Friday, November 23, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- (৪২তম পর্ব)


 বিসিএসসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও  ১ম, ২য় ও ৩য় শ্রেণির সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (৪২তম পর্ব)

(৯৫% কমনের নিশ্চয়তা- যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (সকল বিষয়)
এক_নজরে_বাংলাদেশের_আইনসভ
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
ইংরেজি নাম House of the Nation. জাতীয় সংসদের প্রতীক শাপলা। বর্তমান সর্বমোট আসন সংখ্যা ৩৫০টি। সংরক্ষিত মহিলা আসন ৫০টি। সরাসরি ভোটে নির্বাচিত আসন ৩০০টি। জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর। সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে পারেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সভাপতি স্পিকার। প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্ল্যাহ। প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না ৪র্থ সংসদে। কাস্টিং ভোট স্পিকারের ভোট। অধ্যাদেশ রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন। সরকারি বিল মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন। বেসরকারি বিল সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন। ফ্লোর ক্রসিং অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান। বাংলাদেশের সরকার সংসদীয় পদ্ধতির। সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি® সমুদ্র বন্দর = ৩ টি ( চট্টগ্রাম, মংলা ও পায়রা)
© স্হলবন্দর = ২৩ টি
® আন্তর্জাতিক বিমানবন্দর = ৩ টি ( ঢাকা, চট্টগ্রাম, সিলেট)
® সরকারী বিশ্ববিদ্যালয় = ৪৩ টি
© বেসরকারি """ = ৯৫ টি
® সরকারি মেডিকেল কলেজ= ৩৭ টি
® ক্যাডেট কলেজ = ১২ টি ( গার্লস ৩ টি)
® ইন্টারনেট চালু হয় বিশ্বে = ১৯৬৯ (জুন ৪)
© মোবাইল ফোন অপারেটর = ৬ টি
® উপগ্রহ ভূ কেন্দ্রের সংখ্যা = ৪ টি (বেতবুনিয়া, তালিয়াবাদ, মহাখালী, ও সিলেট)।।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি 'পিৎজা' খাবারটির উৎসস্থল ইটালি প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় ১৯৩০ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথমআরব দেশ
ইরাক পৃথিবীর তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের নাম OPEC জাতীয় শিশু দিবস ১৭ই মার্চ বর্তমান বিশ্বের দ্রুততম মানবী এলেইন থম্পসন বিশ্বের মোট জনসংখ্যা ৭৪৩.৩০ কোটি আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন হাইগেন CIA এর পূর্ণরূপ Central Intelligence Agency#কোথায়_কি_অবস্থিত
আড়িয়াল বিল মুন্সিগঞ্জে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে তামাবিল সিলেটে ফয়’স লেক চট্টগ্রামের পাহাড়তলীতে ইনানি বিচ কক্সবাজারে কাপ্তাই হৃদ রাঙামাটিতে হালদা ভ্যালি খাগরাছড়িতে বলিশিরা ভ্যালি মৌলভিবাজারে নাপিত খালি ভ্যালি কক্সবাজারে দেশের সবচেয়ে বড় দীঘি রামসাগর
দিনাজপুরে
দূর্গা সাগর মাধবপাশা, বরিশাল মূহুরির চর পরশুরাম, ফেনী দুবলার চর সুন্দরবনের দক্ষিণে পাটনি চর সুন্দরবনে চর মানিক ও চর জব্বার ভোলা চর কুকরি মুকরি ভোলা চর নিউটন ভোলা চর আলেকজেন্ডার রামগতি, লক্ষীপুর উড়ির চর অবস্থিত সন্দ্বীপ, চট্টগ্রাম দক্ষিণ তালপট্টি দ্বীপ হাঁড়িয়াভাঙ্গা নদীর মোহনায়, সাতক্ষীরা চিম্বুক পাহাড় বান্দরবানে নিঝুম দ্বীপ মেঘনার মোহনায়, নোয়াখালী চন্দ্রনাথ পাহাড় সীতাকুন্ডে মনপুরা দ্বীপ ভোলা বিল ডাকাতিয়া খুলনা জেলার ডুমুরিয়ায় চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর তীরে মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে মাধবকুন্ডু জলপ্রপাত মৌলভিবাজার জেলার বড়লেখায় গরম পানির ঝরনা সীতাকুন্ড পাহাড়ে#বাংলার_পুরোনো_নাম
ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ইসলামাবাদ খুলনা জাহানাবাদ সিলেট জালালাবাদ যশোর খিলাফাতাবাদ বাগেরহাট খলিফাবাদ ময়মনসিংহ নাসিরাবাদ ফরিদপুর ফাতেহাবাদ বরিশাল ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ কুমিল্লা ত্রিপুরা কুষ্টিয়া নদীয়া ফেনী শমসের নগর জামালপুর সিংহজানী দিনাজপুর গন্ডোয়ানাল্যান্ড ভোলা শাহবাজপুর মুন্সিগঞ্জ বিক্রমপুর গাইবান্ধা ভবানীগঞ্জ রাজবাড়ী গোয়ালান্দ মহাস্থানগড় পুন্ড্রবর্ধন ময়নামতি রোহিতগিরি সোনারগাঁও সুবর্ণগ্রাম পদ্মা কীর্তিনাশা যমুনা জোনাইনদী ব্রহ্মপুত্র লৌহিত্য বুড়িগঙ্গা দোলাইনদী/ খাল ময়নামতি রোহিতগিরি লালবাগ দূর্গ তেহাবাগ দূর্গ নোয়াখালী সুধারামপুর সিলেট শ্রীহট্ট /জালালাবাদ মুজিবনগর বৈদ্যনাথতলা আসাদ গেট আইয়ুব গেট সাতক্ষীরা সাতঘরিয়া শেরে বাংলা নগর আইয়ুব'নগর রাঙামাটি হরিকেল সেন্ট মার্টিন নারিকেলজিঞ্জিরা নিঝুম দ্বীপ বাউলার চর কক্সবাজার ফালকিং#জয়ন্তী_বা_জুবিলী
১২ বছর পূর্তিকে বলা হয় যুগ পূর্তি ২৫ বছর পূর্তিকে বলা হয় রজত জয়ন্তী বা সিলভার জুবিলী ৫০ বছর পূর্তিকে বলা হয় সুবর্ন জয়ন্তী বা গোল্ডেন জুবিলী ৬০ বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবিলী ৭৫ বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী ১০০ বছর পূর্তিকে বলা হয়→ শতবর্ষ পূর্তি ১৫০ বছর পূর্তিকে বলা হয়→ সার্ধশত বর্ষ পূর্তি ২০০ বছর পূর্তিকে বলা হয়→ দ্বিশত বর্ষ পূর্তি ১০০০ বছর পূর্তিকে বলা হয়→ সহশ্রাব্দ বর্ষ পূর্তি#বাংলাদেশের_বাইরে_যত_বাংলাদেশ
রুপসী বাংলা→ আইভরি কোস্ট বাংলাদেশ স্কয়ার→ লাইবেরিয়া লিটল বাংলাদেশ→ লস এন্জেলস্, আমেরিকা বাংলা টাউন→ লন্ডন, ইংল্যান্ড বাংলাদেশ রোড→ আইভরি কোস্ট মিনি বাংলাদেশ→ সিংগাপুর#সাধারন_জ্ঞানঃ #বাংলাদেশ
'দুবলার চর' অবস্হিত→ সুন্দরবনের দক্ষিন উপকূলে বাঘা মসজিদ অবস্হিত→ রাজশাহী জেলায় ইনানী সমুদ্র সৈকত অবস্হিত→ কক্সবাজার জেলায় ঢাকা গেট নির্মান করেন→ মীর জুমলা ঢাকায় প্রথম রাজধানী স্হাপন করেন→ সুবেদার ইসলাম খান ফরায়েজী আন্দোলনের মূলকেন্দ্র ছিল→ ফরিদপুর মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর ছিল→ ১০ নং সেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস→ ২৩ আগস্ট জাতীয় কন্যা শিশু দিবস→ ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোর ডিজাইনার→ এএন সাহা সংবিধান দিবস→ ৪ নভেম্বর বৈসাবি হল আদিবাসী সম্প্রদায়ের→ একটি উৎসব বাংলাদেশের সংবিধানে অধ্যায় রয়েছে→ ১১ টি বাংলাদেশে মোট উপজেলা রয়েছে→ ৪৯০ টি আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ→ চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন→ ৩৫০ টি বাংলাদেশে যে উপজাতির সংখ্যা বেশি→ চাকমা অভ্র কীবোর্ড তৈরি করেন→ মেহেদি হাসান করতোয়া নদীর উৎপত্তি যে পর্বত থেকে→ সিকিম যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলেরঅভিষেক হয়→ ৭ম বিশ্বকাপ
কেন্দ্রীয় শহীদ মিনারের স্হপতি→ হামিদুর রহমান#বাংলাদেশের_বিভিন্ন_স্হানের_উপনাম
পাহাড়ী কন্যা→ বান্দরবন হিমালয়ের কন্যা→ পঞ্চগড় সাগর কন্যা→ কুয়াকাটা, পটুয়াখালী সূর্যকন্যা→ কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী প্রকৃতি কন্যা→ জাফলং, সিলেট প্রকৃতির রানী→ খাগড়াছড়ি দ্বীপের রানী→ ভোলা বাংলার আমাজান→ রাতারগুল, সিলেট বাংলার ফুসফুস→ সুন্দরবন বাংলার ভেনিস→ বরিশাল#বাংলাদেশের_কৃষিভিত্তিক_প্রতিষ্ঠান
পাট গবেষণা বোর্ড→ মানিকগঞ্জ নদী গবেষণা কেন্দ্র→ ফরিদপুর রাবার গবেষণা বোর্ড→ কক্সবাজার তাঁত গবেষণা বোর্ড→ নরসিংদী চা গবেষণা কেন্দ্র→ শ্রীমঙ্গল, সিলেট ইক্ষু গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা ডাল গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা গম গবেষণা কেন্দ্র→ দিনাজপুর আম গবেষণা কেন্দ্র→ চাঁপাইনবাবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্র→ বগুড়া রেশম গবেষণা কেন্দ্র→ রাজশাহী বন গবেষণা কেন্দ্র→ চট্টগ্রাম পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র→ খাগড়াছড়ি ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র→ চাঁদপুর ধান গবেষণা ইনস্টিটিউট→ জয়দেবপুর, গাজীপুর তুলা গবেষণা ইনস্টিটিউট→ যশোর আলু গবেষণা ইনস্টিটিউট→ রংপুর কলা গবেষণা ইনস্টিটিউট→ রামপাল, বাগেরহাট চামড়া গবেষণা ইনস্টিটিউট→ হাজারীবাগ, ঢাকা তামাক গবেষণা ইনস্টিটিউট→ রংপুর গরু গবেষণা ইনস্টিটিউট→ সাভার মহিষ গবেষণা ইনস্টিটিউট→ বাগেরহাট ছাগল গবেষণা ইনস্টিটিউট→ সিলেট হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট→ নারায়ণগঞ্জ হরিণ গবেষণা ইনস্টিটিউট→ শরণখোলা, বাগেরহাট কুমির (মিঠা পানি) গবেষণা ইনস্টিটিউট→ ভালুকা, ময়মনসিংহ কুমির (লোনা পানি) গবেষণা ইনস্টিটিউট→ দুলহাজারা, কক্সবাজার মৎস্য গবেষণা কেন্দ্র→ বাকৃবি, ময়মনসিংহ পুষ্টি গবেষণা ইনস্টিটিউট→ ঢাকা বিশ্ববিদ্যালয়#শিক্ষা_ও_জনসংখ্যা_বিষয়ক_প্রতিষ্ঠান
NAEM→ ঢাকা NAPE→ ময়মনসিংহ NIPORT→ আজিমপুর, ঢাকা ICDRB→ মহাখালী, ঢাকা নার্স গবেষণা→ ঢাকা টিচার্স ট্রেনিং→ ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট→ সেগুনবাগিচা নগর গবেষণা→ সেগুনবাগিচা BARD→ কুমিল্লা PKSF→ ঢাকা BINA→ ময়মনসিংহ মিলিটারি একাডেমী→ ভাটিয়ারী, চট্টগ্রাম নেভাল একাডেমী→ জলদিয়া,চট্টগ্রাম বিমানবাহিনী ট্রেনিং একাডেমী→ যশোর পুলিশ ট্রেনিং একাডেমী→ সারদা, রাজশাহী বিজিবি ট্রেনিং→ বাইতুল ইজ্জত, চট্টগ্রাম র্যাবের সদর দপ্তর→ কুর্মিটোলা, ঢাকা আনসার ট্রেনিং একাডেমী→ শফিপুর, গাজীপুর#বাংলাদেশের_শিক্ষা_বিষয়ক_প্রতিষ্ঠান_সমুহ
NAEM= National Academy For Educational Management BANBEIS= Bangladesh Bureau Of Educational Information & Statistics NCTB= National Curriculum And Textbook Board NAPE= National Academy For Primary Education PTTI= Primary Teacher's Training Institute#সাধারন_জ্ঞানঃ #বাংলাদেশ
'দুবলার চর' অবস্হিত→ সুন্দরবনের দক্ষিন উপকূলে বাঘা মসজিদ অবস্হিত→ রাজশাহী জেলায় ইনানী সমুদ্র সৈকত অবস্হিত→ কক্সবাজার জেলায় ঢাকা গেট নির্মান করেন→ মীর জুমলা ঢাকায় প্রথম রাজধানী স্হাপন করেন→ সুবেদার ইসলাম খান ফরায়েজী আন্দোলনের মূলকেন্দ্র ছিল→ ফরিদপুর মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর ছিল→ ১০ নং সেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস→ ২৩ আগস্ট জাতীয় কন্যা শিশু দিবস→ ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোর ডিজাইনার→ এএন সাহা সংবিধান দিবস→ ৪ নভেম্বর বৈসাবি হল আদিবাসী সম্প্রদায়ের→ একটি উৎসব বাংলাদেশের সংবিধানে অধ্যায় রয়েছে→ ১১ টি বাংলাদেশে মোট উপজেলা রয়েছে→ ৪৯০ টি আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ→ চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন→ ৩৫০ টি বাংলাদেশে যে উপজাতির সংখ্যা বেশি→ চাকমা অভ্র কীবোর্ড তৈরি করেন→ মেহেদি হাসান করতোয়া নদীর উৎপত্তি যে পর্বত থেকে→ সিকিম যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলেরঅভিষেক হয়→ ৭ম বিশ্বকাপ
কেন্দ্রীয় শহীদ মিনারের স্হপতি→ হামিদুর রহমা
(সমাপ্ত)


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU