Monday, November 19, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে-২৪তম পর্ব



বিসিএসসহ ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও  সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞান (সকল বিষয়)-২৪তম পর্ব
 
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর
বাংলাদেশ ব্যাংক অফিসার নিয়োগ পরীক্ষার বাংলা অংশের সমাধান
১। বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে কাজ করেছেন কে ?=সেলিম আল দীন
২। চর্যাপদ হলো- = জীবনাচরণ ( সৌমিত্র শেখর ) , সাধন সঙ্গীত বাংলা পিডিয়া)
৩। বহুব্রীহি সমাস উদাহরণ নয় = স্বপ্ন ( বোর্ড বই ) 
৪। সবচেয়ে প্রাচীন রোমান্সমূলক প্রণয়োপাখ্যান এর রচয়িতা কে? =শাহ মুহম্মদ সগীর
৫। মাইকেলি ধাতুর দৃষ্টান্ত কোনটি? =পবিত্রি
৬। শামসুদদীন আবুল কালামের সাহিত্যের মূখ্য উপজীব্য হলো- 
=নিম্নবর্ণের মানুষ ও তাদের জীবন
৭। পাকিস্তান আমলে সামরিক শাসনের প্রতিক্রিয়ায় বাঙালি লেখকরা বক্তব্য প্রকাশ করতে আশ্রয় নেন- =মিথ-রুপকের অবয়ব
৮। তরজা হলো---=কবিগান জাতীয় লোকসঙ্গীত
৯। অভি উপসর্গ যে অর্থে ব্যবহৃত হতে পারে=সম্যক
১০। খোশমেজাজ=সমানাধিকরণ 
১১। নিবিদ অর্থ- =..,,. (বাংলা একাডেমির ডিকশনারি নেই । পুরানের গল্প হতে পারে। 
জীবনানন্দ দাশ তাঁর কবিতায় নিবিদ শব্দটি ব্যবহার করেছেন। 
"বিকেলবেলার আলো ক্রমে নিভেছে আকাশ থেকে।
মেঘের শরীর বিভেদ ক’রে বর্শাফলার মতো
সূর্যকিরণ উঠে গেছে নেমে গেছে দিকে-দিগন্তরে;
সকলি ছুপ কী এক নিবিদ প্রণয়বশত।"
১২। সৌধ শব্দের প্রমিত উচ্চারণ =শৌউধো
১৩। বিদেশি উপসর্গের শব্দের দৃষ্টান্ত= দরদালান
১৪। Cognitable শব্দের পরিভাষা= আমলযোগ্য ( এখানে পরিভাষা চেয়েছে নট অর্থ )
১৫। He has gone to dogs অনুবাদ =সে গোল্লায় গেছে
১৬। নথ খাড়া বাগধারার অর্থ- = অহংকার প্রকাশ / গর্ব করা / কম্পিউটার অংশ
1.A set of step by step procedures for accomplishing a task is knnown as a --
=algorithm.
2.An electronic path, that sends signals from one part of computer to another is a---
=Bus.
3.QWERTY is used with reference to ---=Keyboard.
4.A--- is a set of rules.=protocol.
5.How many full adders are needed to add two 4- bit numbers with a parallel adder? =4
6.Chip is a common nickname for a --=Integrated circuit.
7.Software, such as viruses, worms and Trojan horses, that has a malicious intent is knownn as--=malware.
8.---are used to identify a user who returns to a website.=Cookies.
বাংলাদেশ বিষয়াবলী-
১। সম্প্রতি পাট থেকে পচনশীল পলিমার ব্যাগ উদ্ভাবন করে= অধ্যাপক মোবারক আহমেদ খান
২। পাট উৎপাদনে বিশ্ব বাংলাদেশের অবস্থান= ২য় 
৩। বাংলাদেশে উদ্ভাবিত পাটজাত সুতার বৃহত্তম বাজার= তুরস্ক
৪। জাতীয় পাট দিবস= ৬ মার্চ
৫। পাট উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ= ভারত
৬। বাংলাদেশে পাটকলের সংখ্যা= ৭৬ টি
৭। বাংলাদেশ LDC থেকে বেরিয়ে গেলেও সুবিধাসমুহ বলবৎ থাকবে= ২০২৭ সাল পর্যন্ত
৮। ২০২৭ সালের পর বাংলাদেশের মোট রপ্তানি ১১% হ্রাস পাবে
৯। ২০২১ সালের মধ্যে দেশের অভ্যন্তরীণ রপ্তানির লক্ষ্যমাত্রা= ৫ হাজার কোটি টাকা
১০। লিঙ্গবৈষম্য দূরীকরণে বাংলাদেশের অবস্থান= ৪৭ তম
১১। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ= ৭ম
১২। সম্প্রতি বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়= ২৩ এপ্রিল ২০১৮
১৩। মাতারবাড়ী সমুদ্র বন্দরের কাজ শেষ হবে= ২০২৩ সালে
১৪। বাংলাদেশে সক্রিয় মোবাইল সংযোগ= প্রায় সাড়ে ১৪ কোটি
১৫। ইন্টারনেট সংযোগ রয়েছে= প্রায় ৮ কোটি ৮ লাখ
১৬। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা= প্রায় ২ কোটি ৮০ লাখ
১৭। রোহিঙ্গাদদের ছবি তুলে পুলিৎজার পুরস্কার পেয়েছেন= রয়টার্সেরর সাংবাদিক বাংলাদেশী নাগরিক মোহাম্মদ পনির হোসেন
১৮। চাপাইনবাবগন্জ্ঞের ছোট সোনা মসজিদের বয়স= ৫০০ বছর
১৯। সম্প্রতি টেকসই শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উদীয়মান তরুণ নেতার পুরস্কার পেয়েছে= তানজিল ফেরদৌস 
২০। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে= ৫ মে ২০১৮
২১। সম্প্রতি কোন ব্রিটিশ নাগরিককে বাংলাদেশ নাগরিকত্ব প্রদান করে= লুসি হেলেন
২২। সম্প্রতি IMF প্রকাশিত অর্থনৈতিক অবস্থানগত তালিকায় বাংলাদেশের অবস্থান= ৪২ তম
২৩। সম্প্রতি প্রকাশিত কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান= ২৪ তম
২৪। বাংলাদেশ NLG যুগে প্রবেশ করতে যাচ্ছে= ২৪ এপ্রিল ২০১৮
২৫। কমনওয়েলথের সরকার প্রধানদের ২৫ তম বৈঠকে শেখ হাসিনা আন্তঃকমনওয়েলথ ব্যবসা,বিনিয়োগ ও উদ্ভাবনী উন্নয়নের জন্য কতটি প্রস্তাব দেন= ৭ টি
২৬। যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও গ্লোবাল সামিট ফর উইমেন শেখ হাসিনাকে যে পুরস্কার দিচ্ছেন= গ্লোবাল উইমেনস লিডারশীপ এওয়ার্ড
২৭। যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিন বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্য শেখ হাসিনার অবস্থান= ২১ তম
* এশিয়ান হাইওয়ের আদলে এশীয় ইন্টারনেট মহাসড়ক তৈরীর প্রস্তাব দিয়েছে= বাংলাদেশ
* এই মহাসড়কের নামকরণ করা হয়েছে= এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে
* এর দৈর্ঘ্য ১ লাখ ৪৫ হাজার কি:মি:
* বাংলাদেশের দৈর্ঘ্য হবে ১ হাজার ৭৬৮ কি:মি:
* এটি ৩২ টি দেশকে সংযুক্ত করবে
* ইন্টারনেট ব্যান্ডউইথ হবে ৫০০ থেকে ৫৫০ জিবিপিএস
* এটি হবে বিশ্বের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় স্থলভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা
বিসিএস প্রিলি প্রস্তুতি
 সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশ কাল সম্পর্কে বহুবার প্রশ্ন এসেছে-
১. বেঙ্গল গেজেট>>>১৭৮০>>> জেমস অগাস্টাস হিকি
২. দিগদর্শন>>>>>>১৮১৮>>>> জন ক্লার্ক মার্শম্যান
৩.সমাচার দর্পন>>>>১৮১৮>>>> জন ক্লার্ক মার্শম্যান
৪.বাঙ্গাল গেজেট>>>> ১৮১৮>>>>>>>> গঙ্গাকিশোর ভট্টাচার্য
৫.সম্বাদ কৌমুদী>>>>>১৮২১>>>>>>> রাজা রামমোহন রায়
৬.বঙ্গদূত>>>>>>>>>১৮২৯>>>>>>>>>নীলমণি হালদার
৭.সম্বাদ প্রভাকর>>>>(সাপ্তা-১৮৩১, দৈনিক-১৮৩০> ঈশ্বরচন্দ্র গুপ্ত
৮.তত্ত্ববোধিনী পত্রিকা>>>১৮৪৩>>>>>>>অক্ষয়কুমার দত্ত
৯.বঙ্গদর্শন >>>>>>>>>>১৮৭২>>>>. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১০.সুধাকর>>>>>>>>>>.১৮৮৯>>>>শেখ আবদুর রহিম
১১.মোহাম্মাদী>>>>> >>>>>>>>>>>মোহাম্মদ আকরম খাঁ
১২. সবুজ পত্র>>>>>>>১৯১৪>>>>>>>. প্রমথ চৌধুরী
১৩.সওগাত>>>>>>>>>>>>>>>>>> মোহাম্মদ নাসিরউদ্দীন
১৪.আঙ্গুর(কিশোর মাসিক)>>১৯২০>>> মুহাম্মদ শহীদুল্লাহ
১৫.কল্লোল>>>>>>>>>>>>১৯২৩>>>>> দীনেশরঞ্জন দাশ
১৬.নবযুগ,লাঙ্গল, ধূমকেতু>>>>>>>>>কাজী নজরুল ইসলাম
১৮.শিখা>>>>>>>>>>>১৯২৭>>>>> আবুল হুসেন
১৯. পূর্বাশা>>>>>>>> ১৯৩২>>>>>>সঞ্জয় ভট্টাচার্য
২০.সমকাল >>>>>>>>>১৯৫৭>> সিকান্দার আবু জাফর
২১. বেগম >>>>>>>>>>>>>>>>> নুরজাহান বেগম
২১৫টি বইয়ের নাম কালেক্ট করা হয়েছে যা বিভিন্ন চাকরি বারবার পরীক্ষায় আসেই
১। পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায়
২। জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
৩। পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪। লোটা কম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়
৫। পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়
৬। একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
৭। দিবারাত্রির কাব্য- মানিক বন্দ্যোপাধ্যায়
৮। কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৯। আরন্যক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০। চরিত্রহীন – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১। লালশালু- সৈয়দ ওয়ালীউল্লাহ
১২। অপরাজিত – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩। শ্রীকান্ত -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। গণদেবতা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৬। আলালের ঘরের দুলাল- প্যারিচাঁদ মিত্র
১৭। হুতোম পেঁচার নকশা- কালী প্রসন্ন সিংহ
১৮। দৃষ্টিপ্রদীপ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯। সূর্যদীঘল বাড়ি- আবু ইসহাক
২০। নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক
২১। জননী- শওকত ওসমান
২২। খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস
২৩। হাজার বছর ধরে- জহির রায়হান
২৪। তেইশ নম্বর তৈলচিত্র – আলাউদ্দিন আল আজাদ
২৫। চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
২৬। সারেং বউ- শহীদুল্লাহ কায়সার
২৭। আরোগ্য নিকেতন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৮। প্রদোষে প্রাকৃতজন – শওকত আলী
২৯। খেলেরাম খেলে যা- সৈয়দ শামসুল হক
৩০। রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
৩১। গঙ্গা- সমরেশ বসু
৩২। শঙ্খনীল কারাগার- হুমায়ুন আহমেদ
৩৩। নন্দিত নরকে- হুমায়ুন আহমেদ
৩৪। দীপু নাম্বার টু- মুহম্মদ জাফর ইকবাল
৩৫। মা- আনিসুল হক
৩৬। আট কুঠরি নয় দরজা- সমরেশ মজুমদার
৩৭। কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র
৩৮। মধ্যাহ্ন- হুমায়ূন আহমেদ।
৩৯। উত্তরাধিকার- সমরেশ মজুমদার
৪০। কালবেলা- সমরেশ মজুমদার
৪১। কৃষ্ণকান্তের উইল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪২। সাতকাহন- সমরেশ মজুমদার
৪৩। গর্ভধারিণী – সমরেশ মজুমদার
৪৪। পূর্ব-পশ্চিম- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৫। প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৬। চৌরঙ্গী – শঙ্কর
৪৭। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি – শঙ্কর
৪৮। দূরবীন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৯। শুন বরনারী- সুবোধ ঘোষ।
৫০। পার্থিব- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫১। সেই সময়- সুনীল গঙ্গোপাধ্যায়
৫২। মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫৩। তিথিডোর – বুদ্ধদেব বসু
৫৪। পাক সার জমিন সাদ বাদ- হুমায়ুন আজাদ
৫৫। ক্রীতদাসের হাসি- শওকত ওসমান
৫৬। শাপমোচন – ফাল্গুনী মুখোপাধ্যায়
৫৭। মাধুকরী- বুদ্ধদেব গুহ
৫৮। দেশে বিদেশে- মুজতবা আলী
৫৯। আরেক ফাল্গুন – জহির রায়হান
৬০। কাশবনের কন্যা- শামসুদ্দিন আবুল কালাম
৬১। বরফ গলা নদী- জহির রায়হান
৬২। গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
৬৩। বিষবৃক্ষ – বঙ্কিম চট্টোপাধ্যায়
৬৪। দৃষ্টিপাত- যাযাবর
৬৫। তিতাস একটি নদীর নাম- অদৈত মল্লবর্মন
৬৬। কাঁদো নদী কাঁদো- সৈয়দ ওয়ালীউল্লাহ
৬৭। শিবরাম গল্পসমগ্র
৬৮। জীবন ও রাজনৈতিক বাস্তবতা – শহীদুল জহির
৬৯। আনন্দমঠ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭০। নিশি কুটুম্ব- মনোজ বসু।
৭১। একাত্তরের যীশু- শাহরিয়ার কবির
৭২। প্রজাপতি – সমরেশ বসু
৭৩। নীলকণ্ঠ পাখির খোঁজে – অতীন বন্দ্যোপাধ্যায়
৭৪। মাধুকরী – বুদ্ধদেব গুহ
৭৫। হুযুর কেবলা- আবুল মনসুর আহমেদ
৭৬। ওঙ্কার- আহমদ ছফা
৭৭। আমার দেখা রাজনীতির ৫০ বছর- আবুল মনসুর আহমদ
৭৮। কত অজানারে- শঙ্কর
৭৯। ভোলগা থেকে গঙ্গা- রাহুল সাংকৃত্যায়ন
৮০। টেনিদা- নারায়ণ গঙ্গোপাধ্যায়
৮১। বিষাদ সিন্ধু- মীর মোশাররফ হোসেন।
৮২। বিবর- সমরেশ বসু
৮৩। তারাশঙ্করের সব গল্প
৮৪। বুদ্ধদেব বসুর সব গল্প
৮৫। বনফুলের সব গল্প
৮৬। পরশুরামের সব গল্প
৮৭। কবর- মুনীর চৌধুরী
৮৮। কোথাও কেউ নেই- হুমায়ুন আহমেদ
৮৯। হিমু অমনিবাস – হুমায়ুন আহমেদ
৯০। মিসির আলী অমনিবাস- হুমায়ুন আহমেদ
৯১। আমার বন্ধু রাশেদ- মুহম্মদ জাফর ইকবাল
৯২। অসমাপ্ত আত্মজীবনী – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৯৩। শঙ্কু সমগ্র- সত্যজিৎ রায়
৯৪। মাসুদ রানা- কাজী আনোয়ার হোসেন।
৯৫। ফেলুদা সমগ্র- সত্যজিৎ রায়
৯৬। তিন গোয়েন্দা- সেবা প্রকাশনী
৯৭। কিরীটী সমগ্র- নীহাররঞ্জন গুপ্ত
৯৮। কমলাকান্তের দপ্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯৯। পথের দাবি- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০০। গোরা – রবীন্দ্রনাথ ঠাকুর
১০১। শবনম- মুজতবা আলী
১০২। নৌকাডুবি – রবীন্দ্রনাথ ঠাকুর
১০৩। আদর্শ হিন্দু হোটেল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০৪। বহুব্রীহি – হুমায়ুন আহমেদ
১০৫। দেবদাস – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৬। মধ্যাহ্ন- হুমায়ুন আহমেদ
১০৭। বাদশাহ নামদার- হুমায়ুন আহমেদ
১০৮। বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার- মুহম্মদ জাফর ইকবাল
১০৯। হাসুলিবাকের উপকথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১১০। গল্পগুচ্ছ- রবীন্দ্রনাথ ঠাকুর
১১১। শেষ নমস্কার- সন্তোষ কুমার ঘোষ
১১২। হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন
১১৩। আবু ইব্রাহিমের মৃত্যু- শহীদুল জহির
১১৪। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১১৫। আগুনপাখি- হাসান আজিজুল হক
১১৬। কেয়া পাতার নৌকো- প্রফুল্ল রায়
১১৭।পুষ্প ও বিহঙ্গ পিরাণ- আহমদ ছফা
১১৮। আনোয়ারা- নজীবর রহমান
১১৯। চাপাডাঙ্গার বউ- তারাশঙ্খর বন্দ্যোপাধ্যায়
১২০। চাঁদের অমাবস্যা – সৈয়দ ওয়ালী উল্লাহ
১২১। কপালকুণ্ডলা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২২। প্রথম প্রতিশ্রুতি – আশাপূর্ণা দেবী
১২৩। মরুস্বর্গ- আবুল বাশার
১২৪। রাজাবলী – আবুল বাশার
১২৫। কালো বরফ- মাহমুদুল হক
১২৬। নিরাপদ তন্দ্রা- মাহমুদুল হক
১২৭। সোনার হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
১২৮। যদ্যপি আমার গুরু- আহমদ ছফা।
১২৯। মৃতুক্ষুধা- কাজী নজরুল ইসলাম
১৩০। প্রদোষে প্রাকৃতজন’ – শওকত আলী।
১৩১। শেষের কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩২। লৌহকপাট -জরাসন্ধ(চারুচন্দ্র চক্রবর্তী)
১৩৩। অন্তর্লীনা- নারায়ণ সান্যাল।
১৩৫। হাজার চুরাশির মা- মহাশ্বেতা দেবী
১৩৬। যাও পাখি -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৩৭।তবুও একদিন- সুমন্ত আসলাম।
১৩৮। অন্তর্জলী যাত্রা- কমলকুমার মজুমদার
১৩৯। ব্যোমকেশ সমগ্র- শরদিন্দু
১৪০। অন্য দিন- হুমায়ূন আহমেদ
১৪১। কালপুরুষ- সমরেশ মজুমদার
১৪২। মেমসাহেব – নিমাই ভট্টাচার্য
১৪৩। বিন্দুর ছেলে- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪৪। নামগন্ধ – মলয় রায় চৌধুরী
১৪৫। মতিচূর – বেগম রোকেয়া
১৪৬। সুলতানার স্বপ্ন- বেগম রোকেয়া
১৪৭। চাঁদের পাহাড়- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪৮। অপুর সংসার- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৪৯। কারুবাসনা – জীবনানন্দ দাশ
১৫০। বেনের মেয়ে- হরপ্রসাদ শাস্ত্রী
১৫১। আবদুল্লাহ – কাজী ইমদাদুল হক
১৫২। সূবর্ণলতা- আশাপূর্ণা দেবী
১৫৩। ঢোঁড়াই চরিত মানস- সতিনাথ ভাদুরী
১৫৪। উপনিবেশ – নারায়ণ গঙ্গোপাধ্যায়
১৫৫। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১৫৬। পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক
১৫৭। নারী- হুমায়ুন আজাদ
১৫৮। বিত্ত বাসনা- শংকর
১৫৯। সংশপ্তক- শহিদুল্লা কায়সার
১৬০! জীবন আমার বোন- মাহমুদুল হক
১৬১।ক্রাচের কর্নেল- শাহাদুজ্জামান
১৬২।১৯৭১- হুমায়ূন আহমেদ
১৬৩।দেয়াল- হুমায়ূন আহমেদ
১৬৪।পরিনীতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬৫।উত্তম পুরুষ-রশীদ করীম
১৬৬।ঈশ্বর পৃথিবী ভালোবাসা- শিবরাম চক্রবর্তী
১৬৭।শতকিয়া-সুবোধ ঘোষ
১৬৮। তিস্তাপারের বৃত্তান্ত- দেবেশ রায়
১৬৯। নীল দংশন – সৈয়দ শামসুল হক
১৭০। কুকুর সম্পর্কে দু একটি কথা যা আমি জানি- সন্দীপন চট্টোপাধ্যায়
১৭১। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী- আহমদ ছফা
১৭২। ছাপ্পান্নো হাজার বর্গমাইল – হুমায়ুন আজাদ
১৭৩। শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ -হুমায়ুন আজাদ
১৭৪। ১০,০০০, এবং আরো একটি ধর্ষণ – হুমায়ুন আজাদ
১৭৫। নভেরা- হাসনাত আবদুল হাই
১৭৬। দুচাকার দুনিয়া- বিমল মুখার্জী
১৭৭। চাকা- সেলিম আল দীন
১৭৮। হার্বাট- নবারুণ ভট্টাচার্য
১৭৯। নীলকন্ঠ পাখির খোঁজে- অতীন বন্দ্যোপাধ্যায়
১৮০। ন হন্যতে – মৈত্রেয়ী দেবী।
১৮১। কেরী সাহেবের মুন্সী- প্রমথনাথ বিশী
১৮২। আগুনপাখি- হাসান আজিজুল হক
১৮৩। পঞ্চম পুরুষ- বাণি বসু
১৮৫। অলীক মানুষ- সৈয়দ মুস্তফা সিরাজ
১৮৬। আমি বীরাঙ্গনা বলছি- নীলিমা ইব্রাহিম
১৮৭। পুত্র পিতাকে – চানক্য সেন
১৮৮। দোজখনামা- রবি শংকর বল
১৮৮। মাতাল হাওয়া- হুমায়ূন আহমেদ
১৮৯।বিষাদবৃক্ষ – মিহিরসেন গুপ্ত
১৯০। অলৌকিক নয়,লৌকিক – প্রবীর ঘোষ
১৯১। সৃষ্টি রহস্য – আরজ আলী মাতুব্বর।
১৯২। ফালি ফালি ক’রে কাটা চাঁদ – হুমায়ুন আজাদ
১৯৩। নিমন্ত্রণ – তসলিমা নাসরিন
১৯৪। বসুধারা- তিলোত্তমা মজুমদার
১৯৫।উপকণ্ঠ – গজেন্দ্র কুমার মিত্র
১৯৬। অসাধু সিন্ধার্থ- জগদীশ গুপ্ত
১৯৭। কুহেলিকা- কাজী নজরুল ইসলাম
১৯৮। সৃষ্টি ও বিজ্ঞান – পূরবী বসু
১৯৯। ঈশ্বরের বাগান- অতীন বন্দ্যোপাধ্যায়
২০০। আয়না- আবুল মনসুর আহমদ
২০১। ক্রান্তিকাল- প্রফুল্ল রায়
২০২। কেয়া পাতার নৌকা- প্রফুল্ল রায়
২০৩। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে – মাহবুব আলম
২০৪। একাত্তরের ডায়েরী- বেগম সুফিয়া কামাল
২০৫। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) – মুনতাসীর মামুন
২০৬। ভিনকোয়েস্ট জেনারেল – মুনতাসীর মামুন
২০৭। যাপিত জীবন – সেলিনা হোসেন
২০৮।খেলারাম খেলে যা-সৈয়দ শামসুল হক
২০৯। সোনালী হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
২১০। চতুষ্পাঠী- স্বপ্নময় চক্রবর্তী।
২১১। কালকূট – সতীনাথ ভাদুড়ী।
২১২। অরণ্যের দিনরাত্রি – সুনীল গঙ্গোপাধ্যায়
২১৩। দেবী – হুমায়ূন আহমেদ
২১৪। ন হন্যতে- মৈত্রেয়ী দেবী
২১৫। ঢোঁড়াই চরিতমানস- সতীনাথ ভাদুড়ী
★★ ঢাকা→জাহাঙ্গীরনগর
★★ চট্টগ্রাম→ইসলামাবাদ
★★ খুলনা→জাহানাবাদ
★★ সিলেট→ জালালাবাদ
★★ যশোর→খিলাফাতাবাদ
★★ বাগেরহাট→খলিফাবাদ
★★ ময়মনসিংহ→নাসিরাবাদ
★★ ফরিদপুর→ফাতেহাবাদ
★★ বরিশাল→ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
★★ নোয়াখালী→সুধারাম/ভুলুয়া
★★ কুমিল্লা→ ত্রিপুরা
★★ কুষ্টিয়া→ নদীয়া
★★ ফেনী→ শমসের নগর
★★ কক্সবাজার→ফালকিং
★★ জামালপুর→সিংহজানী
★★ দিনাজপুর→গন্ডো য়ানাল্যান্ড
★★ ভোলা→শাহবাজপুর
★★ মুন্সিগঞ্জ→বিক্রমপুর
★★ গাইবান্ধা→ভবানীগঞ্জ
★★ রাজবাড়ী→গোয়ালান্দ
★★ সাতক্ষীরা→সাতঘরিয়া
★★ মহাস্থানগড়→পুন্ড্রবর্ধন
★★ ময়নামতি→রোহিতগিরি
★★ সোনারগাঁও→সুবর্ণগ্রাম
★★ পদ্মা→ কীর্তিনাশা
★★ যমুনা→ জোনাই নদী
★★ ব্রহ্মপুত্র→লৌহিত্য
★★ বুড়িগঙ্গা→ দোলাই নদী/খাল
★★ সোনারগাঁও→সুবর্ণগ্রা
★★ চট্টগ্রাম→ইসলামাবাদ/চট্টলা/ চাটগাঁ
★★ময়নামতি→রোহিতগিরি
★★বরিশাল→চন্দ্রদ্বীপ/বাকলা
★★ লালবাগ দূর্গ→তেহাবাগ দূর্গ
★★ নোয়াখালী→ সুধারামপুর/ভুলুয়া
★★ ময়মনসিংহ→নাসিরাবাদ
★★ কুমিল্লা→ ত্রিপুরা
★★ সিলেট→শ্রীহট্ট/জালালাবাদ
★★ কুষ্টিয়া→ নদীয়া
★★ মুজিবনগর→বৈদ্যনাথতলা
★★ বাগেরহাট→খলিফাতাবাদ
★★ আসাদ গেট→ আইয়ুব গেট
★★ সাতক্ষীরা→সাতঘরিয়া
★★ শেরে বাংলা নগর→আইয়ুবনগর
★★ রাঙামাটি→হরিকেল
★★ সেন্ট মার্টিন দ্বীপ→নারিকেল জিঞ্জিরা
★★ ফরিদপুর→ ফতেহাবাদ
★★ নিঝুম দ্বীপ→বাউলার চর
★★ কক্সবাজার→ফালকিং
★★ ফেনী→শমসের নগর
সমাপ্ত


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU