BOU

Sunday, November 18, 2018

৪১তম BCS (কম্পিউটার ও ICT সংক্রান্ত সাধারণ জ্ঞান) একাদশ পর্ব-(খ অংশ)


কম্পিউটার ও ICT সংক্রান্ত সাধারণ জ্ঞান

বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
একাদশ পর্ব-(খ অংশ)
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিসিএসসহ ১ম, ২য় ও ৩য় শ্রেণির সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (৫৩তম পর্ব) (৯৫% কমনের নিশ্চয়তা- যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

(ক অংশের পর)

352. A series of instructions that tells a computer what to do , how do it is called- program;
353. Chief component of first generation computer was- Vacuum Tubes and Valves;
354. First generation programming language – Machine language;
355. The language which is directly understood by the computer without translation program Machine language; 356. Second generation computer was developed in during 1956 to 1965;
357. Second generation programming language- Assembly language;
358. The third generation programming language is High level language;
359. Forth generation programming language- Very High level language;
360. Fifth generation programming language- Natural language;
361. Computer can understand human language after converting into machine language;
362. The present time is called age of information;
363. In industries the device is used as alternative of worker is called- Robot;
364. Computer is not intelligent like man;
365. Computer cannot be used to exchange of feelings;
366. 1st Generation computer- EDSAC;
367. 2nd Generation computer- IBM 1401;
368. Vacuum tubes- Computers of 1st generation;
369. Transistors instead of bulbs at first use in- Computers of 2nd generation;
370. High level language used in- 2nd generation computer;
371. Integrated circuit (IC) was in use in- 3rd generation computer;
372. Micro Computers (Micro processor)- 4th Generation computer;
373. The brain of a computer- Microprocessor;
374. Microprocessor invented in 1971;
375. Intel Itanum microprocessor is 128 bit;
376. A physical connection between the microprocessor memory and other parts of the microcomputer is known as- address bus;
377. A basic unit of measurement for capacitors is- farad;
378. At first Microprocessor manufactured by- Intel;
379. Microprocessor is used for processing data;
380. Intel 4080 was the model of the first microprocessor was marketed on November 1971;
381. The Microprocessor 8080 was manufactured by Intel in 1974;
382. Micro computer were first marketed by Apple company in 1976, Brand name- Apple;
383. International Business Machine (IBM) company marketed her microcomputer in 1981;
384. Apple company marketed her new series of microcomputer with Macintosh brand name in 1984 and earned quick popularity;
385. The translation from heavy computers to PCs was made possible by using- microprocessor;
386. Several lacks of transistors make a Microprocessor;
387. There are 5 generations of computers;
388. Fifth generation computer is still under development;
389. Artificial intelligence is associated with- fifth generation;
390. Super Computer- 5th generation computer;
391. 5th generation computer is also known as Knowledge information processing system;
392. Assembler is a software;
393. Translator convert programming instruction into Machine language;
394. Translator software is interpreter or compiler;
395. Main goal of programming is satisfactory solution of problem;
396. There are 3 types of programming language- i. Machine language, ii. Assembly language, iii. High level language;
397. Compiler software is used to convert High Level language into Machine language;
398. The program that used in High level language is- Source code;
399. In a perfect program there are 4 steps- i. Identity the problem, ii. Flow chart, iii. Code, iv. Debug;
400. When flow chart is converted into computer programming language is called- Coding;
401. Flow chart is the pictorial form of the different steps of a program;
402. Pseudo code used in programming, the word ‘Pseudo’ come from Greek;
403. In programming language ‘Pseudo’ means- It is not true;
404. When some instruction are written before using the programming language is called- Pseudo code;
405. Boolean data type is 2 byte;
406. Integer data type is 2 byte;
407. The size of ‘Date’ data type = 8 byte; [each character 2 byte] 408. Property, Event and Method are the base of a object oriented programming;
409. A visual basic programming does have 3 mood;
410. When controls are used on the form at the design mood visual basic programming is called Interface of program;
411. The principal goal of a visual basic programming language is fast and easy window based program;
412. In 3rd step coding work is done in programming;
413. Flow chart is one of the base of programming;
414. Coding means write program;
415. 3 types of operators used in visual Basic program;
416. Array- One kind of variable;
417. DO --------- LOOP is the statement, means- repetition;
418. The short form of Combo box- object in visual basic programming- cbo; [fb. com/BDGovernmentJobs]
419. The short form of command Button in visual Basic programming- cmd;
420. The short form of label object in visual basic programming- lbl;
421. The short form of Text object in visual basic program- txt
422. Visual basic programming marketed in 1960;
423. The program that translate program that’s written in high level language into machine language is called- Compiler;
424. The ‘Add or remove programs’ utility can be found in- Control panel;
425. The task of a debug program is to look into all programs to- Locate and correct errors;
426. The process of identifying and correcting mistakes in a computer program is referred to as- Debugging [Wrong program];
427. There are three types of errors in a program, namely- (a). Syntax error; (b). Logical error; (c). Executive error. 428. In a computer program, the process of executing the same instructions over and over is called- Looping; Computer Network and Internet:
429. Network can exchange data in between different companies;
430. There are 2 types of Network in computers in context of geographical region- Local Area Network (LAN) and Wide Area Network (WAN);
431. When computers are installed very near to each other is the Local Area Network;
432. When all the computers are installed a long way distance or among the countries is the Wide Area Network; 433. Wired and Wireless are the medium for making internet or network;
434. The structure that creates network among the computers is Topology;
435. The member of the Local Area Network is – Bus Topology, Ring Topology, Star Topology, Completely connected Topology, Delta Topology, Hybrid Topology;
436. The function of Delta Bus among the different computers- Delta transfer;
437. In Bus Topology does not have Host computer;
438. In Star Topology does have Host computer;
439. In Star Topology Host computer plays role of bridge with the terminal;
440. The name of extended form of Star Topology is- Tree Topology;
441. The Star Topology does not allow to transfer data directly from computer to computer;
442. Hybrid Topology consist of Ring + Bus + completely connected Topology;
443. Internet was popularly known to all and got its recognition in 1994;
444. The different servers of different cities come under satellite at the beginning of 90’s;
445. Each and every document of Internet purpose must have their won Address;
446. Uniform Resource Location (URL) is the address of document in internet;
447. There are 3 parts in an internet address;
৪৪৮. E-mail ঠিকানা দুইভাগে বিভক্ত;
৪৪৯. E-mail ঠিকানায় @ চিহ্ন অবশ্যই থাকে;
৪৫০. E-mail ঠিকানার @ চিহ্নের পরের অংশ- Host domain name;
৪৫১. E-mail ঠিকানার @ চিহ্নের আগে থাকে ব্যবহারকারীর নাম।
৪৫২. Network এর ৎরহম সংগঠন হচ্ছে বৃত্তাকার;
453. Wikipedia is online based free Encyclopedia;
454. BD News 24 dot com- The first internet based news agency of Bangladesh;
455. The first virtual news presenter- Anna nova;
456. YouTube is a famous video sharing site;
457. Facebook is a social networking site;
458. Google plus- A new social networking site of Google;
459. Account holders of Internet- Netigen;
460. A person having the full control over the domain of computer is- an operator.
461. The symbol must exist in an email address- @
462. Correct syntax for a URL- anyone@abc.com
463. In 1972, the symbol @ chosen for its use in e mail address;
464. We use web to- (1) Send and receive e-mail, (2) Search for information.
465. “Freeze Windows Panses” is an Excel command which helps in- Password protection;
466. Firewall- protects a computer system from hacking & filtering Virus;
467. A program that can copy itself and infect the computer without permission and knowledge of the owner is called- Virus;
468. The name of structure where data move through a network is- Packets;
469. Universal gate- NAND, NOR, EX-OR;
470. Verification of a log in name and password is known as- Authentication;
471. VoIP means- Voice Over Internet Protocol;
472. The Google’s first mobile phone is- Nexus One; Database :
473. Database means- Store of Information;
474. Database management means- proper management of data;
475. A database is a organized collection of- data or records;
476. The system when information of different table can exchange- Relational database;
477. A record consist of- more than one field;
478. Part of different record is called field;
479. Date of birth in database program is field;
480. Show data in various way- Report;
481. Yes/No in any program- Logical field;
482. Database software- Oracle, Fox Pro, File maker pro. Application of Computer & Multimedia:
483. Multimedia mean- many media;
484. Graphics font is used in Lisa and Macintosh;
485. At the end of 80’s start compose with the help of computer;
486. Lisa is an operating system;
487. The dynamic graphics of text in multimedia is called- Animation;
488. Casketed letter were used during poster size paper printing;
489. The additional advantage of Multimedia than Radio-Television are- interactivity;
490. The single wave of sound- Mono sound;
491. Many wave of sound- Stereo sound;
492. There are 2 kinds of multimedia- (i) Hyper multimedia, (ii) Non linear multimedia;
493. Hyper multimedia- Internet based;
494. Non linear multimedia- Computer based;
495. Multimedia development tools- Director, Hyper studio, Hyper Card, Super Card and Author;
496. The criteria to be a multimedia programmer- know text, animation and graphics;
497. 3 media is required for Multimedia Programming;
498. The advantage of 3D Vacillator Card in Multimedia is- Excess memory;
499. We can used Internet and Ethernet in multimedia;
500. Multimedia mainly depends on Programming;
501. Multimedia software and Internet is one of the modern teaching aid;
502. Television program is not multimedia, because it has no- Interactivity;
503. Nineteen century is recognized as remarkable period of Multimedia; RbK (Inventor) :
৫০৪. ইন্টারনেটের জনক- ভিন্টন গ্রে কার্ফ;
৫০৫. ডিজিটাল ক্যামেরার জনক- স্টিভেন জে সিসোন (যুক্তরাষ্ট্র);
৫০৬. ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনক- জন শেফার্ড ব্যারন;
৫০৭. মাইμোসফট এর জনক- বিল গেটস (১৯৭৫);
৫০৮. ওর্য়াল্ড ওয়াইড ওয়েব (WWW) এর জনক- টিম বার্নাডস লি (সুইজারল্যান্ড, ১৯৯১);
৫০৯. মোবাইল ফোনের জনক- মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র, ১৯৭৩);
৫১০. ইয়াহু’র জনক- জেরি ইয়াং (তাইওয়ান) ও ডেভিড ফেলো (যুক্তরাষ্ট্র), ১৯৯৫;
৫১১. গুগল- এর জনক- সার্জেই ব্রিন (যুক্তরাষ্ট্র, ১৯৯৮);
৫১২. ফেসবুকের জনক- মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র, ২০০৪);
৫১৩. টুইটারের জনক- জ্যাক ডোরসেই (যুক্তরাষ্ট্র, ২০০৬);
৫১৪. ই-বুক এর জনক- মাইকেল এস হার্ট;
৫১৫. ই-মেইলের জনক- র্যা য়মন্ড স্যামুয়েল টমলিনসন (যুক্তরাষ্ট্র);
৫১৬. উইকিলিকস (সুইডেন ভিত্তিক)- এর প্রতিষ্ঠাতা- জুলিয়ান এস্যাঞ্জ (অষ্ট্রেলিয়া);
৫১৭. কমপ্যাক্ট ডিস্ক (সিডি) এর জনক- নোরিও ওহগা (জাপান);
৫১৮. কম্পিউটার মাউসের জনক- ডগলাস এঙ্গেলবার্ট (যুক্তরাষ্ট্র);
৫১৯. আধুনিক ল্যাপটপের জনক- বিল মোগারিজ;
৫২০. সার্চ ইঞ্জিনের জনক- এলান এমটাজ;
৫২১. কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যপলের প্রতিষ্ঠাতা- স্টিভ জবস (সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র);
৫২২. পাঞ্চ কার্ডের উদ্ভাবক- জোসেফ ম্যারী জ্যাকুয়ার্ড;
৫২৩. লগারিদম এর উদ্ভাবক- জন নেপিয়ার;


কম্পিউটার ও ICT এর উপর ৫২৩টি প্রশ্ন ও উত্তর যা বিসিএস , ব্যাংক সহ যেকোন চাকরির পরীক্ষায় কাজে দেবে।
===============================
১. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার; অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (IC);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John von Neumann; কম্পিউটারের জনক বলা হয়-চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;(CPU)
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বল;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯.
২০. প্রম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮১;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে ইঅঝওঈ প্রোগ্রাম;
২৭. System softwareথাকে Startup disc G
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্র ম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্র ম স্বয়ংμিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- খঅঘ, গঅঘ, ডঅঘ;
৪৫. কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে বলা হয়- এরননবৎরংয;
৪৬. ঋষধংয সড়ারব তে তিন ধরনের ংুসনড়ষ ব্যবহার করা হয়।
৪৭. চযড়ঃড়ংযড়ঢ় এ এ্যাংকর পয়েন্ট ৫ প্রকার;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basicএ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
64. LAN Ges LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connectionএ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. Zoom out—image ছোট করা;
৭২. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৭৩. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৭৪. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে;

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU