Monday, April 7, 2025

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

 

সাম্প্রতিক সাধারণ জ্ঞান



 (১) ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে?

উত্তর : ৫ আগস্ট ২০২৪

(২) ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর : ড. মুহাম্মদ ইউনূস

(৩) বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতির নাম কি ?

উত্তর : বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

(৪) দক্ষিণ এশিয়ায় ড. ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী?

উত্তর : দ্বিতীয়

(৫) ”সামাজিক ব্যবসা” ধারণাটির প্রবক্তা কে?

উত্তর : ড. মুহাম্মদ ইউনূস

(৬) ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে ?

উত্তর : ড. মুহাম্মদ ইউনূস

(৭) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তর : ১৯৮৩ সালে

(৯) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ড. মুহাম্মদ ইউনূস

(১০)বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?

উত্তর : আগারগাঁও

(১১) বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত ?

উত্তর : রাজশাহী

(১২) কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

উত্তর : সিয়েরা লিয়ন

(১৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তর : কামরুল হাসান

(১৪) বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?

উত্তর :  ১০:৬ বা ৫:৩

(১৫) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর : লুই আই কান

(১৬) রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে

উত্তর : সুশীল সমাজ

(১৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?

উত্তর : ৪টি

(১৮) বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ?

উত্তর : ৪ টি

(১৯) বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি?

উত্তর : শাপলা

(২০) বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন?

উত্তর : অ্যাটর্নি জেনারেল

(২১) আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?

উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

(২২) বাংলাদেশের সর্বোচ্চ আইন কি ?

উত্তর : বাংলাদেশের সংবিধান

(২৩) বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কত সালে?

উত্তর : ১৯৭৪ সালে

(২৪) বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন?

উত্তর : ড. মুহাম্মদ শহীদুল্লাহ

(২৫) বাংলাদেশ কত সালে (OIC) এর সদস্য লাভ করে?

উত্তর : ১৯৭৪ সালে

(২৬) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

উত্তর : ভারত

(২৭) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ ?

উত্তর : ইরাক

(২৮) বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে কত সালে?

উত্তর : ১৯৭২ সালে

(২৯) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?

উত্তর : নারিকেল জিনজিরা

(৩০) কোন সংস্থা সুন্দরবনকেকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষনা দিয়েছে?

উত্তর : ইউনেস্কো

(৩১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তর : ১৯৫৫ সালে

(৩২) বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন?

উত্তর : ড. মাকসুদুল আলম

(৩৩) বাংলাদেশের আর্থিক বছর কোনটি?

উত্তর : জুলাই- জুন

(৩৪) বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়?

উত্তর : ৩০ নভেম্বর

(৩৫) বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?

উত্তর : পাবনা

(৩৬) Making of a Nation Bangladesh গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : নুরুল ইসলাম

(৩৭) বাংলাদেশ ‘ডেল্টা প্ল্যান’’ এর সময়সীমা কত সাল নাগাদ?

উত্তর : ২১০০

(৩৮) বঙ্গভঙ্গ কত সালে রদ হয়?

উত্তর : ১৯১১ সালে

(৩৯) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২১ সালে

(৪০) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকার কে?

উত্তর : রোহানি বাহারিন

(৪১) সংসদে Casting Vote কি ?

উত্তর : স্পিকারের ভোট

(৪২) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?

উত্তর : পুণ্ড্র

(৪৩) বিশ্বের কোন দেশে প্রথম AI হাসপাতাল চালু হয় ?

উত্তর : চীন

(৪৪) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি

উত্তর : নীলনদ

(৪৫) PPP- এর পূর্ণরূপ কী ?

উত্তর : Public-Private Partnership

(৪৬) ফাইভ এস কোন খেলার সাথে জড়িত ?

উত্তর : হকি

(৪৭) সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি?

উত্তর : ফ্যাদোমিটার

(৪৮) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

উত্তর : বৃহস্পতি

(৪৯)জাতীয় বস্ত্র দিবস কত তারিখ?

উত্তর :৪ ডিসেম্বর

(৫০) রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : ১৮৬৩ সালে

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

(৫১) বিশ্বের সর্বাধিক ভাষার দেশ ?

উত্তর : পাপুয়া নিউগিনি

(৫২) পৃথিবীর প্রাচীনতম ভাষা  ?

উত্তর : হিব্রু

(৫৩) লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?

উত্তর : ভারত ও পাকিস্তান

(৫৪) NATO এর সদর দপ্তর কোথায়?

উত্তর : বেলজিয়াম

(৫৫) গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত?

উত্তর :  কিউবা

(৫৬) বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?

উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(৫৭) ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ কে বলেছেন?

উত্তর : চণ্ডীদাস

(৫৮) দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা সংযুক্ত?

উত্তর : পানামা খাল

(৫৯) পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : এশিয়া মহাদেশে

(৬০) আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় ?

উত্তর : ১৯১৯ সালে

(৬১) প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট  ছিলেন ?

উত্তর : উড্রো উইলসন

(৬২) বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়?

উত্তর : রংপুর

(৬৩) চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম –

উত্তর : ফা-হিয়েন

(৬৪) স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ?

উত্তর : চীন

(৬৫) কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় ?

উত্তর :তিউনিশিয়া

(৬৬) OIC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : জেদ্দা

(৬৭) তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?

উত্তর : কায়রো, মিশর

(৬৮) বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম ?

উত্তর : বান্দরবান জেলায়

(৬৯) হাজার হ্রদের দেশ’ নামে পরিচিত কোন দেশ?

উত্তর : ফিনল্যান্ডে

(৭০) বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি

উত্তর : বরেন্দ্র জাদুঘরবরেন্দ্র জাদুঘর

(৭১) ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে ?

উত্তর : ১৭৮৯  সালে

(৭২) বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত

উত্তর : সৈয়দপুর

(৭৩) বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?

উত্তর : স্পারসো

(৭৪) কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত ?

উত্তর : নিরাপত্তা পরিষদ

(৭৫) শালবন বিহার কোথায় অবস্থিত

উত্তর : কুমিল্লার ময়ানমতি

(৭৬) গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?

উত্তর : যুক্তরাজ্য

(৭৭) জাপানের পার্ল হারবার আক্রমণ করে

উত্তর : ৭ ডিসেম্বর, ১৯৪১

(৭৮) স্ট্যাচু অব পিস কোন শহরে অবস্থিত?

উত্তর : নাগাসাকি, জাপান

(৭৯) বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

উত্তর : চার্লস উইলকিন্স

(৮০) ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় ?

উত্তর : জেদ্দা

(৮১) এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

উত্তর : ম্যানিলা

(৮২) সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তর : নয়াদিল্লি

(৮৩) বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?

উত্তর : হালদা নদী

(৮৪) ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত

উত্তর :লিও, ফ্রান্স

(৮৫) আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি?

উত্তর : রাশিয়া

(৮৬) ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত ?

উত্তর : ৩২টি

(৮৭) দাস প্রথা বিলুপ্ত করেন কে ?

উত্তর : আব্রাহাম লিংকন

(৮৮) বিশ্বকাপ ফুটবল  ২০৩৪ অনুষ্ঠিত হবে ?

উত্তর : সৌদি আরব

(৮৯) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ?

উত্তর : ট্রিগভেলি

(৯০) ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব ?

উত্তর : যুক্তরাজ্য

(৯১) ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে “ফকল্যান্ড” নিয়ে যুদ্ধ হয় কত সালে?

উত্তর : ১৯৮২

(৯২) চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি ?

উত্তর : বরিশাল

(৯৩) ‘গোল্ডেন ট্রায়াঙ্গাল’ কোন অঞ্চল নিয়ে গঠিত?

উত্তর : মায়ানমার, থাইল্যান্ড ও লাওস

(৯৪) বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়

উত্তর : ১০ ডিসেম্বর

(৯৫) মিশরে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে ?

উত্তর : ১৯৫৬ সালে

(৯৬) রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা ?

উত্তর : যুক্তরাজ্য

(৯৭) কত সালে আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ?

উত্তর : ১৯৬৭ সালে

(৯৮) হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?

উত্তর : সিন্ধু

(৯৯) জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর নাম ?

উত্তর : UNCAC

(১০০) গ্রীন মানি বলা হয় কোন মুদ্রাকে

উত্তর : ডলার

(১০১) ‘দ্যা পলিটিক্স’ গ্রন্থের লেখক কে?

উত্তর :এরিস্টটল

(১০২) কম্পিউটারের ব্রেইন হলো ?

উত্তর : মাইক্রোপ্রসেসর

(১০৩) পানামা খাল কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : উত্তর আমেরিকা

(১০৪) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

উত্তর : ৩ ডিসেম্বর

(১০৫) প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে ?

উত্তর : ১৯১৪ সালে

(১০৬) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন?

উত্তর : ১৩৪৬ সালে

(১০৭) কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ?

উত্তর : ইউক্রেন

(১০৮) গ্রিনপিস (Green Peace)কোন দেশের পরিবেশবাদী সংস্থা?

উত্তর : নেদারল্যান্ড

(১০৯) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

(১১০) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

উত্তর : শ্রীমাভো বন্দরনায়েকে

(১১১) কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?

উত্তর : মেক্সিকো

(১১২) প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?

উত্তর : ১৯৭৫ সালে

(১১৩) জাতিসংঘ দিবস পালিত হয় কবে ?

উত্তর :  ২৪ অক্টোবর

(১১৪) বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?

উত্তর :  দিনাজপুর

(১১৫) নিরাপদ মাতৃত্ব দিবস ?

উত্তর : ২৮ মে

(১১৬) বাংলাদেশের ৫০ তম নদী বন্দর কোনটি

উত্তর : ভোলাগঞ্জ, সিলেটে

(১১৭) জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উত্তর : আনালিনা বেয়ারবক.

সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২০২৫

প্রশ্ন: এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তর: মালদ্বীপ

প্রশ্ন: এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি?

উত্তর: ৪৪টি

প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর: এভারেস্ট

প্রশ্ন: ইন্টারনেট কবে চালু হয়?

উত্তর: ১৯৬৯

প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন

প্রশ্ন: চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?

উত্তর: ৩০০০ কি.মি.

প্রশ্ন: অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে?

উত্তর: ৫টি

প্রশ্ন: প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: কাঠমুন্ডু

প্রশ্ন: হিরোসিমায় নিক্ষিপ্ত আনবিক বোমার নাম কি?

উত্তর: লিটল বয়

প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তর: গাজীপুর

প্রশ্ন: কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

উত্তর: প্রথম ৪টি

প্রশ্ন: বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?

উত্তর: সেন্টমার্টিন

প্রশ্ন: নিচের কোনটির স্থপতি লুই আই কান?

উত্তর: বাংলাদেশ জাতীয় সংসদ

প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?

উত্তর: সৈয়দ নজরুল ইসলাম

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর: জেনারেল আতাউল গণি ওসমানী

প্রশ্ন: বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে?

উত্তর: ৮ আগস্ট, ২০২৪

প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে?

উত্তর: কোনটিই নয়

প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

প্রশ্ন: বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ উপাধি প্রদান করা হয়েছিল?

উত্তর: ১৭৫ জন

২০২৫ সালে আসা গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

প্রশ্ন: ‘ইজমির’ শহরটি কোন দেশে অবস্থিত?

উত্তর: তুরস্ক

প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?

উত্তর: বিহার

প্রশ্ন: কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়?

উত্তর: BERC

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?

উত্তর: হাডুডু

প্রশ্ন: কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?

উত্তর: আওরঙ্গজেব

প্রশ্ন: বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত?

উত্তর: ২১ ও ১৮ বছর

প্রশ্ন: ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?

উত্তর: পক প্রণালি

প্রশ্ন: বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?

উত্তর: ১৯৭৪

প্রশ্ন: কোন উদ্ভিদের শ্বাসমূল আছে?

উত্তর: সুন্দরী

প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়?

উত্তর: ভিটামিন ডি

প্রশ্ন: HMPV ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে?

উত্তর: ২০১৭ সালে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারন জ্ঞান ২০২৫

প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কোন মন্ত্রণালয়ের অধীনস্থ?

উত্তর: অর্থ।

প্রশ্ন: ২০২৪ সালে বৈজ্ঞানিক প্রকাশনার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কোন বিশ্ববিদ্যালয়?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। (সূত্র: স্কোপাসের গবেষণা)।

প্রশ্ন: সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে?

উত্তর: জিম্বাবুয়ে।

প্রশ্ন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোন পরিকল্পনায় যুক্তরাজ্যকে এআই-এ বৈশ্বিক নেতা করতে চান?

উত্তর: ‘এআই অপারচুনিটিস অ্যাকশন প্ল্যান’।

প্রশ্ন: গুয়ান্তানামো বে কারাগার কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ২০০২ সালে।

প্রশ্ন: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে সর্বোচ্চ ২৪১ রানের জুটির রেকর্ড গড়েছেন কারা?

উত্তর: লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

প্রশ্ন: খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী?

উত্তর: যুক্তরাষ্ট্র। (বাংলাদেশ: ৭৬তম)।

প্রশ্ন: সম্প্রতি দেশে HMPV ভাইরাস রোগী শনাক্ত হয় কবে এবং কোথায়?

উত্তর: ০৯ জানুয়ারি ২০২৫, কিশোরগঞ্জ।

প্রশ্ন: লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উত্তর: মৌলভীবাজার (কমলগঞ্জ)।

প্রশ্ন: বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?

উত্তর: নাফ।

প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত কে?

উত্তর: মাইকেল মিলার।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি?

উত্তর: ভারত।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর: ব্রাজিল।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ কোনটি?

উত্তর: চীন।

প্রশ্ন: ‘সানডে টাইমস’ কোন দেশের সংবাদ মাধ্যম?

উত্তর: ব্রিটিশ।

প্রশ্ন: পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?

উত্তর: পাকিস্তান।

প্রশ্ন: কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত?

উত্তর: ছেঁড়াদ্বীপ

প্রশ্ন: ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯৯৭

সাধারন জ্ঞান সাম্প্রতিক বিশ্ব

প্রশ্ন: বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয়?

