বিসিএসসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও ১ম,২য় ও ৩য়
শ্রেণির সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
সাধারণ জ্ঞান (বাংলা বিষয়)-৩৩তম পর্ব
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times
BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive
Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School,
Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha,
Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge
(Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা
প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান-1 :
> প্রাচীনকালে
নোয়াখালী ও কুমিল্লাকে বলা
হত : সমতট।
> মুক্তিযুদ্ধের
সময় মুজিবনগর ছিল : ৮নং সেক্টরের
অধীনে।
> যে
সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব
পান : আব্দুস সাত্তার।
> ছিয়াত্তরের
মনন্তর হয়েছিল : ১১৭৬ সালে (বাংলা)।
> ইউরোপীয়
বণিকদের মধ্যে প্রথম বাংলায়
এসেছিল : পর্তুগীজরা।
> বাংলার
প্রথম স্বাধীন নরপতি : শশাঙ্ক।
> বাংলাদেশের
যে জেলায় পাট বেশি
উৎপন্ন হয় : রংপুর।
> যে
সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া
হয় : অষ্টম।
> বাংলাদেশের
সংবিধান কার্যকর হয় : ১৬ ডিসেম্বর
১৯৭২।
> বাংলাদেশের
প্রথম প্রধান নির্বাচন কমিশনার
: বিচারপতি এম.ইদ্রিস।
> সংবিধানের
যে অনুচ্ছেদ বলে সরকারি কর্ম
কমিশন গঠিত হয় : ১৩৭
অনুচ্ছেদ।
> সরকারি
কর্ম কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান
: ড. জিন্নাতুন্নেছা তাহমিদা বেগম।
> বাংলাদেশের
প্রথম নৌবাহিনীর রণতরী : বিএনএস পদ্মা।
> বাংলাদেশের
রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার : এ এন এ সাহা।
> বাংলাদেশের
সবচেয়ে উঁচু পাহাড় : গারো
পাহাড়।
> বাংলাদেশের
একমাত্র মুসলমান উপজাতি : পাঙন।
> আয়তনে
বাংলাদেশের বড় থানা : শ্যামনগর, সাতক্ষীরা।
> বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় : ডাকাতিয়া
বিলকে।
> শীতল
পানির ঝরণা অবসি'ত
: হিমছড়ি পাহাড়।
> বাংলাদেশের
প্রথম আদমশুমারী হয় : ১৯৭৪ সালে।
> ‘জীবনতরী’ হলো একটি : ভাসমান
হাসপাতাল।
> ‘ময়নামতির’ পূর্ব নাম : রোহিতগিরি।
> বাংলার
প্রাচীন জনপদের মধ্যে সবচেয়ে
প্রাচীন জনপদ : পুন্ড্র।
> বাংলাদেশে
প্রথম জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হয় : ৭ মার্চ
১৯৭৩ সালে।
> বাংলাদেশের
প্রথম মহিলা বিচারপতি : নাজমুন
আরা সুলতানা।
> ‘মা
ও মনি’ হলো : একটি ক্রীড়া
প্রতিযোগীতার নাম।
> বাংলাদেশ
পল্লী উন্নয়ন একাডেমী অবসি'ত : কুমিল্লাতে।
> বাংলাদেশের
প্রথম জাদুঘর : বরেন্দ্র জাদুঘর, রাজশাহী।
> বাংলাদেশের
একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউট
অবসি'ত : ময়মনসিংহে।
> বাংলাদেশে
গবাদি পশুতে প্রথম ভ্রুণ
বদল করা হয় : ৫
মে ১৯৯৫।
> বাংলাদেশের
মানচিত্র প্রথম আঁকেন : মেজর
জেমস রেনেল।
> বাংলাদেশের
যে দ্বীপে বাতিঘর আছে
: কুতুবদিয়া।
> বাংলার
নাম জান্নাতাবাদ রাখেন : সম্রাট হুমায়ুন।
> মুক্তিযুদ্ধকালে
যে সেক্টরে কোন নিয়মিত সেক্টর
কমান্ডার ছিল না : ১০
নং সেক্টর।
> ঢাকা
সেনানিবাস' মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম : বিজয় কেতন।
> সংসদের
কাষ্টিং ভোট বলা হয়
: স্পীকারের ভোটকে।
> বাংলাদেশের
একমাত্র সিকিউরিটি প্রিন্টিং প্রেস : গাজীপুর।
> মুক্তিযুদ্ধের
সময় ঢাকা শহর ছিল
: ২নং সেক্টরের অধীনে।
> বাংলার
প্রথম স্বাধীন সুলতান ছিলেন : ইলিয়াছ
শাহ্।
> বাংলাদেশের
ক্রীড়া সংগীতের রচয়িতা : সেলিনা রহমান।
> বাংলাদেশের
সংবিধান রচনা কমিটির প্রধান
ছিলেন : ড. কামাল হোসেন।
> উপমহাদেশে
রেল চলাচল শুরু হয়
: ১৮৫৩ সালে।
> চিম্বুক
পাহাড়ের পাদদেশে বাস করে : মারমা
উপজাতি।
> মুক্তিযুদ্ধ
জাদুঘর অবস্থিত : সেগুনবাগিচা, ঢাকা।
> ভারত
বাংলাদেশকে স্বীকৃতি দেয় : ৬ ডিসেম্বর
১৯৭১।
> স্বাধীনতার
প্রথম ডাকটিকিটে ছিল : বাংলাদেশের মানচিত্র।
> পার্বত্য
চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়
: ২ ডিসেম্বর ১৯৯৭।
> বাংলাদেশের
প্রথম শিক্ষা কমিশন : কুদরত-ই-খুদা কমিশন।
> বাংলাদেশের
একমাত্র প্রবাল দ্বীপ : সেন্টমার্টিন।
> ‘সোনারগাঁও’ এর পুরাতন নাম
: সুবর্ণগ্রাম।
> মায়ানমার
এর সাথে বাংলাদেশের সীমান-
রয়েছে : ৩টি জেলার।
> বাংলাদেশের
উপকূলের দৈর্ঘ্য : ৭১১ কি. মি.।
> তেভাগা
আন্দোলনের নেত্রী : ইলা মিত্র।
> লালবাগ
কেল্লা নির্মাণ করেন : শায়েস্তা খান।
বিগত পরীক্ষার প্রশ্ন:
> বাংলাদেশের
ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত
: ঈশ্বরদী। (২৭
তম BCS)
> বাংলাদেশের
পোস্টাল একাডেমী অবস্থিত : রাজশাহী। (২৭
তম BCS)
> ঢাকায়
বাংলার সর্বপ্রথম রাজধানী হয় : ১৬১০ সালে। (১০
তম BCS)
> হরিপুরে
তেলক্ষেত্র আবিষকৃত হয় : ১৯৮৬ সালে। (১১
তম BCS)
> বাংলাদেশের
প্রথম রাষ্ট্রপতির নাম : শেখ মুজিবুর
রহমান। (২৯
তম BCS)
> বাকল্যান্ড
বাঁধ যে নদীর তীরে
অবস্থিত : বুড়িগঙ্গা। (১৩
তম BCS)
> দহগ্রাম
ছিটমহল যে জেলায় অবস্থিত
: লালমনিরহাট। (১৩
তম BCS)
> বাংলার
নববর্ষ পহেলা বৈশাখ চালু
করেন : সম্রাট আকবর। (১০ তম BCS)
> মিশুকের স্থপতি : হামিদুজ্জামান খান। (১১
তম BCS)
> ‘মুজিব
নগর’ অবস্থিত : মেহেরপুর জেলায়। (২০
তম BCS)
> ‘সোয়াচ
অব নো গ্রাউন্ড’ হলো
: বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম। (১৭
তম BCS)
> বাংলা
একাডেমী প্রতিষ্ঠিত হয় : ১৯৫৫ সালে। (১৬
তম BCS)
> পাখি
ছাড়া বলাকা ও দোয়েল
হচ্ছে : দুটি উন্নত জাতের
গম। (১০
তম BCS)
> বাংলাদেশের
জাতীয় পতাকার অনুপাত : ১০:
৬ বা ৫ : ৩ (১১ তম BCS)
> জাতীয়
স্মৃতি সৌধের স্থপতি : মইনুল হোসেন। (১৩ তম BCS)
> ‘সাবাস
বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী : নিতুন কুণ্ডু। (২৬ তম BCS)
> ‘কান-জীর মন্দির’ অবস্থিত
: দিনাজপুরে।(২৬
তম BCS)
> বাংলাদেশের
একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি
অবসি'ত : কোনাবাড়ি, গাজীপুর। (২৫
তম BCS)
> বাংলাদেশের
বৃহত্তম স্থলবন্দর : বেনাপোল। (২৪
তম BCS)
> বাংলা
একাডেমীল মূল ভবনের নাম
ছিল : বর্ধমান হাউজ। (২২
তম BCS)
> বাংলাদেশের
সবচেয়ে উত্তরের জেলা : পঞ্চগড়। (২২ তম BCS)
> তুলা
চাষের জন্য বেশী উপযোগী
: যশোর। (১১
তম BCS)
> উপমহাদেশের
সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন
: মাউন্টব্যাটেন। (১৬
তম BCS)
> ‘বাসস’ হলো : একটি সংবাদ
সংস্থার নাম। (১১
তম BCS)
বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান-2 :
> উপমহাদেশে
শেষ ভাইসরয় ছিলেন : লর্ড
মাউন্ট ব্যাটেন।
> ছয়
দফা দাবি প্রথম উত্থাপন
করা হয় : লাহোরে।
> বাংলাদেশে
বর্তমানে যক্ষা রোগে আক্রান্তের
হার : লাখে ৭৯ দশমিক
৪
> সুপ্রিম
কোর্টে মামলা নিবন্ধনে ই-রেজিস্টারিং চালু করা হয়
: ১ জানুয়ারি ২০১১।
> ১৯৭০
খ্রিঃ পূর্ব পাকিস্তান জাতীয়
পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন
লাভ করে : ১৬৭টি।
> মুক্তিযুদ্ধে
১নং সেক্টর ছিল : চট্টগ্রাম।
> বাংলাদেশ
সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী
গঠিত : ১৩৭
> বাংলাদেশের
নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ
অতিক্রম করেছে : ব্রহ্মপুত্র।
> বাংলাদেশের
বিখ্যাত মনিপুরী নাচ : সিলেট অঞ্চলের।
> বাংলাদেশের
জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক
: সৈয়দ আলী আহসান।
> বাংলাদেশের
জাতীয় দিবস : ২৬ মার্চ।
> বাংলাদেশের
সংবিধান সংসদে প্রথম গৃহীত
হয় : ৪ নভেম্বর, ১৯৭২
> প্রাচীন
গৌড় নগরীর অংশ বিশেষ
বাংলাদেশে কোন জেলায় অবস্থিত
: চাঁপাইনবাবগঞ্জ।
> চন্দ্র
বংশের রাজারা বাংলায় প্রায়
শাসন করেন : ১৫০ বছর
> ঢাকা
সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল
: ১৬১০ খ্রিস্টাব্দে
> কর্ণফুলী
নদীর উৎস ভারতের কোন
রাজ্যে : মিজোরাম।
> ক্রিকেটে
বাংলাদেশ কোন সালে টেষ্ট
মর্যাদা লাভ করে : ২০০০
সালে।
> কোন
মুঘল সম্রাট বিদ্রোহ দমনের
জন্য দাক্ষিণাত্য নীতি গ্রহণ করেন
: সম্রাট আওরঙ্গজেব।
> গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন
কমিশনের কার্যাবলি বর্ণিত রয়েছে : ১১৯
নং অনুচ্ছেদে
> বাংলাদেশের
ইতিহাসে প্রথমবারের মত তত্ত্বাবধায়ক সরকারের
অধীনে প্রথম সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হয় : ফেব্রুয়ারি ১৯৯১
সালে।
> বাংলাদেশে
প্রথম সামরিক আইন জারি
করেন : খন্দকার মোশতাক আহমদ।
> ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-উপাচার্য
ছিলেন : অধ্যাপক ড. মফিজ উল্লাহ
কবীর।
> বাংলা
একাডেমির ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা করেন : মুহাম্মদ শহীদুল্লাহ
> প্রথম
বাংলা একাডেমি প্রাঙ্গণে বই মেলা অনুষ্ঠিত
হয় : ১৯৭২ সালে।
> বাংলাদেশের
সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ
: ষাট গম্বুজ মসজিদ।
> ‘কুমিল্লা
বার্ড’ এর প্রতিষ্ঠাতা : আখতার
হামিদ খান।
> বাংলাদেশের
লোকশিল্প যাদুঘর অবস্থিত : সোনারগাঁ।
> রংপুর
আলাদা হবার পর রাজশাহী
বিভাগে জেলা আছে : ৮টি।
> পাহাড়পুরের
বৌদ্ধ বিহারের নির্মাতা : ধর্মপাল।
> বাংলা
একাডেমির মূল ভবনের নাম
: বর্ধমান হাউস।
> ফারাক্কা
বাঁধ বাংলাদেশ সীমানা হতে দূরে
অবস্থিত : ১৬.৫ কিলোমিটার।
> ‘ইরাটম’
: উন্নত জাতের ধান।
> বাংলাদেশের
কোন বনভূমি শাল বৃক্ষের
জন্য বিখ্যাত : ভাওয়াল ও মধুপুরের
বনভূমি।
> বাংলার
নববর্ষ পহেলা বৈশাখ চালু
করেন : সম্রাট আকবর।
> আয়তনে
বাংলাদেশের বৃহত্তম বিভাগ : চট্টগ্রাম।
> শিক্ষা
বিভাগের ট্রেনিং-এর শীর্ষ প্রতিষ্ঠান
: নায়েম।
> মূল্য
সংযোজন কর বাংলাদেশে চালু
করা হয় : ১লা জুলাই
১৯৯১।
> কোন
বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক : মারমা।
> উপমহাদেশে
পর্তুগীজরা প্রথম আগমন করে
: ১৫০৯ খ্রিস্টাব্দে, গোয়ায়।
> ইংরেজ
ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কোন চুক্তির মাধ্যমে
বাংলা, বিহার ও উড়িষ্যার
দিউয়ানী লাভ করে : এলাহাবাদ
চুক্তি।
> বাংলায়
মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা
প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা
পালন করেন : নওয়াব আবদুল
লতিফ
> ‘ভারতের
রাজভক্ত মুসলমান’ গ্রন্থের রচয়িতা : স্যার সৈয়দ আহমদ
খান।
> বাঙ্গালী
ও যমুনা নদীর সংযোগ
: বগুড়া।
> দক্ষিণ
তালপট্টি দ্বীপের অপর নাম : পূর্বাশা
দ্বীপ।
> হালদা
ভ্যালি অবস্থিত : খাগড়াছড়ি।
> স্বাধীনতার
প্রথম ডাকটিকেটে ছবি ছিল : শহীদ
মিনার এর
> কোন
মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর
নাম রাখেন ইসলামাবাদ : শায়েস্তা
খান।
বিগত পরীক্ষার প্রশ্ন :
> বাংলাদেশের
ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত
: ঈশ্বরদী। (২৭
তম BCS)
> বাংলাদেশের
পোস্টাল একাডেমী অবস্থিত : রাজশাহী। (২৭
তম BCS)
> ঢাকায়
বাংলার সর্বপ্রথম রাজধানী হয় : ১৬১০ সালে। (১০
তম BCS)
> হরিপুরে
তেলক্ষেত্র আবিষকৃত হয় : ১৯৮৬ সালে। (১১
তম BCS)
> বাংলাদেশের
প্রথম রাষ্ট্রপতির নাম : শেখ মুজিবুর
রহমান। (২৯
তম BCS)
> বাকল্যান্ড
বাঁধ যে নদীর তীরে
অবস্থিত : বুড়িগঙ্গা। (১৩
তম BCS)
> দহগ্রাম
ছিটমহল যে জেলায় অবস্থিত
: লালমনিরহাট। (১৩
তম BCS)
> বাংলার
নববর্ষ পহেলা বৈশাখ চালু
করেন : সম্রাট আকবর। (১০ তম BCS)
> মিশুকের স্থপতি : হামিদুজ্জামান খান। (১১
তম BCS)
> ‘মুজিব
নগর’ অবস্থিত : মেহেরপুর জেলায়। (২০
তম BCS)
> ‘সোয়াচ
অব নো গ্রাউন্ড’ হলো
: বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম। (১৭
তম BCS)
> বাংলা
একাডেমী প্রতিষ্ঠিত হয় : ১৯৫৫ সালে। (১৬
তম BCS)
> পাখি
ছাড়া বলাকা ও দোয়েল
হচ্ছে : দুটি উন্নত জাতের
গম। (১০
তম BCS)
> বাংলাদেশের
জাতীয় পতাকার অনুপাত : ১০:
৬ বা ৫ : ৩ (১১ তম BCS)
> জাতীয়
স্মৃতি সৌধের স্থপতি : মইনুল হোসেন। (১৩ তম BCS)
> ‘সাবাস
বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী : নিতুন কুণ্ডু। (২৬ তম BCS)
> ‘কান-জীর মন্দির’ অবস্থিত
: দিনাজপুরে।(২৬
তম BCS)
> বাংলাদেশের
একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি
অবসি'ত : কোনাবাড়ি, গাজীপুর। (২৫
তম BCS)
> বাংলাদেশের
বৃহত্তম স্থলবন্দর : বেনাপোল। (২৪
তম BCS)
> বাংলা
একাডেমীল মূল ভবনের নাম
ছিল : বর্ধমান হাউজ। (২২
তম BCS)
> বাংলাদেশের
সবচেয়ে উত্তরের জেলা : পঞ্চগড়। (২২ তম BCS)
> তুলা
চাষের জন্য বেশী উপযোগী
: যশোর। (১১
তম BCS)
> উপমহাদেশের
সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন
: মাউন্টব্যাটেন। (১৬
তম BCS)
> ‘বাসস’ হলো : একটি সংবাদ
সংস্থার নাম। (১১
তম BCS)
বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান -3 :
> সম্প্রতি
২০১১ সালে ‘সুন্দরবন’ দিবস
পালিত হয় ১৪ : ই
ফেব্রুয়ারি ২০১১
> রংপুরকে
নতুন বিভাগ ঘোষণা করা
হয় : ২৫ জানুয়ারি ২০১০
।
> এভারেস্ট
জয়ী ‘মুসা ইব্রাহীম’ সাঁতরে
‘বাংলা চ্যানেল’ পাড়ি দেন : ৯
ই মার্চ ২০১১
> অনলাইনে
সাধারণ ডায়েরি করার নতুন প্রকল্প ‘ বন্ধু পুলিশ ‘ এর উদ্বোধন : ০৩
মার্চ ২০১০ ।
> বাংলাদেশের
সংবিধান দিবস পালিত হয়
: ৪ নভেম্বের।
> বাংলাদেশের
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি : ফজলুর রহমান খান।
> জাতীয়
সংসদের স্থপতি : লুই আইন কান।
> জাতীয়
সংসদের প্রতীক : শাপলা ফুল।
> ঐতিহাসিক
৬ দফা ঘোষণা করা
হয় : ৫ ফেব্রুয়ারি।
> বাংলাদেশের
গণপরিষদের প্রথম স্পিকার : শাহ
আব্দুল হামিদ।
> গণপরিষদের
প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন : আব্দুর
রশিদ তর্কবাগীশ
> গণপরিষদের
প্রথম ডেপুটি স্পিকার ছিলেন
: মুহম্মদ উল্লাহ।
> বাংলাদেশের
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল
: ৮নং সেক্টরে।
> বাংলাদেশ
সংবিধানে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার
কত নম্বর ধারায় বর্ণিত
আছে : ১৭ নং ধারায়
> ঐতিহ্যবাহী
‘ঝুমুর’ নৃত্য যে অঞ্চলের
: রংপুর, রাজশাহী।
> দেশের
প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় :
১৫ মার্চ ২০১১
নোট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর
তেজগাঁওয়ে এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন
করেন।১৯২১
সালে নারিন্দায় গড়ে উথা ‘উইভিং
স্কুল’ টিকে আজ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা হল।
> পদ্মা
নদীর মাঝি, মনের মানুষ
চলচ্চিত্রের পরিচালক : গৌতম ঘোষ।
> সেন্টমার্টিন
দ্বীপের অন্য নাম : নারিকেল
জিঞ্জিরা।
> হাকালুকি
হাওর অবস্থিত : সিলেট ও মৌলভীবাজার
জেলায়।
> বাংলাদেশের
বৃহত্তম হাওর : হাকালুকি।
> দক্ষিণ
এশিয়ার বৃহত্তম হাওর : হাকালুকি হাওর।
> বাংলাদেশ
জাতিসংঘের সদস্যপদ লাভ করে : ১৭
সেপ্টেম্বর ১৯৭৪।
নোট :
বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে
সদস্যপদ লাভ করে।
> ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য গঠিত তৎকালীন
কমিশনটির নাম : নাথান কমিশন।
> বাংলাদেশে
মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব : বাংলাদেশ ব্যাংকের।
> বাংলা
নববর্ষ চালু করেন : সম্রাট
আকবর।
> মিশুকের
স্থপতি : হামিদুজ্জামান খান।
> দহগ্রাম
ছিটমহল যে জেলায় অবস্থিত
: লালমনির হাট।
> বাংলাদেশের
ক্রিকেট দলের প্রথম টেষ্ট
অধিনায়ক : নাঈমুর রহমান দুর্জয়।
> বিশ্বকাপ
ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে : ১৯৯৯
সালের ১৭ মে নিউজিল্যান্ডের
বিপক্ষে।
> বিশ্বকাপ
ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ
ক্রিকেট দলের অধিনায়ক : আমিনুল
ইসলাম বুলবুল।
> আমার
ভাইয়ের রক্তে রাঙ্গানো গানটির
গীতিকার : আব্দুল গাফফার চৌধুরী।
> বাংলাদেশ
মিলিটারি একাডেমী অবস্থিত : চট্টগ্রামে।
> বাংলার
রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ
স্থানান্তর করেন : নবাব মুর্শিদকুলি
খান।
> বাংলাদেশের
মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম যে
এলাকা মুক্ত হয় : যশোর।
নোট :
যশোর ১৯৭১ সালের ৭
ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় শক্র মুক্ত
হয়।
> দক্ষিণ
তালপট্টি দ্বীপ অবস্থিত : সাতক্ষীরায়।
> বাংলাদেশের
প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট : সৈয়দ নজরুল ইসলাম।
> ঢাকার
ছোট কাটরা নির্মাণ করেন
: শায়েস্তা খান।
> বাংলাদেশের
মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত
: গাজীপুরে।
> বিশ্বের
দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম
: কক্সবাজার (বাংলাদেশ)।
> বাংলাদেশের
সামুদ্রিক বন্দর : ২টি (মংলা ও
চট্টগ্রাম)।
> ঢাকার
প্রাচীন নাম : জাহাঙ্গীরনগর।
> ‘পঞ্চাশের
মনন্তর’ হয়েছিল ইংরেজি : ১৯৪৩ সালে।
> ‘ছিয়াত্তরের
মনন্তর’ হয়েছিল বাংলা : ১১৭৬ সালে।
> যে
বাংলাদেশি প্রথম ইংলিশ চ্যানেল
অতিক্রম করেন : ব্রজেন দাস।
> টেষ্ট
ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি
করেন : আশরাফুল (বাংলাদেশ)।
> বাংলাদেশে
মুক্তিযুদ্ধভিত্তিক মন্ত্রণালয় গঠিত হয় : ২০০১
সালে।
> চট্টগ্রামের
নাম ইসলামাবাদ রাখেন : শায়েস্তা খাঁ।
> বাংলাদেশের
সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসর
গ্রহণের বয়স : ৬৭ বছর।
> যে
নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত
: মেঘনা।
> বাংলাদেশের
মোট স্থল বন্দর : ১৪টি।
> বাংলাদেশ
প্রথম যে অলিম্পিক গেমসে
অংশগ্রহণ করে : লস্ এঞ্জেলস
(১৯৮৪ সাল)।
> দক্ষিণ
এশিয়ায় ড. ইউনুস শান্তিতে
কততম নোবেল বিজয়ী : ২য়
নোবেল বিজয়ী।
> বাংলাদেশ
পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয়
: ১৯৭৪ সালে।
> খাসিয়া
উপজাতি বাংলাদেশের যে জেলায় বাস
করে : সিলেট।
নোট :
খাসিয়া, মণিপুরী উপজাতি বসবাস করে
সিলেট জেলায়; পার্বত্য চট্টগ্রামে- চাকমা, ত্রিপুরা, মারমা,
খুমী, মুরং; ময়মনসিংহ ও
নেত্রকোনা জেলায়- হাজং, গারো, হাদুই;
ইত্যাদি উপজাতি বাস
করে।
বিগত পরীক্ষায় যা এসেছিল:
> বাংলাদেশ
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় : ১৯৯৫
সালে (২৬তম বিসিএস)।
> বাংলাদেশের
প্রথম বেসরকারি ব্যাংক : আরব বাংলাদেশ ব্যাংক
(২৬তম বিসিএস)।
> কুমিল্লা
বার্ডস এর প্রতিষ্ঠাতা : আখতার
হামিন খান (২২তম বিসিএস)।
> বাংলাদেশের
বিখ্যাত মণিপুরী নাচ : সিলেট অঞ্চলের
(২২তম বিসিএস)।
> বাংলাদেশের
বৃহত্তম সেচ প্রকল্প : তিস্তা
সেচ প্রকল্প (২৬তম বিসিএস)।
> পুনর্ভবা,
নাগর ও টাঙ্গন যে
নদীর উপনদী : মহানন্দা (২৫তম বিসিএস)।
> দক্ষিণ
তালপট্টি দ্বীপের অপর নাম : পূর্বাশা
(২৪তম বিসিএস)।
> দক্ষিণ
তালপট্টি দ্বীপ অবস্থিত : সাতক্ষীরা
জেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়।
> হালদা
ভ্যালী অবস্থিত : খাগড়াছড়ি (২৪তম বিসিএস)।
> বাংলাদেশ
সরকারি কর্মকমিশন সংবিধানের যে অনুচ্ছেদে অনুযায়ী
গঠিত : ১৩৭ (২২তম বিসিএস)।
> ‘শাবাশ
বাংলাদেশ’ ভাঙ্কর্যটির শিল্পী : নিতুন কুণ্ডু (২৬তম
বিসিএস)।
ব্যাখ্যা
: নিতুন কুন্ডু ‘শাবাশ বাংলাদেশ’ ভাঙ্কর্যটি
(রাজশাহী বিশ্ববিদ্যালয়) ছাড়াও সার্ক ফোয়ারা
(কারওয়ান বাজার), কদমফুল ফোয়ারা (জাতীয়
ঈদগাহ ময়দান), ইত্যাদি ভাষ্কর্য নির্মাণ করেন।
No comments:
Post a Comment