Wednesday, November 21, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে--৩৫তম পর্ব


বিসিএসসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও  ১ম,২য় ও ৩য় শ্রেণির  সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (বাংলা বিষয়)-৩৫তম পর্ব
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

প্রশ্ন : ক্রোম বুক কি? : গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ
প্রশ্ন : বাংলাদেশে গুগলের আনুষ্ঠানিক কার্যক্রম  শুরু হয় কত তারিখে? : নভেম্বর ২০১২
প্রশ্ন : বিশ্বের কোন দেশে প্রথম ফোর জি (৪এ) প্রযুক্তি চালু হয়? : দক্ষিণ কোরিয়ায় (২০০৬ সালে)
প্রশ্ন : পরমাণু মডেলের  জনক কে : নিলস বোর (ডেনমার্ক)
প্রশ্ন : বিশ্বের কতটি দেশে গুগল কার্যালয় পরিচালনা করছে? : ৪৯টি দেশে
প্রশ্ন : ১৩ নভেম্বর ২০১২ গুগল কোন মোবাইল সেট ট্যাবলেট কম্পিউটার বাজারে ছেড়েছে?
: নেক্সাস এবং নেক্সাস ১০ ট্যাবলেট কম্পিউটার
প্রশ্ন : ভাসমান হাসপাতাল রংধনুর উদ্বোধন করা হয় কবে : ১৪ নভেম্বর ২০১২
প্রশ্ন : প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের  মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য কবে তার দেহাবশেষ উত্তোলন করা হয়? : ২৭ নভেম্বর ২০১২
প্রশ্ন : নারী হিসেবে মহাকাশে সবচেয়ে বেশি সময় হাঁটার রেকর্ড করেন কে? : ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস
প্রশ্ন : জাতিসংঘের আহ্বানে সারাবিশ্বে মালালা দিবস পালিত হয় কত তারিখে? : ১০ নভেম্বর ২০১২
প্রশ্ন : বাংলাদেশ এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেস) পূর্ণ সদস্য পদ লাভ করে কত তারিখে?
: নভেম্বর ২০১২
প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? : ৭০টি
প্রশ্ন : বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত? : - বছর
প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে? : নভেম্বর ২০১২
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে এবং কত তারিখে নিয়োগ প্রাপ্ত হন? : . হাসান জামান; নভেম্বর ২০১২
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান সভাপতির নাম কি? : সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান মহাসচিবের নাম কি? : সৈয়দ শাহেদ রেজা
প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি? : বালুয়ার্ত (মেক্সিকো)
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? : চীন
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? : ট্যুভালু
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? : ইন্দোনেশিয়া
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি? : মালদ্বীপ
প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায়? : নভেম্বর ২০১২
প্রশ্ন : মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের  নাম কি? : এনরিক পিনা নিয়েতো
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম নদী- নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম নদী- আমাজান, . আমেরিকা। (সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়)
প্রশ্ন : ক্ষুদ্রতম নদী- ডি রিভার (৪৪০ ফুট),যুক্তরাষ্ট ­ ­
প্রশ্ন : আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)
প্রশ্ন : . এশিয়ার প্রধান ৩টি নদী- সিন্ধু (পাকিস্তান), গঙ্গা (ভারত) বহ্মপুত্র (বাংলাদেশ ভারত)
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম হ্রদের নাম- কাস্পিয়ান সাগর (রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কেমেনিস্তান ­ ­, ইরান)
প্রশ্ন : গভীরতম হ্রদ- বৈকাল (রাশিয়া)
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম দ্বীপ 'গ্রিনল্যান্ড' এর মালিক- ডেনমার্ক। বিশ্বের ২য় বহত্তম ৩য় বৃহত্তম দ্বীপ যথাক্রমে- নিউ গিনি (অস্ট্রেলিয়া)এব ­ ­ বোর্ণিও (ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া)
প্রশ্ন : পৃথিবীর উচ্চতম জলপ্রপাত-Angel Falls (৩২১২ ফুট),ভেনিজুয়েলা ­ ­
প্রশ্ন : পানি পতনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত-Guaira ­, ব্রাজিল।
সাম্প্রতিক আলোচিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
. খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান? . আইসিডিডিআরবি
. বাংলাপিডিয়া প্রকাশ করে কারা? . এশিয়াটিক সোসাইটি।
. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? . রাষ্ট্রপতি।
. ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়? . ১৯৪৮ সালে।
. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে? . ১৯৯০ সালে।
. মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? . সৌদি আরব।
. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? . ১৯৭৮ সালে।
. হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন? . নিউইয়র্ক।
. ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে? . ২৮টি।
১০. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না . হেপারিন।
১১. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি? . জোড়া।
১২. আকাশ নীল দেখায় কেন? . নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
১৩. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? . লেন্সের।
১৪. পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী? . কেরোসিন পানির চেয়ে হালকা বলে।
১৫. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী? . আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
১৬. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’- এখানেবাঘে মহিষেকোন ধরনের কর্তা? . ব্যতিহার কর্তা।
১৭. ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে’-এখানেদুয়ারেকোন কারক? . ঐকদেশিক আধারাধিকরণ।
১৮. কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই? . লোপ চিহ্ন।
১৯. ‘কারচুপিশব্দেরকারউপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? . ফারসি।
২০. যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে? . কৃতদার।
২১. ‘গরুর শকটশব্দটি কী দোষে দুষ্ট? . গুরুচণ্ডালী।
২২. ‘না, আমি যাব না’-এখানেনাকোন ধরনের অব্যয়? . অনন্বয়ী অব্যয়।
২৩. ‘সবিতাকাব্যগ্রন্থটি কার লেখা? . সত্যেন্দ্রনাথ দত্ত।
২৪. নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন? . কাণ্ডারী হুঁশিয়ার।
২৫. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক? . গোরা।
২৬. ‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’- গানের রচয়িতা কে? . শ্রীধর কথক।
২৭. . মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী? . আঙুর।
২৮. ‘শমশব্দের অর্থ কী? . শাস্তি।
২৯. ‘গোঁফ খেজুরেবাগধারাটির অর্থ কী? . নিতান্ত অলস।
৩০. ‘কার্যশব্দের প্রকৃতি প্রত্যয় কী? . কৃ+য।
৩১. টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে? . বিষ্ণু দে।
৩২. বাংলাদেশ বিমানের প্রতীক কী? . বলাকা।
৩৩. বাংলাদেশে পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে? . একবার।
৩৪. বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে? . ১১টি।
৩৫. আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? . প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৩৬. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী? . নারিকেল জিঞ্জিরা।
৩৭. ‘চর গজারিয়াকোন জেলায় অবস্থিত? . লক্ষ্মীপুর।
৩৮. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রবাঁধনহারা পরিচালক কে? . জে মিন্টু।
৩৯. ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে? . ১৯৫০ সালে।
৪০. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক? . জ্যামাইকা।
৪১. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? . অক্টোবর মাসের প্রথম সোমবার।
৪২. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? . নিকোলাস অটো।
৪৩. পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? . প্রশান্ত মহাসাগর।
৪৪. জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? . লন্ডন।
৪৫. কিসে ক্লোরোফিল নেই? . ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।
৪৬. মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন? . যুক্তরাষ্ট্র।
৪৭. মুক্তার ওজনের এককের নাম কী? . গ্রেন।
৪৮. কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? . ক্যান্সার।
৪৯. কোয়ার্টজ কী? . সিলিকন অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।
৫০. বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে? . যুক্তরাষ্ট্রে।
Share
৫১..মুক্তিযুদ্ধভিক্তিক নাটক ‘‘ পায়ের আওয়াজ পাওয়া যায়এর রচয়িতা কে? উঃ সৈয়দ শামসুল হক
৫২ . “হেলমন্দ প্রদেশকোন দেশে অবস্থিত? উঃ আফগানিস্তান
৫৩. থাইল্যান্ডের সদ্যপ্রায়াত রাজা ভুমিবল কত বছর রাজসিংহসনে ছিলেন? উঃ ৭০ বছর
৫৪.থাইল্যান্ডের সদ্যপ্রায়াত রাজা ভুমিবল কত তারিখে মারা যান? উঃ ১৩ অক্টোবর ২০১৬
৫৫. সংখ্যলঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের আবাস কোন দেশে? উঃ মিয়ানমারে
৫৬. “আলোপ্পোশহরটি কোন দেশে? উঃ সিরিয়ায়
৫৭. “মসুলশহরটি কোন দেশে? উঃ ইরাকে
৫৮. “রুতবাশহরটি কোন দেশে? উঃ ইরাকে
৫৯ . ফেসবুকের সহপ্রতিষ্ঠা কে? উঃ ডাস্টিন মস্কোভিৎসের
৬০. ফিলিপাইনের প্রেসিডেন্টের নাম কি? উঃ রদ্রিগো দুতার্তে
৬১. “হিথরোবিমানবন্দন কোন দেশে অবস্থিত? উঃ যুক্তরাজ্যে
৬২ . “হিউম্যান রাইটস ওয়াসকি? উঃ যুক্তরাষ্ট্রভিক্তিক মানবাধিকার সংগন
৬৩. গ্রিনপিসের প্রধান কে? উঃ জন সাউভেন
৬৪. “ব্রহ্মসমাজএর প্রতিষ্ঠাতা কে? উঃ রাজা রামমোহন রায়
৬৫. “ব্রহ্মসমাজকত সালে প্রতিষ্ঠিত হয়? উঃ ১৮২৮ সালে
৬৬. “ব্রহ্মসমাজএর প্রতিষ্ঠাকালিন নাম কি ছিল? উঃ ব্রহ্মসভা
৬৭. বাংলাদেশে ব্রহ্ম সমাজের মন্দিরটি কোথায়? উঃ ঢাকার পাটুয়াটুলি
৬৮. বাংলাদেশে ব্রহ্ম সমাজের মন্দিরটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উঃ ১৮৬৯ সালে
৬৯. “ ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরীবইটি কার লেখা? উঃ মুনতাসির মামুন
৭০. বাংলাদেশে ব্রহ্ম সমাজের মন্দিরটিতে কবিগুরু রবীন্দ্রনাথ কত সালে এসেছিলেন? উঃ ১৯২৬ সালে
৭১. ‘‘ লেডি বাগান পার্ককোথয় অবস্থিত? উঃ পুরান ঢাকার বংশালে
৭২. “ক্যাপিটালগ্রন্থটির লেখক কে? উঃ কাল মার্ক্স
৭৩. ব্যাংক কোম্পানি আইন করা হয় কত সালে? উঃ ১৯৯১ সালে
৭৪. শ্রম আইন করা হয় কত সালে? উঃ ২০০৬ সালে
৭৫. কালাপানিকোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূ-খণ্ড ? : ভারত নেপাল
৭৬. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ বেশি ? : কিশোরগঞ্জ
৭৭. ভারতের কয়টিছিটমহলবাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভূক্ত হলো ? : ১১১টি
৭৮. সুয়েজ খাল কোন বছর চালু হয় ? : ১৮৬৯
৭৯. সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় : পাগমার্ক
৮০. গভীর সমুদ্রবন্ধর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত ? : বর্গ কি.মি
৮১. অলীভ টারটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় ? : সেন্টমার্টিন
৮২. সোনালিকা আকর বাংলাদেশের কৃষি ক্ষেত্রের কিসের নাম ? : উন্নত জাতের গম
৮৩. বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সনে? : ১২০৪ সালে
৮৪.  লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন ? : পুলিশ ব্যবস্থা
৮৫. ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল ? : দক্ষিণ-পূর্ব এশিয়া
৮৬. বাঙালি জাতের প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভূক্ত ? : অস্ট্রিক
৮৭. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম ? : পাঙন
৮৮. বর্তমান বিশ্বেনিউ সিল্ক রোডএর প্রবক্তা : চীন
৮৯. বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি- বাংলাদেশী
৯০. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান- গোপালগঞ্জ
৯১. বাংলাদেশ টেস্ট ক্রিকেট এর অধিনায়ক- মুশফিকুর রহিম
৯২. কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেক্ষণ থাকে- শর্করা
৯৩. নিচের কোনটি সর্বনাম- কী
৯৪. স্ক্যানার কি ধরনের ডিভাইস- ইনপুট
৯৫. OMR- Optical mark reader
৯৬. Ram কি- অস্থায়ী মেমরি
৯৭. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট- ইমানুয়েল ম্যাখোঁ
৯৮. বাঙ্গালি জাতীয়তাবাদের ভিত্তি- ঐক্য সংহতি
৯৯. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা- -কমার্স
১০০. অর্থ কোন ধরনের সম্পদ- মানবীয়
১০১. কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লোকেরা বাড়িতে চা-পান সুপারি দিয়ে আপ্যায়ন করে- খাসিয়া
১০২. কোনটি সৌরজগতের বস্তু নয়- গ্যালাক্সি
১০৩. জান্ক ফুডে অধিক থাকে- চর্বি
১০৪. বছরের বৃহত্তম দিন- ২১ জুন
১০৫. চির বসন্তের শহরকিটো
১০৬. জাতীয় স্মৃতি সৌধের স্থপতি- মইনুল হোসেন
১০৭. মাকড়সার পা- ৮টি
১০৮. বাংলাদেশের স্বাধীনতার বার্তাটি প্রচার করেছিল- ইপিআর
১০৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান
১১০. কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল- পদ্মা

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU