BOU

Wednesday, November 21, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে--৩১তম পর্ব


বিসিএসসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও১ম,২য় ও ৩য় শ্রেণির  সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (বাংলা বিষয়)-৩১তম পর্ব
                                  (৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)

BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর:
(১) রবীন্দ্রনাথ নিয়ে ১০১টি গুরুত্ত্বপুর্ণ প্রশ্নঃ
০১। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত খ্রিঃ ? = ১৮৬১সালে ।
০২। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ? = ১৯৬১সালে ।
০৩। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন ? = ১৮৮০সালে ।
০৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি ? = বৌঠাকুরানির হাট ।
০৫। ভানুসিংহ কার ছদ্মনাম ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
০৬। শেষের কবিতা কি ধরনের গ্রন্থ ?= উপন্যাস ।
০৭। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কবে ? = ১৯১৩খ্রিঃ।
০৮। সাহিত্যে নোবেল পুরুস্কার পান প্রথম কোন ভারতীয় ? = রবীন্দ্রনাথ ঠাকুর
০৯। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
১০। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ? = গীতাঞ্জলি।
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি –এর ইংরেজি অনুবাদ কে করেন ? = W.B.Yeats.
১২। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন = ১৯১৯সালে।
১৩। বাংলায় টি এস এলিয়েটের কবিতার প্রথম অনুবাদক = বিষ্ণু দে
১৪। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ? = বসন্ত ।
১৫। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সবাধিক বিখ্যত সেটি কোনটি ? = গীতাঞ্জলি ।
১৬। নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কতৃক রচিত নয় ? =কৃষ্ণ কান্তের উইল ।
১৭। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ? = দলন – চাঁপা ।
১৮। নিচের কোনটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ? = চতুরঙ্গ
১৯। চতুরঙ্গ গ্রন্থটি একটি = উপন্যাস ।
২০। কোনটি রবীন্দ্রনাথ থাকুরে গ্রন্থ নয় = সঞ্চিয়তা ।
২১। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় = বীরাঙ্গনা ।
২২। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
২৩। খেয়া রবীন্দ্রনাথের একটি -= কাব্য গ্রন্থ ।
২৪। কোনটি নাটক ? = ডাকঘর ।
২৫। চিএা রবীন্দ্রনাথের একটি =কাব্য গ্রন্থ ।
২৬। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক ? = রক্তকরবী ।
২৭। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল = ডাকঘর ।
২৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি ? = ইউরোপ – প্রবাসী পএ ।
২৯। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পএিকাটিতে আভিনন্দন বানী দিয়েছিলেন ? = ধূমকেতু ।
৩০।নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লিখা ?= ক্ষুধিত পাষাণ ।
৩১। রবীন্দ্রনাথের নিঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলদ্ধি কি ? =ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় ।
৩২। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাএনা ছোট গল্পের লেখক যথাক্রমে = শরৎচন্দ্র [ ] ও রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩৩। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে = রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী ।
৩৪। বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী – এর সাথে দর্শন , মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন । = আইনস্টাইল ।
৩৫। নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র ? = রক্ত করবী ।
৩৬। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি কি ? = মহেন্দ্র ও বিনোদিনী ।
৩৭। রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোন তিনটি গল্পে মুসলমান চরিত্র রয়েছে ? = ক্ষুধিত পাষাণ , মুকুট ও সুভা
৩৮। রবীন্দ্রনাথের কব্য জীবনের বিস্তৃতি ঘটে কখন ? = নাই
৩৯। বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীত রচয়িতা কে ? = যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর ।
৪০কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কবে ?। ১৯৪১সালে ।
৪১। রবীন্দ্রনাথের রক্তকরবী কোন শ্রেণীর নাটক ? = সাংকেতিক ।
৪২। রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন ? = ভিক্টোরিয়া ও কামপো ।
৪৩। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৪৪। যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে ? = হৈমন্তী ।
৪৫। বিশ্ব ভারতী কে প্রতিষ্ঠা করেন ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৪৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি ? = বনফুল ।
৪৭। পদাবলী লিখেছেন = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৪৮। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে ? =রবীন্দ্রনাথ ঠাকুর ।
৪৯। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নায়িকা ? = সমাপ্তি ।
৫০। চতুরঙ্গ উপন্যাসটি কার রচনা ? = রবীন্দ্রনাথ ঠাকুর
৫১। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ? = ঘরে – বাইরে ।
৫২। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হলো কি =ব্রিটিশ ভারতের রাজনীতি ।
৫৩। গল্পগুচ্ছ কার লেখা ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
৫৪। কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম ? = জীবনের জলছবি ।
৫৫। রবীন্দ্রনাথের কাব্য গ্রন্থ কোনটি ? =বীরাঙ্গনা ।
৫৬। শেষের কবিতা উপন্যাসের নায়ক কে ? = অমিত রায় ।
৫৭। রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি ? = চণ্ডালিকা ।
৫৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয় ? = ১৩ বছর বয়সে ।
৫৯। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয় ? = পনের।
৬০। রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন = ১৯০১ সালে ।
২। রবীন্দ্রনাথের উৎস্বর্গঃ
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1/16/2666.pngবসন্ত (নাটক) == কাজী নজরুল ইসলাম.।
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1/16/2666.pngতাসের দেশ (নাটক) == নেতাজী সুভাষ চন্দ্রবসু।
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1/16/2666.pngকালের যাত্রা (নাটক) == শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1/16/2666.pngপূরাবী (কাব্যগ্রন্থ) == ভিক্টোরিয়া ওকাম্পো।
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1/16/2666.pngখেয়া (কাব্যগ্রন্থ) == বিজ্ঞানী- জগদীশ চন্দ্রবসু।
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1/16/2666.pngআকাশ প্রদীপ (কাব্যগ্রন্থ) == সুধীন্দ্রনাথ দত্ত।
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f2d/1/16/2666.pngবউ ঠাকুরানীর হাট (উপন্যাস) = সৌদামিনী দেবী।

৩। বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান

১.আনারস কোন ভাষার শব্দ-পর্তুগিজ
২.শুদ্ধ বানান -মুমূর্ষু
৩.গুরুচন্ডালী দোষমুক্ত একটি শব্দ-শবদাহ
৪.কবর নাটকটির লেখক-মুনীর চৌধুরী
৫.রত্নাকর সন্ধি বিচ্ছেদ-রত্ন +আকর
৬.উভয় কূল রক্ষা অর্থ-সাপও মরে,লাঠিও না ভাঙ্গে
৭.ক্রিয়াপদের মূল অংশ -ধাতু
৮.বাংলায় টি.এস.এলিয়টের কবিতার প্রথম অনুবাদক- রবীন্দ্রনাথ ঠাকুর
৯.অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা-প্রলয়োল্লাস
১০.শেষের কবিতা রবীন্দ্রনাথ এর উপন্যাস
১১.বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক-গিরিশ চন্দ্র সেন
১২.রক্তাম্বরধারিনী মা কবিতার জন্য অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়
১৩.অগ্নিবীণা কাব্যের মোট কবিতা ১২ টি
৪। বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান

Q: 'অয়োময়' শব্দের অর্থ কী? A: লৌহময়
Q: 'একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী? A: সৌভাগ্যের বিষয়
Q: 'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি? A: অংশুমালা
Q: 'কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি? A: ধরি মাছ না ছুই পানি
Q: .'আফতাব'শব্দের সমার্থক কোনটি ? A: অর্ক
Q: 'অনীক'শব্দের অর্থ- A: সৈনিক
Q: 'উপরোধ' শব্দের অর্থ কী ? A: অনুরোধ
Q: Ambiguous এর পরিভাষা- A: দ্ব্যর্থক
Q: Anatomy শব্দের অর্থ- A: শারীরবিদ্যা
Q: Forgery শব্দের বাংলা পরিভাষা- A: জালিয়াতি
Q: Referendum শব্দটির বাংলা পারিভাষিক কি? A: গণভোট
Q: Straw vote বলতে কী বুঝায়? A: Unofficial poll of public opinion
Q: অগ্নি এর সমার্থক নয় – A: প্রজ্জলিত
Q: অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী ? A: স্ত্রীর প্রভাব
Q: অপলাপ- শব্দের অর্থ কী? A: অস্বীকার
Q: অম্বর শব্দের অর্থ A: আকাশ
Q: অর্থী-র বিপরীত শব্দ A: প্রত্যর্থী
Q: আকাশে তোলা বাগধারাটি বোঝাই? A: অতিরিক্ত প্রশংসা করা
Q: আগুনের প্রতিশব্দ? A: দহন
Q: কন্যা শব্দের সমার্থক কোনটি নয়? A: মন্দাকিনী
Q: করী শব্দের অর্থ কি? A: হাতি
Q: কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত? A: আট কপালে
Q: কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়? A: শৈল
Q: কোনটি নিশা-র সমার্থক শব্দ নয়? A: অরাতি
Q: কোনটি ভিন্নার্থক? A: নগেন্দ্র
Q: চন্দ্র এর সমার্থক নয় কোনটি? A: আদ্রি
Q: ডাকাবুকো বাগধারাটির অর্থঃ A: নির্ভীক
Q: নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ- A: সঞ্চয়ের প্রবৃত্তি
Q: পঞ্চত্ব প্রাপ্ত অর্থ কি? A: মারা যাওয়া
Q: প্রাণদ : জল : মহীজ : ? A: গ্রহ
Q: বন এর প্রতিশব্দ নয় ? A: সরোজ
Q: বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তিকে বলা হয় - A: কূপমণ্ডূক
Q: বামেতর- শব্দটির অর্থ- A: ডান
Q: বিদ্যুৎ-এর সমার্থক শব্দ A: শম্পা
Q: বিবর শব্দটির অর্থ কী?A: গর্ত
Q: ব্রাত্য শব্দের সমার্থক -  A: পতিত
Q: যা চিরস্থায়ী নয়- A: নশ্বর
Q: যে নারীর হিংসা নেই এক কথায় কী বলে? A: অনূসূয়া
Q: যে ভূমিতে ফসল জন্মায় না- A: ঊষর
Q: রামগরুড়ের ছানা- কথাটির অর্থ- A: গোমড়ামুখো লোক
Q: সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?A: প্রত্যয়
Q: সপর্ শব্দ এর সমার্থক শব্দ নয় কোনটি? A: এহি
Q: সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-A: শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
Q: সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয় A: ঊষা
Q: হাত-ভারি- বাগধারাটির অর্থ- A: কৃপণ
Q: হেলাল শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? A: রাকা
Q: ‘Industrious’ এর বঙ্গানুবাদ - A: পরিশ্রমী
Q: ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ- A: বুদ্ধিজীবী
Q: ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ- A: প্রজ্ঞা
Q: ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ? A: সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
Q: ‘কড়ি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ? A: কোমল
Q: ‘কাক ভূষণ্ডি’র অর্থ কী? A: দীর্ঘায়ু ব্যক্তি
Q: ‘কুচবনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ A: গোবরে পদ্মফুল
Q: ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ- A: সিংহদ্বার
Q: ‘চাঁদের হাট’ অর্থ কী? A: প্রিয়জন সমাগম
Q: ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কী? A: স্থাবর
Q: ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়? A: স্পষ্টভাষী
Q: ‘ঢাকের বাঁয়া’ বাগধারাটির অর্থ - A: সঙ্গে থাকে অথচ অকর্মণ্য ব্যক্তি
Q: ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ- A: শৈত্য
Q: ‘দুধের মাছি’ বাগধারাটির সঠিক অর্থ -  A: সুসময়ের বন্ধু
Q: ‘বিরাগী’ শব্দের অর্থ কী? A: উদাসীন
Q: ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ? A: সদাচার
Q: ‘সহোদর’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে নীচের কোন শব্দ? A: বৈমাত্রেয়
Q: ‘সূর্য’ – এর প্রতিশব্দ A: আদিত্য
Q: ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি? A: সবগুলোই
Q: ‘হাতি’ শব্দটির প্রতিশব্দ কোনটি? A: কুঞ্জর
Q: ’Annotation শব্দের অর্থ? A: টীকা
Q: “উৎকুণ” শব্দের অর্থ
A: উকুন
৫। বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান
(১) কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস? উওর : বাধঁন হারা, ১৯২৭ সাল।
(২) কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা? উওর: মুক্তি, ১৩২৬ বঙ্গাব্দ।
(৩) কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য? উওর : অগ্নিবীণা, ১৯২২ সাল।
(৪) কাজী নজরুল ইসলামের প্রথম নাটক? উওর : ঝিলিমিলি, ১৯৩০ সাল।
(৫) কাজী নজরুল ইসলামের প্রথম গল্প? উওর : হেনা, ১৩২৬ বঙ্গাব্দ।
(৬) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প? উওর : বাউন্ডেলের আত্মকাহিনী, ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত
(৭) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রথম উপন্যাস ইংরেজি? উওর : রাজমোহন’স ওয়াইফ। ১৮৬২ সাল
(৮) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রথম উপন্যাস বাংলা? উওর : দুর্গেশনন্দিনী, ১৮৬৫ সাল
(৯)রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস? উওর : বউ ঠাকুরানী হাট, ১৮৭৭ সাল।
(১০)রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা? উওর : হিন্দু মেলার উপহার, ১২৮১ বঙ্গাব্দ।
(১১) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প? উওর : ভিখারিনী, ১৮৭৪ সাল।
(১২) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক? উওর : রুদ্রচন্ড, ১৮৮১ সাল।
(১৩) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য? উওর : বনফুল, ১২৮২ বঙ্গাব্দ।
(১৪) প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস? উওর : আলালের ঘরের দুলাল ১৮৫৮ সাল।
(১৫) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর প্রথম অনুবাদ গ্রন্থ? উওর : বেতাল পঞ্চবিংশতি, ১৮৪৭ সাল।
(১৬) রাজা রামমোহন রায়-এর প্রথম প্রবন্ধ গ্রন্থ? উওর : বেদান্ত গ্রন্থ, ১৮১৫ সাল।
(১৭) আবদুল গাফফার চৌধুরী-এর প্রথমছোট গল্প? উওর : কৃষ্ণপক্ষ, ১৯৫৯ সাল।
(১৮) আবদুল গাফফার চৌধুরী-এর প্রথম উপন্যাস? উওর : চন্দ্রদ্বীপের উপাখ্যান ১৯৬০ সাল।
(১৯) আবদুল গাফফার চৌধুরী-এর প্রথম শিশু সাহিত্য? উওর : ডানপিটে শওকত, ১৯৫৩ সাল।
(২০) আবু ইসহাক -এর প্রথম উপন্যাস? উওর : সূর্য দীঘল বাড়ি ১৯৫৫ সাল।
(২১) আবুল ফজল -এর প্রথম উপন্যাস? উওর : চৌচির, ১৯৩৪ সাল।
(২২) আবুল ফজল -এর প্রথম গল্প? উওর : মাটির পৃথিবী, ১৯৩৪ সাল।
(২৩) আবুল ফজল -এর প্রথম নাটক? উওর : আলোক লতা, ১৯৩৪ সাল।
(২৪) আবুল মনসুর আহমেদ-এর প্রথম ছোট গল্প? উওর : আয়না, ১৯৩৫ সাল।
(২৫) আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম কাব্য? উওর : মানচিত্র, ১৯৬১ সাল।
(২৬) আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম উপন্যাস? উওর : তেইশ নম্বর তৈলচিত্র, ১৯৬০ সাল
(২৭) আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম নাটক? উওর : মনক্কোর যাদুঘর, ১৯৫৮ সাল
(২৮) আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম গল্প? উওর : জেগে আছি, ১৯৫০ সাল
(২৯) আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম প্রবন্ধ? উওর : শিল্পীর সাধনা, ১৯৫৮ সাল
(৩০) আহসান হাবীব-এর প্রথম কাব্য? উওর : রাত্রি শেষ, ১৯৪৬ সাল
(৩১) গোলাম মোস্তফা-এর প্রথম উপন্যাস? উওর : রূপের নেশা, ১৯২০ সাল
(৩২) জসীম উদ্দিন -এর প্রথম কাব্য? উওর : রাখালী, ১৯২৭ সাল
(৩৩) জহির রায়হান-এর প্রথম গল্প? উওর : সূর্য গ্রহন, ১৯৫৫ সাল
(৩৪) নীলিমা ইব্রাহিম-এর প্রথম উপন্যাস? উওর : বিশ শতকের মেয়ে, ১৯৫৮ সাল
(৩৫) নূরুল মোমেন-এর প্রথম নাটক? উওর : নেমেসিস, ১৯৪৮ সাল
(৩৬) ফররুখ আহমদ-এর প্রথম কাব্য? উওর : সাত সাগরের মাঝি, ১৯৪৪ সাল
(৩৭) মুনীর চৌধুরী -এর প্রথম নাটক? উওর : রক্তাক্ত প্রান্তর, ১৩৬৮ বঙ্গাব্দ
(৩৮) ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ-এর প্রথম ভাষাগ্রন্থ? উওর : ভাষা ও সাহিত্য, ১৯৩১ সাল
(৩৯) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -এর প্রথম গল্প? উওর : মন্দির, ১৯০৫ সাল
(৪০) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় –এর প্রথম উপন্যাস? উওর : পথের পাঁচালী, ১৯২৯ সাল
(৪১) রামনারায়ন তর্করত্ন -এর প্রথম নাটক? উওর : কুলীনকুল সর্বস্ব, ১৮৫৪ সাল
(৪২) জীবনানন্দ দাস -এর প্রথম কাব্য ? উওর : ঝরা পালক, ১৯২৮ সাল
(৪৩) মানিক বন্দ্যোপাধ্যায় -এর প্রথম উপন্যাস? উওর : পদ্মা নদীর মাঝি, ১৯৩৬ সাল
(৪৪) বেগম সুফিয়া কামাল -এর প্রথম গল্প? উওর : কেয়ার কাটা, ১৯৩৭ সাল
(৪৫) মোহাম্মদ নজিবর রহমান -এর প্রথম উপন্যাস ? উওর : আনোয়ারা, ১৯১৪ সাল
(৪৬) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী -এর প্রথম কাব্য? উওর : অনল প্রবাহ, ১৯০০ সাল
(৪৭) মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম ইংরেজি রচনা? উওর : ক্যাপটিভ লেডি, ১৮৪৯ সাল
(৪৮) মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম নাটক? উওর : শর্মিষ্ঠা, ১৮৫৯ সাল
(৪৯) মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম কাব্য? উওর : তিলত্তমা সম্ভব, ১৮৬০ সাল
(৫০) মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম মহাকাব্য? উওর : মেঘনাদ বধ, ১৮৬১ সাল
(৫১) দীনবন্ধু মিত্র -এর প্রথম নাটক? উওর : নীলদর্পন, ১৮৬০ সাল
(৫২) দ্বিজেন্দ্রলাল রায় -এর প্রথম নাটক? উওর : তারাবাঈ, ১৯০৩ সাল
(৫৩) মীর মোশাররফ হোসেন-এর প্রথম নাটক? উওর : বসন্তকুমারী, ১৮৭৩ সাল
(৫৪) মীর মোশাররফ হোসেন-এর প্রথম উপন্যাস? উওর : রত্নাবতী, ১৮৬৯ সাল
(৫৫)মীর মোশাররফ হোসেন-এর প্রথম উপন্যাস? উওর : রত্নাবতী, ১৮৬৯ সাল
(৫৬)রামনারায়ন তর্করত্ন -এর প্রথম নাটক? উওর : কুলীনকুল সর্বস্ব, ১৮৫৪ সাল
(৫৭)সৈয়দ ওয়ালীউল্লাহ -এর প্রথম গল্প? উওর : নয়নচারা, ১৯৪৫ সাল
(৫৮)সৈয়দ ওয়ালীউল্লাহ -এর প্রথম উপন্যাস? উওর : লালসালু, ১৯৪৮ সাল।
(৫৯)হাসান হাফিজুর রহমান-এর প্রথম কাব্য? উওর : বিমুখ প্রান্তর, ১৯৬৩ সাল।
(৬০)শামসুর রহমান-এর প্রথম কাব্য? উওর : প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, ১৯৫৯ সাল।
(৬১)শহীদুল্লাহ কায়সার -এর প্রথম উপন্যাস? উওর : সারেং বউ, ১৯৬২ সাল
(৬২)বন্দে আলী মিঞা-এর প্রথম কাব্য? উওর : ময়নামতির চর, ১৯৩০ সাল।
(৬৩)বেগম রোকেয়া-এর প্রথম প্রবন্ধ? উওর : মতিচুর, ১৯০৪ সাল
সমাপ্ত-পরের পর্ব দেখুন


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU