Saturday, August 30, 2025

চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (১১০তম পর্ব)

চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

(১১০তম পর্ব)


বাংলা ব্যাকরণের ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা চাকরি পরীক্ষায় বার বার আসে

১। ভাষার মূল উপকরণ >> বাক্য

২। ভাষার মূল উপাদান >>> ধ্বনি

৩। ভাষার মৌলিক উপাদান >> শব্দ

৪। বাক্যের ক্ষুদ্রতম একক/ মৌলিক উপাদান>>> শব্দ

৫। শব্দের ক্ষুদ্রতম একক >>>> ধ্বনি

৫ । বাক্যের প্রাণ >>>>>> শব্দ

৬। উপসর্গ পদের আগে বসে , আর প্রত্যয় পদের পরে বসে ।

৭। উপসর্গের অর্থবাচকতা নেই , কিন্তু অর্থদ্যোতকতা আছে ।

৮। যে ৪টি উপসর্গ বাংলা , তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে >> আ, সু , নি , বি।

৯। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।

১০। বিভক্তিহীন নাম শব্দ বলে >>>>> প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।

১১। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে >> পদ ।

১২। ক্রিয়াপদের মূলকে বলে >>>>>>> ধাতু ।

১৩। বাক্যে অপরিহার্য>>>>>>>>>>> ক্রিয়াপদ ।

১৪। সন্ধির সুবিধা > ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।

১৫। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত , ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত

১৬। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই

১৭। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।

১৮ । সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।

১৯ । সমাস ভাষাকে >> সংক্ষেপ করে ।

২০। সমাসের রীতি >> সংস্কৃত থেকে আগত

২১। ব্যাকরণ শব্দটি >> সংস্কৃত থেকে আগত

২২। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ বলে > উপধা ।

২৩। সমন্ধ পদ , তারিখ লিখতে , ঠিকানা লিখতে পদের পর > কমা বসাতে হয়।

২৪। বাক্য প্রধানত কত প্রকার ? = ৩ প্রকার । সরল , জঠিল বা মিশ্র , যৌগিক । ( নোট : বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয় ; বাক্যের গুণ ৩টি : আকাঙ্ক্ষা , আসত্তি, যোগ্যতা। বিভিন্ন প্রকার দোষ ও বাক্যে রুপান্তর দেখে নিন)

২৫ । যতিচিহ্ন কয়টি ? = ১২ টি ।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

প্রশ্ন : চীনের প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি ? উত্তর : দাড়োয়ানী, নীলফামারী

প্রশ্ন : জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় ? উত্তর : ২৮ এপ্রিল ২০২৫

প্রশ্ন : সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট  চালু করেছে কোন ব্যাংক ? উত্তর : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

প্রশ্ন : বাংলাদেশে স্টারলিংক ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে ? উত্তর : ২৮ এপ্রিল ২০২৫

প্রশ্ন : সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে ? উত্তর : পেহেলগামে

প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ? উত্তর : ১৯৭২ সালে

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে ? উত্তর : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

প্রশ্ন : সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয় ? উত্তর : শহীদ রাজাই বন্দর

প্রশ্ন : সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের এর নাম কি ? উত্তর : ওলোও

প্রশ্ন : চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে ? উত্তর : বিশ্ব ব্যাংক

প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় ? উত্তর : ১৯৬০ সালে

প্রশ্ন : ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার ২০২৫ পুরস্কারে ভূষিত হয়েছেন কে ? উত্তর : সোনিয়া মুন্নি

প্রশ্ন : সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেক্ট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে ?

উত্তর : জাপান

প্রশ্ন : পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন ? উত্তর : ২৬৬ তম

প্রশ্ন : পোপ ফ্রান্সিস কে সমাধিস্থ করা হয়েছে ? উত্তর : রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায়

প্রশ্ন : কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ? উত্তর : ফ্রান্স

প্রশ্ন : মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় ? উত্তর : কায়রো, মিশর

প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া  ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত ? উত্তর : ৫০৫০১

প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি ? উত্তর : যমুনা রেল সেতু

প্রশ্ন : যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত ? উত্তর : ৪.৮ কিলোমিটার

প্রশ্ন : দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি ? উত্তর : যমুনা

প্রশ্ন : যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে ? উত্তর : ১২ফেব্রুয়ারি ২০২৫

প্রশ্ন : জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে ? উত্তর : ১২ ফেব্রুয়ারি ২০২৫

প্রশ্ন : জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে ? উত্তর : প্রধান উপদেষ্টা

প্রশ্ন : প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় ?

উত্তর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রশ্ন : জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মম শির শিল্পকর্মটি অংকন করেন ? উত্তর : শহিদ কবির

প্রশ্ন : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় ? উত্তর : গণভবন

প্রশ্ন : জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে

উত্তর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

প্রশ্ন : নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয় ?   উত্তর : ৮৩৪ জন

প্রশ্ন : জাতীয় শহীদ সেনা দিবস কবে ? উত্তর : ২৫ ফেব্রুয়ারি

প্রশ্ন : ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন ? উত্তর : ১৯৭৪ সালে

প্রশ্ন : বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩ কার্যকর করা হয় কবে ? উত্তর : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

প্রশ্ন : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি ? উত্তর : সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রশ্ন : ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন ?

উত্তর : ৭৯তম

প্রশ্ন : ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত ? উত্তর : সপ্তম

প্রশ্ন : মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত ? উত্তর : পঞ্চম

প্রশ্ন : ৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে ? উত্তর : অপারেশন ডেভিল হান্ট

প্রশ্ন : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় ? উত্তর : চট্টগ্রাম বন্দর

প্রশ্ন : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন  বাতিল করে ? উত্তর : পাসপোর্ট

প্রশ্ন : দেশের প্রথম “যুদ্ধ শিশু” হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে ? উত্তর : মেরিনা খাতুন

প্রশ্ন : বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল  ? উত্তর : জাতীয় নাগরিক পার্টি

প্রশ্ন : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে ? উত্তর : ২৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রশ্ন : কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে ? উত্তর : মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর, ঢাকা

প্রশ্ন : NCP  এর পূর্ণরূপ কি ? উত্তর : National Citizen Party

প্রশ্ন : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি ? উত্তর : ইনকিলাব জিন্দাবাদ

প্রশ্ন : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে ? উত্তর : নাহিদ ইসলাম

প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে ?

উত্তর : বৈমানিক ফাহিম চৌধুরী

প্রশ্ন : সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে ? উত্তর : পঞ্চদশ

প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা ‘আন্তর্জাতিক পদক ২০২৫’- এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান ? উত্তর : বাংলাদেশ দূতাবাস, প্যারিস।

প্রশ্ন : জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের বাংলাদেশে আসেন কত তারিখে ?  উত্তর : ১৩ মার্চ ২০২৫

প্রশ্ন : জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশ ভ্রমনের উদ্দেশ্য কি ? উত্তর : রোহিঙ্গা ইস্যু

প্রশ্ন : জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের  নির্ধারিত সময়কাল ? উত্তর : ৪দিন

প্রশ্ন : নতুন ছাত্র সংগঠনের নাম কি ? উত্তর : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় ?

উত্তর : ৪ মে ১৯৭২

প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে ? উত্তর : ১৫ ডিসেম্বর ২০২৪

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে ? উত্তর : ইরান

প্রশ্ন : মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি ? উত্তর : মান্দারিন

প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে ? উত্তর : ১৮৬১ সালে

প্রশ্ন : ২৭ জানুয়ারি ২০২৬ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে ? উত্তর : যুক্তরাষ্ট্র

প্রশ্ন : প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি ? উত্তর : নিউজিল্যান্ড

প্রশ্ন : ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় ? উত্তর : মাউন্ট তারানাকি

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে project waterworth নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে ? উত্তর : Meta

প্রশ্ন : USAID কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা ? উত্তর : যুক্তরাষ্ট্র

প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি DeepSeek এর প্রতিষ্ঠাতা কে ? উত্তর : লিয়াং ওয়েনফেং

প্রশ্ন : বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ ? উত্তর : যুক্তরাষ্ট্র

প্রশ্ন : ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠান ? উত্তর : OpenAI

প্রশ্ন : বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে ? উত্তর : লেনোভো

প্রশ্ন : সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত ? উত্তর : গ্রিস

প্রশ্ন : ইউরোপের কোন দেশ জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে ? উত্তর : সুইজারল্যান্ড

প্রশ্ন : বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে ? উত্তর : যুক্তরাষ্ট্র

প্রশ্ন : ওশেনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় ? উত্তর : অস্ট্রেলিয়া

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ ? উত্তর : চীন

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয় ? উত্তর : সংযুক্ত আরব আমিরাত

প্রশ্ন : ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি ? উত্তর : শহিদ বাহমান বাগেরি

প্রশ্ন : ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে ? উত্তর : বেনিতো মুসোলিনি

প্রশ্ন : এই বছর ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ? উত্তর : কানাডা

প্রশ্ন : বিশ্বের প্রথম AI শিশুর নাম কী ? উত্তর : Tong Tong

প্রশ্ন : জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন ? উত্তর : গ্লাডউইন জেব

প্রশ্ন : জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন ? উত্তর : ট্রিগভেলি

প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ? উত্তর : হুমায়ুন রশীদ চৌধুরী

জুলাই বিপ্লব ২০২৪ সাধারণ জ্ঞান

•বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয় :  ২০২৪ সালের ১ জুলাই

•কত তারিখে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা হয় : ৭ জুলাই ২০২৪

•জুলাই বিপ্লবের প্রথম শহীদ : আবু সাঈদ

•জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ কত তারিখে শহীদ হন : ১৬ জুলাই, ২০২৪

•শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

•মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে : ১৮ জুলাই  ২০২৪

•জুলাই আন্দোলনের কোন দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় : ১৮ জুলাই ২০২৪

•জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম : উন্নত মমশির

•উন্নত মম শির শিল্পকর্মটির স্রষ্টা কে : শহীদ কবির

•‘বাংলা ব্লকেড’ কী : কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচী

•কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি কবে পালিত হয় : ৩১ জুলাই ২০২৪

•লং মার্চ টু ঢাকা কত তারিখে পালিত হয় : ৫ আগষ্ট ২০২৪

•শহীদি মার্চ কবে পালিত হয় : ৫ সেপ্টেম্বর ২০২৪

•জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘরের নামকরণ কি করা হয়েছে : জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

•জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় : ১০ সেপ্টেম্বর ২০২৪

•জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিইও : মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

•বাংলাদেশে নতুন ছাত্র সংগঠনের নাম কি : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

•৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে : ড. মুহাম্মদ ইউনূস

•জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

•নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত : ঢাকা বিশ্ববিদ্যালয়

•১৫ জানুয়ারি ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর কতজন শহিদের নামের গেজেট প্রকাশ করা হয় : ৮৩৪ জন

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

•ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে : আবুল বরকত

•জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে কোন দিনটিকে  : ২৫ ফেব্রুয়ারি

•বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কতটি :  ৬টি

•মাইজভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান : চট্রগ্রাম

•ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন : ৬ ডিসেম্বর ১৯৯৭

•বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি :  সিলেট

•বিশ্বের প্রথম AI শিশুর নাম কী : Tong Tong

•বাংলাদেশ কয়টি স্টক এক্সচেঞ্জ আছে : ২ টি

•জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম

•২৩তম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে : ২০২৬ সালে

•বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে : বরিশাল

•বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে :  ২ আগস্ট ১৯৯০ সালে

•আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি : রুম নাম্বার ২০১১

•বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে  : ১৮৬২ সালে

•দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় : জাপান

•মন্ট্রিল প্রটোকল কার্যকর হয় : ১৯৮৯ সালের ১ জানুয়ারি

•ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কী : বুকার পুরস্কার

•দেশের প্রথম AI সংবাদ পাঠিকার নাম : অপরাজিতা

•ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে : বেগম খালেদা জিয়া

•ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে : বেনিতো মুসোলিনি

•বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় : ১৪ মার্চ ২০১২ সালে

•বাংলাদেশে কত সালে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় : ২০০৮ সালে

•কত সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন : ২১শে ১৯৭৭ সালে

•ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় : ১৯২১ সালের ১ জুলাই

•গোল্ডেন জুবিলি টাওয়ারের অবস্থান কোথায় : রাজশাহী

•পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় : ১৯৯৫ সালে

•বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় : ৭ই মার্চ ১৯৭৩ সালে

•বাংলাদেশের সর্বোচ্চ ভবনের নাম কি : সিটি সেন্টার

•জাতীয় পরিবেশ নীতি কবে ঘোষণা করা হয় : ১৯৯২ সালে

•বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর করে : ১৯৯০ সালের ২ আগষ্ট

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

•বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ  : চীন

•জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত : গাজীপুরে

•কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় : প্রথম ৪টি

•বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত : সেন্ট মার্টিন

•বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন : পাহাড়ি ভূমি

•বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারী যুগের পাহাড় আছে : মহেশখালী

•ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে : ১১৭৬ বঙ্গাব্দে

•বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত : ময়মনসিংহ

•বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করেন কে : বাবর আলী

•সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ  হয় :   ১ অক্টোবর ২০২৪

•বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত : ঢাকা

•বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত : ঈশ্বরদী

•লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত : খুলনা

•ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত : চাঁদপুর

•বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল : ২০০ নটিক্যাল মাইল

•বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত : ১২ নটিক্যাল মাইল

•বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে  : ১৯৭৪ সালে

•বাংলাদেশের নবীনতম নদী কোনটি : যমুনা

•জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম

•বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় : হরিপুর

•দেশে প্রথম AI নিয়ে ডিগ্রী চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হলো : গ্রিন ইউনিভার্সিটি

•ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন : ১৯৭৪ সালে

•বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত : বগুড়া

•বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয় : ৩০ নভেম্বর

•সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে : করতোয়া

•বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়ার নাম কি : তাজিংডং (বিজয়)

•কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত : রাঙ্গামাটি

•বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম : মহানন্দা

•বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি : পুণ্ড্রবর্ধন

সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

1.প্রশ্ন : বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কতজন? উত্তর : ২৩ জন।

2.প্রশ্ন : দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে (LNG) আমদানী করে? উত্তর : ওমান ও কাতার থেকে।

3.প্রশ্ন : দেশের প্রথম টানেলের বর্তমান নাম কী? উত্তর : কর্ণফুলী টানেল।

4.প্রশ্ন : দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কী? উত্তর : বাংলাদেশ স্যাটেলাইট।

5.প্রশ্ন : সাম্প্রতি (CID) কোন ধরণের মুদ্রা জব্দ করেছে? উত্তর : ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা।

6.প্রশ্ন : বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম ? উত্তর : দ্বিতীয়।

7.প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর : ৩৫তম।

সাম্প্রতিক সাধারন জ্ঞান

প্রশ্ন: এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর: মালদ্বীপ

প্রশ্ন: এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি? উত্তর: ৪৪টি

প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?  উত্তর: এভারেস্ট

প্রশ্ন: ইন্টারনেট কবে চালু হয়? উত্তর: ১৯৬৯

প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? উত্তর: চীন

প্রশ্ন: চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? উত্তর: ৩০০০ কি.মি.

প্রশ্ন: অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? উত্তর: ৫টি

প্রশ্ন: প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: কাঠমুন্ডু

প্রশ্ন: হিরোসিমায় নিক্ষিপ্ত আনবিক বোমার নাম কি? উত্তর: লিটল বয়

প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর: গাজীপুর

প্রশ্ন: কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? উত্তর: প্রথম ৪টি

প্রশ্ন: বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত? উত্তর: সেন্টমার্টিন

প্রশ্ন: নিচের কোনটির স্থপতি লুই আই কান? উত্তর: বাংলাদেশ জাতীয় সংসদ

প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর: সৈয়দ নজরুল ইসলাম

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর: জেনারেল আতাউল গণি ওসমানী

প্রশ্ন: বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? উত্তর: ৮ আগস্ট, ২০২৪

প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে?

উত্তর: কোনটিই নয়

প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

প্রশ্ন: বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ উপাধি প্রদান করা হয়েছিল? উত্তর: ১৭৫ জন

২০২৫ সালে আসা গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

প্রশ্ন: ‘ইজমির’ শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর: তুরস্ক

প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? উত্তর: বিহার

প্রশ্ন: কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়? উত্তর: BERC

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? উত্তর: হাডুডু

প্রশ্ন: কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? উত্তর: আওরঙ্গজেব

প্রশ্ন: বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত? উত্তর: ২১ ও ১৮ বছর

প্রশ্ন: ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি? উত্তর: পক প্রণালি

প্রশ্ন: বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? উত্তর: ১৯৭৪

প্রশ্ন: কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? উত্তর: সুন্দরী

প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? উত্তর: ভিটামিন ডি

প্রশ্ন: HMPV ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে? উত্তর: ২০১৭ সালে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারন জ্ঞান

প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কোন মন্ত্রণালয়ের অধীনস্থ?WWW.SADIKSIR.COM

উত্তর: অর্থ।

প্রশ্ন: ২০২৪ সালে বৈজ্ঞানিক প্রকাশনার র্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কোন বিশ্ববিদ্যালয়?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। (সূত্র: স্কোপাসের গবেষণা)।

প্রশ্ন: সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে?

উত্তর: জিম্বাবুয়ে।

প্রশ্ন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোন পরিকল্পনায় যুক্তরাজ্যকে এআই-এ বৈশ্বিক নেতা করতে চান?

উত্তর: ‘এআই অপারচুনিটিস অ্যাকশন প্ল্যান’।

প্রশ্ন: গুয়ান্তানামো বে কারাগার কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ২০০২ সালে।

প্রশ্ন: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে সর্বোচ্চ ২৪১ রানের জুটির রেকর্ড গড়েছেন কারা?

উত্তর: লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

প্রশ্ন: খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী?

উত্তর: যুক্তরাষ্ট্র। (বাংলাদেশ: ৭৬তম)।

প্রশ্ন: সম্প্রতি দেশে HMPV ভাইরাস রোগী শনাক্ত হয় কবে এবং কোথায়?

উত্তর: ০৯ জানুয়ারি ২০২৫, কিশোরগঞ্জ।

প্রশ্ন: লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর: মৌলভীবাজার (কমলগঞ্জ)।

প্রশ্ন: বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী? উত্তর: নাফ।

প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত কে? উত্তর: মাইকেল মিলার।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি? উত্তর: ভারত।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর: ব্রাজিল।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ কোনটি? উত্তর: চীন।

প্রশ্ন: ‘সানডে টাইমস’ কোন দেশের সংবাদ মাধ্যম? উত্তর: ব্রিটিশ।

প্রশ্ন: পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?

উত্তর: পাকিস্তান।

প্রশ্ন: কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত? উত্তর: ছেঁড়াদ্বীপ

প্রশ্ন: ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর: ১৯৯৭

সাধারন জ্ঞান সাম্প্রতিক বিশ্ব

প্রশ্ন: বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয়?

উত্তর: ১৯৯১

প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তর: হাড়িয়াভাঙ্গা

প্রশ্ন: ‘ছিয়াত্তর-এর মন্বন্তর’ কত সালে সংঘটিত হয়?

উত্তর: ১৭৭০

প্রশ্ন: উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তর: ২০০

প্রশ্ন: সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কী?

উত্তর: সমকাল

প্রশ্ন: ‘ইরাটম’ কী?

উত্তর: উন্নত জাতের ধান

প্রশ্ন: পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন?

উত্তর: পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে?

উত্তর: অণুচক্রিকা

প্রশ্ন: কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে?

উত্তর: ০.১ সেকেন্ড

প্রশ্ন: থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। কারণ—

উত্তর: অল্প তাপে বৃদ্ধি পায়

প্রশ্ন: প্রাথমিক বর্ণ নয় কোনটি?

উত্তর: বেগুনি

প্রশ্ন: যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?

উত্তর: দর্পণ

প্রশ্ন: টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

উত্তর: কম্পিউটার স্লো হয়ে যায়

প্রশ্ন: একটি ধাতুর উপর জিঙ্ক-এর প্রলেপ দেওয়াকে কী বলে?

উত্তর: গ্যালভানাইজিং

প্রশ্ন: একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন—

উত্তর: কমবে

প্রশ্ন: সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে?

উত্তর: পারদ

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?

উত্তর: বিকিরণ পদ্ধতিতে

প্রশ্ন: কোনটি চার্জবিহীন?

উত্তর: নিউট্রন

প্রশ্ন: কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু?

উত্তর: প্লাটিনাম

প্রশ্ন: ফিউজ তার কীসের সংকর?

উত্তর: টিন ও সীসা

প্রশ্ন: এক্সরে আবিষ্কার করেন কে?

উত্তর: রন্টজেন

প্রশ্ন: জীনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—

উত্তর: ক্রোমোসোম

প্রশ্ন: সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?

উত্তর: অপটিক্যাল ফাইবার

প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী?

উত্তর: একটি ক্ষতিকারক প্রোগ্রাম

প্রশ্ন: সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?

উত্তর: গ্লিসারিন

প্রশ্ন: গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

উত্তর: নিম্নভূমি নিমজ্জিত হবে

প্রশ্ন: কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী?

উত্তর: এমএস এক্সেস

প্রশ্ন: কী বোর্ডের কোন Key টি সাধারণত Help Key হিসেবে ব্যবহৃত হয়?

উত্তর: F1

প্রশ্ন: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?

উত্তর: টাংস্টেন

প্রশ্ন: কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?

উত্তর: নদী

কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫

প্রশ্ন: কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কী?

উত্তর: Firewall

প্রশ্ন: ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?

উত্তর: স্টাবিলাইজার

প্রশ্ন: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

উত্তর: অভ্যন্তরীণ প্রতিফলন

প্রশ্ন: একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?

উত্তর: LAN

প্রশ্ন: উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?

উত্তর: চিত্রভিত্তিক

প্রশ্ন: অভিকর্ষ হলো বস্তুর উপর কোন বল?

উত্তর: কেন্দ্রমুখী বল

প্রশ্ন: কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

উত্তর: মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

প্রশ্ন: দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কী ব্যবহার করা হয়?

উত্তর: Satellite

প্রশ্ন: Which device is called Silico Sapiens?

উত্তর: ComputerWWW.SADIKSIR.COM

প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?

উত্তর: বিল গেটস

প্রশ্ন: অটোমোবাইলের ব্যাটারিতে যে এসিড থাকে তা কী?

উত্তর: সালফিউরিক এসিড

প্রশ্ন: মোবাইল ফোনের জনক কে?

উত্তর: মার্টিন কুপার

প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?

উত্তর: পাইথন

প্রশ্ন: ‘অভ্র কী-বোর্ড’ কে তৈরি করেন?

উত্তর: মেহেদী হাসান

প্রশ্ন: কী-বোর্ডের ‘ফাংশন-কী’ কয়টি?

উত্তর: ১২টি

প্রশ্ন: ‘সুনামি’ কোন দেশের শব্দ?

উত্তর: জাপান

প্রশ্ন: খাদ্যের উপাদান কয়টি?

উত্তর: ৬টি

প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি?

উত্তর: ৩টি

প্রশ্ন: বস্তুর ওজন কোথায় শূন্য হয়?

উত্তর: ভূ-কেন্দ্রে

প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি?

উত্তর: অ্যালুমিনিয়াম

প্রশ্ন: কম্পিউটার ব্রেইন হলো—

উত্তর: মাইক্রোপ্রসেসর

প্রশ্ন: থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?

উত্তর: ড. মুহাম্মদ ইউনূস

প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?

উত্তর: ভুটান

প্রশ্ন: কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে?

উত্তর: সিয়েরা লিওন

প্রশ্ন: বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

উত্তর: মিথেন

প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: পদ্মা (নদী রক্ষা কমিশনের মতে) অথবা মেঘনা (পানি উন্নয়ন বোর্ডের মতে)

প্রশ্ন: উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?

উত্তর: নাটোর

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি?

উত্তর: পার্বতীপুর

প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়?

উত্তর: ৪টি

প্রশ্ন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয়—

উত্তর: ডুরান্ড লাইন

প্রশ্ন: কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে?

উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: মানব উন্নয়ন সূচক-এর মৌলিক নির্দেশক কী?

উত্তর: মাথাপিছু জাতীয় আয়

প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

উত্তর: রাশিয়া

প্রশ্ন: ‘বাকু’ কোন দেশের রাজধানী?

উত্তর: আজারবাইজান

প্রশ্ন: ‘লিরা’ কোন দেশের মুদ্রার নাম?

উত্তর: তুরস্ক

প্রশ্ন: জিব্রাল্টার প্রণালি কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?

উত্তর: স্পেন ও মরক্কো

 বাংলাদেশ সম্পর্কিত  গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

(১) বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?

উত্তর : দক্ষিণ এশিয়া

(২) বাংলাদেশের স্বাধীনতা দিবস-

উত্তর : ২৬ মার্চ

(৩) বিজয় দিবস পালিত হয়-

উত্তর : ১৬ ডিসেম্বর

( ৪) বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে

উত্তর : এএনএ সাহা

(৫) বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?

উত্তর : নজরুল ইসলাম

(৬) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?

উত্তর : নারিকেল জিনজিরা

(৭) বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?

উত্তর : সিয়েরা লিয়ন

(৮) বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

উত্তর : ৭টি

(৯) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কত জন ছিলেন?

উত্তর : ৩৪ জন

(১০) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?

উত্তর : বেগম রাজিয়া বানু

(১১) বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?

উত্তর : ড. কামাল হোসেন

(১২) গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?

উত্তর : ০৪ নভেম্বর , ১৯৭২

(১৩) বাংলাদেশের সংবিধান কার্যকর হয়

উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২

(১৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ ?

উত্তর : ৪ নভেম্বর

(১৫) কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?

উত্তর : UNESCO

(১৬) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী ?

উত্তর : পুণ্ড্র

(১৭) বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

উত্তর : ভুটান

(১৮) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে

উত্তর : হামিদুর রহমান

(১৯) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?

উত্তর : সৈয়দ মাইনুল হোসেন

(২০) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

উত্তর : আরব-বাংলাদেশ ব্যাংক

(২১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তর : ১৯৫৫ সালে

(২২) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?

উত্তর : মহেশখালী

(২৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তর : কামরুল হাসান

(২৪) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

উত্তর : বরেন্দ্র গবেষণা জাদুঘর

(২৫) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর : সোনারগাঁওয়ে

(২৬) বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি ?

উত্তর : সেন্টমার্টিন

(২৫) বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

উত্তর : বেনাপোল

(২৬) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?

উত্তর : ৪ টি

(২৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর : লুই আই কান

(২৮) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে

উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১

(২৯) রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

উত্তর : সংবাদ পত্র

(৩০) মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : করতোয়া

(৩১) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?

উত্তর : ১০ : ৬

(৩২) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে ?

উত্তর : সম্রাট আকবর

(৩৩) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

উত্তর : হুমায়ুন

(৩৪) বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত ?

উত্তর :  ২টি

(৩৫) ‘বাংলার মুক্তি সনদ’ নামে পরিচিত কোনটি ?

উত্তর :  ৬ দফা

(৩৬) বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?

উত্তর :  ৪ মার্চ ১৯৭২

(৩৭) বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি ?

উত্তর :  চলন বিল

(৩৮) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?

উত্তর :  সুন্দরবন

(৩৯) বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

উত্তর :  সুপ্রিম কোর্ট

(৪০) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

উত্তর :  ইরাক

(৪১) বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?

উত্তর :  এক কক্ষ

(৪২) ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?

উত্তর :  ১৬১০

(৪৩) বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?

উত্তর :  হরিপুর

(৪৪) পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হালো ?

উত্তর :  ৩৩ তম

(৪৫) জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?

উত্তর :  সম্মিলিত প্রয়াস

(৪৬) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?

উত্তর :  বাংলা একাডেমিতে

(৪৭) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উত্তর :  ১১টি

(৪৮) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?

উত্তর :  ৭ টি

(৪৯) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?

উত্তর :  ১৩৬ তম

(৫০) বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে ?

উত্তর :  ১৯৭৪ সালে

বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

(৫১) ঢাকা বিশ্ববিদ্যালয় কত  সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :  ১৯২১ সাল

(৫২) ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?

উত্তর :  পটুয়াখালী

(৫৩) বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে ?

উত্তর :   ১৮৬২ সালে

(৫৪) পর্যটন কেন্দ্র ‘সাজেক’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

উত্তর :  রাঙ্গামাটি

(৫৫) ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?

উত্তর :  লাহোর

(৫৬) বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর :  ঢাকা

(৫৭) বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?

উত্তর :   তিতাস

(৫৮) কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?

উত্তর :  পঞ্চগড়

(৫৯) পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা –

উত্তর :  মাকসুদুল আলম

(৬০) বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়?

উত্তর :  সিলেট

(৬১) ঢাকার ‘ ধোলাই খাল’ কে খনন করেন?

উত্তর :  ইসলাম খান

(৬২) কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?

উত্তর :  ১১ ডিসেম্বর, ১৯৯৭

(৬৩) কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?

উত্তর :  ১৯৭২ সালে

(৬৪) বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে

উত্তর :  জয়নুল আবেদিন

(৬৫) ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

উত্তর :  বাঙালি জাতীয়তাবাদ

(৬৬) বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-

উত্তর :  ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি

(৬৭) ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

উত্তর :  শেখ মুজিবুর রহমান

(৬৮) e-TIN চালু করা হয় কত সালে ?

উত্তর :  ২০১৩

(৬৯) উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর :  নরসিংদী

(৭০) কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?

উত্তর :  সুন্দরবনকে

(৭১) পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?

উত্তর :  মাকসুদুল আলম

(৭২) দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?

উত্তর :  লোহাগাড়া, চট্টগ্রাম

(৭৩) বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর :  বুড়িগঙ্গা

(৭৪) ভাটির দেশ নামে পরিচিত দেশ-

উত্তর :  বাংলাদেশ

(৭৫) বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে?

উত্তর :  খাগড়াছড়ি

(৭৬) বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কত দিন?

উত্তর :  ১২০ দিন

(৭৭) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?

উত্তর :  ১৯৭৪ সালে

(৭৮) কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?

উত্তর :  ১৪ ডিসেম্বর

(৭৯) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?

উত্তর :  বেগম রাজিয়া বানু

(৮০) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?

উত্তর :  বাংলা একাডেমিতে

(৮১) জাতীয় শিক্ষক দিবস পালিত হয়-

উত্তর :  ১৯ জানুয়ারি

(৮২) চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?

উত্তর :  মায়িশা রহমান

(৮৩) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?

উত্তর :  মন্ত্রিপরিষদ সচিব

(৮৪) বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কী?

উত্তর :   মারুফ হাসান

(৮৫) বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম ?

উত্তর :   সপ্তম

(৮৬) বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?

উত্তর :  সারাহ ইসলাম

(৮৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?

উত্তর :  সংবিধান

(৮৮) বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

উত্তর :  উত্তরাধিকার

(৮৯) তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত ?

উত্তর :  লালমনিরহাট

(৯০) বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?

উত্তর :  ১২ নটিক্যাল মাইল

(৯১) কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?

উত্তর :  তুলা গাছ

(৯২) বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি ?

উত্তর :  তিনটি

(৯৩) বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

উত্তর :  চার্লস উইলকিন্স

(৯৪) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর :  কালুরঘাট

(৯৫) বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে?

উত্তর :  ভোলা

(৯৬) ঢাকা বিশ্বের কততম মেগাসিটি ?

উত্তর :  ১১তম

(৯৭) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?

উত্তর :  এম আর আখতার মুকুল

(৯৮) বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?

উত্তর :  নিশাত মজুমদার

(৯৯) আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?

উত্তর :  ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

(১০০) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?

উত্তর :  ১৯৭৪ সালে

বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

(১০১) সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?

উত্তর :  বঙ্গোপসাগরে

(১০২) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর :  ১৯৮৩ সালে

(১০৩) বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি?

উত্তর :  মুসা ইব্রাহীম

(১০৪) জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

উত্তর :  ৪৫.৭২ মিটার

(১০৫) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?

উত্তর :  ৭টি

(১০৬) বাংলাদেশের মানচিত্রের রূপকার কে?

উত্তর :  জেমস রেনেল

(১০৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর :  লুই আই কান

(১০৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তর :  পি. জে. হার্টজ

(১০৯) জাতীয় সংসদের প্রতীক কি ?

উত্তর :  শাপলা

(১১০) বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

উত্তর :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

(১১১) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?

উত্তর :  পিপীলিকা

(১১২) বিখ্যাত চিত্রকর্ম  তিন কন্যা এর চিত্রকর কে?

উত্তর :  কামরুল হাসান

(১১৩) বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?

উত্তর :  ১২ মার্চ ২০১৭

(১১৪) চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : কর্ণফুলী

(১১৫) বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দফতর কোথায় অবস্থিত?

উত্তর :  গাজীপুর

(১১৬) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানটির সুরকার কে?

উত্তর :  আলতাফ মাহমুদ

(১১৭) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে ?

উত্তর :  ড. সাদেকা হালিম

(১১৮) ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে ?

উত্তর :  ১ ডিসেম্বর ২০২৩

(১১৯) বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত ?

উত্তর :  কক্সবাজার

(১২০) গরম পানির ঝর্ণা অবস্থিত কোথায় ?

উত্তর :  সীতাকুণ্ড

(১২১) বাংলাদেশের অর্থবছর কখন সমাপ্ত হয়?

উত্তর :  ৩০ জুন

(১২২) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?

উত্তর :  ১২ নটিক্যাল মাইল

(১২৩) বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তর :  ২০০ নটিক্যাল মাইল

(১২৪) বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?

উত্তর :  টারশিয়ারী যুগে

(১২৫) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি  রাজ্য?

উত্তর :  ৫টি

(১২৬) ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তর :  ১৬ মে, ১৯৭৪

(১২৭) বাংলাদেশের বৃহত্তম উপজেলা –

উত্তর : শ্যামনগর

(১২৮)‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে ?

উত্তর :  নিতুন কুন্ডু

(১২৯) রাঙামাটির ছাদ বলা হয় –

উত্তর :  সাজেক ভ্যালি

(১৩০) পদ্মা নদীর উৎপত্তিস্থল

উত্তর :  গঙ্গোত্রী হিমবাহ

(১৩১) বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস

উত্তর :  ২১ নভেম্বর

(১৩২) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –

উত্তর :  নারায়ণগঞ্জ

(১৩৩) বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়

উত্তর :  চট্টগ্রামকে

(১৩৪) ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?

উত্তর :  ১১৭৬ সালে

(১৩৫) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –

উত্তর :  নারায়ণগঞ্জ

(১৩৬) বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি

উত্তর :  ৩৩১টি

(১৩৭) বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি

উত্তর :  ৪৯৫ টি

(১৩৮) বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?

উত্তর :  ৪৫৭৮টি

(১৩৯) বাংলা সনের প্রবর্তক কে?

উত্তর :  সম্রাট আকবর

(১৪০) নির্মানাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত

উত্তর :  ৬.১৫ কিমি

(১৪১) বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?

উত্তর :  আগারগাঁও

(১৪২) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত

উত্তর :  সোনারগাঁও

(১৪৩) বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

উত্তর :  ২ টি

(১৪৪) বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?

উত্তর :  ৩টি

(১৪৫) বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে

উত্তর :  চিংড়ী

(১৪৬) জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর :  ৮ম

(১৪৭) বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর :  জেনারেল আতাউল গণি ওসমানি

(১৪৮) বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?

উত্তর :  ১৯৯১ সালে

(১৪৯) বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে?

উত্তর :  জনতা ব্যাংক

(১৫০) সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?

উত্তর :  ৬০ ভাগ

যে প্রশ্নগুলো বার বার পরীক্ষায় আসে

বিজ্ঞান

১। সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ , ২৮ তম বিসিএস]

উত্তরঃ ৬টি।

২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস]

উত্তরঃ শুশুক।

৩। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস]

উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।

৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস]

উত্তরঃ তামা ও দস্তা।

৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস]

উত্তরঃ নিয়ত বায়ু।

৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২ তম বিসিএস]

উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।

৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০ ২৪ তম বিসিএস]

উত্তরঃ ইন্টারনেট।

৮। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম বিসিএস]

উত্তরঃ ২৩ জোড়া।

৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২ তম বিসিএস]

উত্তরঃ এডিস মশা।

১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম বিসিএস]

উত্তরঃ গামা রশ্মি।

১১।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস]

উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।

১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস]

উত্তরঃ একই খরচ হবে।

১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস]

উত্তরঃ নিউট্রন ও প্রোটন।

১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস]

উত্তরঃ ইভোলিউশন।

১৫। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস]

উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।

 

গণিতঃ

১৬। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩]

উত্তরঃ সমকোণী।

১৭। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫]

উত্তরঃ ৯ গুণ।

১৮। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪]

উত্তরঃ ১৬ গুণ।

১৯। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩]

উত্তরঃ ৪ গুণ।

২০। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪]

উত্তরঃ ২২/৭

২১। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪]

উত্তরঃ ভূমি ×উচ্চতা।

২২। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১]

উত্তরঃ ১০০ কেজি।

২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪]

উত্তরঃ ৩৬০

২৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২]

উত্তরঃ ৫০৫০।

২৫। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩]

উত্তরঃ ৫ সেন্টিমিটার।

২৬। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪]

উত্তরঃ (3)/4 a²

২৭। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস]

উত্তরঃ ২০%

২৮। a+b+c = 0 হলে, a+b+c এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২]

উত্তরঃ 3abc

২৯। টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস]

উত্তরঃ ৫০%

৩০। ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২, ১৫]

উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।

সাধারণ জ্ঞান

৩১। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [৩৬,২৮ তম বিসিএস]

উত্তরঃ অস্ট্রিক।

৩২। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [৩৬, ১৩ তম বিসিএস]

উত্তরঃ ১৯৬৬ সালে।

৩৩। IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১ তম বিসিএস]

উত্তরঃ ভিয়েনা।

৩৪। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস]

উত্তরঃ সিলেট।

৩৫। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ? [৩৪, ২৪ তম বিসিএস]

উত্তরঃ লন্ডন।

৩৬। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? [৩৪, ২৮তম বিসিএস]

উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।

৩৭। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? [৩২, ১১ তম বিসিএস]

উত্তরঃ ১০ : ৬।

৩৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস]

উত্তরঃ সোনারগাঁও।

৩৯। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [৩১, ২৯, ২২, ১০ তম বিসিএস]

উত্তরঃ ১৯২১ সালে।

৪০। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ? [৩০, ১১ তম বিসিএস]

উত্তরঃ বরিশাল।

৪১। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ? [৩০, ২৬ তম বিসিএস]

উত্তরঃ ১০ ডিসেম্বর।

৪২। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? [২৯, ২৮ তম বিসিএস]

উত্তরঃ সেন্টমার্টিন।

৪৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ? [২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস]

উত্তরঃ ১১ টি।

৪৪। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [২৮, ২১, ১০ তম বিসিএস]

উত্তরঃ ১৬১০ সালে।

৪৫। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ? [২৭, ২৬ তম বিসিএস]

উত্তরঃ ৫৪৩।

৪৬। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? [২৭, ২৬,২২তম বিসিএস]

উত্তরঃ ১৯৭৪ সালে।

৪৭। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? [২৫, ২১ তম বিসিএস]

উত্তরঃ ৬০ জন।

৪৮। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিলো? [২৫, ১৭ তম বিসিএস]

উত্তরঃ উত্তরঃ ১৯৭৩ সালে।

৪৯। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫, ২৩ তম বিসিএস]

উত্তরঃ ইন্দোনেশিয়া।

৫০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [২৪, ১৬ ১৪ তম বিসিএস]

উত্তরঃ কামরুল হাসান।

৫১। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? [২৩, ২২ তম বিসিএস]

উত্তরঃ তৈরি পোশাক থেকে।

৫২। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস]

উত্তরঃ লালমনিরহাট জেলায়।

৫৩। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? [২২, ২০ তম বিসিএস]

উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়।

৫৪। বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ? [২০, ১৯ তম বিসিএস]

উত্তরঃ ১৮ বছর।

৫৫। ’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? [১৮, ১৪ তম বিসিএস]

উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।

বাংলা

৫৬। শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস]

উত্তরঃ মুমূর্ষু।

৫৭। ‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস]

উত্তরঃ মুনীর চৌধুরী।

৫৮। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস]

উত্তরঃ ধাতু।

৫৯। ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস]

উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।

৬০। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস]

উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।

৬১। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১, ১৪ তম বিসিএস]

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

৬২। ‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস]

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

৬৩। মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ? [১২, ৩৬ তম বিসিএস]

উত্তরঃ পত্রকাব্য।

৬৪। রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬ তম বিসিএস]

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।

৬৫। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬, ৩২ তম বিসিএস]

উত্তরঃ প্রমথ চৌধুরী।

৬৬। কোনটি মৌলিক শব্দ? [ ৩৭, ১৪ তম বিসিএস]

উত্তরঃ গোলাপ।

৬৭। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫ তম বিসিএস]

উত্তরঃ সিকান্দ্র আবু জাফর।

৬৮। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? [১৫, ১৬ তম বিসিএস]

উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।

৬৯। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? [১৬, ২৯ তম বিসিএস]

উত্তরঃ ১৯৫৫ সালে।

৭০। ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে? [১৬, ২০ তম বিসিএস]

উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

৭১। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? [১৭, ২৪ তম বিসিএস]

উত্তরঃ উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে।

৭২। নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি? [২০, ২৪ তম বিসিএস]

উত্তরঃ আষঢ়।

৭৩। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [২১, ২৪ তম বিসিএস]

উত্তরঃ ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।

৭৪। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৭, ৩৩ তম বিসিএস]

উত্তরঃ ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।

৭৫। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে? [২৬, ২৭ তম বিসিএস]

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার।

যে সালগুলো বার বার চাকরি পরীক্ষায় আসে

১। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় > ১২০৪ সালে।

২। ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা > ১৪৫৯।

৩। কম্ববাসের আমেরিকা আবিষ্কার > ১৪৯২।

৪। ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার = ১৪৯৮ ।

৫। পানি পথের ১ম যুদ্ধ = ১৫২৬।

৬। বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ= ১৫৫৬।

৭। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী > ১৬১০ ।

৮। পলাশীর যুদ্ধ=১৭৫৭ সালে।

৯। পানি পথের ৩য় যুদ্ধ = ১৭৬১ ।

১০। বক্সারের যুদ্ধ = ১৭৬৪।

১১। দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ = ১৭৬৫।

১২। ছিয়াত্তরের মন্বন্তর = ১৭৭০।

১৩। আমেরিকার স্বাধীনতা লাভ = ১৭৭৬ ।

১৪। ফরাসি বিপ্লব = ১৭৮৯।

১৫। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা = ১৮০০।

১৬ । ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু =১৮০১ ।

১৭। ওয়াটার লুর যুদ্ধ = ১৮১৫ ।

১৮। লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু= ১৮২৯।

১৯। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান = ১৮৩১।

২০ । লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু = ১৮৫৩।

২১। লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ = ১৮৫৬।

২২। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু =১৮৫৭ সালে।

২৩। নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ= ১৮৬০।

২৪। রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু- ১৮৬১ ।

২৫। বাংলাদেশে রেল চালু = ১৮৬২।

২৬। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি + ১৮৬৩ ।

২৭। বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত = ১৮৬৫।

২৮। রোকেয়ার জন্ম= ১৮৮০।

২৯। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান= ১৮৯৩ ।

৩০ । আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু = ১৮৯৬ ।

৩১। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম= ১৮৯৯ ।

৩২। নোবেল পুরস্কার দেওয়া শুরু > ১৯০১।

৩৩। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী =১৯০৫ সালে।

৩৪। মুসলীম লীগ প্রতিষ্ঠিত=১৯০৬ সালে।

৩৫। চর্যাপদ আবিষ্কৃত=১৯০৭ সালে।

৩৬। শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত=১৯০৯ সালে।

৩৭ । গীতাঞ্জলি প্রকাশ >> ১৯১০।

৩৮। বঙ্গভঙ্গ রদ=১৯১১ সালে।

৩৯। টাইটানিকের ডোবা > ১৯১২ ।

৪০। গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু > ১৯১৩।

৪১। প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা প্রকাশ = ১৯১৪।

৪২। চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি = ১৯১৬।

৪৩। লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘোষণা( ইহুদি রাষ্ট্র) = ১৯১৭।

৪৪। প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভোটাধিকার পায় + সওগাত পত্রিকা প্রকাশ >> ১৯১৮ ।

৪৫। লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড = ১৯১৯ ।

৪৬। বঙ্গবন্ধুর জন্ম >> ১৯২০।

৪৭। কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন>>> ১৯২৩।

৪৮। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা= ১৯২৬ ।

৪৯। শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ >> ১৯২৭।

৫০ । আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার = ১৯২৮ ।

৫১। বিশ্বকাপ ফুটবল শুরু = ১৯৩০ ।

৫২। ২য় বিশ্বযুদ্ধ শুরু = ১৯৩৯।

৫৩। শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন =১৯৪০ সালে।

৫৪। রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ= ১৯৪১।

৫৫। পঞ্চাশের মন্বন্তর = ১৯৪৩ ( বাংলা ১৩৫০)।

৫৬। বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন) + ডি ডে = ১৯৪৪ ।

৫৭। ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বোমা ফেলা + সবুজ বিপ্লব > ১৯৪৫।

৫৮। ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু = ১৯৪৭ সালে।

৫৯। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন = ১৯৪৮।

৬০। আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা = ১৯৪৯।

৬১। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা = ১৯৫০ ।

৬২। ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা =১৯৫২ সালে।

৬৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম) = ১৯৫৩ ।

৬৪। যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি = ১৯৫৪।

৬৫ । বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ = ১৯৫৫।

৬৬। মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান = ১৯৫৬।

৬৭। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ= ১৯৫৭ ।

৬৮। পাকিস্তানে সামরিক অবস্থা জারি = ১৯৫৮ ।

৬৯। বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু = ১৯৬০।

৭০। শিক্ষা আন্দোলন- ১৯৬২ ।

৭১। বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন = ১৯৬১

৭২। ছয়দফা পেশ=১৯৬৬ সালে।

৭৩ । আগরতলা মামলা=১৯৬৮ সালে।

৭৪। গণঅভ্যুত্থান=১৯৬৯ সালে।

৭৪। স্বাধীন বাংলাদেশ=১৯৭১ সালে।

৭৫। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন > ১৯৭২।

৭৬। ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি>> ১৯৭২।

৭৭। বাংলাদেশের কমনওয়েলথে যোগদান = ১৯৭২।

৭৮। বাংলাদেশের জাতিসংঘে যোগদান =১৯৭৪।

৭৯।বঙ্গবন্ধুকে হত্যা >> ১৯৭৫ ।

৮০। কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্ দীনের মৃত্যু এবং একুশে পদক প্রদান শুরু >> ১৯৭৬।

৮১। স্বাধীনতা পুরস্কার প্রদান শুরু = ১৯৭৭ ।

৮২ । গঙ্গা পানি চুক্তি = ১৯৯৬ ।

৮৩। পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তি = ১৯৯৭।

৮৪। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ > ১৯৯৭।

৮৫। ২১শে ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা = ১৯৯৯।

৮৬। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস লাভ > ২০০০ ।

বার বার বিসিএস পরীক্ষায় আসা ইংরেজি সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন উত্তর নিম্মে দেওয়া হলো

1. Who is the author of Paradise Lost? John Milton 10th, [25th, 38th BCS]

2. “To be, or not to be”—is a quotation from which play? Hamlet [20th, 31st, 44th BCS]

3. Who is the author of Pride and Prejudice? Jane Austen [27th, 30th, 36th BCS]

4. Who wrote The Waste Land? T. S. Eliot [29th, 35th, 40th BCS]

5. Who is the author of The Rape of the Lock? Alexander Pope [28th, 31st, 43rd BCS]

6. “A thing of beauty is a joy forever”—Who wrote it? John Keats [32nd, 40th, 46th BCS]

7. Canterbury Tales is written by whom? Geoffrey Chaucer [21st, 34th, 41st BCS]

8. Who is the poet of Ode to a Nightingale? John Keats [23rd, 29th, 45th BCS]

9. “Frailty, thy name is woman” — is from which play? Hamlet [24th, 39th, 44th BCS]

10. The Merchant of Venice is written by? William Shakespeare [11th, 22nd, 34th BCS]

11 . Who is the author of Animal Farm? George Orwell [30th, 38th, 44th BCS]

12. Who wrote Waiting for Godot? Samuel Beckett [36th, 42nd BCS]

13. “Child is the father of man” — is quoted by? William Wordsworth [23rd, 40th, 43rd BCS]

14. Ulysses is written by whom? James Joyce [27th, 35th BCS]

15. What is the genre of Macbeth? Tragedy [18th, 33rd BCS]

16. Who wrote A Passage to India? E. M. Forster [30th, 39th BCS]

17. “Water, water, everywhere, Nor any drop to drink”—Who wrote this? Coleridge [24th, 35th, 43rd BCS]

18. Who wrote Heart of Darkness? Joseph Conrad [36th, 41st BCS]

19. Who wrote Gulliver’s Travels? Jonathan Swift [17th, 32nd BCS]

20. Who is the author of The Second Coming? W. B. Yeats [34th, 46th BCS]

21. Who is the father of English poetry? Geoffrey Chaucer [15th, 28th, 39th BCS]

22. “All the world’s a stage” is from which play? As You Like It [29th, 31st, 42nd BCS]

23. Who is the author of David Copperfield? Charles Dickens [26th, 33rd, 41st BCS]

24. “My love is like a red red rose”—Who wrote it? Robert Burns [22nd, 35th BCS]

25. Who wrote She Stoops to Conquer? Oliver Goldsmith [25th, 38th, 45th BCS]

26. What is the pen name of Charles Lutwidge Dodgson? Lewis Carroll [40th, 44th BCS]

27. Who wrote The Importance of Being Earnest? Oscar Wilde [28th, 39th BCS]

28. Who is the poet of The Tyger? William Blake [26th, 36th BCS]

29. Who wrote A Tale of Two Cities? Charles Dickens [24th, 34th, 42nd BCS]

30. The Old Man and the Sea is written by? Ernest Hemingway [21st, 30th, 43rd BCS]

31. Who is the author of Wuthering Heights? Emily Brontë [20th, 33rd, 40th BCS]

32. “Man is the measure of all things”—Who said this? Protagoras [32nd, 38th BCS]

33. What is the nationality of Franz Kafka? Czech (Austro-Hungarian) [35th, 44th BCS]

34. Who wrote The Duchess of Malfi? John Webster [42nd, 46th BCS]

35. Who wrote Dr. Faustus? Christopher Marlowe [19th, 25th, 37th BCS]

36. The Sun Also Rises is a novel by? Ernest Hemingway [29th, 34th BCS]

37. “Beauty is truth, truth beauty”—Who said this? John Keats [30th, 36th, 45th BCS]

38. Who is the author of Jane Eyre? Charlotte Brontë [21st, 33rd, 40th BCS]

39. Tintern Abbey is written by? William Wordsworth [22nd, 38th, 46th BCS]

40. Pygmalion is written by? George Bernard Shaw [20th, 32nd, 44th BCS]

41. Who wrote The Rivals? Richard Sheridan [18th, 31st, 41st BCS]

42. Who wrote Robinson Crusoe? Daniel Defoe [19th, 28th, 37th BCS[

43. Who wrote The Scarlet Letter? Nathaniel Hawthorne [35th, 45th BCS]

44. Who wrote Death of a Salesman? Arthur Miller [23rd, 42nd BCS]

45. Who is the author of Tom Jones? Henry Fielding [27th, 39th BCS]

46. Brave New World was written by? Aldous Huxley [34th, 46th BCS]

47. The Road Not Taken is a poem by? Robert Frost [26th, 37th, 44th BCS]

48. “The child is father of the man” — Who said this? William Wordsworth [29th, 35th, 43rd BCS]

49. Who wrote Song of Myself? Walt Whitman [31st, 40th, 45th BCS]

50. Who is the author of The Portrait of a Lady? Henry James [36th, 46th BCS]

 

 

এগারটি কনফিউজিং সাধারণ জ্ঞান

সাত পাহাড়ের দেশ ---রোম, কিন্তু

 হাজার পাহাড়ের দেশ -------রুয়ান্ডা

 ১২আউলিয়ার দেশ বলা হয় ----চট্টগ্রাম , কিন্তু

 ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় ------সিলেট

 বাংলাদেশ জাতীয় সংসদের ১নং আসন হচ্ছে --- পঞ্চগড় কিন্তু

 ৩০০ তম আসন হলো বান্দরবান।

 পৃথিবীর রাজধানী বলা হয় ----নিউইয়র্ক, কিন্তু

 পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় -----মক্কা

 নিষিদ্ধ দেশ -----তিব্বত, কিন্তু

  নিষিদ্ধ শহর--- লাসা

 হাজার হ্রদের দেশ -----ফিনল্যান্ড, কিন্তু

 হাজার দ্বীপের দেশ ------আইসলেন্ড

 রাজনীতিবিদ কিন্তু সাহিত্য নোবেল পুরষ্কার পান - উইনস্টন চার্চিল

 বজ্রপাতের দেশ------- ভুটান, কিন্তু

 বজ্রপাতে নিহতের সংখ্যা বেশি ------বাংলাদেশে

 হিরণপয়েন্ট ----- সুন্দরবনে, কিন্তু

 এলিফেন্ট পয়েন্ট হলো ------- কক্সবাজার

 উত্তপ্ত গ্রহ ------- শুক্র, কিন্তু

 শীতল গ্রহ হল -----নেপচুন

 ইউরেনাসকে বলা হয় --------সবুজ গ্রহ, কিন্তু

 মঙ্গলকে বলা হয় -------লাল গ্রহ।

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

সবচেয়ে হালকা ধাতু - লিথিয়াম

সবচেয়ে হালকা মৌল/গ্যাস -

হাইড্রোজেন

সবচেয়ে সক্রিয় ধাতু - ফ্রানসিয়াম

সর্বাধিক ব্যবহৃত ধাতু - লোহা

সবচেয়ে ভারি তরল পদার্থ - পারদ

তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় - দস্তা

সবচেয়ে সক্রিয় অধাতু - ফ্লোরিন

তরল অধাতু - ব্রোমিন

শক্ত পদার্থ - হীরক

প্রাচীন মৌল - কার্বন

নিউট্রন বিহীন মৌল -হাইড্রোজেন

একক পরমানু বিশিষ্ট মৌল -হিলিয়াম

শৈবালে পাওয়া যায় -আয়োডিন

অগ্নি নির্বাপক গ্যাস - কার্বন ডাই অক্সাইড

কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় -ফসফরাস

King of Chemicals' বলা হয় –সালফিউরিক এসিডকে

ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় –জিংক অক্সাইড

ভূত্বকে বেশি পাওয়া যায় -এলুমিনিয়াম

তরল সোনা বলা হয় – প্রাকৃতিক গ্যাসকে

প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?

উ: ৩৬.৯ ডিগ্রী

প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?

উ: ১৫ পাউন্ড

প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?

উ: হৃদপিন্ডের সংকোচন চাপ

প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?

উ: হৃদপিন্ডের প্রসারণ

প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?

উ: লোহিত রক্তকনিকায়

প্রশ্ন: রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?

উ: অস্থিমজ্জায়

প্রশ্ন: মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?

উ: ৩৩ টি

প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?

উ: ৮ টি

প্রশ্ন: রক্ত কতো প্রকার ?

উ: ২প্রকার

প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কী ?

উ: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

প্রশ্ন: পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?

উ: অক্সিজেন বাহী রক্ত

প্রশ্ন: মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?

উ: চার প্রকোষ্ট বিশিষ্ট

প্রশ্ন: লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?

উ: 120 দিন

প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?

উ: ১০ দিন

প্রশ্ন: রক্ত শুন্যতা বলতে বুঝায় ?

উ: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া

প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?

উ: ল্যান্ড ষ্টিনার

প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?

উ: যকৃত

প্রশ্ন: বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?

উ: ডায়াফ্রাম

প্রশ্ন: কিডনীর কার্যকরী একক কী ?

উ: নেফ্রন

প্রশ্ন: মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী

পদার্থের নাম কী ?

উ: অ্যামোনিয়া

প্রশ্ন: মুত্র হলুদ দেখায় কেন ?

উঃ ইউরোক্রমের জন্য

প্রশ্ন: অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ? উ: যকৃত এ

বানান শুদ্ধি

০১। শুদ্ধ বানান কোনটি - মুমূর্ষু। [১০ম, ২১তম]

 ০২। কোনটি শুদ্ধ - সৌজন্য। [১১তম]

 ০৩। কোন বানানটি শুদ্ধ - পাষাণ। [১২তম]

 ০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ -হাতি/ হাতী। [১৩তম]

 ০৫। কোন বানানটি শুদ্ধ - বিভীষিকা। [১৪তম]

 ০৬। শুদ্ধ বানান নির্দেশ কর - মুহুর্মুহু। [১৫তম]

 ০৭। কোন বানানটি শুদ্ধ - সমীচীন। [১৮তম]

 ০৮। কোন বানানটি শুদ্ধ - শুশ্রুষা। [২০তম]

 ০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান - আষাঢ়। [২০তম, ২৪তম]

 ১০। কোন বানানটি শুদ্ধ - শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]

 ১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ শনাক্ত করুন - স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক।[২৩তম]

 ১২। কোনটি শুদ্ধ বানান - দ্বন্দ্ব। [২৫তম]

 ১৩। কোন বানানটি শুদ্ধ - নিশীথিনী। [৩১তম, ৩৩তম]

 ১৪। কোন বানানটি শুদ্ধ - আকাঙ্ক্ষা। [৩১তম]

 ১৫। কোন বানানটি শুদ্ধ নয় - উর্ধ্ব (শুদ্ধ - ঊর্ধ্ব)। [৩৩তম]

 ১৬। কোন বানানটি শুদ্ধ - পিপীলিকা। [৩৩তম]

 ১৭। কোনটি শুদ্ধ বানান - শ্বশুর। [৩৫তম]

 ১৮। কোন বানানটি শুদ্ধ - প্রতিযোগিতা। [৩৫তম]

 ১৯। নিচের কোন বানানটি শুদ্ধ - মনীষী। [৩৫তম]

 ২০। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ' -এর ব্যবহার হয়েছে - প্রবণ।[৩৬তম]

 ২১। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ - নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব (শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]

 ২২। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]

 ২৩। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে - ত্রিভুজ[৩৮তম]

 ২৪। কোনটি শুদ্ধ বানান - প্রোজ্জ্বল। [৪০তম]

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

উত্তর: পটুয়াখালী।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?

উত্তর: চলন বিল।

প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর: পঞ্চম তফসিলে।

প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?

উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?

উত্তর: সম্মিলিত প্রয়াস।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?

উত্তর: নাজমুন আরা সুলতানা।

প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?

উত্তর: বেগম রাজিয়া বানু।

প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?

উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।

প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?

উত্তর: মৌলভীবাজার।

প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

উত্তর: জাতীয় সংসদের স্পিকার।

প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?

উত্তর: ৪৬৮২ দিন।

প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: রাজারবাগ, ঢাকা।

প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?

উত্তর: ১৯৭৪ সালে।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

উত্তর: রেসকোর্স ময়দানে।

প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

উত্তর: পার্বত্য রাঙামাটি।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?

উত্তর: ফেনী।

প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?

উত্তর: বগুড়ায়।

প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?

উত্তর: কক্সবাজার জেলায়।

প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তর: ৯৪তম।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?

উত্তর: জান্নাতুল ফেরদৌস।

প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?

উত্তর: ১৯৯৭ সালে।

প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?

উত্তর: গোবিন্দ হালদার।

প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

উত্তর: উত্তরাধিকার।

প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?

উত্তর: কুতুবদিয়া।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?

উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও©

ঘুরে ফিরে এই ৩৫টি সন্ধি বিচ্ছেদ পরীক্ষায় আসে

● পরমাশ্চর্য = পরম + আশ্চর্য।

● দ্যুলোক = দিব্ + লোক।

● রত্নাকর = রত্ন + আকর।

● গ্রামান্তর = গ্রাম + অন্তর।

● রবীন্দ্র = রবি + ইন্দ্র।

● সিংহাসন = সিংহ + আসন।

● অতীত = অতি + ইত।

● গবাক্ষ = গো + অক্ষ।

● কটূক্তি = কটু + উক্তি।

● লঘূর্মি = লঘু + ঊর্মি।

● পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু।

● মানবেতর = মানব + ইতর।

● যথেষ্ট = যথা + ইষ্ট।

● শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।

● ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী।

● প্রত্যেক = প্রতি + এক।

● নবোদয় = নব + উদয়।

● কথোপকথন = কথা + উপকথন।

● শ্রবণ = শ্রু + অন।

● প্রত্যুষ = প্রতি + ঊষ।

● স্বচ্ছ = সু + অচ্ছ।

● সপ্তর্ষি = সপ্ত + ঋষি।

● শীতার্ত = শীত + ঋত।

● জনৈক = জন + এক।

● বনৌষধি = বন + ওষধি।

● মহৌষধ = মহা + ঔষধ।

● প্রত্যহ = প্রতি + অহ।

● অত্যন্ত = অতি + অন্ত।

● ইত্যাদি = ইতি + আদি।

● পরিচ্ছেদ = পরি + ছেদ।

● ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।

● মনীষা= মনষ + ঈষা।

● ইতস্তত = ইতঃ + তত।

● তন্ময় = তৎ + ময়।

● উচ্ছেদ = উৎ + ছেদ।

● অন্বেষণ = অনু + এষণ।

● জগদীশ= জগৎ+ ঈশ।

● ষণ্মাস=ষট্+মাস।

● সৃষ্টি= সৃজ্+তি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো বার বার আসে

# গৌড়ীয় ব্যাকরণ লেখক : রাজা রামমোহন রায় (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# সাত সাগরের মাঝি কবিতা : ফররুখ আহমদ (২০২২, ২০১৮, ২০১৯, ২০১০, ২০২০)

# আরেক ফাল্গুনের লেখক: জহির রায়হান (২০১৭, ২০১২, ২০১৯, ২০১০, ২০২১)

# পল্লী কবি কে: জসীম উদ্দিন (২০২২, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# অনামিকা নামের রহস্য বই : শাবলু শাহাবউদ্দিন (22,20,10)

# মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তরঃ ১০ (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাষ্কর্যটির শিল্পী কে? উত্তরঃ মৃণাল হক (২০২২, ২০১০, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ সঞ্চয় ভট্রাচার্য (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ করতোয়া (২০২২, ২০১৮, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে? উত্তরঃ লুই আই কান (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# স্বাধীনতালগ্নে বাংলাদেশের জেলা কতটি? উত্তরঃ ১৯টি (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?উত্তরঃ ৩য় (২০১৬, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়? উত্তরঃ পাগ-মার্গ (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১ম ইংরেজ দূত কে? উত্তরঃ ক্যাপ্টেন হকিন্স (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# ঢাকার “ধোলাই খাল” কে খনন করেন? উত্তরঃ ইসলাম খান (২০২২, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? উত্তরঃ ৪১ নং

# ”রোসাটম” কোন দেশের জাতীয় বিমান সংস্থা? উত্তরঃ রাশিয়ার (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# ওয়াটারলু যুদ্ধ হয় কোন সালে? উত্তরঃ ১৮১৫ [বেলজিয়ামে]

# বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? উত্তরঃ অস্ট্রেলিয়া

# “জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি” সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? উত্তরঃ ৮

# মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট

# লাওসের (Laos) সরকারি নাম কি? উত্তরঃ Laos People’s Democratic Republic

# MICR এর পূর্ণরূপ কি? উত্তরঃ Magnetic Ink Character Reader (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)

# হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? উত্তরঃ আমিষ

মাত্র ৫টি টেকনিক মুখস্থ করলেই ত্রিকোনোমিতির সব অংকের সমাধান

সুত্র : ১ শীর্ষবিন্দুর উন্নতি কোন 30°হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা= [পাদদেশ হতে দুরত্ত্ব÷3]

উদাহরন : একটি মিনাররের পাদদেশ হতে 20 মিটার দুরের ১টি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন 30° হলে মিনারের উচ্চতা কত?

সমাধানঃ উচ্চতা =[পাদদেশ হতে দুরত্ত্ব÷3]

=20/3(উঃ)

সুত্র২ : শীর্ষ বিন্দুর উন্নতি কোন 60 হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×3]

উদাহরনঃএকটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দুরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোন 60° হলে গাছটির উচ্চতা নির্ন্যয় করুন?

অথবাঃ সুর্যের উন্নতি কোন 60° হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়।

গাছটির উচ্চতা কত?

সমাধান : উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×3]

=103=17.13(উঃ)

(মুখস্ত রাখুন 3=1.73205)

(শুধু মনে রাখুন 30° হলে ভাগ এবং 60° হলে গুন হবে)

সুত্র ৩ : সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভুমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে-কত উচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)

উদাহরন : একটি 48 মিটার লম্বা খুটি ভেংগে গিয়ে সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুটিটি কত উচুতে ভেঙ্গেছিলো ?

সমাধান :

কত উচুতে ভেঙ্গেছিলো =(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)=48÷3=16(উঃ)

সুত্র 4: সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভূমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ন্যেয়ের ক্ষেত্রে- শর্ট_টেকনিক : কতউচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)

উদাহরন: 18ফুট উচু একটি খুটি এমন ভাবে ভেংগে গেলো যে ভাংগা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোনে স্পর্শ করলো। খুটিটি মাটি থেকে কতফুট উচুতে ভেংগে গিয়েছলো?

সমাধান: কত উচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)

=(18÷3) =6ফুট (উঃ)

সুত্রঃ5 যখন মই দেয়ালের সাথে হেলান দিয়ে লাগানো থাকে তখন- শর্ট_টেকনিকঃ (মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের দুরত্ব)²

উদাহরন: একটি 50মিটার লম্বা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের একপ্রান্তে মাটি হতে 40মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের লম্ব দুরত্ব কত মিটার?

সমাধান:

(মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের দুরত্ব)²

বা, (দেয়ালের দুরত্ব)² =(মইয়ের উচ্চতা)² –(দেয়ালের উচ্চতা)²

বা, দেয়ালের দুরত্ব= (50)² – (40)²

=10মিটার (উঃ)

[লক্ষ করুনঃ উপরের এই ৫নং সুত্রের মাধ্যেমেই ‘মইয়ের উচ্চতা’ ‘দেয়ালেরউচ্চতা’ ও ‘দেয়ালের দুরত্ব’ প্রশ্নে যাই বলে সব কয়টি শুধু প্রক্ষান্তর করে ( প্রশ্নানুযায়ী ডান থেকে বামে সরিয়ে) নির্নয় করতে পারবেন।]

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ১০০টি ভাস্কর্য

ভাস্কর্যের নাম স্থপতি ---- অবস্থান 

১। জাতীয় স্মৃতিসৌধ সৈয়দ মাঈনুল হোসেন সাভার

২। জাতীয় সংসদ ভবন লুই আই কান শেরে বাংলা নগর, ঢাকা

৩। কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ

৪। মুজিবনগর স্মৃতিসৌধ তানভীর কবির মেহেরপুর জেলার মুজিবনগর

৫। রাজারবাগ স্মৃতিসৌধ মোস্তফা হারুন কুদ্দুস হিলি গগনবাড়ি, সাভার

৬। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মোস্তফা হারুন কুদ্দুস হিলি ঢাকা মিরপুর

৭। স্বাধীনতা স্মৃতিস্তম্ভ এ কে এম ইকবাল ঢাকা সেনানিবাস

৮। শহীদ স্মৃতিস্তম্ভ এ আর খন্দকার তাজউদ্দিন আহমদ মিরপুর

৯। স্বাধীনতা সংগ্রাম শামীম শিকদার ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়

১০। অপরাজেয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন

১১। রাজু ভাস্কর শ্যামল চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর

১২। স্বোপার্জিত স্বাধীনতা শামীম শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর

১৩। শান্তির পাখি হামিদুজ্জামান খান টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪। বেগম রোকেয়া ভাস্কর্য হামিদুজ্জামান খান রোকেয়া হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৫। স্বামী বিবেকানন্দ শামীম শিকদার জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬। মা ও শিশু নভেরা আহমেদ মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭। নারী, শিশু ও পুরুষ নভেরা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়

১৮। কৃষক পরিবার নভেরা আহমেদ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, ঢাকা

১৯। ক্যাকটাস হামিদুজ্জামান খান ঢাকা বিশ্ববিদ্যালয়

২০। দোয়েল চত্বর আজিজুল জলিল পাশা ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল

২১। শাপলা চত্বর আজিজুল জলিল পাশা মতিঝিল

২২। সাবাস বাংলাদেশ নিতুন কুন্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়

২৩। সংশপ্তক হামিদুজ্জামান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৪। সর্বোচ্চ শহীদ মিনার রবিউল হুসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৫। অমর একুশে জাহানারা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৬। স্মরণ সৈয়দ সাইফুল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২৭। স্মারক মর্তুজা বশীর চট্টগ্রাম বিশ্ববিদ্যায়

২৮। একাত্তরের গণহত্যা ভাস্কর রাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৯। জয় বাংলা জয় তারুণ্য আলাউদ্দিন বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয়

৩০। মুক্তবাংলা রশিদ আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয়

৩১। সোনার বাংলা শ্যামল চৌধুরি কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

৩২। জয় বাংলা হামিদুজ্জামান খান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়

৩৩। অদম্য বাংলা গোপাল চন্দ্র পাল খুলনা বিশ্ববিদ্যালয়

৩৪। দুর্বার বাংলা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩৫। দূরন্ত সুলতানুল ইসলাম শিশু একাডেমী, ঢাকা

৩৬। জাগ্রত চৌরঙ্গী আব্দুর রাজ্জাক জয়দেবপুর

৩৭। জাগ্রত বাঙালী রফিকুল ইসলাম শাহীন যশোর

৩৮। মিশুক মোস্তাফা মনোয়ার জাতীয় শিশু পার্কের সামনে

৩৯। কিংবদন্তী হামিদুজ্জামান খান মিরপুর, ঢাকা

৪০। সংগ্রাম জয়নুল আবেদিন সোনারগাঁও, নারায়ণগঞ্জ

৪১। অঙ্গীকার আব্দুল্লাহ খালেদ সাভার

৪২। রক্তধারা চঞ্চল কর্মকার চাঁদপুর

৪৩। শপথ স্বপন আচার্য চাঁদপুর

৪৪। প্রত্যাশা মৃণাল হক ঢাকা

৪৫। বলাকা মৃণাল হক মতিঝিল

৪৬। অর্ঘ্য মৃণাল হক সায়েন্স ল্যাব ঢাকা

৪৭। দুর্জয় মৃণাল হক রাজারবাগ ঢাকা

৪৮। চির দুর্জয় মৃণাল হক রাজারবাগ ঢাকা

৪৯। বিজয় মৃণাল হক খাগড়াছড়ি

৫০। সাম্যবাদ মৃণাল হক কাকরাইল

৫১। বাউল ভাস্কর মৃণাল হক শাহজালাল বিমানবন্দর

৫২। বর্ষারাণী মৃণাল হক তেজগাঁও

৫৩। গোল্ডেন জুবিলী টাওয়ার মৃণাল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়

৫৪। প্রতিরোধ মৃণাল হক নারায়ানগঞ্জ

৫৫। রাজসিক বিহার মৃণাল হক হোটেল শেরাটন ঢাকা

৫৬। কোতয়াল মৃণাল হক মিন্ট রোড ঢাকা

৬৭। হজ্ব মিনার মৃণাল হক বিমানবন্দরের সামনে

৫৮। সীমান্ত গৌরব মৃণাল হক বিজিবি সদরদপ্তর পিলখানা ঢাকা

৫৯। পতাকা ৭১ রূপম রায় মুন্সিগঞ্জ

৬০। প্রত্যয় ৭১ মৃণাল হক মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়

৬১। চেতনা ৭১ মোঃ মইনুল কুষ্টিয়া

৬২। বিজয় ৭১ খন্দকার বদরুল ইসলাম নান্নু কৃষি বিশ্ববিদ্যালয়

৬৩। অপরাজেয় ৭১ স্বাধীন চৌধুরী ঠাকুরগাঁও

৬৪। প্রবাহমান ৭১ মাদারীপুর

৬৫। মৃত্যুঞ্জয়ী ৭১ কাজল আচার্য শ্রীমঙ্গল, মৌলভীবাজার

৬৬। অন্ধুরিত যুদ্ধ ৭১ বিন্দু সরকার মুন্সিগঞ্জ

৬৭। জয়তা ৭১ ইডেন মহিলা কলেজ

৬৮। একাত্তরের স্মরণে হামিদুজ্জামান খান বাংলা একাডেমী প্রাঙ্গণ ঢাকা

৬৯। স্মৃতির মিনার হামিদুজ্জামান খান জাতীয় বিশ্ববিদ্যালয়

৭০। চিরন্তন বাংলাদেশ আরিফুল আলম রাজশাহী

৭১। যুদ্ধজয় এজাজ ও কবির কুমিল্লা

৭২। যুদ্ধভাসান কুমিল্লা

৭৩। স্বাধীনতা হামিদুজ্জামান খান কাজি নজরুল ইসলাম এভিনিউ ঢাকা

৭৪। স্বাধীনতা চত্বর মৃণাল হক মাদারীপুর।

৭৫। চিরঞ্জীব স্বাধীনতা নীল উৎপল কর কিশোরগঞ্জ

৭৬। চেতনায় চিরঞ্জীব মাহবুব শামীম মাইকেল মধুসূদন কলেজ যশোর

৭৭। রক্তসোপান রাজেন্দ্রপুর সেনানিবাস

৭৮। কুরআন ভাস্কর্য কামরুল হাসান শিপন কসবা, ব্রাহ্মণবাড়িয়া

৭৯। বীর ভাস্কর্য হাজ্জাজ কায়সার নিকুঞ্জ, ঢাকা

৮০। বীর বাঙালী এডভোকেট লুৎফর রহমান

৮১। বীরের প্রত্যাবর্তন সুদীপ্ত মল্লিক

৮২। শিখা অনির্বাণ ঢাকা ক্যান্টনমেন্ট

৮৩। শিখা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যান

৮৪। তরফদার খুলনা

৮৫। অনুমান অনীক রেজা রংপুর

৮৬। মোদের গরব অখিল পাল বাংলা একাডেমী প্রাঙ্গণ

৮৭। রুই-কাতলা হামিদুজ্জামান খান ফার্মগেট ঢাকা

৮৮। সার্ক ফোয়ারা নিতুন কুন্ডু পান্থপথ ঢাকা

৮৯। কদম ফোয়ারা নিতুন কুন্ডু জাতীয় ইদগাহ ঢাকা

৯০। বিজয় সরণী ফোয়ারা আব্দুর রাজ্জাক তেঁজগাও, ঢাকা

৯১। বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা আব্দুর রাজ্জাক গাজীপুর

৯২। রানার আজম হক সাচ্চু পোস্টাল একাডেমি, রাজশাহী

৯৩। বিদ্যার্ঘ শাওন সগীর সাগর রাজশাহী বিশ্ববিদ্যালয়

৯৪। অতন্দ্র প্রহরী বৈরাম খান গুলিস্থান ঢাকা

৯৫। হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু রাশা ঝিগাতলা ঢাকা

৯৬। তিন নেতার মাজার মাসুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

৯৭। সাম্পান নিতুন কুন্ডু শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম

৯৮। বিজয় উল্লাস শামীম শিকদার কুষ্টিয়া

৯৯। বিজয় বিহঙ্গ হামিদুজ্জামান ও আমিনুল ইসলাম বরিশাল

১০০। নগরে নিসর্গ রাফিয়া আবেদিন তাঁতীবাজার

বিভিন্ন পরীক্ষায় আসা কিছু প্রশ্নোত্তর

১/ প্রশ্ন: বাংলা সন কে কবে চালু করেন?

উঃ সম্রাট আকবর, ১৫৫৬ ইং সাল।

২/ প্রশ্ন: ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

উঃ চাপাইনবাবগঞ্জ।

৩/ প্রশ্ন: ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

উঃ রংপুর অঞ্চলের।

৪/ প্রশ্ন: ‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

উঃ ময়মনসিংহ।

৫/ প্রশ্ন: ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য গীতের নাম কি?

উঃ জারি।

৬/ প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির গীতিকার কে?

উঃ আবদুল গফ্ফার চৌধুরী।

৭/ প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির প্রথম সুরকার কে?

উঃ আবদুল লতিফ।

৮/ প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির বর্তমান সুরকার কে?

উঃ আলতাফ মাহমুদ।

৯/ প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?

উঃ গোবিন্দ্র হাওলাদার।

১০/ প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির সুরকার ও শিল্পী কে?

উঃ আপেল মাহমুদ।

১১/ প্রশ্ন: বাংলাদশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?

উঃ সোনারগাঁয়ে।

১২/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?

উঃ বরেন্দ্র যাদুঘর, রাজশাহী ১০ ডিসেম্বর, ১৯১০।

১৩/ প্রশ্ন: ঢাকা যাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়?

উঃ ০৭ আগষ্ট, ১৯১৩ সালে।

১৪/ প্রশ্ন: ঢাকা যাদুঘর কবে জাতীয় যাদুঘরে রূপান্তরিত হয়?

উঃ ১৭ নভেম্বর, ১৯৮৩।

১৫/প্রশ্ন: বাংলাদেশের জাতিভিত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক যাদুঘর কোথায়?

উঃ চট্টগ্রামের আগ্রাবাদে।

১৬/ প্রশ্ন: মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত?

উঃ ঢাকার সেগুন বাগিচায়, ২২ মার্চ, ১৯৯৬।

১৭/ প্রশ্ন: বিজ্ঞান যাদুঘরটি কোথায় অবস্থিত?

উঃ ঢাকার আগারগাঁয়ে।

১৮/ প্রশ্ন: মহাস্থানগড় যাদুঘর কোথায় অবস্থিত?

উঃ বগুড়া।

১৯/ প্রশ্ন: জয়নুল আর্ট গ্যালারী কোথায় অবস্থিত?

উঃ ময়মনসিংহ।

২০/ প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রানী যাদুঘর কোথায় অবস্থিত?

উঃ মীরপুর, ঢাকা। (চিড়িয়াখানার মধ্যে)

২১/ প্রশ্ন: ‘দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩’ ছবিটি কে একেঁছেন?

উঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।

২২/ প্রশ্ন: প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে একেঁছেন?

উঃ কামরুল হাসান।

২৩/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন?

উঃ ওস্তাদ আয়াত আলী খান।

২৪/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন?

উঃ বুলবুল চৌধুরী।

২৫/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পল্লীগীতি শিল্পী কে ছিলেন?

উঃ আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।

২৬/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যাদুকর কে?

উঃ জুয়েল আইচ।

২৭/ প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে?

উঃ শামীম সিকদার।

২৮/ প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে ?

উঃ অলক রায়।

২৯/ প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাটুনিস্ট কে ?

উঃ রফিকুন্নবী (রনবী)।

৩০/ প্রশ্ন: বাংলাদেশের সুর সম্রাট কাকে বলে?

উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

৩১/ প্রশ্ন: বাংলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ০৩ ডিসেম্বর, ১৯৫৫।

৩২/ প্রশ্ন: পূর্বে বাংলা একাডেমীর নাম কি ছিল?

উঃ বর্ধমান হাউজ।

৩৩/ প্রশ্ন: বাংলাদেশ শিল্পকলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৭৪।

৩৪/ প্রশ্ন: শিশু একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৭৭ সাল।

৩৫/ প্রশ্ন: বাংলাভাষার আদি নিদর্শন কি?

উঃ চর্যাপদ।

৩৬/ প্রশ্ন: বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে বলা হয়?

উঃ লালন ফকির।

৩৭/ প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?

উঃ চার্লস উইলকিনস্।

৩৮/ প্রশ্ন: সর্বপ্রথম চলচ্চিত্র কে, কখন নির্মাণ করেন?

উঃ লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র), ১৮৯৫ সাল।

৩৯/ প্রশ্ন: উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?

উঃ হীরালাল সেন।

৪০/ প্রশ্ন: বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?

উঃ আবদুল জব্বার খান।

৪১/ প্রশ্ন: হীরালাল সেনের নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে কোথায় প্রদর্শিত হয়?

উঃ ৪ এপ্রিল, ১৮৯৮ সালে কলিকাতার ক্লাসিক থিয়েটারে।

৪২/ প্রশ্ন: উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি?

উঃ জামাই ষষ্ঠী, ১৯৩১ সালে।

৪৩/ প্রশ্ন: উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি?

উঃ আলী বাবা ও চল্লিশ চোর।

৪৪/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি?

উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।

৪৫/ প্রশ্ন: মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

উঃ আবদুল জব্বার খান।

৪৬/ প্রশ্ন: অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি?

উঃ পথের পাঁচালী, ১৯৯১ সাল।

৪৭/ প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?

উঃ সত্যজিৎ রায়।

৪৮/প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম প্রদর্শিত হয়?

উঃ ১৯৫৫ সালে।

৪৯/ প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে?

উঃ জহির রায়হান।

৫০/ প্রশ্ন: জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি?

উঃ কখনো আসেনি।

৫১/ প্রশ্ন: জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হল?

উঃ ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘Stop Genocide’

৫২/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রামান্য চিত্রের নাম কি?

উঃ ‘স্টপ জেনোসাইড’।

৫৩/ প্রশ্ন: ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা কে?

উঃ তানভীর মোকাম্মেল।

৫৪/ প্রশ্ন: ‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

উঃ তারেক মাসুদ।

৫৫/ প্রশ্ন: ‘চাকা’ ও ‘আগামী’ এর নির্মাতা কে?

উঃ মোরশেদুল ইসলাম।

৫৬/ প্রশ্ন: ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা কে?

উঃ গৌতম ঘোষ।

৫৭/ প্রশ্ন: ‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির পরিচালক কে?

উঃ আলমগীর কবির।

৫৮/ প্রশ্ন: কোন প্রামান্য চিত্রটি ইন্টারন্যাশনাল এ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে?

উঃ ‘আমরাও পারি’ (এটিএন বাংলা নির্মিত)।

৫৯/ প্রশ্ন: বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন?

উঃ ববিতা।

৬০/ প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে?

উঃ পূর্নিমা সেনগুপ্তা।

৬১/প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে?

উঃ বনানী চৌধুরী।

৬২/ প্রশ্ন: বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি?

উঃ বিশ বছর আগে

৬৩/ প্রশ্ন: এফডিসি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৫৮ সালে।

৬৪/ প্রশ্ন: এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি?

উঃ আছিয়া।

৬৫/ প্রশ্ন: এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি? উঃ আকাশ ও মাটি।

 (সমাপ্ত)

লেখক ও সংকলক

মোঃ ইজাবুল আলম

সকল পর্ব একই সাথে দেখতে চাইলে BOU এর উপর ক্লিক করুন

(BOU)

PLEASE SHARE ON

চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (১১০তম পর্ব)

চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (১১০তম পর্ব) বাংলা ব্যাকরণের ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা চাকরি পরীক্ষায় বার বার আ...

BOU