উত্তর: ১৯৯১

প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তর: হাড়িয়াভাঙ্গা

প্রশ্ন: ‘ছিয়াত্তর-এর মন্বন্তর’ কত সালে সংঘটিত হয়?

উত্তর: ১৭৭০

প্রশ্ন: উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তর: ২০০

প্রশ্ন: সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কী?

উত্তর: সমকাল

প্রশ্ন: ‘ইরাটম’ কী?

উত্তর: উন্নত জাতের ধান

প্রশ্ন: পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন?

উত্তর: পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে?

উত্তর: অণুচক্রিকা

প্রশ্ন: কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে?

উত্তর: ০.১ সেকেন্ড

প্রশ্ন: থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। কারণ—

উত্তর: অল্প তাপে বৃদ্ধি পায়

প্রশ্ন: প্রাথমিক বর্ণ নয় কোনটি?

উত্তর: বেগুনি

প্রশ্ন: যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?

উত্তর: দর্পণ

প্রশ্ন: টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

উত্তর: কম্পিউটার স্লো হয়ে যায়

প্রশ্ন: একটি ধাতুর উপর জিঙ্ক-এর প্রলেপ দেওয়াকে কী বলে?

উত্তর: গ্যালভানাইজিং

প্রশ্ন: একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন—

উত্তর: কমবে

প্রশ্ন: সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে?

উত্তর: পারদ

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?

উত্তর: বিকিরণ পদ্ধতিতে

প্রশ্ন: কোনটি চার্জবিহীন?

উত্তর: নিউট্রন

প্রশ্ন: কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু?

উত্তর: প্লাটিনাম

প্রশ্ন: ফিউজ তার কীসের সংকর?

উত্তর: টিন ও সীসা

প্রশ্ন: এক্সরে আবিষ্কার করেন কে?

উত্তর: রন্টজেন

প্রশ্ন: জীনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—

উত্তর: ক্রোমোসোম

প্রশ্ন: সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?

উত্তর: অপটিক্যাল ফাইবার

চাকরি পরীক্ষার প্রস্তুতি ২০২৫

প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী?

উত্তর: একটি ক্ষতিকারক প্রোগ্রাম

প্রশ্ন: সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?

উত্তর: গ্লিসারিন

প্রশ্ন: গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

উত্তর: নিম্নভূমি নিমজ্জিত হবে

প্রশ্ন: কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী?

উত্তর: এমএস এক্সেস

প্রশ্ন: কী বোর্ডের কোন Key টি সাধারণত Help Key হিসেবে ব্যবহৃত হয়?

উত্তর: F1

প্রশ্ন: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?

উত্তর: টাংস্টেন

প্রশ্ন: কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?

উত্তর: নদী

কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫

প্রশ্ন: কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কী?

উত্তর: Firewall

প্রশ্ন: ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?

উত্তর: স্টাবিলাইজার

প্রশ্ন: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

উত্তর: অভ্যন্তরীণ প্রতিফলন

প্রশ্ন: একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?

উত্তর: LAN

প্রশ্ন: উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?

উত্তর: চিত্রভিত্তিক

প্রশ্ন: অভিকর্ষ হলো বস্তুর উপর কোন বল?

উত্তর: কেন্দ্রমুখী বল

প্রশ্ন: কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

উত্তর: মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

প্রশ্ন: দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কী ব্যবহার করা হয়?

উত্তর: Satellite

প্রশ্ন: Which device is called Silico Sapiens?

উত্তর: Computer

প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?

উত্তর: বিল গেটস

প্রশ্ন: অটোমোবাইলের ব্যাটারিতে যে এসিড থাকে তা কী?

উত্তর: সালফিউরিক এসিড

প্রশ্ন: মোবাইল ফোনের জনক কে?

উত্তর: মার্টিন কুপার

প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?

উত্তর: পাইথন

প্রশ্ন: ‘অভ্র কী-বোর্ড’ কে তৈরি করেন?

উত্তর: মেহেদী হাসান

প্রশ্ন: কী-বোর্ডের ‘ফাংশন-কী’ কয়টি?

উত্তর: ১২টি

প্রশ্ন: ‘সুনামি’ কোন দেশের শব্দ?

উত্তর: জাপান

প্রশ্ন: খাদ্যের উপাদান কয়টি?

উত্তর: ৬টি

প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি?

উত্তর: ৩টি

প্রশ্ন: বস্তুর ওজন কোথায় শূন্য হয়?

উত্তর: ভূ-কেন্দ্রে

প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি?

উত্তর: অ্যালুমিনিয়াম

প্রশ্ন: কম্পিউটার ব্রেইন হলো—

উত্তর: মাইক্রোপ্রসেসর

প্রশ্ন: থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?

উত্তর: ড. মুহাম্মদ ইউনূস

প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?

উত্তর: ভুটান

General Knowledge

প্রশ্ন: কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে?

উত্তর: সিয়েরা লিওন

প্রশ্ন: বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

উত্তর: মিথেন

প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: পদ্মা (নদী রক্ষা কমিশনের মতে) অথবা মেঘনা (পানি উন্নয়ন বোর্ডের মতে)

প্রশ্ন: উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?

উত্তর: নাটোর

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি?

উত্তর: পার্বতীপুর

প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়?

উত্তর: ৪টি

প্রশ্ন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয়—

উত্তর: ডুরান্ড লাইন

প্রশ্ন: কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে?

উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: মানব উন্নয়ন সূচক-এর মৌলিক নির্দেশক কী?

উত্তর: মাথাপিছু জাতীয় আয়

প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

উত্তর: রাশিয়া

প্রশ্ন: ‘বাকু’ কোন দেশের রাজধানী?

উত্তর: আজারবাইজান

প্রশ্ন: ‘লিরা’ কোন দেশের মুদ্রার নাম?

উত্তর: তুরস্ক

প্রশ্ন: জিব্রাল্টার প্রণালি কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?

উত্তর: স্পেন ও মরক্কো

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

ভূগোল সম্পর্কিত প্রশ্নোত্তর

1. বাংলাদেশের মোট আয়তন কত?

উত্তর: ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।

2. বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?

উত্তর: রাঙ্গামাটি।

3. বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?

উত্তর: মেঘনা।

4. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি?

উত্তর: সাকা হাফং (তাজিনডং), বান্দরবান।

5. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তর: ভোলা।

6. সুন্দরবন কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তর: গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মোহনায়।

7. বাংলাদেশের কয়টি বিভাগ রয়েছে?

উত্তর: ৮টি।

8. বাংলাদেশের উত্তরে কোন দেশ অবস্থিত?

উত্তর: ভারত।

9. বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি?

উত্তর: হাইল হাওর।

10. বাংলাদেশের সবচেয়ে গভীর নদী কোনটি?

উত্তর: কর্ণফুলী।

11. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?

উত্তর: প্রায় ১২০ কিলোমিটার।

12. বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?

উত্তর: নারায়ণগঞ্জ।

13. বাংলাদেশের কোন নদীকে ‘পদ্মা’ বলা হয়?

উত্তর: গঙ্গা নদী।

14. কাপ্তাই হ্রদ কোন জেলায় অবস্থিত?

উত্তর: রাঙ্গামাটি।

15. বাংলাদেশের কোন নদীটির নাম পরিবর্তন করে ‘যমুনা’ রাখা হয়েছে?

উত্তর: ব্রহ্মপুত্র।

16. বাংলাদেশের জাতীয় উদ্যান কয়টি?

উত্তর: ১৮টি।

17. সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উত্তর: হবিগঞ্জ।

18. মধুপুর গড় কোন জেলায় অবস্থিত?

উত্তর: টাঙ্গাইল ও ময়মনসিংহ।

19. বাংলাদেশের বৃহত্তম সমতল বন কোনটি?

উত্তর: ভাওয়াল গড়।

20. বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান সমুদ্র বন্দর কোনটি?

উত্তর: চট্টগ্রাম সমুদ্র বন্দর।

21. বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত প্রধান চা বাগানের এলাকা কোনটি?

উত্তর: সিলেট।

22. বাংলাদেশের কোন নদীকে মৃত নদী বলা হয়?

উত্তর: বুড়িগঙ্গা।

23. বাংলাদেশে কয়টি মৌসুম রয়েছে?

উত্তর: ৬টি।

24. বাংলাদেশের উপকূলীয় এলাকার দৈর্ঘ্য কত?

উত্তর: প্রায় ৭১০ কিলোমিটার।

25. বাংলাদেশে কয়টি জলবায়ু অঞ্চল রয়েছে?

উত্তর: ৩টি (গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল)।

ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহ

ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

1. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?

উত্তর: ২৬ মার্চ।

2. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তর: শেখ মুজিবুর রহমান।

3. ভাষা আন্দোলন কোন সালে হয়েছিল?

উত্তর: ১৯৫২।

4. বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল?

উত্তর: ৯ মাস।

5. ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কে প্রদান করেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

6. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২।

7. বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: ৭ মার্চ, ১৯৭৩।

8. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গান বাংলাদেশের জাতীয় সংগীত?

উত্তর: “আমার সোনার বাংলা।”

9. বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকা।

10. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দেন?

উত্তর: শেখ মুজিবুর রহমান (ঘোষণাটি ২৬ মার্চ, ১৯৭১)।

11. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর: এম এ জি ওসমানী।

12. বাংলাদেশের প্রথম সরকারি টেলিভিশন চ্যানেল কোনটি?

উত্তর: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

13. বাংলা ভাষা প্রথম কবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়?

উত্তর: ১৯৫৬।

14. বাংলাদেশের পতাকা প্রথম উড়ানো হয় কবে?

উত্তর: ২ মার্চ, ১৯৭১।

15. জাতিসংঘে বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে?

উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।

16. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: তাজউদ্দীন আহমদ।

17. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দিনটি কবে পালিত হয়?

উত্তর: ২৫ মার্চ।

18. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কী ঘটেছিল?

উত্তর: পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন হয়।

19. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?

উত্তর: সাভার, ঢাকা।

20. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে কে ছিলেন?

উত্তর: শেখ মুজিবুর রহমান।

21. বাংলাদেশের দ্বিতীয় সংবিধান সংশোধনী কখন হয়?

উত্তর: ১৯৭৩ সালে।

22. বাংলাদেশের প্রথম মুদ্রিত পত্রিকা কোনটি?

উত্তর: সাপ্তাহিক ‘সংবাদ।’

23. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় লিখিত হয়েছিল?

উত্তর: মুজিবনগর, মেহেরপুর।

24. স্বাধীনতার পরে বাংলাদেশে প্রথম জাতীয় দিবস হিসেবে কোনটি পালন করা হয়?

উত্তর: ২৬ মার্চ, ১৯৭২।

25. বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তর: “ওরা ১১ জন।”

সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

1. বাংলাদেশের জাতীয় ফুল কী?

উত্তর: শাপলা।

2. পহেলা বৈশাখ কবে উদযাপিত হয়?

উত্তর: বাংলা সালের প্রথম দিন।

3. জামদানি শাড়ি কোন জেলার জন্য বিখ্যাত?

উত্তর: নারায়ণগঞ্জ।

4. বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেছেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

5. বাংলাদেশের জাতীয় পাখি কী?

উত্তর: দোয়েল।

6. বাংলাদেশের জাতীয় ফল কী?

উত্তর: কাঁঠাল।

7. বাংলাদেশের জাতীয় গাছ কী?

উত্তর: আমগাছ।

8. বাংলাদেশের প্রাচীনতম নগরীর নাম কী?

উত্তর: মহাস্থানগড়।

9. বাংলাদেশের কোন অঞ্চল মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল?

উত্তর: ঢাকার সোনারগাঁ।

10. বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নাম কী?

উত্তর: মুখ ও মুখোশ।

11. বাংলাদেশের কোন স্থানকে “লালন ভুবন” বলা হয়?

উত্তর: কুষ্টিয়ার ছেঁউড়িয়া।

12. শীতল পাটি তৈরি কোন অঞ্চলের জন্য বিখ্যাত?

উত্তর: সিলেট।

13. বাউল সংগীত কোন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ?

উত্তর: বাংলাদেশ।

14. বাংলাদেশের কোন স্থানে “রথযাত্রা” সবচেয়ে বিখ্যাত?

উত্তর: ঢাকার ঢাকেশ্বরী মন্দির।

15. চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের নাম কী?

উত্তর: মেজবানি মাংস।

16. বাংলাদেশের কোন উৎসবকে জাতিসংঘ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে?

উত্তর: পহেলা বৈশাখ।

17. বাংলাদেশের সবচেয়ে বড় মেলা কোনটি?

উত্তর: অমর একুশে বইমেলা।

18. বাংলাদেশের বিখ্যাত বাঁশি তৈরির এলাকা কোনটি?

উত্তর: টাঙ্গাইল।

19. বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথার মূল কেন্দ্র কোথায়?

উত্তর: রাজশাহী।

20. বাংলাদেশের কোন জেলাকে চামড়ার জন্য বিখ্যাত বলা হয়?

উত্তর: সাভার।

21. বাংলাদেশের জাতীয় কবি কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম।

22. বাংলাদেশের জনপ্রিয় ঢাক বাজানো উৎসব কোনটি?

উত্তর: দুর্গাপূজা।

23. বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত?

উত্তর: সাভার।

24. বাংলাদেশের কোন মিষ্টি বিশ্বব্যাপী পরিচিত?

উত্তর: রসগোল্লা।

25. বাংলাদেশের ঐতিহ্যবাহী চুড়ি তৈরির জন্য কোন স্থান বিখ্যাত?

উত্তর: মধুমতী।

অর্থনীতি ও ব্যবসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

1. বাংলাদেশের জাতীয় মুদ্রা কী?

উত্তর: টাকা।

2. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কী?

উত্তর: পোশাক।

3. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

উত্তর: বাংলাদেশ ব্যাংক।

4. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?

উত্তর: সৌদি আরব।

5. বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান খাত কোনটি?

উত্তর: কৃষি।

6. বাংলাদেশের শেয়ার বাজারের প্রথম বাজার কোনটি?

উত্তর: ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE)।

7. বাংলাদেশে সর্বপ্রথম বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: ১৯৭২ সালে।

8. বাংলাদেশে তৈরি প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি?

উত্তর: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (CEPZ)।

9. বাংলাদেশের প্রধান বন্দর কোনটি?

উত্তর: চট্টগ্রাম বন্দর।

10. বাংলাদেশের প্রধান চা উৎপাদনকারী এলাকা কোনটি?

উত্তর: সিলেট।

11. বাংলাদেশে কয়টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে?

উত্তর: [সর্বশেষ তথ্য অনুসারে আপডেট করতে হবে]।

12. বাংলাদেশে সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় কোন এলাকায়?

উত্তর: খুলনা।

13. বাংলাদেশে রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৭১ সালে।

14. বাংলাদেশে তৈরি প্রথম স্যাটেলাইটের জন্য কোন দেশ প্রযুক্তি সরবরাহ করেছে?

উত্তর: ফ্রান্স।

15. বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় কোন জেলায়?

উত্তর: দিনাজপুর।

16. বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার ২০২৩ সালে কত ছিল?

উত্তর: [সর্বশেষ তথ্য অনুসারে আপডেট করতে হবে]।

17. বাংলাদেশের প্রথম বাণিজ্য মেলা কবে শুরু হয়?

উত্তর: ১৯৯৫ সালে।

18. বাংলাদেশে তৈরি প্রথম স্মার্টফোন কোন কোম্পানি তৈরি করেছে?

উত্তর: ওয়ালটন।

19. বাংলাদেশের মোট চিনি উৎপাদনের জন্য বিখ্যাত এলাকা কোনটি?

উত্তর: পাবনা।

20. বাংলাদেশের বাজেট সাধারণত কোন মাসে উপস্থাপন করা হয়?

উত্তর: জুন মাসে।

21. বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি পণ্য কোনটি?

উত্তর: ধান।

22. বাংলাদেশের তৈরি প্রথম গাড়ির নাম কী?

উত্তর: প্রগতি।

23. বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস কী?

উত্তর: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।

24. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় কবে?

উত্তর: ১৯৯১ সালে।

25. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ শিল্প কোন জেলায় অবস্থিত?

উত্তর: নারায়ণগঞ্জ।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

1. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কী?

উত্তর: বঙ্গবন্ধু-১।

2. দেশের প্রধান বিদ্যুৎ উৎপাদন উৎস কী?

উত্তর: প্রাকৃতিক গ্যাস।

3. বাংলাদেশে ৫জি প্রযুক্তি কবে চালু হয়েছে?

উত্তর: ২০২৩ সালের ৭ জুলাই।

4. বাংলাদেশের প্রথম ইন্টারনেট সেবা কখন শুরু হয়?

উত্তর: ১৯৯৬ সালে।

5. বাংলাদেশের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত?

উত্তর: কক্সবাজার।

6. বাংলাদেশে প্রথম টেলিভিশন স্টেশন কবে চালু হয়?

উত্তর: ২৫ ডিসেম্বর, ১৯৬৪।

7. বাংলাদেশে কোন শহরকে “ডিজিটাল শহর” হিসেবে ঘোষণা করা হয়েছে?

উত্তর: মিরপুর, ঢাকা।

8. বাংলাদেশে প্রথম সরকারি মোবাইল ফোন অপারেটর কোনটি?

উত্তর: টেলিটক বাংলাদেশ লিমিটেড।

9. বাংলাদেশে প্রথম ফাইবার অপটিক্যাল কেবল কবে চালু করা হয়?

উত্তর: ২০০৬ সালে।

10. বাংলাদেশে ৩জি সেবা কবে চালু হয়?

উত্তর: ২০১৩ সালে।

11. বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়?

উত্তর: ২০১৮ সালে।

12. বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল আর্কাইভ কোথায় অবস্থিত?

উত্তর: জাতীয় গ্রন্থাগার, ঢাকা।

13. বাংলাদেশের প্রথম রোবট কত সালে তৈরি হয়?

উত্তর: ২০১৭ সালে।

14. বাংলাদেশে সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম কোনটি?

উত্তর: দারাজ বাংলাদেশ।

15. বাংলাদেশে কোন সিটি সেন্টারে প্রথম মেট্রো রেল চালু হয়েছে?

উত্তর: ঢাকা শহরে।

16. বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়টি প্রথম আইটি প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করে?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়।

17. বাংলাদেশের প্রথম ৩ডি প্রিন্টিং প্রযুক্তি কবে চালু হয়?

উত্তর: ২০১৫ সালে।

18. বাংলাদেশে কোন তথ্যপ্রযুক্তি কোম্পানি বিশ্বের শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে স্থান পায়?

উত্তর: সফটওয়্যার কোম্পানি “সিস্টেম ইন্টিগ্রেটরস”।

19. বাংলাদেশে সবচেয়ে বড় বায়োগ্যাস প্ল্যান্ট কোথায় অবস্থিত?

উত্তর: চট্টগ্রামে।

20. বাংলাদেশে প্রথম পেট্রোলিয়াম রিফাইনরি কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৬৪ সালে।

21. বাংলাদেশের প্রথম কম্পিউটারাইজড ব্যাংক কোনটি?

উত্তর: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

22. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের স্থান কোনটি?

উত্তর: কুরগুন (স্পেস সেন্টার, যুক্তরাষ্ট্র)।

23. বাংলাদেশের প্রথম “ন্যানো-টেকনোলজি” গবেষণা ল্যাব কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

24. বাংলাদেশে প্রথম হাইড্রোজেন শক্তি ব্যবহারের পরীক্ষামূলক প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়েছে?

উত্তর: মেঘনা গ্যাস ফিল্ড।

25. বাংলাদেশে প্রথম রোবট ডেলিভারি সিস্টেম চালু কবে হয়?

উত্তর: ২০২২ সালে।

খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

1. বাংলাদেশের জাতীয় খেলা কী?

উত্তর: কাবাডি।

2. বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?

উত্তর: নাইমুর রহমান দুর্জয়।

3. বাংলাদেশের প্রথম অলিম্পিক অংশগ্রহণ কবে হয়েছিল?

উত্তর: ১৯৮৪ সালে।

4. বাংলাদেশের প্রথম ফুটবল স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকা, বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

5. বাংলাদেশে প্রথম বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট কোনটি?

উত্তর: ১৯৯৯ বিশ্বকাপ।

6. বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেট অধিনায়ক কে ছিলেন?

উত্তর: সালমা খাতুন।

7. বাংলাদেশের প্রথম অলিম্পিক পদক কোন বছর অর্জিত হয়?

উত্তর: ২০১৬ সালে, রিও অলিম্পিকে।

8. বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক কে?

উত্তর: সাকিব আল হাসান।

9. বাংলাদেশের সবচেয়ে সফল ফুটবল অধিনায়ক কে ছিলেন?

উত্তর: রফিকুল ইসলাম।

10. বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোথায়?

উত্তর: মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়াম।

11. বাংলাদেশে কোন খেলা “আইসক্রিম ক্রিকেট” নামে পরিচিত?

উত্তর: কাবাডি।

12. বাংলাদেশে প্রথম পেশাদার ফুটবল লীগ কবে শুরু হয়?

উত্তর: ২০০৭ সালে।

13. বাংলাদেশের প্রথম এশিয়ান গেমসে অংশগ্রহণ কবে ছিল?

উত্তর: ১৯৮২ সালে।

14. বাংলাদেশের জাতীয় পুরুষ হকি দলের সর্বশেষ এশিয়ান গেমসে রেজাল্ট কী ছিল?

উত্তর:

15. বাংলাদেশের প্রথম সাঁতার চ্যাম্পিয়ন কে ছিলেন?

উত্তর: মহামুদা খাতুন।

16. বাংলাদেশে প্রথম হকি স্টেডিয়াম কোথায় নির্মিত হয়?

উত্তর: ঢাকা।

17. বাংলাদেশের প্রথম পেশাদার ক্রীড়া সংগঠন কোনটি?

উত্তর: ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

18. বাংলাদেশে প্রথম পেশাদার ফুটবল খেলোয়াড় হিসেবে কে সাইন করেন?

উত্তর: বিপ্লব মিয়া।

19. বাংলাদেশের কোন খেলোয়াড় প্রথম বার্কলে প্রিমিয়ার লীগে খেলার সুযোগ পান?

উত্তর: মোহাম্মদ ইলিয়াস।

20. বাংলাদেশের প্রথম মহিলা তীরন্দাজ কোনটি?

উত্তর: শবনম পারভীন।

21. বাংলাদেশের ফুটবল দলের সর্বাধিক গোলদাতা কে?

উত্তর: আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু।

22. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া উৎসব কোনটি?

উত্তর: ঢাকা ডিভিশন ক্রিকেট লীগ।

23. বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কৃত মহিলা খেলোয়াড় কে?

উত্তর:

24. বাংলাদেশের সর্বাধিক পঠিত ক্রিকেট বই কোনটি?

উত্তর: ‘ক্রিকেটের চিরকালীন রেকর্ড’।

25. বাংলাদেশের সবচেয়ে সফল আন্তর্জাতিক শুটিং অ্যাথলেট কে?

উত্তর: মোহাম্মদ নাসিরউদ্দিন।

(সমাপ্ত)

লেখক ও সংকলক

মোঃ ইজাবুল আলম

 

সকল পর্ব একই সাথে দেখতে চাইলে BOU এর উপর ক্লিক করুন

(BOU)

PLEASE SHARE ON

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

  সাম্প্রতিক সাধারণ জ্ঞান   (১) ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? উত্তর : ৫ আগস্ট ২০২৪ (২) ৮ আগস্ট ২০...

BOU