৪৩।
১৭। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? [২৭, ২৬,২২তম বিসিএস]
উত্তরঃ ১৯৭৪ সালে।
১৮। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? [২৫, ২১ তম বিসিএস]
উত্তরঃ ৬০ জন।
১৯। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিলো? [২৫, ১৭ তম বিসিএস] উত্তরঃ উত্তরঃ ১৯৭৩ সালে।
২০। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫, ২৩ তম বিসিএস] উত্তরঃ ইন্দোনেশিয়া।
২১। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [২৪, ১৬ ১৪ তম বিসিএস] উত্তরঃ কামরুল হাসান।
২২। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? [২৩, ২২ তম বিসিএস]
উত্তরঃ তৈরি পোশাক থেকে।
২৩। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস] উত্তরঃ লালমনিরহাট জেলায়।
২৪। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? [২২, ২০ তম বিসিএস] উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়।
২৫। বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ? [২০, ১৯ তম বিসিএস]
উত্তরঃ ১৮ বছর।
২৬। ’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? [১৮, ১৪ তম বিসিএস] উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।
বাংলা
১। শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস] উত্তরঃ মুমূর্ষু।
২। ‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস] উত্তরঃ মুনীর চৌধুরী।
৩। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস] উত্তরঃ ধাতু।
৪। ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস]
উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।
৫। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস] উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৬। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১, ১৪ তম বিসিএস] উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
৭। ‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস] উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।
৮। মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ? [১২, ৩৬ তম বিসিএস] উত্তরঃ পত্রকাব্য।
৯। রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬ তম বিসিএস] উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।
১০। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬, ৩২ তম বিসিএস] উত্তরঃ প্রমথ চৌধুরী।
১১। কোনটি মৌলিক শব্দ? [ ৩৭, ১৪ তম বিসিএস] উত্তরঃ গোলাপ।
১২। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫ তম বিসিএস] উত্তরঃ সিকান্দ্র আবু জাফর।
১৩। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? [১৫, ১৬ তম বিসিএস] উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।
১৪। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? [১৬, ২৯ তম বিসিএস] উত্তরঃ ১৯৫৫ সালে।
১৫। ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে? [১৬, ২০ তম বিসিএস] উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
১৬। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? [১৭, ২৪ তম বিসিএস] উত্তরঃ উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে।
১৭। নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি? [২০, ২৪ তম বিসিএস] উত্তরঃ আষাঢ়।
১৮। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [২১, ২৪ তম বিসিএস] উত্তরঃ ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।
১৯। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৭, ৩৩ তম বিসিএস] উত্তরঃ ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।
২০। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে? [২৬, ২৭ তম বিসিএস] উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার
বিসিএস  -লিখিত (বাংলা ১ম ও ২য়)
১। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত] উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
২। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ অপভ্রংশ।
৩। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত] উত্তরঃ লাইলী – মজনু।
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত] উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ পদ্মাবতী।
৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ আরেক ফাল্গুন।
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ চন্দ্রাবতী।
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত] উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ মুহম্মদ কবীর।
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ হিন্দি।
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত] উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২৩ সালে।
২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ‘রাত্রিশেষ’।
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ নূরুল মোমেন।
২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত] উত্তরঃসিকান্দার আবু জাফর।
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ গীতগোবিন্দ।
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।
৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ দীনবন্ধু মিত্র।
৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃফররুখ আহমদ।
৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।
৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ বরিশালের গৈলা নাম
১.প্রস্তাবিত ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? উঃ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
২.ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের কোন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন?
উঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ
৩.জাপানের নতুন রাজকীয় যুগের নাম কী? উঃ Reiwa
৪.জাপানের কোন সম্র‍াট স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছেন?  উঃ ১১৯ তম সম্র‍াট কোকাকু & ১২৫ তম সম্র‍াট আকিহিতো
৫.নেপালের প্রথম স্যাটেলাইটের নাম কী? উঃ NepaliSat-1 ( ১৭ এপ্রিল ২০১৯ সালে উৎক্ষেপণ করা হয়)
৬.ইউক্রেনে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট নাম কি? উঃ বলোদিমার জেলেনস্কি
৭.স্লোভেনিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট কে? উঃ জুজানা কাপুতোভা
৮.প্রবাসী আয় বা রেমিট্যান্স কোন দেশের জিডিপি’তে সর্বাধিক অবদান রাখে? উঃ টোঙ্গ
৯.বিশ্বব্যাংকের ১৩ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? উঃ ডেভিড ম্যালপাস
১০.আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার(IRENA) বর্তমান মহাপরিচালক কে? উঃ ফ্রান্সেস্কো লা ক্যামেরা(ইতালি)
১১. ৩০ তম আরব লিগ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উঃ তিউনিস, তিউনিসিয়া
১২. ২৫ এপ্রিল ২০১৯ ঢাকা-রাজশাহী রুটে চালু বিরতিহীন ট্রেনের নাম কী? উঃ বনলতা এক্সপ্র‍েস
১৩.বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির(BGMEA) প্রথম নারী সভাপতি কে? উঃ ড. রুবানা হক
১৪.বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে লিস্ট 'এ' ক্র‍িকেটে ডাবল সেঞ্চুরি করেন কে? উঃ সৌম্য সরকার
১৫.বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ তৈরী করে কোন দেশ?  উঃচীন; Marine Lizard
১৬.National Thowheed Jamath(NTJ) কোন দেশভিত্তিক জিহাদী গ্রুপ? উঃ শ্রীলঙ্কা
১৭.বিশ্বের প্রথম 'আল কুরআন পার্ক' কোথায় অবস্থিত? উঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত
১৮.Unicef’র দূত হিসাবে দায়িত্বে পেয়েছেন কোন বাংলাদেশী ক্র‍িকেটার? উঃ মেহেদি হাসান মিরাজ
১৯.ওয়াশিংটন ডিসি’র মেয়র মুরিয়েল বোজার কত তারিখকে 'বাংলাদেশ দিবস' হিসাবে ঘোষণা করে? উঃ ২৬ মার্চ
২০.৯ এপ্রিল ২০১৯ IMF কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধিতে দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশে কততম? উঃ দ্বিতীয়
২১.বিশ্বের প্রথমবারের মত কৃত্রিম গর্ভাশয় তৈরি করে কোন দেশের বিজ্ঞানীরা? উঃ জাপান
২২.বিশ্বের ৪র্থ দেশ হিসাবে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা অর্জন করে কোন দেশ?  উঃ ভারত
২৩.যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রথম কৃষ্ণাঙ্গ নারী মেয়রের নাম কি? উঃ লরি লাইটফুট
২৪.২০ মার্চ ২০১৯ গোলাপ জাদুঘর উদ্বোধন করা হয় কোথায়?  উঃ কাতারের মরুভূমিতে।
২৫.পূর্ব বা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে শরিয়াহ আইন প্রবর্তন করে কোন দেশ?  উঃ ব্র‍ুনাই
২৬. ১১ এপ্রিল ২০১৯ রাশিয়ার সর্ব্বোচ বেসামরিক সম্মাননা ' অর্ডার অব সেন্ট অ্যান্ড্র‍ু দ্য অ্যাপোসেল 'লাভ করেছেন কে? উঃ নরেন্দ্র মোদি
২৭.৪ এপ্রিল ২০১৯ সংযুক্ত আরব আমিরাতের সর্ব্বোচ সম্মাননা 'জায়েদ মডেল' লাভ করেছেন কে? উঃ নরেন্দ্র মোদি
২৮.সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে? উঃ নেপাল
২৯.বাংলাদেশ কতটি দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করেছে? উঃ ৩৫ টি
৩০.নিচের কোন বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার' প্রবর্তন করা হয়েছে?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামি বিশ্ববিদ্যালয়।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
1. প্রশ্ন: ব্যক্তিত্ব :জীবিকা :
2. প্রশ্ন: অ্যাইজ্যাক আসিমভ -বায়োকেমিস্ট
3. প্রশ্ন: অ্যাডলফ হিটলার  -পোস্টকার্ড আঁকিয়ে
4. প্রশ্ন: অ্যালবার্ট আইনস্টাইন - পেটেন্ট অফিসের কেরানী
5. প্রশ্ন: অলিঘেরি দান্তে  -দূতাবাসের কর্মচারী
6. প্রশ্ন: আইজাক নিউটন  -মিন্টের ওয়ার্ডেন ও সাংসদ
7. প্রশ্ন: আন্তোইনে লরেন্ট -ল্যাভয়সিয়ার  ট্যাক্স কালেক্টর
8. প্রশ্ন: আলেকজান্ডার গ্রাহাম বেল - বধিরদের শিক্ষক
9. প্রশ্ন: ইদি আমিন - ব্রিটিশ সেনাবাহিনীর সার্জেন্ট
10. প্রশ্ন: ইয়ান ফ্লেমিং -গোয়েন্দা
11. প্রশ্ন: ঈসপ-  দাস
12. প্রশ্ন: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ -স্ট্যাম্প ডিস্ট্রিবিউটর
13. প্রশ্ন: উইলিয়াম ফকনার -পোস্ট মাস্টার
14. প্রশ্ন: উইলয়াম শেক্সপিয়ার -অভিনেতা
15. প্রশ্ন: উইলিয়াম সামারসেট মম -সার্জন ও গুপ্তচর
16. প্রশ্ন: উডি অ্যালেন- জ্যাজ ক্ল্যাবিনেট বাদক
17. প্রশ্ন: এফ স্কট ফিটজারল্যান্ড -হলিউডের চিত্রনাট্যকার
18. প্রশ্ন: এমিলি জোলা -সাংবাদিক
19. প্রশ্ন: ওয়াল্টার ডিলা মেয়ার -তেল কোম্পানীর কর্মচারী
20. প্রশ্ন: কার্ল মার্ক্স -কাগজের প্রতিনিধি
21. প্রশ্ন: গিউসেপে গ্যারিবল্ডি -মোমবাতি প্রস্তুতকারক
22. প্রশ্ন: গেরাল্ড ফোর্ড- মডেল
23. প্রশ্ন: গ্রেটা গার্বো -টুপির মডেল
24. প্রশ্ন: গ্রেগর মেন্ডেল -ধর্মযাজক
25. প্রশ্ন: গ্যালিলিও গ্যালিলি -ডাক্তার
26. প্রশ্ন: চার্লস ডিকেন্স- আদালতের স্টেনোগ্রাফার ও কারখানায় জুতা পরিস্কার।
27. প্রশ্ন: চে গুয়াভারা -ডাক্তার
28. প্রশ্ন: জন বয়েড ডানলপ- পশু চিকিৎসক
29. প্রশ্ন: জন মিলস -টয়লেট পেপার বিক্রেতা
30. প্রশ্ন: জর্জ অরওয়েল -পুলিশ
31. প্রশ্ন: জিওফ্রে চসার -কাস্টমস কর্মকর্তা, সাংসদ ও সৈনিক।
32. প্রশ্ন: জুলস ভার্ন -যাত্রা শিল্পী
33. প্রশ্ন: জিমি কার্টার -কৃষক
34. প্রশ্ন: জোনাথন সুইফট- ধর্মযাজক
35. প্রশ্ন: জোসেফ স্ট্যালিন -শিক্ষার্থী ধর্মযাজক
36. প্রশ্ন: টমাস আলভা এডিসন -টেলিগ্রাম অপারেটর ও নিউজবয়
37. প্রশ্ন: টমাস ম্যালথাস -ধর্মযাজক
38. প্রশ্ন: টমাস হার্ডি -আর্কিটেক্টের সহকারী
39. প্রশ্ন: টি এস ইলিয়ট -ব্যাংকর কেরানী
40. প্রশ্ন: ডানিয়েল ডিফো -দোকানদার ও ইট প্রস্তুতকারক
41. প্রশ্ন: পল নিউম্যান -মোটর রেসের ড্রাইভার
42. প্রশ্ন: পিটার দ্যা গ্রেট -বন্দর কর্মচারী
43. প্রশ্ন: ফিদেল ক্যাস্ট্রো -চিত্রাভিনেতা (এক্সট্রা)
44. প্রশ্ন: বব হোপ -মুস্টিযোদ্ধা
45. প্রশ্ন: বরিস ইয়েলৎসিন -কনস্ট্রাকশন কোম্পানীর পরিচালক
46. প্রশ্ন: বেঞ্জামিন ডিজরায়েলী- ঔপন্যাসিক
47. প্রশ্ন: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন -মুদ্রক
48. প্রশ্ন: ভাদিমিন ইলিচ রেনিন -আইনজীবী
49. প্রশ্ন: ভ্যালেন্তিনা তেরেস্কভা- সুতোকলের শ্রমিক
50. প্রশ্ন: ভিনসেন্ট ভ্যানগগ -ধর্মযাজক
51. প্রশ্ন: মার্গারেট থ্যাচার -রিসার্চ কেমিস্ট ও আইনজীবী
52. প্রশ্ন: মিগুয়েল সারভানটেস -সৈনিক
53. প্রশ্ন: যোশেফ গোয়েবলস -সংবাদপত্র সম্পাদক
54. প্রশ্ন: যোহান ভন গ্যাটে- আদালতের কর্মচারী, দমকল প্রধান
55. প্রশ্ন: রজার মুর -মডেল
56. প্রশ্ন: রোনাল্ড রেগান -চিত্রাভিনেতা
57. প্রশ্ন: লিও টলস্টয় -সেনা অফিসার
58. প্রশ্ন: লুই ক্যারল -গণিতের অধ্যাপক
59. প্রশ্ন: লেখ ওয়ালেসা -ইলেকট্রিশিয়ান
60. প্রশ্ন: শ্যাঁ-কোনারী -কফিন পালিশ
61. প্রশ্ন: স্যার আর্থার কোনান ডায়েল -ডাক্তার
62. প্রশ্ন: স্যার ওয়াল্টার স্কট -আইনজীবী
63. প্রশ্ন: স্যামুয়েল মোর্স -শিল্পী
64. প্রশ্ন: হ্যারল্ড ম্যাকমিলান- প্রকাশক
65. প্রশ্ন: হেনরিক ইবসেন- ফার্মাসিস্ট
66. প্রশ্ন: হো চি মিন -হোটেলের রাঁধুনী
সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. "সম্প্রতি যে বাংলাদেশী নারী 'কমনওয়েলথ পয়েন্টস অব লাইট' উপাধী পেয়েছেন -- শারমিন সুলতানা।
২. ২০১৯ সালের জন্য ওআইসি'র পর্যটন নগরী হিসেবে ঘোষনা করা হয়েছে -- ঢাকাকে।
৩. বিশ্বের যততম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করে -- ১১৯ তম।
৪. সম্প্রতি প্রকাশিত '৩০৫৩ দিন' শীর্ষক নতুন বইটি -- বঙ্গবন্ধুর কারাজীবন।
৫. সম্প্রতি যে দেশের আইনসভা নিজেদের ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে -- ইসরায়েল।
৬. পাকিস্তানের ১১ তম জাতীয় নির্বাচনে জয়ী হয়ছে -- বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই।
৭. ইমরান খানের জীবনী নিয়ে নির্মিত চলচিত্রের নাম -- কাপ্তান।
৮. বিশ্বের প্রথম ভাসমান পারমানবিক বিদ্যুত কেন্দ্র যে দেশের -- রাশিয়া।
৯. সম্প্রতি ফিলিপিন্স বংশোদ্ভূত যে মার্কিন শিশু মাইকেল ফেলপসের রেকর্ড ভেংগে ফেলে -- কেন্ট আপুয়াদা।
১০. বিশ্বব্যাংক এর 'এএসডিজি রিপোর্ট ২০১৮' অনুযায়ী সড়কে সুবিধাবঞ্চিতদের তালিকায় বাংলাদেশ -- ৪র্থ।
১১. বর্তমান বিশ্বে প্রায় যত সংখ্যক বাংগালী প্রবাসী হিসেবে বসবাস করে -- ১ কোটি।
১২. ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০০ টি টেস্ট ম্যাচ খেলে - ইংল্যান্ড।
১৩. ২০১৮ সালের ওয়ার্লড বুক ক্যাপিটাল -- এথেন্স, গ্রীস।
১৪. ২০১৮ সালে আইসিসি'র ওয়ানডে স্ট্যাটাস পায় যে দেশ - নেপাল।
১৫. ব্রিকসের দশম সম্মেলন যখন, যেখানে অনুষ্ঠিত হয় - ২৫-২৭ জুলাই ২০১৮, জোহানেসবার্গ।
১৬. সম্প্রতি 'শান্তির স্বপ্ন আইন' স্বাক্ষরিত হয় যাদের মধ্যে-- ফিলিপাইন-মোরো উপজাতি।
১৭. সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ পান যে -- সিরাজুল ইসলাম।
১৮. বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু - ৭১.৬ বছর।
১৯. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে -- ১০৯০ জন।
২০. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার -- ১.৩৭%।
সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্নঃ প্রস্তাবিত পদ্মাসেতুর দুই প্রান্তে জেলা দুটি কি কি? উঃ মুন্সিগঞ্জ- শরীয়তপুর।
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি? উঃ জেনারেল।
প্রশ্নঃ চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবেনা কেন? উঃ চাঁদে কোন বায়ুমন্ডল নাই।
প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? উঃ রিখটার স্কেল।
প্রশ্নঃ WTO এর পূর্বনাম কি? উঃ GATT
প্রশ্নঃ যুক্তিবিদ্যার জনক কে? উঃ এরিস্টটল।
প্রশ্নঃ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট কোথায় প্রতিষ্ঠিত হয়? উঃ মৌলভীবাজার।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে? উঃ ১৯৭৩ সালে।
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? উঃ সেন্টমার্টিন দ্বীপ।
প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন কয়টি? উঃ ১২ টি
 গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন 
 ৮ জানুয়ারি ২০১৮
বাংলাদেশে 4জি সেবা চালু হয়
 ১৯ফেব্রুয়ারি ২০১৮
ঢাকায় 5জি পরীক্ষামূলক প্রদর্শনী হয়
 ২৫জুলাই ২০১৮
বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়
 ১১মে ২০১৮
নেপালের ত্রিভুবনে ইউএস বাংলা বিধ্বস্ত হয়
 ১২মার্চ ২০১৮
পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মারা যান
 ১৪মার্চ ২০১৮
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা যান
 ১৮ আগস্ট ২০১৮
শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়
 ২৭জুলাই ২০১৮
শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়
 ২৫মে ২০১৮
বাংলাদেশী হিসেবে মিতু আক্তার বাংলা চ্যানেল জয় করেন
 ১৯মার্চ ২০১৮
অধ্যাপক আনিসুজ্জামান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পেয়েছেন
 ১১জানুয়ারি ২০১৮
২২তম বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথ গ্রহণ করেন
 ৩ফেব্রুয়ারি ২০১৮
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল পাস হয়
 ২৫ফেব্রুয়ারি ২০১৮
নেপালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
 ১৩মার্চ ২০১৮
৩৫বছর পর সৌদিআরবে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়
 ১৮এপ্রিল ২০১৮
বিশ্বের প্রবীণতম ব্যক্তি জাপানের নাবি তাজিমা ১১৭বছর বয়সে মারা যান
 ২১এপ্রিল ২০১৮
বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয়
 ২৩এপ্রিল ২০১৮
২১তম রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদ ২য় মেয়াদে শপথ গ্রহণ করেন
 ২৪এপ্রিল ২০১৮
সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (SWAFF) গঠিত হয়
 ১০মে ২০১৮
টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের অভিষেক হয়
 ১১মে ২০১৮
জেরুজালেমে প্রথম দূতাবাসা উদ্বোধন করে যুক্তরাষ্ট্র
 ১৪মে ২০১৮
বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন
 ১৫মে ২০১৮
ট্রিপল বিলিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রুহণ করে WHO
 ২৩মে ২০১৮
উত্তর কোরিয়ার একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্র 'পুঙ্গেরি' ধ্বংস করে
 ২৪মে ২০১৮
জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন অনুষ্ঠিত হয়
 ৪জুন ২০১৮
ট্রাম্প -কিম্প ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়
 ১২জুন ২০১৮
২১তম বিশ্বকাপের প্রথম ম্যাচ রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়
 ১৪জুন ২০১৮
যুক্তরাষ্ট্র UNHCR ত্যাগের ঘোষণা দেয়
 ১৯জুন ২০১৮
নতুন সেনাপ্রধান হিসেবে আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণ করেন
 ২৫জুন ২০১৮
দেশের ৪৮তম বাজেট ঘোষণা করা হয়
 ৭জুন এবং পাস হয় ২৮জুন
ব্যবসায়ীদের জন্য ইবিআইএন ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর
 ১জুলাই ২০১৮
আবহাওয়া বিল পাস হয়
 ৪জুলাই ২০১৮
২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়
 ৬জুলাই ২০১৮
বাংলাদেশ সংবিধান সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়
 ৮জুলাই ২০১৮
ইথিওপিয়া ও ইরিত্রিয়ার যুদ্ধ সমাপ্তি হয়
 ৯জুলাই ২০১৮
জাতিসংঘের অভিবাসন চুক্তি হয়
 ১৩জুলাই ২০১৮
ট্রাম্প -পুতিন ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়
 ১৬জুলাই ২০১৮
সুপারসনিক ক্রুজ ক্ষেপানাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত
 ১৬জুলাই ২০১৮
বাংলাদেশ ৫ম কৃষিশুমারী শুরু হয়
 ১৭জুলাই ২০১৮
নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী
 ১৮জুলাই ২০১৮
দেশে ই পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্পের চুক্তি হয়
 ১৯জুলাই ২০১৮
ইসরায়েল ইহুদী রাষ্ট্র ঘোষণা করা হয়
 ১৯জুলাই ২০১৮
পাকিস্তানের জাতীয় পরিষদের ১১তম নির্বাচন অনুষ্ঠিত হয়
 ২৫জুলাই ২০১৮
মালির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
 ২৯জুলাই ২০১৮
জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
 ৩০জুলাই ২০১৮
জাপানের হিরোশিমায় আণবিক বোমা ফেলার ৭৩বছর পূর্তি হয়
 ৬আগস্ট ২০১৮
অ্যাসিয়ানের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল
 ৮আগস্ট ২০১৮
সূর্য অভিযানে যায় নাসার প্রেরিত মহাকাশযান 'পার্কার'
 ১২আগস্ট ২০১৮
ভারতের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রি অটল বিহারী মারা যান
 ১৬আগস্ট ২০১৮
পাকিস্তানের প্রধানমন্ত্রি হিসেবে ইমরান খান শপথ গ্রহণ করেন
 ১৮আগস্ট ২০১৮
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১) মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, গতি ও বিজয় " চিত্র কর্মগুলো - শিল্পী শাহাবুদ্দিনের
২) প্রথম বাংলাদেশী হিসেবে যে কিশোরী বাংলা চ্যানেল জয় করে - মিতু আখতার( ১৯ মার্চ ২০১৮)
৩) বাংলা চ্যানেল জয় করতে মিতুর সময় লেগেছে - ৪ ঘন্টা ৩২ মিনিট ৫১ সেকেন্ড
৪) বাংলা চ্যানেলের দৈর্ঘ্য - ১৬.১ কি.মি
৫) বাংলা চ্যানেলের আবিষ্কারকের নাম- কাজী হামিদুল হক
৬) বিশ্বের শিক্ষক নির্বাচিত হয়েছেন - ব্রিটিশ নারী আন্দ্রিয়া জাফিরাকো
৭) সাসবেরি শহরটি - যুক্তরাজ্যে
৮) ইইউর সদস্য সংখ্যা - ২৮
৯) সিনাই উপত্যকা - মিসরে
১০) মিসরের প্রেসিডেন্ট - আবদাল ফাতাহ আল সিসি
১১) তীব্র তাপমাত্ররর কারনে সৃষ্ট দাবানলে পুড়ে গেছে - অস্ট্রেলিয়ার তাথরা গ্রাম
১২) সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থক - রাশিয়া
১৩) পুতিন ক্ষমতায় আছেন - ১৮ বছর ধরে
১৪) সৌদি রক্ষণশীল সমাজ ব্যবস্থার জন্য দায়ী ১৯৭৯ সালের ইরানের ইসলামিক বিপ্লব - সৌদি যুবরাজ
১৫) সিবিএস নিউজ হলো - মার্কিন টিভি চ্যানেল
১৬) রাশিয়ার প্রেসিডেন্টর মেয়াদ - ৬ বছর
১৭) পুতিন ২০১৮ সালের নির্বাচনে ভোট পেয়েছেন - ৭৬%
১৮) রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - দিমিত্রি মেদভেদেভ
১৯) পুতিন রাশিয়ার ক্ষমতায় আছেন - ১৯৯৯ সাল থেকে ( প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হয়ে)
২০) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী - হাউখো মাস
২১) সাবেক রুশ গুপ্তচরকে হত্যা চেষ্টার জের ধরে যুক্তরাজ্য বহিস্কার করে - ২৩ জন রুশ কূটনীতিককে
২২) আলেপ্পা শহর – সিরিয়া
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
# সম্প্রতি আফ্রিকার কোন দেশের প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় নিজ দল থেকে বহিষ্কৃত হন?
উ: জিম্বাবুয়ে (পরে পদত্যাগ করেন)
# জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট কে?উ: নানগাগওয়া
# জিম্বাবুয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?উ: জানু-পিএফ
# ‘জানু-পিএফ’- এর PF দ্বারা কী বুঝায়?উ: Patriotic Front
# কুতুপালং স্থানটি কোথায়?উ: উখিয়া, কক্সবাজার
# সম্প্রতি লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রী কে?উ: সাদ হারিরি
# সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশের সাবমেরিন নাবিকসহ নিখোঁজ হয়?উ: আর্জেন্টিনা
# আর্জেন্টিনার সাবমেরিন কতজন নাবিকসহ হারিয়ে যায়?উ: ৪৪ জন
# সম্প্রতি ইসরাইল কোন দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরব লীগের প্রতি আহ্বান জানায়?উ: ইরানের বিরুদ্ধে
# সম্প্রতি কোন দেশ আরব লীগের সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়?
উ: লেবানন
বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন -
১। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে?উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত ৩টা
২। বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?উঃ ৫৭ তম
৩। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?উঃ ৪০ টি
৪। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
৫। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?উঃ ২০১২ সালে
৬। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?উঃ ২০১৫ সালে
৭। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
৮। এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
৯। এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
১০। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
১১। এটির ওজন কত?উঃ ৩ হাজার ৫০০ কেজি
১২। মেয়াদ কত?উঃ ১৫ বছর
১৩। নিয়ন্ত্রন করবে কে?উঃ থ্যালেস ও বিটিআরসি
১৪। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
১৫। বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে।
বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা
১. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ — সুন্দরবন।
২. বাংলাদেশের পর্যটন রাজধানী/নগরী — কক্সবাজার।
৩. বাংলাদেশের আয়তন — ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার বা ৫৬, ৯৯২.৫৪ বর্গ মাইল।
৪.ঢাকার প্রতিপাদ স্থান — চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
৫. পৃথীবির দীর্ঘতম সমুদ্রসৈকত তথা বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের আয়তন — ১২০ কি.মি।
৬. কুয়াকাটা সমুদ্রকৈতের আয়তন — ১৮ কি.মি. ।
৭. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় — গারো পাহাড়।
৮. হালদা উপত্যকা অবস্থিত — খাগড়াছড়ি জেলায়।
৯. সাঙ্গু উপত্যকা অবস্থিত — চট্টগ্রাম জেলায়।
১০. সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় — কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে।
বিগত বছরসমূহের পরীক্ষার প্রশ্নোত্ত
বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?উত্তর: ৪১৫৬ কি.মি
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই?উত্তর:নাগাল্যান্ড
তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিতউত্তর: ডাউকি
বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয় ?উত্তর: কক্সবাজার
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম ?উত্তর: পটুয়াখালী
সোনালি আঁশের দেশ কোনটি ?উত্তর: বাংলাদেশ
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই ?উত্তর: বান্দরবান
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ?উত্তর:৩০ টি
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?:উত্তর:কক্সবাজার
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?উত্তর: পঞ্চগড়
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?উত্তর: সিলেট
প্রশ্ন: ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?উত্তর: বাংলাদেশ-মায়ানমার
প্রশ্ন: ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেইউত্তর: নাগাল্যান্ড
প্রশ্ন: বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?উত্তর: নাফ
প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?উত্তর: ৩৯৭৮ কি. মিঃ. অথবা ৪০৯৬ কি. মি
প্রশ্ন: ভারতের কতটি ‘‘ছিটমহল’’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
১১১টি
প্রশ্ন: বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?উত্তর: ৮৮°০১’ থেকে ৯২°-৪১’পূর্ব দ্রাঘিমাংশে
প্রশ্ন: সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?উত্তর: ৬২%
প্রশ্ন: শালবন বিহার কোথায়?উত্তর: কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১।ফেসবুকের তৈরী স্যাটালাইটের নাম =অ্যাথেনা।
২।আফ্রিকার দেশগুলোতে বেলুন সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া প্রকল্পের নাম =প্রোজেক্ট লুন।
৩।চুলের কলপে যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিদ্যামান =প্যারাফিনাইল ডাইঅ্যামাইন।
৪।পাকিস্তানের ইতিহাসে ৭০ বছর পর প্রথমবারের মতো ভোট দিল =পাঞ্জাব প্রদেশের খুয়বের নারীরা।
৫।পাকিস্তানে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ পেলো =তৃতীয় লিঙ্গের মানুষ।
৬।'বাংলা প্রাইমার সংগ্রহ'-গ্রন্থের সম্পাদক =আশিস খাস্তগীর।
৭।বাংলাদেশ যে দেশ থেকে ই-পার্সপোর্ট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে = জার্মানী।
৮।বাংলাদেশ নারী ক্রিকেট দল যে দেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে =আয়ারল্যান্ড।
৯।যুক্তরাজ্য মর্যাদপূর্ণ জামিল পুরস্কার লাভ করেছেন =মেরিনা তাবাসসুম।
আমদানি রপ্তানি
বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে?উ: চীন
বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে?উ: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?উ: তৈরি পোশাক
বাংলাদেশের ২য় রপ্তানি পণ্য কোনটি?উ: চামড়াজাত দ্রব্য
পাটজাত দ্রব্য বাংলাদেশের কততম রপ্তানি পণ্য?উ: ৩য়
বাংলাদেশের আমদানি পণ্য:
১ম- মূলধনী যন্ত্রপাতি

২য়- পেট্রোলিয়াম
বাংলাদেশের রপ্তানি পণ্য:
১ম- পোশাক
২য়- চামড়া
অঞ্চল হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে_উ: ইউরোপীয় ইউনিয়নে
বাংলাদেশ প্রথম জনশক্তি রপ্তানি করে_উ: সৌদি আরবে (১৯৭৬ সালে)
গতবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি (শ্রমিক) রপ্তানি করে কোন দেশে?উ: ওমানে
জনশক্তি রপ্তানি করে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে?উ: সৌদি আরব
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১। ব্রেটন উডস প্রতিষ্ঠান কয়টি?উ: ২ টি (WB, IMF)
২। IMF এর পূর্ণরুপ কী?উ: International Monetary Fund
৩। কয়টি দেশ নিয়ে আইএমএফ গঠিত হয়?উ: ২৯ টি
৪। IMF এর বর্তমান সদস্য দেশ কতটি?উ: ১৮৯ টি
৫। IMF এর উদ্দেশ্য কী?উ:মুদ্রা বিনিময় ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখা
৬। IMF এর রিজার্ভের একক কী?উ: SDR
৭। SDR এর পূর্ণরুপ কী?উ: special drawing rights
৮। SDR ভূক্ত মুদ্রা কতটি?উ: ৫ টি
৯। কোনগুলো SDR ভূক্ত মুদ্রা?উ: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনের ইউয়ান জাপানের ইউয়েন ও রাশিয়ার রুবল
১০। SDR চালু হয় কত সালে?উ: ১৯৬৯ সালে
১১। IMF ত্যাগকারী দেশ কোনটি?উ: কিউবা
১২। এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয়?উ: উত্তর কোরিয়া
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১। মহান মুক্তিযুদ্ধে প্রথম সেনা দপ্তরের স্মৃতি সৌধ কোথায় অবস্থিত ?=তেলিয়া পাড়া,
মাধবপুর,হবিগন্জ।
মুক্তিযুদ্ধের সময়কালে 'Tilt Policy' গ্রহন করে- =মার্কিন যুক্তরাষ্ট্র ( পাকিস্তানের সাথে )
২। আমি হবো “ডেভিলস এডভোকেট " উক্তিটি কার ? (প্রেক্ষাপট :১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ) = হেনরি কিসিঞ্জার
৩। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গব্ন্ধুকে গ্রেফতার করতে হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশনের কোড নাম কী ছিল? = অপারেশন বিগ বার্ড
৪। "You will see history made if the conspirators fail to come to their senses " উক্তিটি করেন-= বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৫। ১৯৭০ সালে নির্বাচনের জন্য ইয়াহিয়া খান যে নির্দেশনা জারি করেন তার নাম- =Legal Framework Orde
৬। 'অপারেশন তৌলুন' পরিচালিত হয়- =বাঙ্গালি নৌ- সেনাদের দ্বারা
৭। "বাংলাদেশ: পলিটিক্স, ইকোনোমি অ্যান্ড সিভিল সোসাইটি" বইটির লেখক কে?- ডেভিড লুই
৮। Separation of East Pakistan" বইটির লেখক-=হাসান জহির
৯। প্রথমবারের মতো প্রবর্তিত হওয়া ‘মাদার তেরেসা রত্ন সম্মাননা’ পাচ্ছেন কে ?=জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০ । পৃথিবীর সর্বাধিক খরা প্রবণ অঞ্চল কোনটি?=সাহেল অঞ্চল (আফ্রিকা)।
১১। ক্লোরাল ব্লিচিং কী? = সমুদ্রের প্রবাল বিশ্ব উষ্ণায়ণের ফলে স্বাভাবিক রঙ হারিয়ে সাদা হয়ে যাচ্ছে। একে ক্লোরাল ব্লিচিং বলে।
১১। কে ওজোন গহ্বর আবিষ্কার করেন?= ড. ফারমেন।
১৩। বর্তমানে বাতাসে কার্বন ডাই অক্সাইডেরর ঘনত্ব কত?=৩৫০ppm.
১৪) ধস কী ?=ধস একটি প্রাকৃতিক দুর্যোগ।
১৫) কোন দেশকে দাবানলের দেশ বলে?=অস্ট্রেলিয়া।
১৬) কোন শহরকে পৃথিবীর শিলা ঝড়ের রাজধানী বলে?= সিডনি।
১৭) কোন দেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে?=চীন। (বাংলাদেশে প্রথম )
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?উঃ শাহ আব্দুল হামিদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?উঃ এ. এস. এম. সায়েম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?উঃ এম. এইচ. খোন্দকার।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?উঃ তাজউদ্দিন আহমেদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?উঃ বেগম খালেদা জিয়া
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ?উঃ শেখ হাসিনা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
প্রশ্ন: বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?উঃ স্যার পি. জে. হাটর্স।
প্রশ্ন: ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?উঃ মিঃ স্কিনার।
প্রশ্ন: ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?উঃ আনন্দ চন্দ্র রায়।
প্রশ্ন: ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?উঃ মোহাম্মদ হানিফ
প্রশ্ন: প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?উঃ আ. স. ম. আব্দুর রব।
প্রশ্ন: বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?উঃ এ. এন. হামিদুল্লাহ
প্রশ্ন: বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?উঃ ০৪ মার্চ, ১৯৭২
প্রশ্ন: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?উঃ ভারত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?উঃ কানিজ ফাতেমা রোকশানা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?উঃ মাহমুদা হক চৌধূরী
প্রশ্ন: বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?উঃ ভালুকা, ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে?উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?উঃ তাহমিনা হক ডলি
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?উঃ জাকিয়া আখতার
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?উঃ বেগম রওশন আরা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?উঃ হাসিনা খাতুন
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?উঃ নাজনিন সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?উঃ আনিসা হামেদ
প্রশ্ন: বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি?উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?উঃ সুরাইয়া রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?উঃ স্যার এফ রহমান
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিচারপতি?উঃ স্যার সৈয়দ আমির আলী
প্রশ্ন: প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?উঃ শরদিন্দু শেখর চাকমা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?উঃ বাংলার দূত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রণতরী ?উঃ বি. এন. এস. পদ্মা
প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী ?উঃ বনানী চৌধুরী
প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?উঃ ব্রজেন দাশ (৬ বার)
প্রশ্ন: বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?উঃ ফেরদৌস আরা বেগম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি কে?উঃ হোসনে আরা বেগম।
প্রশ্ন: জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?উঃ ইসমাত জাহান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?উঃ সালমা খাতুন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?উঃ শাহ আব্দুল হামিদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?উঃ এ. এস. এম. সায়েম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?উঃ এম. এইচ. খোন্দকার।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?উঃ তাজউদ্দিন আহমেদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?উঃ বেগম খালেদা জিয়া
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ?উঃ শেখ হাসিনা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
প্রশ্ন: বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?উঃ স্যার পি. জে. হাটর্স।
প্রশ্ন: ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?উঃ মিঃ স্কিনার।
প্রশ্ন: ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?উঃ আনন্দ চন্দ্র রায়।
প্রশ্ন: ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?উঃ মোহাম্মদ হানিফ
প্রশ্ন: প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?উঃ আ. স. ম. আব্দুর রব।
প্রশ্ন: বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?উঃ এ. এন. হামিদুল্লাহ
প্রশ্ন: বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?উঃ ০৪ মার্চ, ১৯৭২
প্রশ্ন: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?উঃ ভারত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?উঃ কানিজ ফাতেমা রোকশানা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?উঃ মাহমুদা হক চৌধূরী
প্রশ্ন: বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?উঃ ভালুকা, ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে?উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?উঃ তাহমিনা হক ডলি
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?উঃ জাকিয়া আখতার
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?উঃ বেগম রওশন আরা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?উঃ হাসিনা খাতুন
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?উঃ নাজনিন সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?উঃ আনিসা হামেদ
প্রশ্ন: বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি?উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?উঃ সুরাইয়া রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?উঃ স্যার এফ রহমান
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিচারপতি?উঃ স্যার সৈয়দ আমির আলী
প্রশ্ন: প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?উঃ শরদিন্দু শেখর চাকমা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?উঃ বাংলার দূত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রণতরী ?উঃ বি. এন. এস. পদ্মা
প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী ?উঃ বনানী চৌধুরী
প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?উঃ ব্রজেন দাশ (৬ বার)
প্রশ্ন: বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?উঃ ফেরদৌস আরা বেগম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি কে?উঃ হোসনে আরা বেগম।
প্রশ্ন: জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?উঃ ইসমাত জাহান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?উঃ সালমা খাতুন।
সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য
১. মেসিডোনিয়ার নাম পরিবর্তন, নতুন নাম ‘উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র’
২. সেনাবাহিনীর ১৫তম প্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। একই সঙ্গে তাঁকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৩. বাংলাদেশে কার্যরত 58 টি তফসিলি ব্যাংকের মধ্যে ৫৬টি ব্যাংকই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
৪. ৭ম নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের।
৫. মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়- ১২ জুন ২০১৮
৬. বিশ্বকাপ ফুটবলের ২১ তম আসর শুরু রাশিয়ায় ১৪ জুন ২০১৮
৭. UNCHR থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। জেনেভাভিত্তিক ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে ২০১৬-২০১৯ মেয়াদে সদস্য ছিল যুক্তরাষ্ট্র।
৮. বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক ১২ বার বার্ষিক বাজেট তৈরি করেছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
৯. এবারের ৪৭ তম বাজেটের শিরোনাম: ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’
১০. বাজেটের আকার: ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা
১১. বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্ধ :১লাখ ৭৩ হাজার কোটি টাকা
১২. জিডিপি প্রবৃদ্ধির হার: ৭.৮০%
১৩. মূল্যস্ফীতির হার: ৫.৬%
১৪. সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে-৬৭,৯৪৪ কোটি
১৫. বাজেটের করমুক্ত আয়সীমা:
*সাধারণ সীমা (ব্যক্তি শ্রেণি): ২ লক্ষ ৫০ হাজার টাকা, *নারী ও ৬৫ ঊর্ধ্ব করদাতা : ৩ লক্ষ টাকা
*প্রতিবন্ধী ব্যক্তি : ৪ লক্ষ টাকা
১৬. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়-১৭৫২ মার্কিন ডলার
১৭. বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার-৭.৬৫%
১৮. বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হয়েছে?- ১২ মে, ২০১৮ ( বাংলাদেশ সময়,যুক্তরাষ্ট্রের সময় ১১ মে)
১৯. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?- লেবুখালি, পটুয়াখালী
২০. পাটের তৈরি পলি ব্যাগ/সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে? ড. মুবারক আহমদ খান।
২১. সম্প্রতি কানাডায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কোন বাঙ্গালী মহিলা?-ডলি বেগম
আন্তর্জাতিক 
১। ক্লিন পাওয়ার প্ল্যান' কী?=জলবায়ু নীতি।
২। কোন সম্মেলনে ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় ?= কোপেন হেগেন
৩। ব্রিটেনের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?=সত্যবাণী।
৪। বিশ্বের সর্ববৃহৎ খনি কোম্পানির নাম কী?=বিএইচপি বিলিটন।
৫ । যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত দৈর্ঘ্য কত?=৩২০১ কি.মি বা ১৯৮৯ মেইল।
৬। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কী?=পেরেগ্রিন।
৭। আরব-শান্তি উদ্যোগ' কত সালে অনুমদিত হয়?=২০০২ সাল।
৮। বিশ্বের প্রথম পরাশক্তি হিসেবে লেজার গানের সফল পরীক্ষা চালায় কোন দেশ?=USA
৯। কোন বছরকে বাংলাদেশ-চীন বন্ধুত্বের বছর বলা হয়?=২০১৭ সাল।
১০। আটলান্টিক সনদ কবে সাক্ষরিত হয় ?=১৪ আগস্ট, ১৯৪১
১১। জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত ভাষা কয়টি ?- ২টি (ইংরেজি ও ফরাসি)
১২। বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য হয় কতবার ?- মোট ২ বার (১৯৭৮ ও ১৯৯৯) ২য় বার বাংলাদেশ (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে)
১৩। কয়টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?=১৫১ টি দেশ।
১৩। বাংলাদেশ মোট কতজন ভারতীয় শহীদকে সম্মাননা দিয়েছে?
১৬৬৮ জন।
১৪। বাংলাদেশের কোন পণ্য নতুন করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের সু্যোগ পেয়েছে?=আম।
১৫। কোন বছরকে বাংলাদেশ-চীন বন্ধুত্বের বছর বলা হয়?=২০১৭ সাল।
বিরোধপূর্ন দ্বীপ মনে রাখার উপায়-মনে রাখার অভিনব কৌশল:
১. দক্ষিন তালপট্টি দ্বীপ : বাংলাদেশের তাল ভারতে পাচার হয়।
দেশ : বাংলাদেশ ও ভারত
২. সেনকাকু দ্বীপ : জাপানের দিয়া চীনের কাকুর সাথে বিরোধ করে। দেশ : জাপান ও চীন
৩. কুরিল দ্বীপ : রাশি পান খেতে কুরিল যায় দেশ : রাশিয়া ও জাপান
৪. আবু মুসা দ্বীপ : ইরা মুসার সাথে সংযুক্ত হল দেশ : ইরান ও সংযুক্ত আরব আমিরাত
৫. ফকল্যান্ড দ্বীপ : টিনা ফকের রাজ্য কেড়ে নেয় দেশ : অার্জেন্টিনা ও যুক্তরাজ্য
৭. স্প্রাটলী দ্বীপপুঞ্জ : চীনের ভয় স্প্রাটলী নিয়ে দেশ : চীন ও ভিয়েতনাম
৮. পেরেজিল দ্বীপ : মরক্কোর লায়লা স্পেনের জিলের সাথে পেরে উঠে না।
দেশ : মরক্কো ও স্পেন
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
 ১.রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা।
২.জাহান্নাম হইতে বিধায়- শওকত ওসমান।
৩.ওংকার- আহমদ ছফা।
৪.হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন।
৫.খাঁচায়- রশীদ হায়দার।
কবিতাঃ
১.মুক্তিযোদ্ধা- জসীমউদদীন।
২.দগ্ধগ্রাম- জসীমউদদীন।
৩.বন্দী শিবির থেকে- শামসুর রহমান।
৪.পুত্রদের প্রতি- আবুল হোসেন।
৫ প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে- সুফিয়া কামাল।
নাটকঃ
১.পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক
২.বকুলপুরের স্বাধীনতা- মমতাজ
উদদীন আহমদ।
৩.নরকে লাল গোলাপ- আলাউদদীন আল আজাদ।
৪.আয়নায় বন্ধুর মুখ- আবদুল্লাহ আল মামুন।
৫.যে অরন্যে আলো নেই-নীলিমা ইব্রাহিম।
স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ
১.ক্রতিদাসের হাসি (১৯৬২) - শওকত ওসমান।
২.কিষাণ (১৯৬৯) -ইন্দু সাহা।
৩.রাঙ্গা প্রভাত (১৯৫৭) -আবুল ফজল।
৪.নীড় সন্ধানী (১৯৬৮) - আনোয়ার পাশা।
৫.বিদ্রোহী কৈবর্ত (১৯৬৯) - সত্যেন সেন।
চলচ্চিত্রঃ
১.ওরা ১১ জন- চাষী নজরুল ইসলাম।
২.গেরিলা-নাসির উদ্দীন ইউসুফ।
৩.লাল সবুজ- শহীদুল ইসলাম।
৪.আমার দেশের মাটি- অনন্ত হীরা।
৫.প্রত্যাবর্তন- মোস্তফা কামাল।
প্রামান্য চিত্রঃ
১.দুঃসময়ের বন্ধু- শাহরিয়ার কবির।
২.১৯৭১- তানভীর মোকাম্মেল।
৩.স্টপ জেনোসাইড- জহির রায়হান।
৪.মুক্তির গান- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।
৫.লিবারেল ফাইটার্স- আলমগীর কবির।
ছোটগল্পঃ
১.একাত্তরের যীশু-শাহরিয়ার কবির।
২.জন্ম যদি তব বঙ্গে- শওকত ওসমান।
৩.নামহীন গোত্রহীন-হাসান আজিজুল হক।
৪.মিলির হাতে স্টেনগান-আখতারুজ্জামান ইলিয়াস।
৫.বীরাঙ্গনার প্রেম-বিপ্রদাস বড়ুয়া।
স্মৃতিকথাঃ
১.আমি বিজয় দেখেছি-এম আর আখতার মুকুল।
২.একাত্তরের দিনগুলি-জাহানারা ইমাম।
৩,একাত্তরের ডায়েরী-সুফিয়া কামাল।
প্রবন্ধঃ
১.A search for identity-মেজর মো.আবদুল জলিল
২.The liberation of Bangladesh -মেজর.জেনারেল সুখওয়ান্ত সিং।
৩.একাত্তরে ঢাকা-সেলিনা হোসেন।
৪.আমি বীরাঙ্গনা বলছি-ড.নীলিমা ইব্রাহিম।
বিদেশী ভাষার বইঃ
১.The rape of Bangladesh- অ্যান্থনি মাসকারেনহাস।
২.Legacy of Blood -অ্যান্থনি মাসকারেনহাস।
৩.The testimony of sixty;Oxfam
৪.A search for identity;
৫.The liberation of Bangladesh;
স্থাপত্যঃ
১.জাতীয় স্মৃতিসৌধ-সাভার.সৈয়দ মইনুল হোসেন।
২,বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-মিরপুর.মোস্তফা হারুন কুদ্দুস হিলি।
৩.স্বোপার্জিত স্বাধীনতা-ঢাবি.
শামীম শিকদার;
৪.সংশপ্তক- জাবি.
৫.অপরাজেয় বাংলা-ঢাবি.সৈয়দ আবদুল্লাহ খালেদ।
গানঃ
১.মোরা একটি ফুলকে বাচাব- গোবিন্দ হালদার।
২. জন্ম আমার ধন্য হল- নাঈম গহর।
৩.জনতার সংগ্রাম চলবেই- সিকান্দার আবু জাফর।
৪.শুনো একটি মুজিবুরের- গৌরিপ্রসন্ন মজুমদার।
৫.নোঙ্গর তোলো তোলো-নাঈম গহর।
বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা অংশের সমাধানঃ
১. চন্দ্র কোন শব্দের উদাহরণ- তৎসম
২.রিকশা শব্দটি-জাপানি
৩. বচন অর্থ কি- সংখ্যার ধারণা
৪. বাংলা উপসর্গ কয়টি-২১টি
৫. ‘কর্তব্য’ শব্দের প্রত্যয় হচ্ছে- কৃ + তব্য
৬.‘ সংলাপ’ এর সন্ধি বিচ্ছেদ-সম্+লাপ
৭.‘ চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি-শশাঙ্ক
৮.‘ উজানের কৈ’ বাগধারা এর অর্থ কি-সহজলভ্য
৯. চেষ্টায় কি না হয়। এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি-করণে ৭মী
১০. কপালের লেখা খন্ডাবে কে? কপালের শব্দটি কোন কারকে কোন বিভক্তি-অধিকরণে ষষ্ঠী
১১. উৎস অনুসারে বাংলা শব্দ কত প্রকার-৫
১২.‘ সেতার’ কোন সমাস- দ্বিগু
১৩. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটির রচয়িতা কে-শামসুর রহমান
১৪.‘ বিশ্বজনের হিতকর’ এক কথায় কি বলে-বিশ্বজনীন
১৫. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি- অবনী
১৬. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি- মুক্তি
১৭‘.সংহত’ এর বিপরীত শব্দ কোনটি-বিভক্ত
১৮. শুদ্ধ বানান কোনটি- সমীচীন
১৯. কোনটি শুদ্ধ বানান- দ্বন্দ্ব
২০.‘ কালের কলস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে-আল মাহমুদ
ইংরেজী অংশ সমাধানঃ
২১. কোনটি শুদ্ধ- I sold my furniture.
২২. The cat is fond —milk. Ans: of
২৩. নিচের শব্দগুলোর কোনটি Adjective? Ans: special
২৪. Echo এর সঠিক plural? Ans: echoes
২৫. Bullock শব্দের অর্থ? বৃষ ( বৃষ অর্থ বলদ)
২৬. Choose the correct spelling: voracious
২৭. Synonym of Chasten? Ans: discipline
২৮. The man is afraid of dog. here afraid is which parts of speech? Ans: Adjective
২৯. Cut and dry meaning- Already decided
৩০. What kind of noun honesty? Ans: abstract noun
৩১. তুমি কি কখনো রাঙামাটি গিয়েছে? অনুবাদ করুন- Have you ever gone Rangamati?
৩২. Happiness consist —– self contentment. Ans: of
৩৩. we should not depend —others. Ans: on
৩৪. Measurement is? Ans: Noun
৩৫. He has been ill—Friday last. Ans: Since
৩৬. I saw him—-up the hill. Ans: going
৩৭. কোন বানানটি শুদ্ধ- Lieutenant
৩৮. Cold এর Antonym? Ans: hot
৩৯. What is the noun of the word poor? Ans: poverty
৪০. Thief শব্দের Plural? Ans: Thieves
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
56. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন – 1919 সালে
57. আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান-বিশ্ব সাহিত্য কেন্দ্র
58. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত- সোনারগাঁয়ে
59. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি-মৃত্যুক্ষুধা
60. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়- ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়
61. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি- ভারত
62. নিচের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে- ইউনেস্কো
63. MES এর পূর্ণরূপ-Military Engineer Services
64. বাংলাদেশের বিজয় দিবস কবে-১৬ই ডিসেম্বর
65. কবর নাটক কার রচনা-মুনীর চৌধুরী
66. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি কার-বড়ু চণ্ডীদাস
67. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে-1955
68. 2022 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে- কাতার
69. বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি-July 11
70. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌ সেক্টর কত নম্বর এর অধীনে ছিল- 10 নম্বর

 (সমাপ্ত) ৭৪তম পর্ব দেখুন

বিঃদ্রঃ নিজের অর্থ,সময় ও শ্রম ব্যয় করে আপনাদের ফ্রি উপকার করে যাচ্ছি। আমার এই ব্লগ নিয়মিত ফলো করলে সরকারি চাকরি ১০০% নিশ্চিত। টাকা খরচ করে অন্য কোনো বই কিনে পড়তে হবে না বা কোচিং করা লাগবে না। তাহলে পারলে আমার একটু উপকার করুন- এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।পূর্বের সকল পোস্ট পেতে Home এর ডান পার্শ্বে  Older Post বা Arrow এর উপর Click করতে থাকুন।প্রতি শুক্রবার নতুন নতুন পোস্ট পাবেন ইনশা- আল্লহ।
Md.Izabul Alam-Principal-BOU





No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU