সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব
(সকল চাকরি পরীক্ষার জন্য)
1.প্রশ্ন : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন,
২০২৩ অনুযায়ী BPSC – কিভাবে গঠিত হবে?
উত্তর : ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব
২০ সদস্যের সমন্বয়ে।
2.প্রশ্ন : ৯ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী
শেখ হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?
উত্তর : পাট ।
3.প্রশ্ন : শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি
কোথায় স্থাপিত হবে?
উত্তর : জামালপুর ।
4.প্রশ্ন : শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি
কোথায় স্থাপিত হবে?
উত্তর : রংপুর ।
5.প্রশ্ন : মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
6.প্রশ্ন : BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের
উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
(BLRI)।
7.প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য
কী?
উত্তর : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
8.প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৩ ‘ইউনাইটেড কমার্শিয়াল
ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
৷
9.প্রশ্ন : বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি
দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম ।
10.প্রশ্ন : বাংলা একাডেমি পরিচালিত প্রথম
“রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান।
11.প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের
বর্তমান কান্ট্রি ডিরেক্টর কে?
উত্তর : আবদৌলায়ে সেক ।
12.প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের মোট ভোটার
সংখ্যা কত?
উত্তর : ১১,৯০,৬১,১৫৮ জন।
13.প্রশ্ন: সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড)
কোর্সের বর্তমান নাম কী?
উত্তর : ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)।
14.প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম উপনেতা কে
ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।
15.প্রশ্ন : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির
(BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
উত্তর : সাকিব আল হাসান।
16.প্রশ্ন : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি
রোগীর সংখ্যা কত?
উত্তর : ৯,৭০৮ জন। দেশে ১,৮২০ জন এইচআইভি রোগী
মারা যায়।
17.প্রশ্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ
অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব।
18.প্রশ্ন : জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি
কর্ম কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০২৩।
19.প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা
৭ জন’ এর পরিচালক কে?
উত্তর : খিজির হায়াত খান
20.প্রশ্ন : জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন
ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।
21.প্রশ্ন : চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম
নারীর নাম কী?
উত্তর : মায়িশা রহমান ।
22.প্রশ্ন : বঙ্গভবন তোশাখানা জাদুঘর করে উদ্বোধন
করা হয়?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।
23.প্রশ্ন : ২০২২ সালে কতজন বাংলা একাডেমি
পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৫ জন ।
24.প্রশ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
সাকার মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
উত্তর : ১১ জানুয়ারি ২০২৩।
25.প্রশ্ন : বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
উত্তর : ১৮৩টি ।
বাংলাদেশ বিষয়াবলীর
১. মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীনে?
✓মেট্রোরেল
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে।
২. বঙ্গভবন তোষাখানা জাদুঘর কত সালের কোন তারিখে
উদ্বোধন করা হয়?
✓২০২৩
সালের ২৪শে জানুয়ারি বঙ্গভবন তোষাখানা জাদুঘর উদ্ভাবন করা হয়।
৩. শিল্প মন্ত্রণালয় জাকিয়া সুলতানা কত তারিখে
দায়িত্ব গ্রহণ করেন?
✓২০২৩
সালের ২৭ শে সেপ্টেম্বর
৪. সমাজকল্যাণ মন্ত্রণালয় মোঃ খাইরুল আলম
শেখ কত তারিখে নিয়োগপ্রাপ্ত হন?
✓২০২৩
সালের ৫ অক্টোবর
৫. বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত?
✓
১১,৯০,৬১,১৫৮
৬. জাপানে অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
✓
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত
৭. প্রথমবারের মতো করোনা ভাইরাস প্রতিরোধে
চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম কোন বছরের কত তারিখে পরীক্ষামূলকভাবে শুরু হয়?
✓২০২২
সালের ২০ ডিসেম্বর
৮. বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর বিচারপতি
এম ইনায়েতুর কত তারিখে নিয়োগ পান?
✓
২০২৩ সালের ১৫ ই অক্টোবর
৯. বাংলাদেশের নিযুক্ত বিশ্বব্যাংকের বর্তমান
কান্ট্রি ডিরেক্টর হিসেবে কে অবস্থান করছেন?
✓
আবদৌলায়ে শেখ
১০. বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গত
৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
✓
সাকিব আল্লাহ হাসান
১১. অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য
কী?
✓পড়ো
বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
১২. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার
মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
✓
১১ জানুয়ারি ২০২৩
১৩.BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের উদ্ভাবক
কোন প্রতিষ্ঠান?
✓বাংলাদেশ
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
১৪. ২০২২ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার
লাভ করেন?
✓
১৫ জন
১৫. বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন ২০২৩ অনুযায়ী
বিপিএসসি কিভাবে গঠিত হয়?
✓২০২৩
অনুযায়ী বি পি এস সি একজন সভাপতি এবং ন্যূনতম ৬ জন ও অনূর্ধ্ব ২০ জন সদস্যের সমন্বয়ে
গঠিত হয়
১৬. শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমী কোথায়
স্থাপিত হয়?
✓
রংপুর
১৭. মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’
এর পরিচালক কে?
✓খিজির
হায়াত খান
১৮. বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা ইউএস
গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
✓
১৮৩টি
১৯. চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর
নাম কী?
✓
মায়িশা রহমান ।
২০.জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বিল, ২০২৩’ পাস হয় কবে?
✓২০২৩
সালের ১৬ জানুয়ারি
২১. শেখ রাসেল শিশু পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
✓
নাটোরে
২২. কত সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড
থেকে বিনা কর্তনে ছাড়পত্র লাভ করার সিস্টেম চালু হয়?
✓
২০২৩ সালের ৩১ শে জুলাই
২৩. মুজিব চলচ্চিত্রটির ট্রেলার আনুষ্ঠানিকভাবে
কবে প্রকাশ পায়?
✓
২০২৩ সালের ১ লা অক্টোবর অর্থাৎ এক তারিখে
২৪. মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রটি
বাংলাদেশের মুক্তি পায় কবে?
✓
১৩ ই অক্টোবর ২০২৩
২৫. মুজিব চলচ্চিত্রটি ভারতসহ বিশ্বব্যাপী
মুক্তি পায় কোন মাসের কত তারিখে?
✓
চলচ্চিত্রটি অক্টোবর মাসের ২৭ তারিখে ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায়
২৬. মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রটি
কত তারিখে নির্মাণ শুরু হয় এবং কোথায়?
✓
২২ শে জানুয়ারি ২০২১ সালের ভারতের মুম্বাইয়ে নির্মাণ কার্য শুরু হয়
২৭. মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির
পোস্টার প্রকাশ পায় কত তারিখে?
✓
২০২২ সালের ৩রা মে
২৮. অচিন মাঝি শিরোনামে গানটির গীতিকার এবং
গায়ক কে?
✓
মুজিব চলচ্চিত্রের অচিন মাঝি গানে গীতিকার হলেন জাহিদ আকবর এবং কণ্ঠশিল্পী অর্থাৎ গায়ক
হলেন রথী জিৎ ভট্টাচার্য।
২৯. মুজিব চলচ্চিত্রটির দৈর্ঘ্য কত?
✓
মুজিব চলচ্চিত্রের দৈর্ঘ্য 178 মিনিট
৩০. মুজিব চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় কত টাকা?
✓
মুজিব চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় মোটামুটি ৮৩ কোটি টাকা
৩১. ভিসা ছাড়াই ওমরা হো পালন করা হয় কত তারিখে?
✓
২০২৩ সালের ৩রা অক্টোবর
৩২. বাংলাদেশের কোথায় দেশের সবচেয়ে উঁচু
ঝরনা রয়েছে?
✓
বান্দরবানে
৩৩. বাংলাদেশের সবচেয়ে উচু ঝরনার নাম কি?
✓
লাংলোক
৩৪. জয়িতা টাওয়ার উদ্বোধন করা হয় কবে?
✓
জয়িতা টাওয়ার প্রথম উদ্বোধন করা হয় ২০২৩ সালের ১৭ অক্টোবর
৩৫. জয়িতা টাওয়ার তৈরিতে কত টাকা খরচ হয়
এবং কত বিঘা জমির উপরে স্থাপিত হয়েছে?
✓
এক বিঘা জমির উপরে ১৬৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট জয়িতা টাওয়ার স্থাপিত হয়েছে
৩৬. কত সালে নবাব ৬ জন নেশা জমিদার বাড়ি জাদুঘর
হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?
✓
২০২৩ সালে
৩৭. ৩৯ জেলায় ১৫০ সেতু উদ্বোধন হয় কত তারিখে
✓
২০২৩ সালের ১৯শে অক্টোবর ২৯ জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫০ টি সেতু উদ্বোধন করেন
৩৮. কত তারিখ থেকে মেট্রো রেলের নিরাপত্তায়
এম আর টি পুলিশ নিয়োজিত রয়েছে?
✓
২০২২ সালের ২৮ ডিসেম্বর
৩৯. বর্তমানে দেশের কতটি উপজেলায় কৃষক অ্যাপ
চালু রয়েছে?
✓
২৭২ টি উপজেলায় কৃষক এপ চালু রয়েছে
৪০. বাংলাদেশের প্রথম মনোত্তর কিডনি দাতা কে?
✓
সারাহ ইসলাম.
খেলাধুলা বিষয়াবলী
১. কোন খেলার সঙ্গে আগা খানকাপ জড়িত?
✓
হকি
২. ২০২৩ সালে বিশ্বকাপের প্রাইজমানি কত টাকা?
✓
চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা। অন্যদিকে রানার্স আপ এর জন্য ২১ কোটি
৯৪ লাখ টাকা, শ্রেণীতে বাদ পড়া দলের জন্য ৮ কোটি ৭৮ লাখ টাকা, গ্রুপ পর্বে প্রতি জয়ের
খেলোয়াড়দের জন্য ৪৩ লাখ ৮৯ হাজার টাকা এবং গ্রুপ পর্বে বাদ পড়া দলের জন্য ১ কোটি
১০ লাখ টাকা।
৩. আইসিসির নতুন নিয়ম আনা হয় কত সালে?
✓
২০২৩ সালের বিশ্বকাপে একটি প্রধান নিয়মে পরিবর্তন আনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
অর্থাৎ আইসিসির নতুন নিয়ম আনা হয় ২০২৩ সালে।
৪. ২০২৩ সালের ৫ই অক্টোবর ওয়ানডে বিশ্বকাপে
ভারতের মুখোমুখি কোন দল খেলে?
✓
ইংল্যান্ড ও নিউজিল্যান্ড
৫. কত সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত
হয়
✓
১৯৭৫ সালে
৬. বিশ্বকাপে ভারসাম্য আনতে কে উদ্যোগ নেয়?
✓
আইসিসি
৭. বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়
কে?
✓
সাকিব আল হাসান
৮. বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়
সাকিব আল হাসানের বয়স কত?
✓
৩৬ বছর ১৮৫ দিন
৯. বিশ্বকাপের দুই মাসকট কারা?
✓
বিশ্বকাপে নারী মাসকটের নাম হচ্ছে ব্লেজ অন্যদিকে পুরুষ মাছকটের নাম টংক
১০. ফুটবল রেফারি দের দক্ষতার জন্য কি পরীক্ষা
দিতে হয়?
✓
কুপার টেস্ট
১১. ভারতে ক্রিকেটের আসর প্রথম কত সালে বসেছিল
✓
১৭২১ সালে
১২. হকি খেলাটি প্রথমে কি নামে পরিচিত ছিল?
✓
কমক
১৩. ক্যারাম খেলতে কতগুলো গুটি থাকে?
✓
১৯ টি
১৪. স, ম্যাশ কথাটি কোন খেলার সাথে সাদৃশ্যপূর্ণ?
✓
ভলিবল
১৫. অলিম্পিক খেলা কত সময়ের ব্যবধানে হয়?
✓
চার বছরের
১৬. ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে
হয়?
✓
২৬ মাইল ৩৮৫ গজ
১৭. বাস্কেটবল খেলায় উভয়পক্ষে কতজন খেলোয়াড়
প্রয়োজন পড়ে?
✓
৫ জন
১৮. কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয়?
✓
রাগবি
১৯. সুব্রত কাপ কোন খেলার সাথে জড়িত?
✓
ফুটবল
২০. নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
✓
বক্সিং
আন্তর্জাতিক বিষয়াবলী
১. সম্প্রতি সমুদ্রের ওপর বুলেট ট্রেন চালু
হয়েছে কোথায়?
✓
চীনে
২. ফিলিস্তিনে প্রথম সৌদি রাষ্ট্রদ্রুত হিসেবে
যোগদান কে?
✓
নায়েফ বিন বান্দার আল সুদাইর
৩. ইন্দোনেশিয়ায় সর্বপ্রথম বুলেট ট্রেন চালু
হয় কোন সালের কত তারিখে?
✓
ইন্দোনেশিয়া তে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু
হয় ২০২৩ সালের ২রা অক্টোবর।
৪. ডেঙ্গুটিকার অনুমোদন প্রদান করা হয় কত
সালে?
✓
২০২৩ সালের দোসরা অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাপানের ঔষধ ও টিকা প্রস্তুতকারী
কোম্পানির জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য ছাড়পত্র দেন এবং এর অনুমোদন পাওয়ার আগেই
২০২২ সাল থেকে এই টিকা ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ইন্দোনেশিয়া
ব্রাজিল থাইল্যান্ড ও আর্জেন্টিনা। সেই সাথে ২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়ন সহ আরো ১৯
টি দেশ ডেঙ্গুটিকার অনুমোদন দিয়ে দেয়।
৫. ২০২৩ সালে কোন বিষয়ে অবদানের জন্য চিকিৎসায়
নোবেল পুরস্কার দেওয়া হয়?
✓
mRNA ভ্যাকসিন গবেষণার জন্য
৬. ২০২৩ সালের আইনের শাসন সূচকে সর্বনিম্ন
দেশ কোনটি রয়েছে?
✓
ভেনেজুয়েলা
৭. ২০২৩ সালের আইনের শাসন সূচকে শীর্ষ দেশ
রয়েছে কোনটি?
✓
ডেনমার্ক
৮. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রম শক্তি
জরিপ ২০২২ অনুযায়ী দেশে বেকারের সংখ্যা কত?
✓
২৫ লাখ ৮২ হাজার
৯. কিডস রাইটস সূচকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
✓
সুইডেন
১০. বিশ্বে দ্রুতগতির শহর হিসেবে পরিচিতি লাভ
করেছে কোন দেশ?
✓
যুক্তরাষ্ট্রের ফ্লিন্ট ও মিশিগান
১১. বিশ্বে ধীর গতির শহর কোনটি?
✓
বাংলাদেশের ঢাকা শহর
১২. ২০২৩ সাল পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ী
নারীদের সংখ্যা মোট কত?
✓
মোট চারজন
১৩. মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি
পরিষদের নতুন স্পিকার কে?
✓
মার্কিন জনসন
১৪. ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত
কে?
✓
নায়েফ বিন বান্দার আল সুদাইরি
১৫. ফিলিস্তিনের স্বাধীনতা আমি সংগঠন হামাস
কবে প্রতিষ্ঠিত হয়?
✓
১৯৮৭ সালের ১০ ডিসেম্বর
১৬. নিশীমোড়া ধূমকেতু কার নামে নামকরণ করা
হয়েছে?
✓
নিশি মুড়া ধুমকেতু হিদিও নিশিমুরা নামের একজন জাপানিজের নাম থেকে নামকরণ করা হয়েছে।
১৭. কত সালে নিশিমুরা ধুমকেতুর নাম আবিষ্কার
করা হয়?
✓
২০২৩ সালের ১২ আগস্ট
১৮. বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায়
অবস্থিত?
✓
জাপানে
১৯. বিশ্বের দীর্ঘতম কাচের সেতু কোন দেশে অবস্থিত?
✓
ভিয়েতনামে
২০. কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা
দাতা প্রতিষ্ঠান প্রজেক্ট কুইপার এর প্রতিষ্ঠাতা কে?
✓
জেফ বেজোস
বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
১. বাংলাদেশে প্রথম কবে রেলপথ চালু হয়?
উত্তরঃ ১৮৬২ সালে দর্শনায়।
২. বাংলাদেশ ভূখণ্ডে নির্মিত প্রথম মিটার গেজ
রেলপথ কোনটি?
উত্তরঃ ঢাকা নারায়ণগঞ্জ ।
৩. বাংলাদেশের কোথায় রেলওয়ে রজ্জুপথ আছে?
উত্তরঃ সিলেটে।
৪. কবে বাংলাদেশ থেকে রেলওয়ে বোর্ড বিলুপ্ত
করা হয়?
উত্তরঃ ৩ জুন, ১৯৮২ সালে।
৫. বাংলাদেশে বর্তমানে দীর্ঘতম রেল ও সড়ক
সেতু কোনটি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু।
৭. কখন বাংলাদেশে আন্তনগর ট্রেন সার্ভিস চালু
হয়?
উত্তরঃ ১৯৮৫ সালে ।
৮. ঢাকাটঙ্গীর মধ্যে শাটলট্রেন চালু হয় কবে?
উত্তরঃ ১ সেপ্টেম্বর, ২০০২।
৯. বাংলাদেশে মোট রেল স্টেশন কতটি?
উত্তরঃ ৪৮৯ টি।
১০. বাংলাদেশে ব্রডগেজ রেল স্টেশনের সংখ্যা
কতটি?
উত্তরঃ ১৫২টি ।
১১. বাংলাদেশে মিটারগেজ রেল স্টেশনের সংখ্যা
কতটি?
উত্তরঃ ৩৩৭টি
১২. বাংলাদেশ রেলওয়ে সদর দফতর কোথায়?
উত্তরঃ ঢাকা ।
১৩. বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর
কোথায়?
উত্তরঃ চট্টগ্রামে ।
১৪. রেল পুলিশকে সাধারণভাবে কী বলা হয়?
উত্তরঃ জিআরপি
১৫. বাংলাদেশ কয়টি জিআরপি অঞ্চলে বিভক্ত ও
কী কী?
উত্তরঃ ২টি।
১৬. সারা দেশে চলাচলকারী ট্রেনের সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৫৮টি।
১৭. সারা দেশে আন্তঃনগর চলাচলকারী ট্রেনের
সংখ্যা কতটি?
উত্তরঃ ৯৬ টি।
১৮. সারা দেশে মেইল এক্সপ্রেস ডেমু চলাচলকারী
ট্রেনের সংখ্যাকতটি?
উত্তরঃ ১২০টি।
১৯. সারা দেশে লোকাল চলাচলকারী ট্রেনের সংখ্যা
কতটি?
উত্তরঃ ১৩৫টি।
২০. সারা দেশে রেলসেতুর সংখ্যা কতটি?
উত্তরঃ ৩,৬৫০টি।
২১. সারা দেশে রেল লেবেল ক্রসিং সংখ্যা কতটি?
উত্তরঃ ১,৬১০ টি।
২২. সারা দেশে ইটিকেটিং সেবা রেলস্টেশনের সংখ্যা
কতটি?
উত্তরঃ ৬টি (ঢাকা, ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম,
রাজশাহী, সিলেট ও খুলনা)
২৩. ইটিকেটিং সেবা রেলস্টেশনগুলো কবে থেকে
চালু হয়?
উত্তরঃ ২৯ মে, ২০১২ সালে।
২৪. সারা দেশে কম্পিউটারাইজড ট্রেন ইনফরমেশন
ডিসপ্লে সিস্টেম রেল স্টেশনের সংখ্যা কতটি?
উত্তরঃ ৫টি। (ঢাকা, ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম,
রাজশাহী ও সিলেট) ।
২৫. রেলপথে ঢাকার সাথে পঞ্চগড়ের দূরত্ব কত?
উত্তরঃ ৬৩৯ কি.মি ।
২৬. রেলপথে ঢাকার সাথে খুলনার দূরত্ব কত?
উত্তরঃ ৫৩৭ কি.মি ।
২৭. রেলপথে ঢাকার সাথে দিনাজপুরের দূরত্ব কত?
উত্তরঃ ৪৯০ কি.মি ।
২৮. রেলপথে ঢাকার সাথে চট্টগ্রামের দূরত্ব
কত?
উত্তরঃ ৩৪৬ কি.মি।
২৯. রেলপথে ঢাকার সাথে সিলেটের দূরত্ব কত?
উত্তরঃ ৩১৯ কি.মি ।
৩০.রেলপথে ঢাকার সাথে রাজশাহীর দূরত্ব কত?
উত্তরঃ ৩৪৩ কি.মি ।
৩১. রেলপথে ঢাকার সাথে নোয়াখালীর দূরত্ব কত?
উত্তরঃ ২৬৩ কি.মি ৷
৩২. রেলপথে ঢাকার সাথে কুমিল্লার দূরত্ব কত?
উত্তরঃ ১৯১ কি.মি ।
৩৩. রেলপথে ঢাকার সাথে জামালপুরের দূরত্ব কত?
উত্তরঃ ১৭৭ কি.মি ।
৩৪. রেলপথে ঢাকার সাথে নারায়ণগঞ্জের দূরত্ব
কত?
উত্তরঃ ২৩ কি.মি ।
৩৫. বাংলাদেশ ন্যাশনাল রেলওয়ে অথরিটির
(BRA) সার্বিক সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকায় ৷
৩৬. বাংলাদেশে প্রথম মহিলা ট্রেন চালক কে?
উত্তরঃ সালমা খাতুন ।
৩৭. বাংলাদেশ রেলওয়ের ওয়ার্কসপ কোথায় অবস্থিত?
উত্তরঃ সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলীতে।
৩৮. বাংলাদেশের কোথায় কোথায় রেলওয়ের কারখানা
আছে?
উত্তরঃ পাহাড়তলী, ঢাকা, সৈয়দপুর। সবচেয়ে
বড় কারখানাটি সৈয়দপুর। এছাড়া পার্বতীপুরে বাংলাদেশে
৩৯. আখাউড়াআগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের
উদবোধন করা হয় কবে?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর, ২০১৮ সালে।
৪০. কুলাউড়াশাহবাজপুর রেল পুনর্বাসন প্রকল্প
উদবোধন করা হয় কবে?
উত্তরঃ ২০১৫ সালের ৬ জুন।
৪১. ঢাকাটঙ্গী তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ ডাবল
লাইন প্রকল্পের উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ৯ ফেব্রুয়ারি ২০২৩।
৪২. টঙ্গীজয়দেবপুর ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ
প্রকল্পের উদবোধন করা হয় কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর, ২০১৮।
৪৩. মিটার ও ব্রডগেজ রেলপথ কোন নদী দ্বারা
বিভক্ত?
উত্তরঃ যমুনা (পূর্বভাগ সম্পূর্ণ মিটারগেজ
ও পশ্চিম ভাগে ব্রডগেজ ও মিটারগেজ)।
৪৪. কুষ্টিয়াগোয়ালন্দ রেলপথ নির্মাণ করে
কোন সরকার?
উত্তরঃ ইংরেজ সরকার।
৪৫. বেনাপোলপেট্রোপোল কী?
উত্তরঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন
চলাচল পথ !
৪৬. পূর্বাঞ্চলে জিআরপির সদর দপ্তর কোথায়?
উত্তরঃ সৈয়দপুর (নীলফামারী)।
৪৭. বাংলাদেশ রেলওয়ে থানা কতটি?
উত্তরঃ পশ্চিমাঞ্চল ১২টি।
৪৮. পূর্বাঞ্চলের রেলওয়ে থানাগুলো কী কী?
উত্তরঃ লাকসাম, চাঁদপুর, আখাউড়া, শ্রীমঙ্গল,
কুলাউড়া, ভৈরব, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও জামালপুর।
৪৯. পশ্চিমাঞ্চলের রেলওয়ে থানাগুলো কী কী?
উত্তরঃ সৈয়দপুর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট,
রাজশাহী, বোনারপাড়া, শান্তাহার, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, পোড়াদহ, রাজবাড়ী ও খুলনা ।
৫০. বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন
কোনটি?
উত্তরঃ কমলাপুর রেলওয়ে স্টেশন
৫১. রেল পুলিশের নাম কী?
উত্তরঃ G. R. P পুলিশ।
৫২. G. R. P পুলিশের সর্বোচ্চ পদের নাম কী?
উত্তরঃ সহকারী ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
।
৫৩. ৬০এর দশকের মধ্য পর্যন্ত এদেশে কোন যান
একচেটিয়াভাবে পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল?
উত্তরঃ রেলওয়ে ।
৫৪. ঢাকারাজশাহী লাইনে কী কী ট্রেন চালু আছে?
উত্তরঃ সিল্কসিটি ট্রেন সার্ভিস ।
৫৫. বাংলাদেশের পরিবহন নেটওয়ার্ক গড়ে উঠেছে
কোনগুলোর সমন্বয়ে?
উত্তরঃ রেলপথ, সড়কপথ, নৌপথ ও আকাশ পথের সমন্বয়ে
।
৫৬. ব্রডগেজ রেলপথ কোন নদী দ্বারা বিভক্ত?
উত্তরঃ যমুনা (খুলনা ও রাজশাহী)
৫৭. মিটারগেজ লাইনের দুই লাইনের মাঝের দূরত্ব
কত?
উত্তরঃ ৩৩.৩/৪। ব্রডগেজ লাইনের প্রস্থ কত?
৫’ ৬’।
৫৮. ১৯৭১ সালে বাংলাদেশে রেলপথের পরিমাণ কত
ছিল?
উত্তরঃ ২,৮৫৮ কিলোমিটার ।
৫৯. বাংলাদেশে রেলওয়ের কী কী ধরনের লাইন আছে?
উত্তরঃ ব্রডগেজ, মিটারগেজ ও ডুয়েল গেজ ।
৬০. গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেলগাড়ি চলাচল
শুরু করে কত সালে?
উত্তরঃ ১৮৭১ সালে।
৬১. কুষ্টিয়াগোয়ালন্দ রেল লাইনের নাম কী
ছিল?
উত্তরঃ ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে।
৬২. কনটেইনার সার্ভিস চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৭ সালে, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে।
৬৩. ঢাকাজামালপুর সেকশনে নয়া কমিউটর ট্রেন
চালু হয় কত সাল থেকে?
উত্তরঃ ১ আগস্ট, ১৯৯১।
৬৪. বাংলাদেশে মিটারগেজ রেলপথ কোথায় ও কত
সালে চালু হয়ে?
উত্তরঃ ১৮৭৪ থেকে ১৮৭৯ সালের মধ্যে সারা থেকে
শিলিগুড়ি পর্যন্ত নর্দান বেঙ্গল স্টেট রেলওয়ের অধীনে প্রথম মিটারগেজ রেলপথ চালু হয়।
৬৫. বাংলাদেশের প্রথম কখন ও কোথায় ন্যারোগেজ
রেলপথ চালু হয়?
উত্তরঃ ১৯৯৮ সালের ১০ জুন রূপসাবাগেরহাট পর্যন্ত
১৯.৭৫ মাইল দীর্ঘ ন্যারোগেজ রেলপথ চালু হয়।
৬৬. পদ্মা নদীর উপর বাংলাদেশের দীর্ঘতম রেলসেতুর
দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬১৫০ মিটার
৬৭. কুষ্টিয়াগোয়ালন্দ রেলপথ নির্মাণ হয়
কত সালে?
উত্তরঃ ১৮৭১ সালে।
৬৮. ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ কত সালে হয়?
উত্তরঃ ১৮৮৫ সালে ।
৬৯. বাংলাদেশ ভূখণ্ডে নির্মিত প্রথম মিটার
গেজ রেলপথ কোনটি?
উত্তরঃ ঢাকা
৭০. বাংলাদেশের সর্বপ্রথম নির্মিত মিটারগেজ
রেলপথ কোনটি?
উত্তরঃ ঢাকানারায়ণগঞ্জ ।
৭১. রেল যোগাযোগ আওতাভুক্ত হওয়া বাংলাদেশের
প্রথম জেলা কোনটি?
উত্তরঃ কুষ্টিয়া ।
৭২. মধ্য উনবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি প্রচলিত
যোগাযোগ মাধ্যম কী ছিল?
উত্তরঃ রেলওয়ে।
৭৩. বাংলাদেশভারত যাত্রীবাহী ট্রেন কত তারিখে
পরীক্ষামূলকভাবে চালু হয়?
উত্তরঃ ১৪ এপ্রিল, ২০০৮ সালে।
৭৪. রেলপথ বিভাগ সৃষ্টি করা হয় কবে?
উত্তরঃ ২৮ এপ্রিল, ২০১১।
৭৫. রেলপথ বিভাগকে কবে ‘রেলপথ মন্ত্রণালয়’
নামকরণ করা হয়?
উত্তরঃ ডিসেম্বর, ২০১১।
৭৬. রেলপথ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তরঃ Ministry of Railways.
৭৮. রেলপথ মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কে?
উত্তরঃ সুরঞ্জিত সেনগুপ্ত।
৭৯. রেলপথ মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রীর
নাম কী?
উত্তরঃ নূরুল ইসলাম সুজন।
৮০. বাংলাদেশের বর্তমান রেলপথ মন্ত্রণালয়
সচিবের নাম কী?
উত্তরঃ মো. হুমায়ন কবীর
৮১. রেলওয়ের বর্তমান মহাপরিচালক নাম কী
উত্তরঃ মো: কামরুল আহসান।
৮২. একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নাম কী?
উত্তরঃ এ. বি এম ফজলে করিম। (চট্টগ্রাম ৬ আসনের
সংসদ সদস্য)।
৮৩. রেলপথ মন্ত্রণালয়ের অধীন সংস্থা বা সংগঠন
কী কী?
উত্তরঃ বাংলাদেশ রেলওয়ে, রেল পরিদর্শন অধিদপ্তর,
বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শকের কার্যালয় প্রভৃতি ।
৮৪. বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ (BRA) কবে
গঠন করা হয়?
উত্তরঃ ১২ আগস্ট, ১৯৯৫।
৮৫. BRA এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Bangladesh Railway Authority.
৮৬. গোপালগঞ্জ জেলায় রোপথ চালু হয়
উত্তরঃ ১ নভেম্বর, ২০১৮ সালে।
৮৭. গোপালগঞ্জরাজশাহী রেলরুটে টুঙ্গিপাড়া
এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রা শুরু করে
উত্তরঃ ২ নভেম্বর, ২০১৮ সালে ।
৮৯. দেশের দীর্ঘতম রেল রুট ঢাকাপঞ্চগড় এর
মধ্যে সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয়
উত্তরঃ ১০ নভেম্বর, ২০১৮ সালে ।
৯০. প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন কবে?
উত্তরঃ ২৯ নভেম্বর ২০২০ ।
৯১. প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে পদ্মা সেতুতে
রেলসংযোগ প্রকল্প উদবোধন করেন?
উত্তরঃ ১৪ অক্টোবর, ২০১৮ সালে
৯২. পাবনাঈশ্বরদী রেলপথ উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১৪ জুলাই, ২০১৮ ।
৯৩. ঢাকায় নির্মাণাধীন মেট্রোরেলের দৈর্ঘ্য
কত কিমি?—
উত্তরঃ ২১.২৬ কিমি (উত্তরা থেকে কমল।পুর পর্যন্ত)।
৯৪. মেট্রোরেলের প্রথম স্প্যান ২২ এবং ২৩ নম্বর
পিয়ারকে যুক্ত করে বসানো হয় কবে?
উত্তরঃ ৭ এপ্রিল, ২০১৮ সালে।
৯৫. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে দীর্ঘ রেলপথ
রয়েছে?
উত্তরঃ চট্টগ্রাম (১৭৮.৪৫ কিমি)।
৯৬. দোহাজারীকক্সবাজার রেলপথ নির্মাণের প্রথম
ধাপের কাজ শুরু হয় কবে?
উত্তরঃ জুলাই ২০১৮ সালে ।
৯৭. আগারগাঁওউত্তরা মেট্রোরেলের উদ্বোধন করা
হয়
উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২।
৯৮. পদ্মা সেতুর রেল সংযোগের ফলক কবে উন্মোচন
করা হয়?
উত্তরঃ ৫ সেপ্টেম্বর, ২০১৮ সালে ।
৯৯. বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত?
উত্তরঃ দুটি (পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল)।
১০০. বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর
কোথায় অবস্থিত?
উত্তরঃ ১৬, আব্দুর গণি রোড, রেলভবন, রমনা,
ঢাকা।
১০১. বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের
সদর দপ্তর কোথায়?
উত্তরঃ যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী।
১০২. কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে?
উত্তরঃ বব বুই।
১০৩. বাংলাদেশে সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তরঃ কমলাপুর, ঢাকা।
১০৪. বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মটি
কোথায়?
উত্তরঃ কমলাপুর, ঢাকা।
১০৫. সৈয়দপুর, বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ
কারখানা কোথায়?
উত্তরঃ নীলফামারী (প্রতিষ্ঠান ১৮৭০ সালে)।
১০৬. কুষ্টিয়া থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত
রেল লাইন উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১ জানুয়ারি ১৮৭১ ।
১০৭. চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ নীলফামারী ।
১০৮. বাংলাদেশের আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু
হয় কবে?
উত্তরঃ ১৯৮৫ সালে।
১০৯. কত বছর বয়সি শিশু বিনা ভাড়ায় ভ্রমণ
করতে পারে?
উত্তরঃ ৩ বছর ।
১১০. বাংলায় প্রথম রেলপথ চালু হয়েছিল কোথা
হতে কোথা পর্যন্ত?
উত্তরঃ হাওড়াহুগলি ।
১১১. বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইনের
ব্যবস্থা আছে?
উত্তরঃ ডুয়েল গেজ ।
১১২. বাংলাদেশে কত প্রকার রেলপথ আছে ও কী কী?
উত্তরঃ তিন প্রকার। ব্রডগেজ, মিটার গেজ ও ডুয়েল
গেজ।
১১৩. বর্তমানে বাংলাদেশে রেল পথের দৈর্ঘ্য
কত?
উত্তরঃ ৩০৯১ কিমি ।
১১৪. দেশে কী পরিমাণ মিটার গেজ রেলপথ আছে?
উত্তরঃ ১৬৭৯ কিমি ।
১১৫. দেশে কী পরিমাণ ডুয়েল গেজ রেলপথ আছে?
উত্তরঃ ৫৩৩ কিমি ।
১১৬. দেশে কী পরিমাণ ব্রড গেজ রেলপথ আছে?
উত্তরঃ ৮৭৯ কিমি।
১১৭. বাংলাদেশের কতটি জেলায় রেলপথ রয়েছে?
উত্তরঃ ৪৪টি জেলায় ।
১১৮. বাংলাদেশের কতটি জেলায় রেলপথ নেই?
উত্তরঃ ২০টি। মেহেরপুর মানিকগঞ্জ, সুনামগঞ্জ,
নড়াইল, লক্ষ্মীপুর, মাগুরা, বরিশাল, পটুয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি,
ভোলা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, শেরপুর, শরীয়তপুর, মাদারীপুর, কক্সবাজার ও মুন্সিগঞ্জ
।
১২০. হার্ডিঞ্জ ব্রীজের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫,৮৯৪ ফুট।
১২১. হার্ডিঞ্জ ব্রীজ কত সালে নির্মিত হয়?
উত্তরঃ ১৯১৫ সালে।
১২২. হার্ডিঞ্জ ব্রীজ কে নির্মাণ করেন?
উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ ।
১২৩. হার্ডিঞ্জ ব্রীজ এর প্রকৌশলী কে ছিলেন?
উত্তরঃ আলেক্সন্ডার মেয়াদওসরেণ্ডেল।
১২৪. বাংলাদেশের রেল সংস্থার নাম কী?
উত্তরঃ বাংলাদেশ রেলওয়ে। (বি. আর)।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান
প্রশ্ন
: আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে?
উত্তর : কানাডা ভিত্তিক, International
Mother Language Lovers Association .
প্রশ্ন : ২০২৩ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুকে
‘ ডক্টর অব লজ’ ডিগ্রি (মরণোত্তর) প্রদান করবে ?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত
শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় কবে?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর ২০২৩
প্রশ্নঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম
টেস্টটিউব শিশুর জন্ম হয় কবে?
উত্তরঃ সেপ্টেম্বর ২০২৩
প্রশ্নঃ বাহরাইনে ইসরায়েল নতুন দূতাবাস উদ্বোধন
করে কবে?
উত্তরঃ ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রশ্নঃ ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাতীয়
সংসদে সকল ভুমি জরিপ বাতিল ঘোষণা করেন কবে?
উত্তরঃ ১২ সেপ্টেম্বর ২০২৩
প্রশ্নঃ ব্রাউন ইউনিভার্সিটির আরেন আলপার্ট
মেডিকেল স্কুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমিউনি মডেল তৈরির জন্য বিশেষ সম্মাননায়
ভূষিত করে কবে?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩
প্রশ্নঃ ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্র IT
Comprehensive Strategic Partnership চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর ২০২৩
প্রশ্ন : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন BPSC
আইন, ২০২৩ অনুযায়ী – কিভাবে গঠিত হবে?
উত্তর : ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব
২০ সদস্যের সমন্বয়ে।
প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জানুয়ারি
২০২৩, কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?
উত্তর : পাট ।
প্রশ্ন : শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি
কোথায় স্থাপিত হবে?
উত্তর : রংপুর ।
প্রশ্ন : শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি
কোথায় স্থাপিত হবে?
উত্তর : জামালপুর ।
প্রশ্ন : কোন মন্ত্রণালয়ের অধীন মেট্রোরেল?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য
কী?
উত্তর : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
প্রশ্ন : BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের
উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
(BLRI)।
প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের
বর্তমান কান্ট্রি ডিরেক্টর কে?
উত্তর : আবদৌলায়ে সেক ।
প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৩ ‘ইউনাইটেড কমার্শিয়াল
ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
৷
প্রশ্ন : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির
(BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
উত্তর : সাকিব আল হাসান।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি
দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম ।
প্রশ্ন : বাংলা একাডেমি পরিচালিত প্রথম রাবেয়া
খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান।
প্রশ্ন: সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের
বর্তমান নাম কী?
উত্তর : ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)।
প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম উপনেতা কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।
প্রশ্ন : জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম
কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭
জন’ এর পরিচালক কে?
উত্তর : খিজির হায়াত খান
প্রশ্ন : জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম
নারীর নাম কী?
উত্তর : মায়িশা রহমান ।
প্রশ্ন : বঙ্গভবন তোশাখানা জাদুঘর করে উদ্বোধন
করা হয়?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি
রোগীর সংখ্যা কত?
উত্তর : ৯,৭০৮ জন। দেশে ১,৮২০ জন এইচআইভি রোগী
মারা যায়।
প্রশ্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান
পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব।
প্রশ্ন : বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
উত্তর : ১৮৩টি ।
প্রশ্ন : ২০২২ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার
লাভ করেন?
উত্তর : ১৫ জন ।
প্রশ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
সাকার মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
উত্তর : ১১ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বর্তমান বিশ্বব্যাংকের
কান্ট্রি ডিরেক্টর কে?
উত্তর : আবদৌলায়ে সেক ।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা
কত?
উত্তর : ১১,৯০,৬১,১৫৮ জন।
প্রশ্ন : মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
প্রশ্ন : বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ
জ্ঞানকোষ ?
উত্তর : মুজিবপিডিয়া
প্রশ্ন : GDP-এর চূড়ান্ত হিসাব ২০২১-২২ অনুযায়ী,
মাথাপিছু আয় ?
উত্তর : ২,৭৯৩ টাকা
প্রশ্ন : ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
দুটি সেরা চলচ্চিত্র ?
উত্তর : লাল মোরগের ঝুঁটি, নোনাজলের কাব্য
প্রশ্ন : আমার জীবননীতি আমার রাজনীতি ‘ গ্রন্থের
রচয়িতা ?
উত্তর :মো: আবদুল হামিদ
প্রশ্ন : ২০২৩ সালে একুশে পদক লাভ করে ১৯ জন
ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর নাম?
উত্তর : বাংলাদেশ জাতীয় জাদুঘর ( শিক্ষা),
বিদ্যানন্দ ফাউন্ডেশন ( সমাজসেবা)
প্রশ্ন : মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা
ভাষার অবস্থান ?
উত্তর : ৫ম
প্রশ্ন : ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলা
ভাষার অবস্থান ?
উত্তর : ৭ম
প্রশ্ন : BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের
উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
(BLRI)।
প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য
কী?
উত্তর : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৩ ‘ইউনাইটেড কমার্শিয়াল
ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
৷
MRT Line-1 (পাতাল রেল) এর স্টেশন সংখ্যা
?
উত্তর : ২১ টি
প্রশ্ন : শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি
?
উত্তর : জামালপুর
প্রশ্ন : ডিজিটাল বাংলাদেশ এর বর্তমান নাম
?
উত্তর : স্মার্ট বাংলাদেশ
প্রশ্ন : স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে?
উত্তর : ২০৪১ সালের মধ্যে
প্রশ্ন : বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি
দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম ।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭
জন’ এর পরিচালক কে?
উত্তর : খিজির হায়াত খান
প্রশ্ন : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন,
২০২৩ অনুযায়ী BPSC – কিভাবে গঠিত হবে?
উত্তর : ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব
২০ সদস্যের সমন্বয়ে।
প্রশ্ন : ৯ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ
হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?
উত্তর : পাট ।
প্রশ্ন : ২০২২ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার
লাভ করেন?
উত্তর : ১৫ জন ।
প্রশ্ন : শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি
কোথায় স্থাপিত হবে?
উত্তর : জামালপুর ।
প্রশ্ন : শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি
কোথায় স্থাপিত হবে?
উত্তর : রংপুর ।
প্রশ্ন : বাংলা একাডেমি পরিচালিত প্রথম “রাবেয়া
খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান।
প্রশ্ন: সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের
বর্তমান নাম কী?
উত্তর : ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)।
প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম উপনেতা কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।
প্রশ্ন : বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক
দলের সংখ্যা ?
উত্তর : ৪০ টি
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস
চালু হয় ?
উত্তর : ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
প্রশ্ন : এ যাবৎ সংবিধান সংশোধন করা হয়েছে
?
উত্তর : ১৭ বার
প্রশ্ন : ১১৯তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু
করে ?
উত্তর : বাংলাদেশ
প্রশ্ন : ৩১তম মানব উন্নয়ন প্রতিবেদন-২০২২
অনুসারে, বাংলাদেশের অবস্থান ?
উত্তর : ১২৯তম
প্রশ্ন : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির
(BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
উত্তর : সাকিব আল হাসান।
প্রশ্ন : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি
রোগীর সংখ্যা কত?
উত্তর : ৯,৭০৮ জন। দেশে ১,৮২০ জন এইচআইভি রোগী
মারা যায়।
প্রশ্ন : বঙ্গভবন তোশাখানা জাদুঘর করে উদ্বোধন
করা হয়?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান
পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব।
প্রশ্ন : জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম
কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
সাকার মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
উত্তর : ১১ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
উত্তর : ১৮৩টি ।
প্রশ্ন : চ্যালেঞ্জার-২ ট্যাংক কোন দেশ তৈরি
করে?
উত্তর : যুক্তরাজ্য।
প্রশ্ন : ১ জানুয়ারি ২০২৩ কোন ৫ দেশ জাতিসংঘ
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
উত্তর : ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক
ও সুইজারল্যান্ড।
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম কাচের স্কাইওয়াক
নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : মহারাষ্ট্র, ভারত।
প্রশ্ন : মেক্সিকোয় প্রথম নারী প্রধান • বিচারপতির
নাম কী?
উত্তর : নরমা লুসিয়া পিনা ।
প্রশ্ন : ৭১তম মিস ইউনিভার্স নির্বাচিত হন
কে?
উত্তর : আর বনি গ্যাব্রিয়েল (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : লেপার্ড-২ ট্যাংক কোন দেশের তৈরি?
উত্তর : জার্মানি।
প্রশ্ন : ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে
যুক্ত হওয়া পঞ্চম সাবমেরিনের নাম কী?
উত্তর : আইএনএস বাগির।
প্রশ্ন : Ghostwriting কী?
উত্তর : একজনের মুখ থেকে শুনে শুনে লেখার রীতি
হলো Ghostwriting । যিনি লেখেন তিনি Ghostwriter.
প্রশ্ন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন রুশ
কমান্ডার কে?
উত্তর : চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি
গেরাসিমভ।
প্রশ্ন : স্মার্ট বাংলাদেশ ” গড়ার ভিত্তি
– ৪টি ( যেমন ?
উত্তর : স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি,
স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি)
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ” টানেল
যে নদীর তলদেশে নির্মিত ?
উত্তর : কর্ণফুলী
প্রশ্ন : কর্ণফুলী টানেল ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান টানেল) এর মূল অংশের দৈর্ঘ্য ?
উত্তর : ৩.৪ কিলোমিটার
প্রশ্ন : বিবিসি বাংলা রেডিও’র সম্প্রচার বন্ধ
হয়?
উত্তর : ৩১ ডিসেম্বর, ২০২২
প্রশ্ন : কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের লিখিত ৩৫টি পত্রাবলি নিয়ে সংকলিত গ্রন্থের নাম ?
উত্তর : চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান
প্রশ্ন : জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী,
জনসংখ্যা বৃদ্ধির হার ?
উত্তর : ১.২২%
প্রশ্ন : জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী,
স্বাক্ষরতার হার ?
উত্তর : ৭৪.৬৬%
প্রশ্ন : দেশের প্রথম পাতাল রেল (MRT
Line-1) এর দৈর্ঘ্য ?
উত্তর : ৩১.২৪১ কিলোমিটার
প্রশ্ন : দেশের প্রথম স্মার্ট উপজেলা ?
উত্তর : শিবচর, মাদারীপুর
প্রশ্ন : মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
করা হবে ?
উত্তর : মেহেরপুর
প্রশ্ন : ২৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ ইস্তানবুলের
রামি ব্যারাককে পুনঃসংস্কারের পর তৈরি করা ‘রামি লাইব্রেরি’ কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ২০ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : চিপ যুদ্ধ কী?
উত্তর : সাম্প্রতিক সময়ে ‘সেমিকন্ডাক্টর চিপ’
শিল্পের বাজার ধরতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চিপ যুদ্ধ বলে পরিচিত।
২০২৪ সালের অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল
ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিবে কোন চলচ্চিত্র?
উত্তরঃ পায়ের তলায় মাটি নাই।
প্রশ্নঃ বর্তমানে দেশে নিরক্ষর জনগোষ্ঠী কত
শতাংশ?
উত্তরঃ ২৩.২%।
প্রশ্ন : সর্বজনীন পেনসন ব্যবস্থাপনা বিল-২০২৩
পাস হয় ?
উত্তর : ২৪ জানুয়ারী, ২০২৩
প্রশ্ন : বাংলাদেশের ঢাকা মেট্রোরেল (MRT
Line-6) উদ্বোধন করা হয় ?
উত্তর : ২৮ ডিসেম্বর, ২০২২
প্রশ্ন : মেট্রোরেল এর প্রথম যাত্রী ?
উত্তর : শেখ হাসিনা
প্রশ্ন : মেট্রোরেল এর লোগোর ডিজাইনার ?
উত্তর : আলী আহসান নিশান
প্রশ্ন : মুজিব বর্ষের লোগোর ডিজাইনার ?
উত্তর : সব্যসাচী হাজরা
প্রশ্ন : মুজিবপিডিয়া’র প্রকাশক?
উত্তর : HCCBL ( History and Culture
Circle Bangladesh Limited)
প্রশ্ন : মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক ?
উত্তর : কামাল চৌধুরী ( সম্পাদক – ফরিদ কবির)
প্রশ্ন : MRT Line-6 মেট্রোরেল এর দৈর্ঘ্য
?
উত্তর : ২১.২৬ কিলোমিটার ( উত্তরা-কমলাপুর)
MRT Line-6 মেট্রোরেল এর স্টেশন সংখ্যা ?
উত্তর : ১৭ টি
প্রশ্ন: আর এস-২৮ সারামাত কোন দেশের ক্ষেপণাস্ত্র?
উত্তরঃ রাশিয়া।
প্রশ্নঃ সম্প্রতি ভারতের লাদাখে উদ্বোধন হওয়া
সামরিক ঘাটির নাম কী?
উত্তরঃ নয়োম।
প্রশ্ন: জাতিসংঘের ৭৮তম অধিবেশনের সভাপতি কে?
উত্তরঃ ডেনিস ফ্রান্সিস।
প্রশ্নঃ Five Eyes কোন দেশগুলোর গোয়েন্দা
সংস্থাকে বোঝানো হয়?
উত্তরঃ অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড,
যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ সম্প্রতি পর্তুগালের ছয় তরুণ-তরুণী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কতটি দেশের বিরুদ্ধে মামলা করেন?
উত্তরঃ ৩২টি
প্রশ্নঃ ২০২৩ বাংলাদেশ কোন দেশের সাথে ট্রানজিট
চুক্তি স্বাক্ষর করে?
উত্তরঃ ভুটান
প্রশ্ন : মুজিবপিডিয়া’র নির্বাহী সম্পাদক
?
উত্তর : আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
প্রশ্ন : বাংলাদেশের সংবিধান দিবস?
উত্তর : ৪ নভেম্বর
India Middle East Europe Economic
Corridor নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ৯ সেপ্টেম্বর ২০২৩।
প্রশ্ন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (MP) নতুন
কমিশনারের নাম কী?
উত্তরঃ হাবিবুর রহমান
প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সামরিক
প্লাটফর্মে যুক্ত হয়?
উত্তরঃ জাপান Official Security
Assistance
প্রশ্নঃ BITA’র পূর্ণরূপ কী?
উত্তরঃ Bangladesh Public Procurement
Authority I
প্রশ্নঃ বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র
এস এস পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায়।
প্রশ্নঃ ইউক্রেনের নতুন মুসলিম প্রতিরক্ষা
মন্ত্রীর নাম কী?
উত্তরঃ রুস্তেম উমেরভ।
প্রশ্নঃ বাংলাদেশ কষি গবেষণা ইনস্টিটিউটের
(BARI) উচ্চাধিত নতুন জাতের কাঁঠালের নাম কি?
উত্তরঃ বারি কাঁঠাল -৬
প্রশ্ন : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
?
উত্তর : ১০ জানুয়ারি
প্রশ্ন : শহীদ আসাদ দিবস ?
উত্তর : ২০ জানুয়ারি
প্রশ্ন : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২
লাভ করেন?
উত্তর : ১৫ জন ব্যক্তি
প্রশ্ন : সুন্দরবনে বাঘের সংখ্যা ?
উত্তর : ১১৪ টি
প্রশ্ন : রাষ্ট্রপতি বাসভবনের নাম?
উত্তর :বঙ্গভবন
প্রশ্ন : শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় ?
উত্তর : শরীয়তপুর
প্রশ্ন : শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ?
উত্তর : নেত্রকোনা
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়নকারী দেশ?
উত্তর : জাপান (জাইকা)
প্রশ্নঃ বর্তমানে দেশে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো
ঘোষিত প্রতিষ্ঠান কতটি?
উত্তরঃ ৩৪টি।
প্রশ্নঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কোন ধরনের
স্যাটেলাইট হবে?
উত্তরঃ আর্থ অবজারভেটরি স্যাটেলাইট
প্রশ্নঃ জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী
চেয়ারম্যান কে?
উত্তর: কবিরুল ইদা
প্রশ্নঃ ঢাকা ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন করা
হয় কবে?
উত্তরঃ ১০ অক্টোবর ২০২৩
প্রশ্নঃ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের
বর্তমান নাম কী?
উত্তরঃ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস
অধিদপ্তর।
প্রশ্নঃ বাংলাদেশের শিল্প এবং সমাজকর্মে অবদান
রাখায় মাদার তেরেসা অ্যাওয়ার্ড পান কে?
উত্তরঃ ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
মোঃ নূর আলী
সাধারন জ্ঞান
✬প্রশ্ন:
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ
✬প্রশ্ন:
জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: হনসু।
✬প্রশ্ন:
জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর: ১৭ মার্চ।
✬প্রশ্ন:
বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজান।
✬প্রশ্ন:
বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান।
✬প্রশ্ন:
ব্রাসেলস কোন দেশের রাজধানী?
উত্তর: বেলজিয়াম।
✬প্রশ্ন:
কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।
✬প্রশ্ন:
নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
উত্তর: নরওয়ে-কে।
✬প্রশ্ন:
পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।
✬প্রশ্ন:
পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।
✬প্রশ্ন:
মাওরি কোন দেশের অধিবাসী?
উত্তর: নিউজিল্যান্ড।
✬প্রশ্ন:
ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
উত্তর: রোম।
✬প্রশ্ন:
চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: ফেবো।
✬প্রশ্ন:
ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
উত্তর: ১১তম।
✬প্রশ্ন:
ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?
উত্তর: এলিসি প্রাসাদ।
✬প্রশ্ন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন
হয়?
উত্তর: ২৭০ টি।
✬প্রশ্ন:
বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।
✬প্রশ্ন.ভারতীয়
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৮৫ সালে।
✬প্রশ্ন:
কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।
✬প্রশ্ন:
জার্মানির রাজধানীর নাম কি?
উত্তর: বার্লিন।
✬প্রশ্ন:
যুগ সন্ধিক্ষণের কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
✬প্রশ্ন:
মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৬ সালে।
✬প্রশ্ন:
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির কে রচনা করেন?
উত্তর: আবদুল গাফফার চৌধুরী।
✬প্রশ্ন:
বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?
উত্তর: জুলাই- জুন।
✬প্রশ্ন:
মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?
উত্তর: ফররুখ আহমেদ।
✬প্রশ্ন:
বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।
✬প্রশ্ন:
সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তর: ৫ টি।
✬প্রশ্ন:
নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কী?
উত্তর: উজ্জীবিত নওগাঁ।
✬প্রশ্ন:
ইরিত্রিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: নাকফা।
✬প্রশ্ন:
বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৮৬২ সালে।
✬প্রশ্ন:
ডাল গবেষণা কেন্দ্র কোথায়?
উত্তর: ঈশ্বরদী, পাবনা।
✬প্রশ্ন:
নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিলেন কখন?
উত্তর: ২০০১ সালে।
✬প্রশ্ন.
কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর: যুক্তরাজ্য।
✬প্রশ্ন:
এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে?
উত্তর: ১৯৫৩ সালে।
✬প্রশ্ন:
বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।
✬প্রশ্ন:
বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।
✬প্রশ্ন:
বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে?
উত্তর: উত্তর কোরিয়া।
✬প্রশ্ন:
টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: মধুমতি।
✬প্রশ্ন:
বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ?
উত্তর: পাপুয়া নিউগিনি।
✬প্রশ্ন:
সুর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তর: জাপান-কে।
✬প্রশ্ন:
শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান।
✬প্রশ্ন:
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।
✬প্রশ্ন:
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির সুরকার কে ?
উত্তর: আলতাফ মাহমুদ।
✬প্রশ্ন:
বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?
উত্তর: ৫ টি।
✬প্রশ্ন:
পৃথিবীর মহাদেশ সংখ্যা কয়টি?
উত্তর: ৭টি।
✬প্রশ্ন:
পৃথিবীর মহাদেশগুলোর নাম কী?
উত্তর: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উওর আমেরিকা,
দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা।
✬প্রশ্ন:
পৃথিবীর মহাসাগর কয়টি ?
উত্তর: ৫টি
✬প্রশ্ন:
পৃথিবীর মহাসাগরগুলোর নাম কী?
উত্তর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর,
ভারত মহাসাগর, উওর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।
✬প্রশ্ন:
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।
✬প্রশ্ন:
স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ?
উত্তর: ইন্দোনেশিয়া।
✬প্রশ্ন:
পৃথিবীর দিনরাত সমান হয় কখন?
উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✬প্রশ্ন:
আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম কী?
উত্তর: নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।
✬প্রশ্ন:
বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)
সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী )
✬প্রশ্ন:
বিশ্বে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ভারত।
✬প্রশ্ন:
পৃথিবীর ক্ষদ্রতম মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।
✬প্রশ্ন:
বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
✬প্রশ্ন:
‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক।
✬প্রশ্ন:
ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে?
উত্তর: ১৪৮৭ সালে।
✬প্রশ্ন:
পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
উত্তর: কাস্পিয়ান সাগর।
✬প্রশ্ন:
মধ্যে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তর: কাজাকিস্তান (বিশ্বে নবম)
✬প্রশ্ন:
পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত।
উত্তর: তুরস্ক ও রাশিয়া।
✬প্রশ্ন:
ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশ কে?
উত্তর: বেলজিয়ামকে ও প্রবেশদ্বার বলা হয়
ভিয়েতনামকে।
✬প্রশ্ন:
ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: ভূমধ্যসাগর।
✬প্রশ্ন:
‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত?
উত্তর: পর্তুগালের লিসবনে।
✬প্রশ্ন:
সুরিনামের পূর্ব নাম কি?
উত্তর: ডাচ গায়ানা।
✬প্রশ্ন:
বিশ্বে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
✬প্রশ্ন:
বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ব্রাজিল।
✬প্রশ্ন:
সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোথায়?
উত্তর: যুক্তরাষ্ট্রে।
✬প্রশ্ন:
বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
✬প্রশ্ন:
বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর: গ্রান্ডখাল (চীন)।
✬প্রশ্ন:
পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: এশিয়া মহাদেশে।
✬প্রশ্ন:
যুক্তরাষ্ট পানামা খালের মালিকানা পানামাকে হস্তান্তর করে কত সালে?
উত্তর: ১৯৯৯ সালের ৩১ ডিসেম্ভর মাসে।
✬প্রশ্ন:
পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তর: কোপা।
✬প্রশ্ন:
প্রথম লিখিত পদ্ধতি আবিস্কৃত হয় কোন দেশে?
উত্তর: মিশরে।
✬প্রশ্ন:
রোমানের প্রধান দেবতার নাম কি?
উত্তর: জুপিটার।
✬প্রশ্ন:
বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?
উত্তর: এশিয়া ও ইউরোপকে।
✬প্রশ্ন:
পৃথিবীতে মিনিটে কত বার বজ্রপাত হয়?
উত্তর: ৬০০০ বার।
✬প্রশ্ন:
পৃথিবীর বৃহত্তম ব্রীজের নাম কি?
উত্তর: ওকল্যান্ড,আমেরিকা।
✬প্রশ্ন:
কোন দেশে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পোষ্ট অফিস আছে?
উত্তর: ভারতে।
✬প্রশ্ন:
সর্বপ্রথম আইসক্রিম কোন দেশে তৈরি হয়?
উত্তর: চীনে।
✬প্রশ্ন:
কোন দেশে ২০০ এর বেশি আগ্নেয়গিরি আছে?
উত্তর: জাপানে।
✬প্রশ্ন:
ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন?
উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)।
✬প্রশ্ন:
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র নদীর নাম কি?
উত্তর: রিভার ডি।
✬প্রশ্ন:
আরবদেশ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১৯৭৩ সালে।
✬প্রশ্ন:
আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: রোজালিন হিগিন্স(ব্রিটেন)
✬প্রশ্ন:
মুসলিম বিশ্বে রেডক্রসের পরিবর্তিত নাম কি?
উত্তর: রেড ক্রিসেন্ট।
✬প্রশ্ন:
পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত?
উত্তর: কিম্বালী, দক্ষিণ আফ্রিকা।
✬প্রশ্ন:
পৃথিবীর সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোথায়?
উত্তর: বাংলাদেশে।
✬প্রশ্ন:
সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় কোথায়?
উত্তর: কিউবা।
✬প্রশ্ন:
লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ কোনটি?
উত্তর: চীন।
✬প্রশ্ন:
কোন দেশ পশম রপ্তানিতে শীর্ষে?
উত্তর: অস্ট্রেলিয়া।
✬প্রশ্ন:
পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায়?
উত্তর: হলিউড, আমেরিকা।
✬প্রশ্ন:
সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: মালয়েশিয়া।
✬প্রশ্ন:
পৃথিবীর সবচেয়ে বেশি জুয়েলারি তৈরি দেশ কোনটি?
উত্তর: ইতালি।
✬প্রশ্ন:
পৃথিবীর প্রধান পাট রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
✬প্রশ্ন:
প্রধান চা আমদানিকারক দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
✬প্রশ্ন:
খনিজ তেলের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: সৌদি আরব।
✬প্রশ্ন:
পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: কিউবা।
✬প্রশ্ন:
পৃথিবীর প্রধান অভ্র রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।
✬প্রশ্ন:
মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ করেছিল?
উত্তর: ১৯৭৩ সালে।
✬প্রশ্ন:
আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশি সম্পদশালী?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
✬প্রশ্ন:
মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: হংকং।
✬প্রশ্ন:
কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?
উত্তর: পেরু।
✬প্রশ্ন:
‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া।
✬প্রশ্ন:
ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে?
উত্তর: ১৮৬১ সালে।
✬প্রশ্ন:
বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৭ ডিসেম্বর ১৯৪৫।
✬প্রশ্ন:
বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?
উত্তর: ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের
একীভূত।
✬প্রশ্ন:
পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর: ভারত।
✬প্রশ্ন:
ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
উত্তর: নেদারল্যান্ডস।
✬প্রশ্ন:
বিশ্ব ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: ওয়াশিংটন ডি.সি।
✬প্রশ্ন:
বিশ্ব ব্যাংকের কার্যক্রম কবে শুরু হয়?
উত্তর: ২৫ জুন ১৯৪৬ সালে।
✬প্রশ্ন:
বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৮৯টি।
✬প্রশ্ন:
এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু করে?
উত্তর: ১৯৬৬ সালে।
✬প্রশ্ন:
এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: ম্যানিলা, ফিলিপাইন।
✬প্রশ্ন:
এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ৬৭।
✬প্রশ্ন:
ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০ অক্টোবর ১৯৭৫।
✬প্রশ্ন:
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত?
উত্তর: ৫৬টি।
✬প্রশ্ন:
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: জেদ্দা, সৌদি আরব।
✬প্রশ্ন:
বিশ্ব ব্যাংক থেকে কোন দেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে?
উত্তর: ভারত।
প্রশ্ন: স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
উত্তর: রাশিয়া।
✬প্রশ্ন:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন,
ডি.সি. শহরে অবস্থিত।
✬প্রশ্ন:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদস্য সংখ্যা কতটি?
উত্তর: এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র।
✬প্রশ্ন:
বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন দেশে?
উত্তর: চীন।
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক
বিষয়াবলী
✬প্রশ্ন:
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।
✬প্রশ্ন:
বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
✬প্রশ্ন:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।
✬প্রশ্ন:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?
উত্তর : ১৯৮৮ সালে।
✬প্রশ্ন:
পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম কি?
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)
✬প্রশ্ন:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।
✬প্রশ্ন:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল।
✬প্রশ্ন:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে।
✬প্রশ্ন:
ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।
✬প্রশ্ন:
দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে।
✬প্রশ্ন:
জাপানের বৃহত্তম দ্বীপ এর নাম কী?
উত্তর : হনসু।
✬প্রশ্ন:
দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানীর নাম কী?
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান।
✬প্রশ্ন:
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে।
✬প্রশ্ন:
কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী কে?
উত্তর : জর্জ হ্যারিসন।
✬প্রশ্ন:
চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?
উত্তর : রোম শহরকে।
✬প্রশ্ন:
এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে।
✬প্রশ্ন:
ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে।
✬প্রশ্ন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি।
✬প্রশ্ন:
সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে?
উত্তর : ১৯৫৬ সালে।
✬প্রশ্ন:
বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি।
✬প্রশ্ন:
বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে।
✬প্রশ্ন:
WWW মানে কি?
উত্তর : World Wide Web
✬প্রশ্ন:
বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?
উত্তর : খাগড়াছড়ি জেলাকে।
✬প্রশ্ন:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯২১ সালে।
✬প্রশ্ন:
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ।
✬প্রশ্ন:
সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
✬প্রশ্ন:
মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়।
✬প্রশ্ন:
কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকার নাম কী?
উত্তর : ভেঙ্গি ভ্যালি।
✬প্রশ্ন:
রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?
উত্তর : সাজেক ভ্যালিকে।
✬প্রশ্ন:
পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : বান্দরবান জেলাকে।
✬প্রশ্ন:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।
✬প্রশ্ন:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : রিচার্ড নিক্সন।
✬প্রশ্ন:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির নাগরিক।
✬প্রশ্ন:
বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে?
উত্তর : সুন্দরবনকে
✬প্রশ্ন:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইন্দিরা গান্ধী।
✬প্রশ্ন:
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর।
✬প্রশ্ন:
আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে।
✬প্রশ্ন:
ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার।
✬প্রশ্ন:
ওকিনাওয়া দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর : জাপান।
✬প্রশ্ন:
আগুনের দ্বীপ বলা হয় কাকে?
উত্তর : আইসল্যান্ড দ্বীপকে।
✬প্রশ্ন:
‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা।
✬প্রশ্ন:
শিকাগো শহরকে কি বলা হয়?
উত্তর : বাতাসের শহর।
✬প্রশ্ন:
আধুনিক শিক্ষার জনক কে?
উত্তর : সক্রেটিস।
✬প্রশ্ন:
বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী কে?
উত্তর : নিশাত মজুমদার।
✬প্রশ্ন:
পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ।
✬প্রশ্ন:
গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর : সীতাকুণ্ড।
✬প্রশ্ন:
বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে।
✬প্রশ্ন:
বাংলাদেশের আমাজান বলা কাকে?
উত্তর : সিলেটের রাতারগুল বনকে।
✬প্রশ্ন:
কোন দেশ ভাটির দেশ নামে পরিচিত?
উত্তর : বাংলাদেশ।
✬প্রশ্ন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর : সংবিধান।
✬প্রশ্ন:
বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।
✬প্রশ্ন:
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?
উত্তর : ১১টি।
✬প্রশ্ন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।
✬প্রশ্ন:
৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : সিলেট।
✬প্রশ্ন:
১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম।
✬প্রশ্ন:
গুগলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
✬প্রশ্ন:
প্রকৃতির কন্যা বলা হয় কাকে?
উত্তর : সিলেটের জাফলংকে।
✬প্রশ্ন:
মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার।
✬প্রশ্ন:
এনাটমির জনক কে?
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস।
✬প্রশ্ন:
সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি।
✬প্রশ্ন:
আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।
✬প্রশ্ন:
নিষিদ্ধ শহর বলা হয় কাকে?
উত্তর : তিব্বতকে
✬প্রশ্ন:
মুক্তার দেশ বলা হয় কাকে?
উত্তর : কিউবা।
✬প্রশ্ন:
ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।
✬প্রশ্ন:
ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।
✬প্রশ্ন:
‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়।
✬প্রশ্ন:
হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।
✬প্রশ্ন:
‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পল জুলিয়াস রয়টার
✬প্রশ্ন:
‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য।
✬প্রশ্ন:
নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার।
✬প্রশ্ন:
মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে।
✬প্রশ্ন:
হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে।
✬প্রশ্ন:
আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।
✬প্রশ্ন:
কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে।
✬প্রশ্ন:
ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি।
✬প্রশ্ন:
প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ।
✬প্রশ্ন:
বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রামকে
✬প্রশ্ন:
বাংলাদেশে শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার।
✬প্রশ্ন:
বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল।
✬প্রশ্ন:
সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?
উত্তর : রাঙামাটিকে।
✬প্রশ্ন:
বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে?
উত্তর : ভোলা জেলাকে
বাংলাদেশ বিষয়াবলী বিভিন্ন পয়েন্ট এর অবস্থান
১। জিরো পয়েন্ট এর অবস্থান = গুলিস্তান,ঢাকা
২। জাফর পয়েন্ট, হিরণ পয়েন্ট ও টাইগার পয়েন্ট
এর অবস্থান = সুন্দরবনের দক্ষিণে
৩। এলিফ্যান্টের পয়েন্ট ও লাবনী পয়েন্ট এর
অবস্থান = কক্সবাজার
৪। সাইবার সিটি = সিলেট
৫।হেলদি সিটি = চট্টগ্রাম
৬। ক্লিন সিটি = ঢাকা
৭। গ্রীন সিটি, সিল্ক সিটি = রাজশাহী
৮। কুয়েত সিটি = খুলনা অঞ্চল
৯। লাভ সিটি = ঢাকার উত্তরায় বেসরকারি উদ্যোগে
গড়ে ওঠা শিল্প নগরী।
বাংলাদেশ বিষয়াবলী জাতীয় ও বিশেষ বিষয়াবলী
০১। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম
– লাল রংয়ের বৃত্তের মাঝে হলুদ রংয়ের বাংলাদেশের
মানচিত্র, বৃত্তের উপরের দিকে লেখা আছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নিচে লেখা ‘সরকার’
এবং বৃত্তের পাশে দুটি করে মোট চারটি তারকা।
০২। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার
– এম এন সাহা।
০৩। বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে ধানের
শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, তার মাথায় পার্ট গাছের পরস্পর সংযুক্ত তিনটি
পাতা এবং উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা।
০৪। বাংলাদেশের জাতীয় প্রতীকের রুপকার – কামরুল
হাসান।
০৫। বাংলাদেশের জাতীয় সংগীতের গীতিকার ও সুরকার
– রবীন্দ্রনাথ ঠাকুর।
০৬। জাতীয় সংগীতটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান কাব্য (গীতবিতান কাব্যগ্রন্থ) থেকে সংকলিত
।
০৭। জাতীয় সংগীত হিসেবে গ্রহন করা হয় – ২৫
চরণ বিশিষ্ট কবিতার প্রথম ১০ চরণ তবে যে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম চার চরণ বাজানো
হয়।
০৮। বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা – কাজী
নজরুল ইসলাম
০৯। বাংলাদেশের জাতীয় পতাকার রং – গাঢ় সবুজের
মাঝে লাল বৃত্ত
১০। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত – ১০
: ৬ বা ৫ : ৩।
১১। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন
করেন – ২ মার্চ, ১৯৭১ (আ.স.ম. আব্দুর রব)।
১২। জাতীয় পতাকার ডিজাইনার – কামরুল হাসান।
বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের বিভিন্ন দিবস
০১। জাতীয় শিক্ষক দিবস = ১৯ জানুয়ারি
০২। শহীদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
= ২১ ফেব্রুয়ারি
০৩। জাতীয় পতাকা উত্তোলণ দিবস = ২ মার্চ
০৪। জাতীয় পতাকা উত্তোলণ দিবস = ১৭ মার্চ
০৫। স্বাধীনতা দিবস/জাতীয় দিবস = ২৬ মার্চ
০৬। মুজিবনগর দিবস = ১৭ এপ্রিল
০৭। জাতীয় শোক দিবস = ১৫ আগস্ট
০৮। সংবিধান দিবস = ৪ নভেম্বর
০৯। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস = ৭ নভেম্বর
১০। সশস্ত্র বাহিনী দিবস = ২১ নভেম্বর
১১। মুক্তিযোদ্ধা দিবস = ১ ডিসেম্বর
১২। শহীদ বুদ্ধিজীবী দিবস = ১৪ ডিসেম্বর
১৩। বিজয় দিবস = ১৬ ডিসেম্বর
১৪। জাতীয় কৃষি দিবস = ১লা অগ্রহায়ণ
বাংলাদেশ বিষয়াবলী ভৌগোলিক নাম
০১। ভাটি দেশ / নদীমাতৃক দেশ /সোনালী আঁশের দেশ = বাংলাদেশ
০২। মসজিদের শহর = ঢাকা
০৩।বাংলাদেশের প্রবেশদ্বার / ১২আউলিয়ার দেশ/
বাণিজ্যিক রাজধানী = চট্টগ্রাম
০৪।৩৬০ আউলিয়ার দেশ = সিলেট
০৫।প্রাচ্যের ড্যান্ডি = নারায়নগঞ্জ
০৬। সাগরকন্যা = পটুয়াখালী
০৭। হিমালয় কন্যা = পঞ্চগড়
০৮।বাংলার শস্য ভান্ডার/ ভেনিস = বরিশাল
০৯। চট্টগ্রামের দুঃখ = চাকতাই খাল
১০। কুমিল্লার দুঃখ = গোমতী
১১। পশ্চিমা বাহিনীর নদী = ডাকাতিয়া নদী
১২। সাগর দ্বীপ = ভোলা
বাংলাদেশ বিষয়াবলী পুরাতন ও বর্তমান নাম
বর্তমান নাম — পুরাতন নাম
ঢাকা =
জাহাঙ্গীরনগর
চট্টগ্রাম = ইসলামাবাদ
খুলনা=
জাহানাবাদ
বরিশাল=
চন্দ্রদীপ
বাগেরহাট = খলিফা বাদ
গাজীপুর=
জয়দেবপুর
ফরিদপুর = ফাতেহাবাদ
আসাদ গেট = আইয়ুব গেট
সিলেট =
জালালাবাদ
দিনাজপুর = গন্ডোয়ারল্যান্ড
ময়মনসিংহ = নাসিরাবাদ
মহাস্থানগড় = পুন্ড্র বর্ধন
কুমিল্লা = ত্রিপুরা
নোয়াখালী = সুধারাম
সোনারগাঁও = সুবর্ণগ্রাম
যশোর =
খলিফাতাবাদ
শেরে বাংলা নগর= আয়ুব নগর
বাংলা একাডেমী = বর্ধমান হাউস
উত্তরবঙ্গ = বরেন্দ্রভূমি
বাহাদুর শাহ পার্ক = ভিক্টোরিয়া পার্ক
সেন্টমার্টিন দ্বীপ = নারিকেল জিঞ্জিরা
নিঝুম দ্বীপ = বাউলার চর
রাজউক =
ডি আই টি
বাংলাদেশ বিষয়াবলী সীমানা / আয়তন
১। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য?
উত্তরঃ
৫টি রাজ্য (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)
২।বাংলাদেশের মোট (ভারত ও মিয়ানমার) সীমান্তবর্তী
জেলা কয়টি?
উত্তরঃ
৩২টি।
৩।ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা
কয়টি ?
উত্তরঃ ৩০টি।
৪। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী
জেলা কয়টি?
উত্তরঃ
৩টি (রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান।)
৫।বাংলাদেশের ভারত ও মিয়ানমারকে স্পর্শ করেছে
কোন জেলা?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা
৬।বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উত্তরঃ
পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয়।
৭। বাংলাদেশের পূর্বে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উত্তরঃ আসাম ত্রিপুরা ও মিজোরাম
৮। বাংলাদেশের পূর্বের সীমানা কি?
উত্তরঃ
আসাম ত্রিপুরা মিজোরাম ও মায়ানমার।
৯। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ
১০। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি?
উত্তরঃ
বঙ্গোপসাগর
১১।বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে?
উত্তরঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
১২। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত
হয় কবে?
উত্তরঃ ১৬মে ১৯৭৪ সালে
১৩। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে কে কে
স্বাক্ষর করেন?
উত্তরঃ শেখ মুজিব-ইন্দিরা গান্ধী।
১৪। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কি উল্লেখ
ছিলঃ
উত্তরঃ বাংলাদেশ ভারতকে বেডুবাড়ি হস্তান্তর
করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর।
১৫। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর ১৯৭৪ সালের তৃতীয় সংশোধনীর মাধ্যমে।
১৬। বাংলাদেশ জাতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি
পাস হয় কবে?
উত্তরঃ ২৩ নভেম্বর ১৯৭৪ সালে।
১৭। বাংলাদেশ ভারতের অনিমাংসিত এলাকা কোথায়
অবস্থিত?
উত্তরঃ মুহুরীর চর ফেনী।
১৮। বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত কত
কিলোমিটার?
উত্তরঃ
২ কিলোমিটার
১৯। বাংলাদেশের মোট স্থল সীমা কত?
উত্তরঃ ৪,৪২৭ কিলোমিটার।
২০।বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
সাধারণ জ্ঞান
২১। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল
মাইল?
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার।
২২। বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাধের
দূরত্ব কত?
উত্তরঃ
১৬.৫ কিলোমিটার বা ১১ মাইল।
২৩। এক নটিক্যাল মাইল কত কিলোমিটার?
উত্তরঃ
১.৮৫৩ কিলোমিটার
২৪। ভারতের ভেতরে বাংলাদেশের কতটি ছিট মহল
রয়েছে/
উত্তরঃ ৫১ ছিটমহল
২৫।বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল রয়েছে
উত্তরঃ ১১১টি ছিটমহল।
২৬। ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন
জেলায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট (৫৯টি)
২৭। ভারতের ছিট মহল গুলো বাংলাদেশের কোন জেলায়
অবস্থিত ছিল/?
উত্তর: লালমনিরহাট (৫৯ টি) পঞ্চগড়(৩৬টি) টি
কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারী (৪টি)
২৮। দহগ্রাম আঙ্গরপোতা ছিট মহল বাংলাদেশের
কোন জেলায় ও থানায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট জেলা ও পাটগ্রাম থানায়ইয়
২৯। দহগ্রাম ছিটমহলের আয়তন কত?
উত্তরঃ ৩৫ বর্গমাইল।
৩০। বেডু বাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড় জেলায়।
৩১। দহগ্রাম ও আঙ্গরপোতা ছিট মহলের সাথে যোগাযোগের
জন্য কত বিঘা করিডোর ব্যবহার করা হয়?
উত্তরঃ
৩ বিঘা করিডোর
৩২। ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর
খুলে দেয়?
উত্তরঃ ২৬ জুন, ১৯৯২ সালে।
৩৩। ভারত কবে বহুল প্রতীক্ষিত তিনবিঘা করিডোর
পূর্ণাঙ্গভাবে বা ২৪ ঘন্টার জন্য বাংলাদেশের জন্য খুলে দেয়?
উত্তরঃ ৮ সেপ্টেম্বর ২০২১১ সালে
৩২। তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ তিস্তা নদীর তীরে।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অবস্থান
১। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি ?
উত্তরঃ পঞ্চগড়
২। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি?
উত্তরঃ
কক্সবাজার
৩।
বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি?
উত্তর
বান্দরবান
৪। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি?
উত্তরঃ
নবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
৫। বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি?
উত্তরঃ তেঁতুলিয়া
৬। বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা কোনটি?
উত্তরঃ
টেকনাফ
৭।
বাংলাদেশের পূর্বের থানা কোনটি?
উত্তরঃ থানচি
৮।
বাংলাদেশের পশ্চিমের থানা কোনটি?
উত্তরঃ শিবগঞ্জ
৯।
বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি?
উত্তরঃ
বাংলাবান্দা
১০।
বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি?
উত্তরঃ
ছেঁড়া দ্বীপ
১১।
বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি ?
উত্তরঃ আখান ইঠং
১২। বাংলাদেশের সর্ব পশ্চিমে কোন স্থান অবস্থিত?
উত্তরঃ মনাকশা
১৩।বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা কোনটি?
উত্তরঃ জকিগঞ্জ
১৪। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের থানা কোনটি?
উত্তরঃ টেকনাফ
১৫। আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি?
উত্তর চট্টগ্রাম বিভাগ (৩৩ হাজার ৭৭১ কিলোমিটার)
১৬। আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ কোনটি?
উত্তরঃ ময়মনসিংহ বিভাগ (১০৫৮৪ বর্গ কিলোমিটার)
১৭। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ
কোনটি?
উত্তরঃ ঢাকা বিভাগ।
১৮। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ
কোনটি?
উত্তরঃ বরিশাল বিভাগ।
১৯। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
উত্তরঃ রাঙ্গামাটি (৬,১১৬ বর্গ কি.মি.)
২০।
আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি?
উত্তরঃ মেহেরপুর (৭১৬ বর্গ কি. মি.)
২১।
আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি ?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)
২২। আয়তনে বাংলাদেশের ছোট থানা কোনটি?
উত্তরঃ ওয়ারি, ঢাকা
২৩।
আয়তনে বাংলাদেশের বড় উপজেলা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)
২৪। আয়তনে বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?
উত্তরঃ বন্দর থানা (নারায়ণগঞ্জ)
২৫। জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা কোনটি?
উত্তরঃ
ঢাকা
২৬।
জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি?
উত্তরঃ
বান্দরবান
২৭। জনসংখ্যায় বাংলাদেশের বড় থানা কোনটি?
উত্তরঃ গাজীপুর সদর, গাজীপুর
২৮।
জনসংখ্যায় বাংলাদেশের ছোট থানা কোনটি ?
উত্তরঃ
বিমানবন্দর, ঢাকা
২৯।
জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা কোনটি?
উত্তরঃ গাজীপুর সদর, গাজীপুর
৩০।
জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?
উত্তরঃ থানচি, বান্দরবান
৩১। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন
কোনটি?
উত্তরঃ
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন (আয়তম ১৬৮৭.৩৯ বর্গ কিলোমিটার)
৩২। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন
কোনটি?
উত্তরঃকক্সবাজার
জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন (আয়তন-২ বর্গ কিলোমিটার)
৩৩। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি
?
উত্তরঃ ছেঁড়াদ্বীপ (যদি ছেঁড়াদ্বীপ না থাকে
তাহলে সেন্টমার্টিন হবে)
৩৪। বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিন।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান আবহাওয়া
১। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার আগারগাঁয়ে।
২। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের
অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ।
৩। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি ও কোথায়
অবস্থিত?
উত্তরঃ
৪টি। ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত ।
৪। বাংলাদেশের আবহাওয়া অফিস কতটি?
উত্তরঃ
৩৫টি।
৫। বাংলাদেশের জলবায়ু কেমন?
উত্তরঃ সমভাবাপন্ন ।
৬। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তরঃ মৌসুমী বায়ু ।
৭। বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়
কেন?
উত্তরঃ
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য ।
৮। বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না কেন?
উত্তরঃ
ভূমির ওপর দিয়ে আসা বাতাস শুষ্ক থাকে বলে ।
৯। ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের
অন্তর্গত?
উত্তরঃ
ক্রান্তীয় জলবায়ু অঞ্চল ।
১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ
চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ।
১১। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তরঃ সিলেটের লালখানে ।
১২। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তরঃ
নাটোরের লালপুরে।
১৩। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ ২০৩ সে. মি. ।
১৪। বাংলাদেশের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কত?
৩৮৮ সে. মি. (সিলেটের লালখানে)।
১৫। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময়
কত?
উত্তরঃ
৬ ঘন্টা আগে
১৬। বাংলাদেশের সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ
১৫৪ সে. মি. নাটোরের লালপুরে)।
১৭।বাংলাদেশে বর্ষাকালে গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ ৩০৯ সে. মি.
১৮। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উত্তরঃ
নাটোরের লালপুর
১৯। বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?
উত্তরঃ রাজশাহী।
২০। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উত্তরঃ
শ্রীমঙ্গল।
২১। বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
উত্তরঃ সিলেট।
২২। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ এপ্রিল ।
২৩। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উত্তরঃ জানুয়ারি।
২৪। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তরঃ ২৫.৭০° সেলসিয়াস।
২৫। বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত?
উত্তরঃ
২০.১° সেলসিয়াস।
২৬ঃ বাংলাদেশের গ্রীষ্মকালের গড় তাপমাত্রা
কত?
উত্তরঃ ২৭.৮° সেলসিয়াস।
২৭। বাংলাদেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা
কখন কত থাকে?
উত্তরঃ
সর্বোচ্চ জুলাই মাসে ৯৯% সর্বনিম্ন ডিসেম্বর মাসে ৩৬% ।
২৮। গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময়
কত?
উত্তরঃ
৬ ঘন্টা আগে।
২৯। বাংলাদেশে মোট কয়টি ঋতু?
উত্তরঃ
৬টি।
৩০। বাংলাদেশে কোন কোন ঋতুর প্রভাব বেশি?
উত্তরঃ গ্রীষ্ম, শীত ও বর্ষা ।
৩১। বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র কতু বলা
হয়।
উত্তরঃ
বর্ষা ঋতুকে।
৩২। ঢাকায় আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার
রেকর্ড কত?
উত্তরঃ
৪২.৩° সেলসিয়াস (১৯৬০ সালে)।
৩৩। SPARRSO কী?
উত্তরঃ
মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র।
৩৪। SPARRSO এর পূর্ণরূপ কী?
উত্তরঃ
Space Research and Remote Sensing Organization.
৩৫। SPARRSO কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার আগারগাঁয়ে।
৩৬। ১৫ নভেম্বর ২০০৭ বাংলাদেশের মধ্য দিয়ে
প্রবাহিত হয়ে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম কি?
উত্তরঃ সিডর
৩৭। সিডর কোন শব্দ ?
উত্তরঃ সিংহলী ( এর অর্থ চোখ)
৩৮। বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আইলা কবে
আঘাত হানে?
উত্তরঃ ২৫ মে ২০২৯
৩৯। আইলা শব্দের অর্থ কি?
উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী।
(সমাপ্ত)
লেখক ও সংকলক
মোঃ ইজাবুল আলম
গুলশান-২, ঢাকা।
01716508708, izabulalam@gmail.com
(১ থেকে ১০৬তম সকল পর্ব দেখতে চাইলে (BOU) এর উপর ক্লিক করুন)
PLEASE SHARE ON