Monday, July 30, 2018

বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-পর্ব-০৪


বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-পর্ব-০৪



Question : মুসলমান নারী জাগরণের কবি ̶

Answer : বেগম রোকেয়া

Question : .‘শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?

Answer : বডু চণ্ডিদাস

Question : .বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?

Answer : কৃপার শাস্ত্রের অর্থভেদ

Question : কবি আলাওলের জন্মস্থান কোথায়?

Answer : ফতেহাবাদ পরগনা

Question : 'অনল-প্রবাহ' রচনা করেন-

Answer : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি

Question : 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?

Answer : প্রলয়োল্লাস

Question : বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?

Answer : সবুজপত্র

Question : .\'জনৈক\' শব্দটির সন্ধি-বিচ্ছেদ-

Answer : জন+এক

Question : ব্যাকের তিন টি গুণ কী কী?

Answer : আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা

Question : .\' একাত্তরের চিঠি\' কোন জাতীয় রচনা?

Answer : মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

Question : বাংলা একাডেমী কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?

Answer : ১৯৫৫ খ্রি.

Question : সনেট কবিতার প্রবর্তক কে?

Answer : মাইকেল মধুসূদন দত্ত

Question : সমাস ভাষাকে কী করে?

Answer : সংক্ষেপ করে

Question : I have not heard from him__

Answer : for long

Question : Honey is__sweet.

Answer : very

Question : Your conduct admits __ no excuse.

Answer : of

Question : He had a __ headache.

Answer : bad

Question : I shall not __ the examination this year

Answer : appear at

Question : They travelled to Savar__

Answer : on foot

Question : He said that he __ be unable come.

Answer : would

Question : Naither Rini nor Simi __ qualified for the job.

Answer : is

Question : He said that he __ the previous day.

Answer : had come

Question : He watched the boat __ down the river.

Answer : floating

Question : \'Good\' is to \'bad\' as \'white\' is to__

Answer : black

Question : \'Botany\' is to \'plants\' as \'Zoology is to__.

Answer : animals

Question : When one is \'pragmatic\' he is being__

Answer : practical

Question : \"Into the __ of death rode the six hundred.\"

Answer : valley

Question : \"To be or not to be, that is the__\".

Answer : question

Question : \"I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men

are created equal\"

Answer : dream

Question : Who wrote the two famous novels , \'David Copperfiled\' and \'The Tale Of Tow Cities\'?

Answer : Charles Dickens

Question : Who wrote the plays , \'The Tempest\' and \'The Mid Summer Night\'s Dream?

Answer : William Shakespeare

Question : ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?

Answer : ১৯২১সালে

Question : বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?

Answer : ৩৪ টি

Question : বঙ্গভঙ্গের সময় ভারত এর গভর্নর জেনারেল কে ছিলেন?

Answer : লর্ড কার্জন

Question : বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?

Answer : সেন্টমার্টিন

Question : .আইএলও- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Answer : জেনেভা

Question : এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?

Answer : ব্যাংকক

Question : ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর কোথায়?

Answer : ব্রাসেলস্

Question : .বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

Answer : ভারত

Question : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

Answer : শেখ মুজিবুর রাহমান

Question : সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?

Answer : গৌড়

Question : বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

Answer : জেনারেল আতাউল গনি ওসমানী

Question : পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?

Answer : ৩ টি

Question : East London কোথায় অবস্থিত?

Answer : দক্ষিণ আফ্রিকায়

Question : ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

Answer : লর্ড মাউন্টব্যাটেন

Question : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?

Answer : ১১ টি

Question : মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

Answer : হিলারি ক্লিনটন

Question : ভারত এর বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

Answer : ড. মনমোহন সিং

Question : জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

Answer : নিউইয়র্ক

Question : সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

Answer : কাঠমুন্ডু

Question : টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?

Answer : নাফ

Question : .কম্পিউটার এর স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?

Answer : ROM

Question : সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে?

Answer : জাপান

Question : ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়?

Answer : বিদ্যুৎ

Question : যেসব নেউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় , তাদের কী বলা হয়?

Answer : আইসোটোন

Question : চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

Answer : বায়ুমণ্ডলীয় প্রতিসরণ

Question : .লাল আলোতে নীল রং এর বস্তু কেমন দেখায়?

Answer : কালো

Question : বৈদ্যুতিক বাল্ভের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?

Answer : টাংস্টেন

Question : জারণ বিক্রিয়ায় কী ঘটে?

Answer : ইলেক্ট্রন বর্জন

Question : .নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড

Answer : MgO

Question : .কোন ধাতু পানি অপেক্ষা হালকা?

Answer : সোডিয়াম

Question : পরমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যাবহার করা হয়?

Answer : সোডিয়াম

Question : .কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?

Answer : লুইপাস্তুর

Question : সুষম খাদ্যের উপাদান কয়টি?

Answer : ৬ টি

Question : গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?

Answer : অত্যাধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য

Question : পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

Answer : আলিবার্ড হল

Question : সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?

Answer : ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

Question : .জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?

Answer : ৬ ঘণ্টা ১৩ মি.

Question : কোনটি বায়ুর উপাদান নহে?

Answer : ফসফরাস

Question : অ্যালিউমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?

Answer : ফিটকিরি

Question : .কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যাবহার করা হয়?

Answer : পায়খানা,প্রস্রাবখানায়

Question : ১০ থেকে ৬০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?

Answer : ১০৭

Question : ৪০ সংখ্যাটি হতে ১১ কম । গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?

Answer : a=৪০+১১

Question : পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

Answer : 1

Question : ১.১, .০১ ও .০০১১ -এর সমষ্টি কত?

Answer : ১.১১১১

Question : ১.১৬ - এর সাধারন ভগ্নাংশ কোনটি?

Answer : ১ ৪/২৫

Question : ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮ টি ৫ টাকার নোটের কত অংশ?

Answer : ১/২

Question : পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে-

Answer : ১৫

Question : Which of the following integers has the most divisors?

Answer : 88

Question : Succssive discountn of 20% and 15% are equal to a single discount of-

Answer : 32%

Question : City B is 5 miles east of city A City C is 10 miles southest of city B.

Which of the following is the closed to the distance from city A to city C?

Answer : 14 miles

Question : .\'আব্দুল্লাহ\' উপন্যাসের রচয়িতা কে?

Answer : কাজী ইমদাদুল

Question : বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এর নাম-

Answer : দুর্গেশনন্দিনী

Question : দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?

Answer : হাড়িয়াভাঙ্গা

Question : খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

Answer : রোমে

Question : .গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?

Answer : হোসেন শাহ্‌

Question : .\'ডেভিস কাপ\' কোন খেলায় দেয়া হয়?

Answer : লন টেনিস

Question : পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?

Answer : লোহা

Question : অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-

Answer : লুইস ব্রেইল

Question : পারমাণবিক চুল্লিতে কোন্ মৌল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?

Answer : ইউরেনিয়াম-২৩৫

Question : .বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন্ ধাতুর তার ব্যাবহার করা হয়?

Answer : নাইক্রোম

Question : বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?

Answer : ১৯০৭

Question : নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?

Answer : অনিলাদেবী

Question : \'আধ্যাত্মিক\'উপন্যাসের লেখক কে?

Answer : প্যারীচাঁদ মিএ

Question : \'অনীক\'শব্দের অর্থ-

Answer : সৈনিক

Question : জ্যোৎস্নারাত কোন সমাসের দ্রষ্টান্ত ?

Answer : মধ্যপদলোপী কর্মধারয়

Question : Anatomy শব্দের অর্থ-

Answer : শারীরবিদ্যা

Question : .কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?

Answer : ভুসুকুপা

Question : .\'আফতাব\'শব্দের সমার্থক কোনটি ?

Answer : অর্ক

Question : \'বাগড়ম্বর\'শব্দের সন্ধি-বিচ্ছেদ-

Answer : বাক্+আড়ম্বর

Question : সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি-এ চরণদ্ধয়ের লেখক-

Answer : মদনমোহন তর্কালঙ্কার

Question : \'ঠাকুরমার ঝুলি\'কী জাতীয় রচনার সংকলন ?

Answer : রুপকথা

Question : বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ?

Answer : ৩

Question : .\'কাঁঠালপাড়া\'য় জন্মগ্রহণ করে কোন লেখক ?

Answer : বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়

Question : .নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ?

Answer : চ

Question : \'অপ\'কী ধরনের উপসর্গ ?

Answer : সংঙ্কৃত

Question : নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ?

Answer : ১৮৪৭-১৯১২

Question : .রবীন্দ্রনাথের\'সোনার তরী\'কবিতা কোন ছন্দে রচিত ?

Answer : মাএাবৃও

Question : \'সাহচর্য\'শব্দের শুদ্ধ গঠন কোনটি ?

Answer : সহচর+য

Question : \'পাহাড়তলী\'গ্রামে জন্মগ্রহণ করেন

Answer : উপরের কোনটি সঠিক নয়

Question : .\'পূর্বাশা\'পএিকার সম্পাদক ছিলেন-

Answer : সঞ্জয় ভট্রাচার্য

Question : In each of the follwing questions,out of the given alternatives,choose the one that

 best expresses the meaning of the given word:-IMPROVEMENT

Answer : Betterment

Question : AMICABLE

Answer : Friendly

Question : In each of the follwing questions,choose the word opposite in meaning to the given word:-

LIABILITY

Answer : Assets

Question : In each of the follwing questions,choose the word opposite in meaning to the given word:-HATE

Answer : Admire

Question : In each of the follwing questions,out of the four alternatives,choose the one

which can be substituted for the given words/sentence:-A song embodying religious and sacred emotions-

Answer : Hymn

Question : In each of the follwing questions,out of the four alternatives,choose the one

which can be substituted for the given words/sentence:-Time after twilight and before night-

Answer : Dusk

Question : Fill in the blanks in the following sentences by selecting the most appropriate alternative

 from among the four choices given:Parliamentary democracy demands discipline-to the rules.

Answer : adherence

Question : Reason is the highest faculty-on human by their creator.

Answer : bestowed

Question : Rishan walks as if he-lame.

Answer : were

Question : one of the four sentences given in each question is grammatically wrong.

That alternative is your answer:-

Answer : Laziness is detrimental for success

Question : one of the four sentences given in each question is grammatically wrong.

That alternative is your answer:-

Answer : I intend going to Rajshahi

Question : Each of the following idioms is followed by some alternatives. choose the one

which best expresses its meaning:-To keep one\'s head-

Answer : to keep calm

Question : To put the cart before the horse-

Answer : to reverse the natural order of things

Question : To read between the lines-

Answer : to grasp the hidden meaning

Question : I know him.

Answer : He is known to me

Question : A lion may be helped even by a little mouse.

Answer : Even a little mouse may help a lion

Question : Choose the correctly spelt word:-

Answer : Supersede

Question : The horror movic scared them out of their-

Answer : wits

Question : The people who carray a coffin at a funeral are called-

Answer : Pallbearers

Question : বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে ?

Answer : ১২০৪

Question : প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?

Answer : বরিশাল

Question : গণপ্রজাতমএী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে ?

Answer : 4

Question : .বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ?

Answer : ফরিদপুর

Question : 'সাগরকন্যা' কোন এলাকার ভৌগোলিক নাম ?

Answer : পটুয়াখালী

Question : বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় ?

Answer : ১-১১-০৭

Question : ৬-দফা দাবি কোথায় ঊথাপিত হয় ?

Answer : লাহোর

Question : .দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে ?

Answer : গজারিয়া

Question : ক্রিকেট বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ?

Answer : ২০০০

Question : বাংলাদেশের জাতীয় ফল কোনটি ?

Answer : কাঁঠাল

Question : .ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুস্থিত হয় ?

Answer : থিম্পু

Question : বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ?

Answer : EU

Question : আলফ্রেড নোবেল কী আবিঙ্কার করেন ?

Answer : ডিনামাইট

Question : নিচের কোন দেশটি G-8 এর সদস্য নয় ?

Answer : সুইডেন

Question : হাজার হ্রদের দেশ কোনটি ?

Answer : ফিনল্যাণ্ড

Question : কোথায় সেনাবাহিনী নেই ?

Answer : মালদ্বীপ

Question : কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয় ?

Answer : ১৮৬৩

Question : বিশ্ব মানবাধিকার দিবস\'

Answer : ১০ডিসেম্বর

Question : FIFA প্রতিষ্ঠিত হয় কবে ?

Answer : ১৯০৪

Question : .কিরগিস্তানের রাজধানী কোথায় ?

Answer : বিশকেক

Question : রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-

Answer : অক্রিজেন সরবরাহে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে

Question : .গ্রীনহাউস ইফেষ্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে ?

Answer : নিম্নভূমি নিমজ্জিত হবে

Question : সংকর ধাতু পিতলের উপাদান ?

Answer : তামা ও দস্তা

Question : বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-

Answer : একই হয়

Question : রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় ?

Answer : গামা রশ্মি

Question : ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-

Answer : চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়

Question : এনজিওপ্লাস্টি হচ্ছে-

Answer : হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

Question : আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?

Answer : ফিটকিরি

Question : ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ?

Answer : এডিস

Question : সুনামির (Tsumami)কারণ হলো-

Answer : সমুদ্র তলদেশের ভূমিকম্প

Question : কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?

Answer : ৭৬ বছর

Question : জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?

Answer : পানি সেচ

Question : কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বত হয় ?

Answer : সালফার

Question : নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?

Answer : পরামাণু শক্তি

Question : \'বিশ্ব পরিবেশ দিবস\' কোনটি ?

Answer : ৫ জুন

Question : স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-

Answer : পদার্থবিদ

Question : ফল পাকানোর জন্য দায়ী কী?

Answer : ইথিলিন

Question : .কোন লগিষঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২,১৮ এবং ২৪ দ্ধারা বিভাজ্য হবে ?

Answer : ৭০

Question : .নিচের কোনটি মৌলিক সংখ্যা ?

Answer : ৫৯

Question : .নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ?

Answer : ০.৩

Question : একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট । সংখ্যাটি কত?

Answer : ৩৪১

Question : ক ও খ একএে একটি কাজ ১২ দিনে করতে পারে । ক একা কাজটি ২০ দিনে করতে পারে ।

 খ একা কাজটি কতদিনে করতে পারবে ?

Answer : ৩০দিনে

Question : f(x)=x^3+kx^2-6x+9; k-এর মান কত হলে f(3)=0 হবে

Answer : -2

Question : .x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক ?

Answer : xz>yz

Question : একটি আয়তক্ষেএের দৈর্ঘ্য প্রস্ত্রের দ্ধিগুন । আয়তক্ষেএটির ক্ষেএফল 1250 র্বগমিটার হলে এর দৈর্ঘ্য কত ?

Answer : 50

Question : নিচের কোনটি বৃওের সমীকরণ ?

Answer : x^2+y^2=16

Question : a+1/a=3 হলa^3+1/(a^3)এর মান কত ?

Answer : 18

Question : .loga (m/n)=কত ?

Answer : loga^m-logn

Question : দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুটি সমকোণ হলে একটি অপরটির কী বলে ?

Answer : সম্পূরক কোণ

Question : বৃওের কেন্দ্র্র ছেদকারী জ্যাকে কী বলা হয় ?

Answer : ব্যাস

Question : দুটি এিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় ?

Answer : একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান

Question : .কোন এিভুজের বাহুগুললোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী এিভুজ অংকন সম্ভব হবে ?

Answer : ৩:৪:৫

Question : একটি মিনারের পাদদেশে হতে 20 মিটার দুরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর

উন্নতি কোণ 30^0 হলে মিনারটির উচ্চতা কত?

Answer : 20/ 3মিটার

Question : ১৩.৩/৪% এর সমান ?

Answer : ১১/৮০

Question : ৩,৯,৪ এর চতুর্থ সমানুপাতিক কত ?

Answer : 12

Question : 3x^3+2x^2-21x-20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-

Answer : x+1

Question : বাংলা সাহিত্যের আদি কবি কে?

Answer : লুইপা

Question : The bad news struck him like a bolt from the__

Answer : blue

Question : 0,1,2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

Answer : 2187

Question : যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুনফল যথাক্রমে 20 এবং 96 হয়,তবে সংখ্যা

দুটির ব্যাস্থানুপাতিক যোগফল কত হবে?

Answer : 5/24

Question : যদি (64)2/3 + (625)1/2-3h হয় তবে h এর মান কত?

Answer : 13 2/3

Question : একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলর দৈরঘ্য যথাক্রমে 20m,21m এবং 29m হলে আর ক্ষেত্রফল কত?

Answer : 210m^2

Question : দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুনফল 432 ,তবে বড় সংখ্যাটি কত?

Answer : 36

Question : (x-4)^2 + (y+3)^2=100 বৃত্তের কেন্দ্রিয় স্থাংক কত?

Answer : (4,-3)

Question : f(x)=x^3-2x+10 হলে f(0) কত?

Answer : 10

Question : 1^2+2^2+3^2+..........+x^2 এর মান কত

Answer : { x(x+1)(2x+1)}/6

Question : .যদি a+b=2,ab=1হয় তবে aএবং b এর মান কত?

Answer : 1,1

Question : 3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান-

Answer : x=-1,y=1

Question : যদি a2+1/a2=51হয় তবে a+1/a এর মান কত?

Answer : +-7

Question : x^3-x^2 কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে -

Answer : 4

Question : .(4x^2-16) এবং 6x^2+24x+24 এর গসাগু-

Answer : 2(x+2)

Question : একটি রম্বসের কর্ণ দ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?

Answer : 12

Question : Log2(1/32) এর মান-

Answer : -5

Question : কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60।তবে সংখ্যাটি কত?

Answer : 200

Question : .কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি । উহা কত?

Answer : 70

Question : রহিম,করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15,6 এবং 10 দিনে।

তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

Answer : 3 দিন

Question : .যদি Q/P=1/4 হয় তবে (P+Q)/(P-Q) এর মান-

Answer : 5/3

Question : .কোনটি সবচেয়ে ছোট ?

Answer : 2/13

Question : মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে-

Answer : ২৩ জোড়া

Question : হীরক উজ্জ্বল দেখায় কারণ -

Answer : পূর্ণঅভ্যন্তরীণপ্রতিফলনেরজন্য

Question : .কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায় ?

Answer : ৪০০ থেকে ৭০০ নেমি

Question : কৃষি জমিতে প্রধানত চুন ব্ব্যবহার করা হয় -

Answer : মাতির অম্লতে হ্রাসের জন্য

Question : কোলেস্টেরল এক ধরনের-

Answer : অসম্পৃক্ত এলকোহল

Question : প্রবল জোয়ারের কারণ ,যখন -

Answer : সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

Question : সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এর নাম -

Answer : সেক্সট্যান্ট

Question : কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়

Answer : ইন্টারনেট

Question : অপটিক্যাল ফাইবার হচ্ছে -

Answer : খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল

Question : বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -

Answer : আয়োনোস্ফিয়ার

Question : বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন -

Answer : স্টিফেন হকিং

Question : \'এপিকালচার\' বলতে বুঝায় -

Answer : মৌমাছির চাষ

Question : কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই ?

Answer : হিলিয়াম

Question : আকাশে বিদ্যুৎ চমকায় -

Answer : মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

Question : কাজ ও বলের একক যথাক্রমে-

Answer : জুল ও ডাইন

Question : বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -

Answer : স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

Question : .জারন বিক্রিয়ায় ঘটে -

Answer : ইলেকট্রন বর্জন

Question : .ভারি পানির সংকেত হচ্ছে -

Answer : D2O

Question : আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ?

Answer : প্রোটন সংখ্যা সমান থাকে

Question : In each of the following questions, out of the given alternatives, choose the one that

 best expresses the meaning of the given word:- Sporadic

Answer : Scattered

Question : In each of the following questions, out of the given alternatives, choose the one that

 best expresses the meaning of the given word:- Omnipotent

Answer : Supreme

Question : In each of the following questions, choose the word opposite in meaning to the given word:-

 Repeal

Answer : Enact

Question : In each of the following questions, choose the word opposite in meaning to the given word:-

 Equity

Answer : Bias

Question : In each of the following questions, out of the four alternatives, choose the one

which can be substituted for the given word/sentence:- A formal composition or speech expressing

high praise of somebody-

Answer : eulogy

Question : The word \'Shrug\' indicating doubt or indifference is associated with-

Answer : Shoulders

Question : He is quite _ in dealing with people.

Answer : diplomatic

Question : They suffered much _ tornado had hit their village.

Answer : since

Question : Choose the wrong sentence:

Answer : The land is belonged to an old lady

Question : Choose the wrong sentence:

Answer : His failure resulted for lack of attention

Question : Choose the correctly spelt word:-

Answer : Voluntary

Question : .Choose the correctly spelt word:-

Answer : Accelerate

Question : Choose the correctly spelt word:-

Answer : Tsunami

Question : Which living in poverty,the poet had to _ a great deal of sufferings

Answer : put up with

Question : Wordsworth introduced the readers _ a new kind of poetry.

Answer : to

Question : _ his earlierstudy,the Professor\'s new study indicates a general warning trend in global weather.

Answer : In contrast to

Question : Only those who are not serious to their success work by _ and start.

Answer : fits

Question : Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined

word given in the sentence: - One day \'women willhave has so long been denied them _

leisure, money and room to themselves.

Answer : Liberty

Question : Crafty men condemn studies, simple men admire them and wise men use them.

Answer : Denounce

Question : To end in smoke-

Answer : To come to nothing

Question : চর্যাপদ কোন ছন্দে লেখা?

Answer : মাত্রাবৃত্ত

Question : কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?

Answer : আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে

Question : কবি গানের প্রথম কবি –

Answer : গোজলা পুট

Question : \'কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?\' কার লেখা?

Answer : কৃষ্ণ চন্দ্র মজুমদার

Question : কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?

Answer : হরতাল

Question : বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাস এর চরিত্র কণটি?

Answer : কুন্দনন্দিনী

Question : গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন

Answer : W B Yeats

Question : The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন?

Answer : ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়

Question : কল্লোল প্রকাশিত হয় –

Answer : ১৯২৩

Question : কোনটি এ্যান্টিবায়োটিক

Answer : পেনিসিলিন

Question : জন্ডিসে আক্রান্ত হয় –

Answer : যকৃত

Question : ১,১,২,৩,৫,৮,১৩,২১,........ ধারার ১০ম পদটি কত ?

Answer : ৫৫

Question : ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে । একই ধরনের ৭টি কাপড় বুনতে

৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?

Answer : ৫ দিন

Question : একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যর ২/৩ অংশ । ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত ?

Answer : ৯৬ বর্গমিটার

Question : ৩ সে:মি:, ৪ সে:মি: ও ৫ সে:মি: বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নূতন একটি ঘনক তৈরি করা হল ।

 নূতন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে ?

Answer : ৬ সে:মি:

Question : তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোন সদস্যের বয়স

২১ বছর এর নিচে না হয় তবে তাদের কোন একজনের সরবচ্চো বয়স কত হবে?

Answer : ৩০

Question : বিদ্যুৎ পরিবাহী নয় –

Answer : রাবার

Question : চুম্বকে পরিণত করা যায় –

Answer : ইস্পাত

Question : মৌলিক পদার্থ –

Answer : লোহা

Question : স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু –

Answer : পারদ

Question : স্টেইনলেস স্টিলের অন্যতম উপদান –

Answer : ক্রোমিয়াম

Question : সর্বাপেক্ষা হালকা গ্যাস –

Answer : হাইড্রোজেন

Question : সঙ্কর ধাতু পিতলের উপাদান

Answer : তামা ও দস্তা

Question : সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল –

Answer : জিপসাম

Question : নবায়নযোগ্য শক্তির উৎস –

Answer : সূর্যরশ্মি

Question : ইন্টারনেট চালু হয় –

Answer : ১৯৬৯

Question : MKS পদ্ধতিতে ভরের একক –

Answer : কিলোগ্রাম

Question : Altimeter কি?

Answer : উচ্চতা পরিমাপক যন্ত্র

Question : বিগব্যাঙ তত্ত্বের প্রবর্তক –

Answer : জি. ল্যামেটার

Question : মহাজাগতিক রশ্মির আবিষ্কারক –

Answer : হেস

Question : ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান –

Answer : ১৯৬১

Question : গীনিচ মানমন্দির অবস্থিত

Answer : যুক্তরাজ্যে

Question : ভারী পানির সংকেত –

Answer : D2O

Question : লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –

Answer : দস্তা

Question : Noureen will discuss the issue with Nasir ___ phone

Answer : over

Question : Some writer sink __ oblivion in course of time

Answer : into

Question : \"Call to mind\" means

Answer : remember

Question : \"Pass away\" means

Answer : die

Question : Pick the word that is synonymous with \'authoritarian\'

Answer : autocratic

Question : The word \"permissive\" implies

Answer : liberal

Question : Each of the sons followed __ father\'s trade.

Answer : his

Question : Subject – verb agreement refers to –

Answer : number and person

Question : The error in the sentence, ‘One of the recommendation made by the committee was accepted by

the authorities’ is –

Answer : recommendation

Question : ‘The French’ refers to –

Answer : The French people

Question : If a person cannot stop taking drugs, he is –

Answer : addicted to them

Question : The word ‘officialese’ means –

Answer : language used in offices

Question : ‘Succumb’ means –

Answer : submit

Question : We look forward ____ a response from you.

Answer : to receiving

Question : If a part of a speech or writing breaks the theme, it is called –

Answer : digression

Question : The expression ‘take into account’ means

Answer : consider

Question : কর্তপক্ষ তাকে তিরস্কার করল –

Answer : The authorities took him to task

Question : ‘Such claim needs to be tested empirically’ means –

Answer : The test should be based on experience

Question : The idiom ‘put up with’ means –

Answer : tolerate

Question : In many ways, riding a bicycle is similar to –

Answer : driving a car

Question : অগ্নি এর সমার্থক নয় –

Answer : প্রজ্জলিত

Question : কোন চরনটি সঠিক?

Answer : ধন ধান্যে পুষ্পে ভরা

Question : শুদ্ধ নয় বানান –

Answer : উর্দ্ধ

Question : গৃহী এর বিপরীত শব্ধ

Answer : সন্ন্যাসী

Question : Excise duty পরিভাষা কোনটি

Answer : আবগারি শুল্ক

Question : কোন বাক্যটি শুদ্ধ?

Answer : তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়

Question : তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল - এটি কোন বাক্য?

Answer : মিশ্র বা জটিল

Question : সঠিক বানান

Answer : নিশীথিনী

Question : কোনটি \'কোলন\'

Answer : :

Question : ঢাকের কাঠি অর্থ

Answer : মোসাহেব

Question : শুদ্ধ বানান –

Answer : পিপীলিকা

Question : পূর্বাশা দ্বীপের অপর নাম –

Answer : দক্ষিণ তালপট্টি

Question : মুজিবনগর অবস্থিত –

Answer : মেহেরপুর

Question : সেন্টমার্টিন অবস্থিত কোন জেলায়

Answer : কক্সবাজার

Question : বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী –

Answer : রেডিমেড গার্মেন্টস

Question : শালবন বিহার অবস্থিত –

Answer : কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে

Question : সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত –

Answer : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

Question : এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ অনুষ্ঠিত হয় –

Answer : শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম

Question : বাংলাদেশের জাতীয় দিবস –

Answer : ২৬শে মার্চ

Question : বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি –

Answer : জেনারেল আতাউল গণি ওসমানী

Question : বাংলাদেশের রাজধানী –

Answer : ঢাকা

Question : শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়?

Answer : ময়মনসিংহ

Question : সম্প্রতি কোলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী ছবি –

Answer : গেরিলা

Question : বাংলাদেশের আপিল বিভাগে মোট বিচারক –

Answer : ১১

Question : শ্রীলংকার মুদ্রার নাম –

Answer : রুপী

Question : সার্ক এর সদস্য দেশ –

Answer : ৮

Question : পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত –

Answer : দাম্মাম

Question : পৃথিবীর গভীরতম স্থান –

Answer : প্রশান্ত মহাসাগর

Question : পৃথিবীর গভীরতম হ্রদ –

Answer : বৈকাল

Question : ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে –

Answer : ব্রাজিল

Question : যদি সেট A = {5,15,20,30} এবং B = {3,5,15,18,20} হয় তবে নীচের কোনটি A B নির্দেশ করবে ?

Answer : {5, 15, 20}

Question : (x-y, 3) = ( 0, x+2y) হলে (x,y) = কত ?

Answer : (1,1)

Question : একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে:মি:ছোট;কিন্তু অতিভুজ ২ সে:মি: বড় ।অতিভুজের

দৈর্ঘ্য কত ?

Answer : ১০ সে:মি:

Question : একটি সাবানের আকার ৫ সে:মি:× ৪সে:মি:× ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮ সে:মি:প্রস্থ এবং

 ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ?

Answer : ২৬৪০ টি

Question : বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধিত হয়েছে –

Answer : ১৫

 

Question : বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?

Answer : ১৯০৭

Question : "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির প্রথম সুরকার কে?

Answer : আব্দুল লতিফ

Question : ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম?

Answer : রবীন্দ্রনাথ ঠাকুরের

Question : বাংলা সাহিতে‍্যর অন্ধকার যুগের মেয়াদকাল

Answer : ১২০১-১৩৫০

Question : মধ্যযুগের কবি নন কে?

Answer : জয়নন্দী

Question : ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?

Answer : উইলিয়াম কেরি

Question : বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?

Answer : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Question : মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?

Answer : বেতাল পঞ্চবিংশতি

Question : কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা?

Answer : রামনারায়ণ তর্করত্ন

Question : নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি?

Answer : নীলকরদের অত্যাচার

Question : ঘরে বাইরে- উপন্যাসটি কার লেখা?

Answer : রবীন্দ্রনাথ ঠাকুর

Question : সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?

Answer : পঞ্চতন্ত্র

Question : তত্ত্ববোধিনী- পত্রিকার সম্পাদক কে ছিলেন?

Answer : অক্ষয়কুমার দত্ত

Question : ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?

Answer : কবর

Question : কোন কাব্যটি পল্লী কবি জসীম উদ্দীন রচিত?

Answer : রাখালী

Question : তুমি আসবে বলে হে স্বাধীনতা- কার কবিতা?

Answer : শামসুর রাহমান

Question : দেয়াল- রচনাটি কার?

Answer : হুমায়ূন আহমেদ

Question : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

Answer : হাঙর নদী গ্রেনেড

Question : ১৯৮৫ সালে নাসির উদ্দীন স্বর্ণ পদক কে পান?

Answer : সৈয়দ আলী আহসান

Question : বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে—

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

Answer : ৬৫০-১২০০

Question : রক্তে হিমোগ্লোবিনের কাজ -

Answer : অক্সিজেন পরিবহন করা

Question : মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -

Answer : শ্বসন

Question : কোন সংখ্যার ০.১পৌনোপৌনিক ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?

Answer : ৯০

Question : একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪

মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল

কত হবে?

Answer : ১৯৬ বর্গমিটার

Question :

Answer :

Question : 169 is equal to -

Answer : 13

Question : তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুন; সংখ্যা তিনটির গড় কত?

Answer : ৪

Question : একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা

দেওয়ায় মোট 75 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?

Answer : 75

Question : মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে

 প্রতিটি কলমের মূল্য 1টাকা কত পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?

Answer : 15 টি

Question : ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ ২৩ তারিখ হলে তার

 জন্মদিন কোন তারিখে?

Answer : ৭

Question : ০.০৩, ০.১২, ০.৪৮, -- শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?

Answer : ১.৯২

Question : নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ?

Answer : রূপা

Question : বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -

Answer : ঘনত্ব বেশি

Question : Photosynthesis takes place in -

Answer : Green parts of the plants

Question : ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান প্রহণ করে ?

Answer : নাইট্রোজেন

Question : ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-

Answer : চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়

Question : ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ?

Answer : এডিস

Question : সুষম খাদ্যের উপাদান কয়টি?

Answer : ৬ টি

Question : ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

Answer : অগ্ন্যাশয় হতে

Question : হাড় ও দাঁত কে মজবুত করে-

Answer : ফসফরাস

Question : অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -

Answer : গ্লাইকোজেন

Question : প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে -

Answer : ইভোলিউশন

Question : কোন খাদ্যে প্রোটিন বেশি ?

Answer : মসুর ডাল

Question : কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে ?

Answer : খেসারী

Question : সুনামির (Tsumami)কারণ হলো-

Answer : সমুদ্র তলদেশের ভূমিকম্প

Question : জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?

Answer : পানি সেচ

Question : নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?

Answer : পরামাণু শক্তি

Question : কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

Answer : শুশুক

Question : প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশী মৃদু পানি পাওয়া যায়?

Answer : বৃষ্টি

Question : Lunar eclipse occurs on -

Answer : A full moon day

Question : The term PC means -

Answer : Personal computer

Question : পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?

Answer : নিউট্রন ও প্রোট্রন

Question : গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহার করা হয় ?

Answer : সালফিউরিক

Question : \'Botany\' is to \'plants\' as \'Zoology is to__.

Answer : animals

Question : Tiger: Zoology :: Mars :

Answer : Astronomy

Question : \'Maiden speech\' means .

Answer : First speech

Question : What is the masculine gender of "mare" ?

Answer : Stallion

Question : প্রাণদ : জল : মহীজ : ?

Answer : গ্রহ

Question : বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় ?

Answer : ৭ মার্চ,১৯৭৩

Question : বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

Answer : বিশ্বব্যাংক

Question : বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?

Answer : ১৭৯৩ সালে

Question : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?

Answer : ১৭ মার্চ ১৯২০ খৃঃ

Question : বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?

Answer : ফেণী

Question : বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?

Answer : ১৯৬৪ খৃঃ

Question : বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?

Answer : সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন

Question : বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি?

Answer : নাফ

Question : Who is known as the 'Lady of the Lamp'?

Answer : Florence Nightingale

Question : For which of the following disciplines Nobel Prize is awarded ?

Answer : All of the above

Question : EURO is the currency of -

Answer : Europe

Question : জামাল নজরুল ইসলাম কে?

Answer : বৈজ্ঞানিক

Question : তাহরির স্কয়ার- কোথায় অবস্থিত?

Answer : কায়রো

Question : আরব বসন্ত- বলতে কি বুঝায়?

Answer : আরবের বিভিন্ন দেশে গণজাগরণ

Question : আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?

Answer : ভ্যাটিকান

Question : এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

Answer : ভারত

Question : লয়াজিরগা- কোন দেশের আইন সভা?

Answer : আফগানিস্তান

Question : শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?

Answer : থাইল্যান্ড

Question : International Court of Justice-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Answer : নেদারল্যান্ডসের দ্য হেগে

Question : অ্যামনেস্টি ইন্টার‌ন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়?

Answer : লন্ডন

Question : IMF is the result of

Answer : Brettonwood Conference

Question : নিম্নের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?

Answer : UNESCO

Question : কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?

Answer : ভারত

Question : বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-

Answer : ৩১ মে

Question : কোপেন হেগেন কোন দেশের রাজধানী?

Answer : ডেনমার্ক

Question : মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

Answer : ১০ এপ্রিল,১৯৭১

Question : ( 5^(n 2) 35*(5^(n-1)) )/4*5^n এর মান কত?

Answer : 8

Question : A = {1, 2, 3} B = হলে A B = কত?

Answer : {1, 2, 3}

Question : x + y = 2, x^2 + y^2 = 4 হলে x^3 + y^3 = কত?

Answer : 8

Question : N.B stands for -

Answer : Nota bene

Question : বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-

এর ক্ষেত্রফল x বর্গমিটার।

 ΔABC-এর ক্ষেত্রফল কত?

Answer : 2x বর্গমিটার

Question : একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার।

বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?

Answer : ৪২ সেন্টিমিটার

Question : একটি পঞ্চভুজের সমষ্টি

Answer : ৬ সমকোণ

Question : ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো

Answer : ১২০

Question : ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই

 তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

Answer : ৮

Question : Fill in the blank of the following sentence with the right form of verb. if I _____ a king!

Answer : were

Question : In Cricket game the length of the pitch between th two wickets is -

Answer : 22 yards

Question : Badminton is the national sport of -

Answer : Malaysia

Question : ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়

Answer : সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন

Question : আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার                                                                       কক্ষে প্রবেশ করলেন।

 আমার কক্ষে মোট কতজন লোক হল?

Answer : ১১

Question : ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?

Answer : ক এর মামা চ

Question : ছবি দেখুন http://bcsprep.com/blog/wp-content/uploads/2013/12/shape.png

Answer : T, X



Question : আরব বসন্ত- বলতে কি বুঝায়?

Answer : আরবের বিভিন্ন দেশে গণজাগরণ

Question : আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?

Answer : ভ্যাটিকান

Question : এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

Answer : ভারত

Question : লয়াজিরগা- কোন দেশের আইন সভা?

Answer : আফগানিস্তান

Question : শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?

Answer : থাইল্যান্ড

Question : International Court of Justice-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Answer : নেদারল্যান্ডসের দ্য হেগে

Question : অ্যামনেস্টি ইন্টার‌ন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়?

Answer : লন্ডন

Question : IMF is the result of

Answer : Brettonwood Conference

Question : নিম্নের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?

Answer : UNESCO

Question : কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?

Answer : ভারত

Question : বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-

Answer : ৩১ মে

Question : কোপেন হেগেন কোন দেশের রাজধানী?

Answer : ডেনমার্ক

Question : মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

Answer : ১০ এপ্রিল,১৯৭১

Question : ( 5^(n 2) 35*(5^(n-1)) )/4*5^n এর মান কত?

Answer : 8

Question : A = {1, 2, 3} B = হলে A B = কত?

Answer : {1, 2, 3}

Question : x + y = 2, x^2 + y^2 = 4 হলে x^3 + y^3 = কত?

Answer : 8

Question : N.B stands for -

Answer : Nota bene

Question : বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-

এর ক্ষেত্রফল x বর্গমিটার।

 ΔABC-এর ক্ষেত্রফল কত?

Answer : 2x বর্গমিটার

Question : একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার।

বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?

Answer : ৪২ সেন্টিমিটার

Question : একটি পঞ্চভুজের সমষ্টি

Answer : ৬ সমকোণ

Question : ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো

Answer : ১২০

Question : ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই

 তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

Answer : ৮

Question : Fill in the blank of the following sentence with the right form of verb. if I _____ a king!

Answer : were

Question : In Cricket game the length of the pitch between th two wickets is -

Answer : 22 yards

Question : Badminton is the national sport of -

Answer : Malaysia

Question : ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়

Answer : সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন

Question : আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার                                                                       কক্ষে প্রবেশ করলেন।

 আমার কক্ষে মোট কতজন লোক হল?

Answer : ১১

Question : ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?

Answer : ক এর মামা চ

Question : ছবি দেখুন http://bcsprep.com/blog/wp-content/uploads/2013/12/shape.png

Answer : T, X


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU