চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
(১১০তম পর্ব)
বাংলা ব্যাকরণের ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা চাকরি পরীক্ষায় বার বার
আসে
১। ভাষার মূল উপকরণ >> বাক্য
২। ভাষার মূল উপাদান >>> ধ্বনি
৩। ভাষার মৌলিক উপাদান >> শব্দ
৪। বাক্যের ক্ষুদ্রতম একক/ মৌলিক উপাদান>>>
শব্দ
৫। শব্দের ক্ষুদ্রতম একক >>>>
ধ্বনি
৫ । বাক্যের প্রাণ
>>>>>> শব্দ
৬। উপসর্গ পদের আগে বসে , আর প্রত্যয় পদের
পরে বসে ।
৭। উপসর্গের অর্থবাচকতা নেই , কিন্তু অর্থদ্যোতকতা
আছে ।
৮। যে ৪টি উপসর্গ বাংলা , তৎসম উভয় ক্ষেত্রেই
রয়েছে >> আ, সু , নি , বি।
৯। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা
স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
১০। বিভক্তিহীন নাম শব্দ বলে
>>>>> প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
১১। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে
>> পদ ।
১২। ক্রিয়াপদের মূলকে বলে
>>>>>>> ধাতু ।
১৩। বাক্যে অপরিহার্য>>>>>>>>>>>
ক্রিয়াপদ ।
১৪। সন্ধির সুবিধা > ১. উচ্চারণ সহজ ২.
ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।
১৫। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১.
উচ্চারণগত , ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত
১৬। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই
১৭। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না
।
১৮ । সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে
না ।
১৯ । সমাস ভাষাকে >> সংক্ষেপ করে ।
২০। সমাসের রীতি >> সংস্কৃত থেকে আগত
২১। ব্যাকরণ শব্দটি >> সংস্কৃত থেকে
আগত
২২। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ বলে
> উপধা ।
২৩। সমন্ধ পদ , তারিখ লিখতে , ঠিকানা লিখতে
পদের পর > কমা বসাতে হয়।
২৪। বাক্য প্রধানত কত প্রকার ? = ৩ প্রকার
। সরল , জঠিল বা মিশ্র , যৌগিক । ( নোট : বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয় ;
বাক্যের গুণ ৩টি : আকাঙ্ক্ষা , আসত্তি, যোগ্যতা। বিভিন্ন প্রকার দোষ ও বাক্যে রুপান্তর
দেখে নিন)
২৫ । যতিচিহ্ন কয়টি ? = ১২ টি ।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান
প্রশ্ন : চীনের প্রস্তাবিত ১ হাজার শয্যার
হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি ? উত্তর : দাড়োয়ানী, নীলফামারী
প্রশ্ন : জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
গেজেট প্রকাশ করা হয় ? উত্তর : ২৮ এপ্রিল ২০২৫
প্রশ্ন : সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক ? উত্তর : স্ট্যান্ডার্ড
চার্টার্ড ব্যাংক
প্রশ্ন : বাংলাদেশে স্টারলিংক ব্যবসা করার
লাইসেন্স পায় কত তারিখে ? উত্তর : ২৮ এপ্রিল ২০২৫
প্রশ্ন : সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা
হামলা চালিয়েছে ? উত্তর : পেহেলগামে
প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি
স্বাক্ষরিত হয় ? উত্তর : ১৯৭২ সালে
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর
থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে ? উত্তর : সিলেট ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দর
প্রশ্ন : সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ
রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয় ? উত্তর : শহীদ রাজাই বন্দর
প্রশ্ন : সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া
নতুন রঙের এর নাম কি ? উত্তর : ওলোও
প্রশ্ন : চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে
কোন সংস্থা ঋণ সহায়তা দেবে ? উত্তর : বিশ্ব ব্যাংক
প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু
পানি চুক্তি স্বাক্ষরিত হয় ? উত্তর : ১৯৬০ সালে
প্রশ্ন : ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার ২০২৫
পুরস্কারে ভূষিত হয়েছেন কে ? উত্তর : সোনিয়া মুন্নি
প্রশ্ন : সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেক্ট্রোম্যাগনেটিক
রেলগান উন্মোচন করেছে ?
উত্তর : জাপান
প্রশ্ন : পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের
কততম পোপ ছিলেন ? উত্তর : ২৬৬ তম
প্রশ্ন : পোপ ফ্রান্সিস কে সমাধিস্থ করা হয়েছে
? উত্তর : রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায়
প্রশ্ন : কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত
হয় ? উত্তর : ফ্রান্স
প্রশ্ন : মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত
হয় ? উত্তর : কায়রো, মিশর
প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত ? উত্তর
: ৫০৫০১
প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু
কোনটি ? উত্তর : যমুনা রেল সেতু
প্রশ্ন : যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত ? উত্তর
: ৪.৮ কিলোমিটার
প্রশ্ন : দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম
কি ? উত্তর : যমুনা
প্রশ্ন : যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন
চলাচল শুরু হয় কবে ? উত্তর : ১২ফেব্রুয়ারি ২০২৫
প্রশ্ন : জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়
কবে ? উত্তর : ১২ ফেব্রুয়ারি ২০২৫
প্রশ্ন : জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে
? উত্তর : প্রধান উপদেষ্টা
প্রশ্ন : প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ
দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় ?
উত্তর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রশ্ন : জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে
নিয়ে অঙ্কিত উন্নত মম শির শিল্পকর্মটি অংকন করেন ? উত্তর : শহিদ কবির
প্রশ্ন : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি
রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় ? উত্তর : গণভবন
প্রশ্ন : জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম
পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে
উত্তর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
প্রশ্ন : নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন
কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান
২০২৪’-এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয় ?
উত্তর : ৮৩৪ জন
প্রশ্ন : জাতীয় শহীদ সেনা দিবস কবে ? উত্তর
: ২৫ ফেব্রুয়ারি
প্রশ্ন : ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা
করেন ? উত্তর : ১৯৭৪ সালে
প্রশ্ন : বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩ কার্যকর
করা হয় কবে ? উত্তর : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
প্রশ্ন : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির
নাম কি ? উত্তর : সালাহউদ্দিন নোমান চৌধুরী
প্রশ্ন : ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ
পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন ?
উত্তর : ৭৯তম
প্রশ্ন : ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার
অবস্থান কত ? উত্তর : সপ্তম
প্রশ্ন : মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান
কত ? উত্তর : পঞ্চম
প্রশ্ন : ৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের সশস্ত্র
বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে ? উত্তর : অপারেশন ডেভিল হান্ট
প্রশ্ন : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের কোন বন্দরে
অনলাইন গেট পাস চালু হয় ? উত্তর : চট্টগ্রাম বন্দর
প্রশ্ন : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সরকার কোন বিষয়ে
পুলিশ ভেরিফিকেশন বাতিল করে ? উত্তর : পাসপোর্ট
প্রশ্ন : দেশের প্রথম “যুদ্ধ শিশু” হিসেবে
রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে ? উত্তর : মেরিনা খাতুন
প্রশ্ন : বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন
রাজনৈতিক দল ? উত্তর : জাতীয় নাগরিক পার্টি
প্রশ্ন : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি
আত্মপ্রকাশ করে কত তারিখে ? উত্তর : ২৮ ফেব্রুয়ারি ২০২৫
প্রশ্ন : কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ
করে ? উত্তর : মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর, ঢাকা
প্রশ্ন : NCP এর পূর্ণরূপ কি ? উত্তর : National Citizen
Party
প্রশ্ন : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির
স্লোগান কি ? উত্তর : ইনকিলাব জিন্দাবাদ
প্রশ্ন : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে
? উত্তর : নাহিদ ইসলাম
প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান
উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে ?
উত্তর : বৈমানিক ফাহিম চৌধুরী
প্রশ্ন : সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে ? উত্তর : পঞ্চদশ
প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা ‘আন্তর্জাতিক
পদক ২০২৫’- এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান ? উত্তর : বাংলাদেশ দূতাবাস, প্যারিস।
প্রশ্ন : জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের
বাংলাদেশে আসেন কত তারিখে ? উত্তর : ১৩ মার্চ
২০২৫
প্রশ্ন : জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশ
ভ্রমনের উদ্দেশ্য কি ? উত্তর : রোহিঙ্গা ইস্যু
প্রশ্ন : জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের নির্ধারিত সময়কাল ? উত্তর : ৪দিন
প্রশ্ন : নতুন ছাত্র সংগঠনের নাম কি ? উত্তর
: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয়
কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় ?
উত্তর : ৪ মে ১৯৭২
প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে
মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে ? উত্তর : ১৫ ডিসেম্বর ২০২৪
প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড
মিসাইল স্থাপনা উন্মোচন করে ? উত্তর : ইরান
প্রশ্ন : মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা
কোনটি ? উত্তর : মান্দারিন
প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন
প্রথা শুরু হয় কবে ? উত্তর : ১৮৬১ সালে
প্রশ্ন : ২৭ জানুয়ারি ২০২৬ কোন দেশ প্যারিস
জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে ? উত্তর : যুক্তরাষ্ট্র
প্রশ্ন : প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে
স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি ? উত্তর : নিউজিল্যান্ড
প্রশ্ন : ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে
মানুষ হিসেবে স্বীকৃতি দেয় ? উত্তর : মাউন্ট তারানাকি
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান
পানির নিচে project waterworth নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে ? উত্তর
: Meta
প্রশ্ন : USAID কোন দেশের বৈদেশিক সাহায্য
সংস্থা ? উত্তর : যুক্তরাষ্ট্র
প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি
DeepSeek এর প্রতিষ্ঠাতা কে ? উত্তর : লিয়াং ওয়েনফেং
প্রশ্ন : বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা
দেশ ? উত্তর : যুক্তরাষ্ট্র
প্রশ্ন : ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠান
? উত্তর : OpenAI
প্রশ্ন : বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন
করেছে ? উত্তর : লেনোভো
প্রশ্ন : সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোন
দেশে অবস্থিত ? উত্তর : গ্রিস
প্রশ্ন : ইউরোপের কোন দেশ জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট
চালু করে ? উত্তর : সুইজারল্যান্ড
প্রশ্ন : বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা
করা হয় কোন দেশে ? উত্তর : যুক্তরাষ্ট্র
প্রশ্ন : ওশেনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি
স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় ? উত্তর : অস্ট্রেলিয়া
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর
ক্যামেরা তৈরি করে কোন দেশ ? উত্তর : চীন
প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি
স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয় ? উত্তর : সংযুক্ত আরব আমিরাত
প্রশ্ন : ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম
কি ? উত্তর : শহিদ বাহমান বাগেরি
প্রশ্ন : ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে ? উত্তর
: বেনিতো মুসোলিনি
প্রশ্ন : এই বছর ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলনের
আয়োজক দেশ ? উত্তর : কানাডা
প্রশ্ন : বিশ্বের প্রথম AI শিশুর নাম কী ?
উত্তর : Tong Tong
প্রশ্ন : জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব
কে ছিলেন ? উত্তর : গ্লাডউইন জেব
প্রশ্ন : জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব
ছিলেন ? উত্তর : ট্রিগভেলি
প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী
সভাপতি কে ? উত্তর : হুমায়ুন রশীদ চৌধুরী
জুলাই বিপ্লব ২০২৪ সাধারণ জ্ঞান
•বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয়
: ২০২৪ সালের ১ জুলাই
•কত তারিখে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা
হয় : ৭ জুলাই ২০২৪
•জুলাই বিপ্লবের প্রথম শহীদ : আবু সাঈদ
•জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ কত তারিখে
শহীদ হন : ১৬ জুলাই, ২০২৪
•শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
ছিলেন : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
•মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে : ১৮
জুলাই ২০২৪
•জুলাই আন্দোলনের কোন দিন কমপ্লিট শাটডাউন
কর্মসূচি ঘোষণা করা হয় : ১৮ জুলাই ২০২৪
•জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে
অঙ্কিত শিল্পকর্মের নাম : উন্নত মমশির
•উন্নত মম শির শিল্পকর্মটির স্রষ্টা কে : শহীদ
কবির
•‘বাংলা ব্লকেড’ কী : কোটা সংস্কারের দাবিতে
আন্দোলন কর্মসূচী
•কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস
কর্মসূচি কবে পালিত হয় : ৩১ জুলাই ২০২৪
•লং মার্চ টু ঢাকা কত তারিখে পালিত হয় : ৫
আগষ্ট ২০২৪
•শহীদি মার্চ কবে পালিত হয় : ৫ সেপ্টেম্বর
২০২৪
•জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘরের নামকরণ কি
করা হয়েছে : জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
•জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় : ১০
সেপ্টেম্বর ২০২৪
•জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিইও : মীর মাহবুবুর
রহমান স্নিগ্ধ
•বাংলাদেশে নতুন ছাত্র সংগঠনের নাম কি : বাংলাদেশ
গণতান্ত্রিক ছাত্র সংসদ
•৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে : ড. মুহাম্মদ ইউনূস
•জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম
পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
•নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে
অবস্থিত : ঢাকা বিশ্ববিদ্যালয়
•১৫ জানুয়ারি ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর
কতজন শহিদের নামের গেজেট প্রকাশ করা হয় : ৮৩৪ জন
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
•ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছাত্র কে : আবুল বরকত
•জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে
কোন দিনটিকে : ২৫ ফেব্রুয়ারি
•বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কতটি
: ৬টি
•মাইজভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান
: চট্রগ্রাম
•ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে
ঘোষণা করেন : ৬ ডিসেম্বর ১৯৯৭
•বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি
: সিলেট
•বিশ্বের প্রথম AI শিশুর নাম কী : Tong
Tong
•বাংলাদেশ কয়টি স্টক এক্সচেঞ্জ আছে : ২ টি
•জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ
সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম
•২৩তম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে
: ২০২৬ সালে
•বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে : বরিশাল
•বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে
: ২ আগস্ট ১৯৯০ সালে
•আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি
: রুম নাম্বার ২০১১
•বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে : ১৮৬২ সালে
•দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়
কোথায় : জাপান
•মন্ট্রিল প্রটোকল কার্যকর হয় : ১৯৮৯ সালের
১ জানুয়ারি
•ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার
কী : বুকার পুরস্কার
•দেশের প্রথম AI সংবাদ পাঠিকার নাম : অপরাজিতা
•ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন
কে : বেগম খালেদা জিয়া
•ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে : বেনিতো মুসোলিনি
•বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায়
হয় : ১৪ মার্চ ২০১২ সালে
•বাংলাদেশে কত সালে রাজনৈতিক দলের নিবন্ধন
প্রথা চালু হয় : ২০০৮ সালে
•কত সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত
হন : ২১শে ১৯৭৭ সালে
•ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় : ১৯২১
সালের ১ জুলাই
•গোল্ডেন জুবিলি টাওয়ারের অবস্থান কোথায়
: রাজশাহী
•পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়
: ১৯৯৫ সালে
•বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কত সালে
অনুষ্ঠিত হয় : ৭ই মার্চ ১৯৭৩ সালে
•বাংলাদেশের সর্বোচ্চ ভবনের নাম কি : সিটি
সেন্টার
•জাতীয় পরিবেশ নীতি কবে ঘোষণা করা হয় : ১৯৯২
সালে
•বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর করে
: ১৯৯০ সালের ২ আগষ্ট
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
•বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী
দেশ : চীন
•জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত : গাজীপুরে
•কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের
কত চরণ বাজানো হয় : প্রথম ৪টি
•বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে
পরিচিত : সেন্ট মার্টিন
•বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন
: পাহাড়ি ভূমি
•বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারী যুগের পাহাড়
আছে : মহেশখালী
•ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ
কত সালে ঘটে : ১১৭৬ বঙ্গাব্দে
•বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায়
অবস্থিত : ময়মনসিংহ
•বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের
চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করেন কে : বাবর আলী
•সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয় :
১ অক্টোবর ২০২৪
•বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত
: ঢাকা
•বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
: ঈশ্বরদী
•লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
: খুলনা
•ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত
: চাঁদপুর
•বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল
মাইল : ২০০ নটিক্যাল মাইল
•বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত : ১২
নটিক্যাল মাইল
•বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয়
কত সালে : ১৯৭৪ সালে
•বাংলাদেশের নবীনতম নদী কোনটি : যমুনা
•জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ
সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম
•বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত
হয় : হরিপুর
•দেশে প্রথম AI নিয়ে ডিগ্রী চালুকারী প্রথম
বিশ্ববিদ্যালয় হলো : গ্রিন ইউনিভার্সিটি
•ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা
করেন : ১৯৭৪ সালে
•বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
: বগুড়া
•বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন
করা হয় : ৩০ নভেম্বর
•সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি
হয়েছে : করতোয়া
•বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়ার নাম কি : তাজিংডং
(বিজয়)
•কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত : রাঙ্গামাটি
•বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর একমাত্র
উপনদীর নাম : মহানন্দা
•বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি : পুণ্ড্রবর্ধন
সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)
1.প্রশ্ন : বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের
উপদেষ্টা কতজন? উত্তর : ২৩ জন।
2.প্রশ্ন : দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ
কোন দেশের কাছ থেকে (LNG) আমদানী করে? উত্তর : ওমান ও কাতার থেকে।
3.প্রশ্ন : দেশের প্রথম টানেলের বর্তমান নাম
কী? উত্তর : কর্ণফুলী টানেল।
4.প্রশ্ন : দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান
নাম কী? উত্তর : বাংলাদেশ স্যাটেলাইট।
5.প্রশ্ন : সাম্প্রতি (CID) কোন ধরণের মুদ্রা
জব্দ করেছে? উত্তর : ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা।
6.প্রশ্ন : বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান
কততম ? উত্তর : দ্বিতীয়।
7.প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়
কতটি? উত্তর : ৩৫তম।
সাম্প্রতিক সাধারন জ্ঞান
প্রশ্ন: এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর:
মালদ্বীপ
প্রশ্ন: এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি?
উত্তর: ৪৪টি
প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: এভারেস্ট
প্রশ্ন: ইন্টারনেট কবে চালু হয়? উত্তর: ১৯৬৯
প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ
দেশ কোনটি? উত্তর: চীন
প্রশ্ন: চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? উত্তর:
৩০০০ কি.মি.
প্রশ্ন: অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? উত্তর:
৫টি
প্রশ্ন: প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: কাঠমুন্ডু
প্রশ্ন: হিরোসিমায় নিক্ষিপ্ত আনবিক বোমার
নাম কি? উত্তর: লিটল বয়
প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর
প্রশ্ন: কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের
কত চরণ বাজানো হয়? উত্তর: প্রথম ৪টি
প্রশ্ন: বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ
নামে পরিচিত? উত্তর: সেন্টমার্টিন
প্রশ্ন: নিচের কোনটির স্থপতি লুই আই কান? উত্তর:
বাংলাদেশ জাতীয় সংসদ
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট
কে ছিলেন? উত্তর: সৈয়দ নজরুল ইসলাম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে
ছিলেন? উত্তর: জেনারেল আতাউল গণি ওসমানী
প্রশ্ন: বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত
হয়েছিল কত তারিখে? উত্তর: ৮ আগস্ট, ২০২৪
প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে?
উত্তর: কোনটিই নয়
প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? উত্তর:
১৬ ডিসেম্বর, ১৯৭২
প্রশ্ন: বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে
বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ উপাধি প্রদান করা হয়েছিল? উত্তর:
১৭৫ জন
২০২৫ সালে আসা গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর
প্রশ্ন: ‘ইজমির’ শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর:
তুরস্ক
প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য
নয় কোনটি? উত্তর: বিহার
প্রশ্ন: কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী
সংস্থা নয়? উত্তর: BERC
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? উত্তর:
হাডুডু
প্রশ্ন: কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ
নির্মাণ করা হয়েছিল? উত্তর: আওরঙ্গজেব
প্রশ্ন: বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর
বিয়ের সর্বনিম্ন বয়স কত? উত্তর: ২১ ও ১৮ বছর
প্রশ্ন: ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর: পক প্রণালি
প্রশ্ন: বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য
পদ লাভ করে? উত্তর: ১৯৭৪
প্রশ্ন: কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? উত্তর:
সুন্দরী
প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়?
উত্তর: ভিটামিন ডি
প্রশ্ন: HMPV ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত
হয় কবে? উত্তর: ২০১৭ সালে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারন জ্ঞান
প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কোন মন্ত্রণালয়ের
অধীনস্থ?WWW.SADIKSIR.COM
উত্তর: অর্থ।
প্রশ্ন: ২০২৪ সালে বৈজ্ঞানিক প্রকাশনার র্যাঙ্কিংয়ে
দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। (সূত্র:
স্কোপাসের গবেষণা)।
প্রশ্ন: সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের
বিধান বিলুপ্ত করা হয়েছে?
উত্তর: জিম্বাবুয়ে।
প্রশ্ন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার
স্টারমার কোন পরিকল্পনায় যুক্তরাজ্যকে এআই-এ বৈশ্বিক নেতা করতে চান?
উত্তর: ‘এআই অপারচুনিটিস অ্যাকশন প্ল্যান’।
প্রশ্ন: গুয়ান্তানামো বে কারাগার কবে প্রতিষ্ঠিত
হয়?
উত্তর: ২০০২ সালে।
প্রশ্ন: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)
ইতিহাসে সর্বোচ্চ ২৪১ রানের জুটির রেকর্ড গড়েছেন কারা?
উত্তর: লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।
প্রশ্ন: খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের
নাম কী?
উত্তর: যুক্তরাষ্ট্র। (বাংলাদেশ: ৭৬তম)।
প্রশ্ন: সম্প্রতি দেশে HMPV ভাইরাস রোগী শনাক্ত
হয় কবে এবং কোথায়?
উত্তর: ০৯ জানুয়ারি ২০২৫, কিশোরগঞ্জ।
প্রশ্ন: লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার (কমলগঞ্জ)।
প্রশ্ন: বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী
নদীর নাম কী? উত্তর: নাফ।
প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত
কে? উত্তর: মাইকেল মিলার।
প্রশ্ন: বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ
কোনটি? উত্তর: ভারত।
প্রশ্ন: বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী
দেশ কোনটি? উত্তর: ব্রাজিল।
প্রশ্ন: বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক
দেশ কোনটি? উত্তর: চীন।
প্রশ্ন: ‘সানডে টাইমস’ কোন দেশের সংবাদ মাধ্যম?
উত্তর: ব্রিটিশ।
প্রশ্ন: পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক
দলের সাথে সম্পৃক্ত?
উত্তর: পাকিস্তান।
প্রশ্ন: কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত?
উত্তর: ছেঁড়াদ্বীপ
প্রশ্ন: ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’
কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর: ১৯৯৭
সাধারন জ্ঞান সাম্প্রতিক বিশ্ব
প্রশ্ন: বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয়?
উত্তর: ১৯৯১
প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী
কোনটি?
উত্তর: হাড়িয়াভাঙ্গা
প্রশ্ন: ‘ছিয়াত্তর-এর মন্বন্তর’ কত সালে সংঘটিত
হয়?
উত্তর: ১৭৭০
প্রশ্ন: উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা
কত নটিক্যাল মাইল?
উত্তর: ২০০
প্রশ্ন: সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার
নাম কী?
উত্তর: সমকাল
প্রশ্ন: ‘ইরাটম’ কী?
উত্তর: উন্নত জাতের ধান
প্রশ্ন: পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো
যায় না কেন?
উত্তর: পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল
পানির চেয়ে হালকা
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে?
উত্তর: অণুচক্রিকা
প্রশ্ন: কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড এর
রেশ মস্তিষ্কে থাকে?
উত্তর: ০.১ সেকেন্ড
প্রশ্ন: থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়।
কারণ—
উত্তর: অল্প তাপে বৃদ্ধি পায়
প্রশ্ন: প্রাথমিক বর্ণ নয় কোনটি?
উত্তর: বেগুনি
প্রশ্ন: যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন
ঘটে তাকে কী বলে?
উত্তর: দর্পণ
প্রশ্ন: টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
উত্তর: কম্পিউটার স্লো হয়ে যায়
প্রশ্ন: একটি ধাতুর উপর জিঙ্ক-এর প্রলেপ দেওয়াকে
কী বলে?
উত্তর: গ্যালভানাইজিং
প্রশ্ন: একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত
করলে আয়তন—
উত্তর: কমবে
প্রশ্ন: সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু
তরল অবস্থায় থাকে?
উত্তর: পারদ
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
উত্তর: বিকিরণ পদ্ধতিতে
প্রশ্ন: কোনটি চার্জবিহীন?
উত্তর: নিউট্রন
প্রশ্ন: কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু?
উত্তর: প্লাটিনাম
প্রশ্ন: ফিউজ তার কীসের সংকর?
উত্তর: টিন ও সীসা
প্রশ্ন: এক্সরে আবিষ্কার করেন কে?
উত্তর: রন্টজেন
প্রশ্ন: জীনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—
উত্তর: ক্রোমোসোম
প্রশ্ন: সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের
মাধ্যম ব্যবহৃত হয়?
উত্তর: অপটিক্যাল ফাইবার
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী?
উত্তর: একটি ক্ষতিকারক প্রোগ্রাম
প্রশ্ন: সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে
কী উৎপন্ন হয়?
উত্তর: গ্লিসারিন
প্রশ্ন: গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে
কোন ধরনের ক্ষতি হতে পারে?
উত্তর: নিম্নভূমি নিমজ্জিত হবে
প্রশ্ন: কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন
সফটওয়্যারটি বেশি উপযোগী?
উত্তর: এমএস এক্সেস
প্রশ্ন: কী বোর্ডের কোন Key টি সাধারণত
Help Key হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: F1
প্রশ্ন: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে
তৈরি হয়?
উত্তর: টাংস্টেন
প্রশ্ন: কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
উত্তর: নদী
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫
প্রশ্ন: কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী
কী?
উত্তর: Firewall
প্রশ্ন: ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী
ব্যবহার করা হয়?
উত্তর: স্টাবিলাইজার
প্রশ্ন: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি
ঘটে?
উত্তর: অভ্যন্তরীণ প্রতিফলন
প্রশ্ন: একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো
কোন নেটওয়ার্কে সংযুক্ত?
উত্তর: LAN
প্রশ্ন: উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?
উত্তর: চিত্রভিত্তিক
প্রশ্ন: অভিকর্ষ হলো বস্তুর উপর কোন বল?
উত্তর: কেন্দ্রমুখী বল
প্রশ্ন: কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
উত্তর: মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
প্রশ্ন: দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে
কী ব্যবহার করা হয়?
উত্তর: Satellite
প্রশ্ন: Which device is called Silico
Sapiens?
উত্তর: ComputerWWW.SADIKSIR.COM
প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি
কে?
উত্তর: বিল গেটস
প্রশ্ন: অটোমোবাইলের ব্যাটারিতে যে এসিড থাকে
তা কী?
উত্তর: সালফিউরিক এসিড
প্রশ্ন: মোবাইল ফোনের জনক কে?
উত্তর: মার্টিন কুপার
প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য
কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
উত্তর: পাইথন
প্রশ্ন: ‘অভ্র কী-বোর্ড’ কে তৈরি করেন?
উত্তর: মেহেদী হাসান
প্রশ্ন: কী-বোর্ডের ‘ফাংশন-কী’ কয়টি?
উত্তর: ১২টি
প্রশ্ন: ‘সুনামি’ কোন দেশের শব্দ?
উত্তর: জাপান
প্রশ্ন: খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬টি
প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান
কয়টি?
উত্তর: ৩টি
প্রশ্ন: বস্তুর ওজন কোথায় শূন্য হয়?
উত্তর: ভূ-কেন্দ্রে
প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি?
উত্তর: অ্যালুমিনিয়াম
প্রশ্ন: কম্পিউটার ব্রেইন হলো—
উত্তর: মাইক্রোপ্রসেসর
প্রশ্ন: থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম
দেশ কোনটি?
উত্তর: ভুটান
প্রশ্ন: কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার
মর্যাদা দিয়েছে?
উত্তর: সিয়েরা লিওন
প্রশ্ন: বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের
প্রধান উপাদান কোনটি?
উত্তর: মিথেন
প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: পদ্মা (নদী রক্ষা কমিশনের মতে) অথবা
মেঘনা (পানি উন্নয়ন বোর্ডের মতে)
প্রশ্ন: উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তর: নাটোর
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি?
উত্তর: পার্বতীপুর
প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে
খেতাব দেওয়া হয়?
উত্তর: ৪টি
প্রশ্ন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
নির্ধারণকারী লাইনকে বলা হয়—
উত্তর: ডুরান্ড লাইন
প্রশ্ন: কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ
করে?
উত্তর: বাংলাদেশ
প্রশ্ন: মানব উন্নয়ন সূচক-এর মৌলিক নির্দেশক
কী?
উত্তর: মাথাপিছু জাতীয় আয়
প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম
দেশ কোনটি?
উত্তর: রাশিয়া
প্রশ্ন: ‘বাকু’ কোন দেশের রাজধানী?
উত্তর: আজারবাইজান
প্রশ্ন: ‘লিরা’ কোন দেশের মুদ্রার নাম?
উত্তর: তুরস্ক
প্রশ্ন: জিব্রাল্টার প্রণালি কোন দুটি দেশকে
বিচ্ছিন্ন করেছে?
উত্তর: স্পেন ও মরক্কো
বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
(১) বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর : দক্ষিণ এশিয়া
(২) বাংলাদেশের স্বাধীনতা দিবস-
উত্তর : ২৬ মার্চ
(৩) বিজয় দিবস পালিত হয়-
উত্তর : ১৬ ডিসেম্বর
( ৪) বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার
কে
উত্তর : এএনএ সাহা
(৫) বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?
উত্তর : নজরুল ইসলাম
(৬) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?
উত্তর : নারিকেল জিনজিরা
(৭) বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা
দিয়েছে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিয়ন
(৮) বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
উত্তর : ৭টি
(৯) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য
নিচের কত জন ছিলেন?
উত্তর : ৩৪ জন
(১০) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র
মহিলা সদস্য কে?
উত্তর : বেগম রাজিয়া বানু
(১১) বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির
সভাপতি কে ছিলেন?
উত্তর : ড. কামাল হোসেন
(১২) গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত
হয়?
উত্তর : ০৪ নভেম্বর , ১৯৭২
(১৩) বাংলাদেশের সংবিধান কার্যকর হয়
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২
(১৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস
কত তারিখ ?
উত্তর : ৪ নভেম্বর
(১৫) কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস ঘোষণা করে?
উত্তর : UNESCO
(১৬) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী ?
উত্তর : পুণ্ড্র
(১৭) বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ
কোনটি?
উত্তর : ভুটান
(১৮) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে
উত্তর : হামিদুর রহমান
(১৯) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন
(২০) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তর : আরব-বাংলাদেশ ব্যাংক
(২১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে
?
উত্তর : ১৯৫৫ সালে
(২২) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি
?
উত্তর : মহেশখালী
(২৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর : কামরুল হাসান
(২৪) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উত্তর : বরেন্দ্র গবেষণা জাদুঘর
(২৫) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁওয়ে
(২৬) বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি
?
উত্তর : সেন্টমার্টিন
(২৫) বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
উত্তর : বেনাপোল
(২৬) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি
?
উত্তর : ৪ টি
(২৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি
কে?
উত্তর : লুই আই কান
(২৮) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১
(২৯) রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
উত্তর : সংবাদ পত্র
(৩০) মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : করতোয়া
(৩১) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের
অনুপাত কত ?
উত্তর : ১০ : ৬
(৩২) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে
?
উত্তর : সম্রাট আকবর
(৩৩) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর : হুমায়ুন
(৩৪) বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত
?
উত্তর :
২টি
(৩৫) ‘বাংলার মুক্তি সনদ’ নামে পরিচিত কোনটি
?
উত্তর :
৬ দফা
(৩৬) বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত
সালে?
উত্তর :
৪ মার্চ ১৯৭২
(৩৭) বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি ?
উত্তর :
চলন বিল
(৩৮) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
উত্তর :
সুন্দরবন
(৩৯) বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তর :
সুপ্রিম কোর্ট
(৪০) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম
দেশ কোনটি?
উত্তর :
ইরাক
(৪১) বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
উত্তর :
এক কক্ষ
(৪২) ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন
সালে?
উত্তর :
১৬১০
(৪৩) বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত
হয়?
উত্তর :
হরিপুর
(৪৪) পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম
দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হালো ?
উত্তর :
৩৩ তম
(৪৫) জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর :
সম্মিলিত প্রয়াস
(৪৬) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর :
বাংলা একাডেমিতে
(৪৭) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে
ভাগ করা হয়েছিল?
উত্তর :
১১টি
(৪৮) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?
উত্তর :
৭ টি
(৪৯) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
উত্তর :
১৩৬ তম
(৫০) বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে
?
উত্তর :
১৯৭৪ সালে
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ
জ্ঞান
(৫১) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর :
১৯২১ সাল
(৫২) ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
উত্তর :
পটুয়াখালী
(৫৩) বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয়
কত সালে ?
উত্তর :
১৮৬২ সালে
(৫৪) পর্যটন কেন্দ্র ‘সাজেক’ বাংলাদেশের কোন
জেলায় অবস্থিত?
উত্তর :
রাঙ্গামাটি
(৫৫) ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
উত্তর :
লাহোর
(৫৬) বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়
অবস্থিত ?
উত্তর :
ঢাকা
(৫৭) বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তর :
তিতাস
(৫৮) কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?
উত্তর :
পঞ্চগড়
(৫৯) পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা
–
উত্তর :
মাকসুদুল আলম
(৬০) বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া
যায়?
উত্তর :
সিলেট
(৬১) ঢাকার ‘ ধোলাই খাল’ কে খনন করেন?
উত্তর :
ইসলাম খান
(৬২) কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
উত্তর :
১১ ডিসেম্বর, ১৯৯৭
(৬৩) কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর :
১৯৭২ সালে
(৬৪) বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে
উত্তর :
জয়নুল আবেদিন
(৬৫) ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ
ছড়িয়ে দেয়?
উত্তর :
বাঙালি জাতীয়তাবাদ
(৬৬) বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
উত্তর :
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
(৬৭) ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
উত্তর :
শেখ মুজিবুর রহমান
(৬৮) e-TIN চালু করা হয় কত সালে ?
উত্তর :
২০১৩
(৬৯) উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর :
নরসিংদী
(৭০) কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
উত্তর :
সুন্দরবনকে
(৭১) পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
উত্তর :
মাকসুদুল আলম
(৭২) দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায়
অবস্থিত?
উত্তর :
লোহাগাড়া, চট্টগ্রাম
(৭৩) বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর :
বুড়িগঙ্গা
(৭৪) ভাটির দেশ নামে পরিচিত দেশ-
উত্তর :
বাংলাদেশ
(৭৫) বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন
জেলাকে?
উত্তর :
খাগড়াছড়ি
(৭৬) বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন
ছুটি কত দিন?
উত্তর :
১২০ দিন
(৭৭) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর :
১৯৭৪ সালে
(৭৮) কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
হয়?
উত্তর :
১৪ ডিসেম্বর
(৭৯) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য
ছিলেন কে?
উত্তর :
বেগম রাজিয়া বানু
(৮০) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
উত্তর :
বাংলা একাডেমিতে
(৮১) জাতীয় শিক্ষক দিবস পালিত হয়-
উত্তর :
১৯ জানুয়ারি
(৮২) চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর
নাম কী?
উত্তর :
মায়িশা রহমান
(৮৩) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান
পরিচালনা করেন কে?
উত্তর :
মন্ত্রিপরিষদ সচিব
(৮৪) বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ
করা ব্যক্তির নাম কী?
উত্তর :
মারুফ হাসান
(৮৫) বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে
বাংলার অবস্থান কততম ?
উত্তর :
সপ্তম
(৮৬) বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা
কে?
উত্তর :
সারাহ ইসলাম
(৮৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন
কি?
উত্তর :
সংবিধান
(৮৮) বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার
নাম কী?
উত্তর :
উত্তরাধিকার
(৮৯) তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত ?
উত্তর :
লালমনিরহাট
(৯০) বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
উত্তর :
১২ নটিক্যাল মাইল
(৯১) কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
উত্তর :
তুলা গাছ
(৯২) বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি
?
উত্তর :
তিনটি
(৯৩) বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
উত্তর :
চার্লস উইলকিন্স
(৯৪) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায়
স্থাপিত হয়েছিল?
উত্তর :
কালুরঘাট
(৯৫) বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন
জেলাকে?
উত্তর :
ভোলা
(৯৬) ঢাকা বিশ্বের কততম মেগাসিটি ?
উত্তর :
১১তম
(৯৭) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র
পাঠ করতেন কে?
উত্তর :
এম আর আখতার মুকুল
(৯৮) বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী
কে?
উত্তর :
নিশাত মজুমদার
(৯৯) আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত
হয়?
উত্তর :
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
(১০০) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর :
১৯৭৪ সালে
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ
জ্ঞান
(১০১) সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তর :
বঙ্গোপসাগরে
(১০২) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর :
১৯৮৩ সালে
(১০৩) বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম
কি?
উত্তর :
মুসা ইব্রাহীম
(১০৪) জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তর :
৪৫.৭২ মিটার
(১০৫) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?
উত্তর :
৭টি
(১০৬) বাংলাদেশের মানচিত্রের রূপকার কে?
উত্তর :
জেমস রেনেল
(১০৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি
কে?
উত্তর :
লুই আই কান
(১০৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য
কে ছিলেন?
উত্তর :
পি. জে. হার্টজ
(১০৯) জাতীয় সংসদের প্রতীক কি ?
উত্তর :
শাপলা
(১১০) বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
(১১১) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম
কী?
উত্তর :
পিপীলিকা
(১১২) বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে?
উত্তর :
কামরুল হাসান
(১১৩) বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
উত্তর :
১২ মার্চ ২০১৭
(১১৪) চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে
অবস্থিত?
উত্তর : কর্ণফুলী
(১১৫) বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর
সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর :
গাজীপুর
(১১৬) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-
গানটির সুরকার কে?
উত্তর :
আলতাফ মাহমুদ
(১১৭) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী
উপাচার্য কে ?
উত্তর :
ড. সাদেকা হালিম
(১১৮) ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন
চলাচল শুরু হয় কবে ?
উত্তর :
১ ডিসেম্বর ২০২৩
(১১৯) বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত
?
উত্তর :
কক্সবাজার
(১২০) গরম পানির ঝর্ণা অবস্থিত কোথায় ?
উত্তর :
সীতাকুণ্ড
(১২১) বাংলাদেশের অর্থবছর কখন সমাপ্ত হয়?
উত্তর :
৩০ জুন
(১২২) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত
?
উত্তর :
১২ নটিক্যাল মাইল
(১২৩) বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত
নটিক্যাল মাইল?
উত্তর :
২০০ নটিক্যাল মাইল
(১২৪) বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?
উত্তর :
টারশিয়ারী যুগে
(১২৫) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য?
উত্তর :
৫টি
(১২৬) ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি কবে
স্বাক্ষরিত হয়?
উত্তর :
১৬ মে, ১৯৭৪
(১২৭) বাংলাদেশের বৃহত্তম উপজেলা –
উত্তর : শ্যামনগর
(১২৮)‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি
কে ?
উত্তর :
নিতুন কুন্ডু
(১২৯) রাঙামাটির ছাদ বলা হয় –
উত্তর :
সাজেক ভ্যালি
(১৩০) পদ্মা নদীর উৎপত্তিস্থল
উত্তর :
গঙ্গোত্রী হিমবাহ
(১৩১) বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস
উত্তর :
২১ নভেম্বর
(১৩২) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –
উত্তর :
নারায়ণগঞ্জ
(১৩৩) বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়
উত্তর :
চট্টগ্রামকে
(১৩৪) ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর :
১১৭৬ সালে
(১৩৫) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –
উত্তর :
নারায়ণগঞ্জ
(১৩৬) বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি
উত্তর :
৩৩১টি
(১৩৭) বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি
উত্তর :
৪৯৫ টি
(১৩৮) বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
উত্তর :
৪৫৭৮টি
(১৩৯) বাংলা সনের প্রবর্তক কে?
উত্তর :
সম্রাট আকবর
(১৪০) নির্মানাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত
উত্তর :
৬.১৫ কিমি
(১৪১) বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায়
অবস্থিত?
উত্তর :
আগারগাঁও
(১৪২) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত
উত্তর :
সোনারগাঁও
(১৪৩) বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক
সীমান্ত রয়েছে?
উত্তর :
২ টি
(১৪৪) বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি
?
উত্তর :
৩টি
(১৪৫) বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে
উত্তর :
চিংড়ী
(১৪৬) জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের
অবস্থান কততম?
উত্তর :
৮ম
(১৪৭) বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি
কে ছিলেন?
উত্তর :
জেনারেল আতাউল গণি ওসমানি
(১৪৮) বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে
চালু হয়?
উত্তর :
১৯৯১ সালে
(১৪৯) বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে?
উত্তর :
জনতা ব্যাংক
(১৫০) সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
উত্তর :
৬০ ভাগ
যে প্রশ্নগুলো বার বার পরীক্ষায় আসে
বিজ্ঞান
১। সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ ,
২৮ তম বিসিএস]
উত্তরঃ ৬টি।
২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন
প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস]
উত্তরঃ শুশুক।
৩। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক
নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস]
উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২,
৩০, ২৩, ১০তম বিসিএস]
উত্তরঃ তামা ও দস্তা।
৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ
অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস]
উত্তরঃ নিয়ত বায়ু।
৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২
তম বিসিএস]
উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে
চার্জ সঞ্চিত হলে।
৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান
পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০ ২৪ তম বিসিএস]
উত্তরঃ ইন্টারনেট।
৮। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম
থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম বিসিএস]
উত্তরঃ ২৩ জোড়া।
৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২
তম বিসিএস]
উত্তরঃ এডিস মশা।
১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি
বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম বিসিএস]
উত্তরঃ গামা রশ্মি।
১১।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের
সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস]
উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।
১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ
হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস]
উত্তরঃ একই খরচ হবে।
১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪,
২৩ তম বিসিএস]
উত্তরঃ নিউট্রন ও প্রোটন।
১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয়
বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস]
উত্তরঃ ইভোলিউশন।
১৫। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি
কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস]
উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।
গণিতঃ
১৬। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের
সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩,
’১৩, ‘১৩]
উত্তরঃ সমকোণী।
১৭। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল
কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫]
উত্তরঃ ৯ গুণ।
১৮। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল
ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি
নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪]
উত্তরঃ ১৬ গুণ।
১৯। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল
ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি
নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩]
উত্তরঃ ৪ গুণ।
২০। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে?
[পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪]
উত্তরঃ ২২/৭
২১। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ভূমি ×উচ্চতা।
২২। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি
নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১]
উত্তরঃ ১০০ কেজি।
২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে
উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮,
’১০, ’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ৩৬০⁰
২৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল
কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২]
উত্তরঃ ৫০৫০।
২৫। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়
যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার
জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩]
উত্তরঃ ৫ সেন্টিমিটার।
২৬। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a
হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪]
উত্তরঃ (√3)/4
a²
২৭। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো
একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার
চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস]
উত্তরঃ ২০%
২৮। a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ
এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২]
উত্তরঃ 3abc
২৯। টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২
টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস]
উত্তরঃ ৫০%
৩০। ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস,
নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২, ১৫]
উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।
সাধারণ জ্ঞান
৩১। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির
অন্তর্ভুক্ত ? [৩৬,২৮ তম বিসিএস]
উত্তরঃ অস্ট্রিক।
৩২। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ?
[৩৬, ১৩ তম বিসিএস]
উত্তরঃ ১৯৬৬ সালে।
৩৩। IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১
তম বিসিএস]
উত্তরঃ ভিয়েনা।
৩৪। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ
বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস]
উত্তরঃ সিলেট।
৩৫। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর
কোথায় ? [৩৪, ২৪ তম বিসিএস]
উত্তরঃ লন্ডন।
৩৬। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন
কবে অনুষ্ঠিত হয় ? [৩৪, ২৮তম বিসিএস]
উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।
৩৭। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের
অনুপাত কত ? [৩২, ১১ তম বিসিএস]
উত্তরঃ ১০ : ৬।
৩৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত
? [৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস]
উত্তরঃ সোনারগাঁও।
৩৯। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত
হয় ? [৩১, ২৯, ২২, ১০ তম বিসিএস]
উত্তরঃ ১৯২১ সালে।
৪০। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী
? [৩০, ১১ তম বিসিএস]
উত্তরঃ বরিশাল।
৪১। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়
? [৩০, ২৬ তম বিসিএস]
উত্তরঃ ১০ ডিসেম্বর।
৪২। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি
? [২৯, ২৮ তম বিসিএস]
উত্তরঃ সেন্টমার্টিন।
৪৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে
ভাগ করা হয়েছে ? [২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস]
উত্তরঃ ১১ টি।
৪৪। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত
হয় ? [২৮, ২১, ১০ তম বিসিএস]
উত্তরঃ ১৬১০ সালে।
৪৫। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা
কত ? [২৭, ২৬ তম বিসিএস]
উত্তরঃ ৫৪৩।
৪৬। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার
সদস্যপদ লাভ করে ? [২৭, ২৬,২২তম বিসিএস]
উত্তরঃ ১৯৭৪ সালে।
৪৭। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন
সদস্যের উপস্থিতিতে? [২৫, ২১ তম বিসিএস]
উত্তরঃ ৬০ জন।
৪৮। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা
হয়েছিলো? [২৫, ১৭ তম বিসিএস]
উত্তরঃ উত্তরঃ ১৯৭৩ সালে।
৪৯। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫,
২৩ তম বিসিএস]
উত্তরঃ ইন্দোনেশিয়া।
৫০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
[২৪, ১৬ ১৪ তম বিসিএস]
উত্তরঃ কামরুল হাসান।
৫১। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা
অর্জিত হয় কোন খাত থেকে? [২৩, ২২ তম বিসিএস]
উত্তরঃ তৈরি পোশাক থেকে।
৫২। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২,
১৪, ১৩তম বিসিএস]
উত্তরঃ লালমনিরহাট জেলায়।
৫৩। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
[২২, ২০ তম বিসিএস]
উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়।
৫৪। বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির
ন্যূনতম বয়স কত ? [২০, ১৯ তম বিসিএস]
উত্তরঃ ১৮ বছর।
৫৫। ’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? [১৮,
১৪ তম বিসিএস]
উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।
বাংলা
৫৬। শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস]
উত্তরঃ মুমূর্ষু।
৫৭। ‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম
বিসিএস]
উত্তরঃ মুনীর চৌধুরী।
৫৮। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২
তম বিসিএস]
উত্তরঃ ধাতু।
৫৯। ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’
গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস]
উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।
৬০। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে?
[১০, ১৬ তম বিসিএস]
উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৬১। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১,
১৪ তম বিসিএস]
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
৬২। ‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস]
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।
৬৩। মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের
গ্রন্থ? [১২, ৩৬ তম বিসিএস]
উত্তরঃ পত্রকাব্য।
৬৪। রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬
তম বিসিএস]
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।
৬৫। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬,
৩২ তম বিসিএস]
উত্তরঃ প্রমথ চৌধুরী।
৬৬। কোনটি মৌলিক শব্দ? [ ৩৭, ১৪ তম বিসিএস]
উত্তরঃ গোলাপ।
৬৭। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫,
১৬, ২৫ তম বিসিএস]
উত্তরঃ সিকান্দ্র আবু জাফর।
৬৮। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়?
[১৫, ১৬ তম বিসিএস]
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।
৬৯। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে?
[১৬, ২৯ তম বিসিএস]
উত্তরঃ ১৯৫৫ সালে।
৭০। ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক
কে? [১৬, ২০ তম বিসিএস]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৭১। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী?
[১৭, ২৪ তম বিসিএস]
উত্তরঃ উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয়
থাকে পেছনে।
৭২। নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি?
[২০, ২৪ তম বিসিএস]
উত্তরঃ আষঢ়।
৭৩। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
[২১, ২৪ তম বিসিএস]
উত্তরঃ ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।
৭৪। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
[২৭, ৩৩ তম বিসিএস]
উত্তরঃ ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।
৭৫। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির
রচয়িতা কে? [২৬, ২৭ তম বিসিএস]
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার।
যে সালগুলো বার বার চাকরি পরীক্ষায় আসে
১। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির
বাংলা বিজয় > ১২০৪ সালে।
২। ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা > ১৪৫৯।
৩। কম্ববাসের আমেরিকা আবিষ্কার > ১৪৯২।
৪। ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার
= ১৪৯৮ ।
৫। পানি পথের ১ম যুদ্ধ = ১৫২৬।
৬। বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+
সম্রাট আকবরের সিংহাসন লাভ= ১৫৫৬।
৭। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী > ১৬১০
।
৮। পলাশীর যুদ্ধ=১৭৫৭ সালে।
৯। পানি পথের ৩য় যুদ্ধ = ১৭৬১ ।
১০। বক্সারের যুদ্ধ = ১৭৬৪।
১১। দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির
দেওয়ানি লাভ = ১৭৬৫।
১২। ছিয়াত্তরের মন্বন্তর = ১৭৭০।
১৩। আমেরিকার স্বাধীনতা লাভ = ১৭৭৬ ।
১৪। ফরাসি বিপ্লব = ১৭৮৯।
১৫। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা = ১৮০০।
১৬ । ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু
=১৮০১ ।
১৭। ওয়াটার লুর যুদ্ধ = ১৮১৫ ।
১৮। লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের
প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু= ১৮২৯।
১৯। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান = ১৮৩১।
২০ । লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু
= ১৮৫৩।
২১। লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন
পাশ = ১৮৫৬।
২২। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের
দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ
শুরু =১৮৫৭ সালে।
২৩। নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের
প্রকাশ= ১৮৬০।
২৪। রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ
কাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু- ১৮৬১ ।
২৫। বাংলাদেশে রেল চালু = ১৮৬২।
২৬। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান
লিটারেরি সোসাইটি + ১৮৬৩ ।
২৭। বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ
নন্দিনী প্রকাশিত = ১৮৬৫।
২৮। রোকেয়ার জন্ম= ১৮৮০।
২৯। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা
ভোটাধিকার পান= ১৮৯৩ ।
৩০ । আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু = ১৮৯৬
।
৩১। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম= ১৮৯৯ ।
৩২। নোবেল পুরস্কার দেওয়া শুরু > ১৯০১।
৩৩। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী
=১৯০৫ সালে।
৩৪। মুসলীম লীগ প্রতিষ্ঠিত=১৯০৬ সালে।
৩৫। চর্যাপদ আবিষ্কৃত=১৯০৭ সালে।
৩৬। শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত=১৯০৯ সালে।
৩৭ । গীতাঞ্জলি প্রকাশ >> ১৯১০।
৩৮। বঙ্গভঙ্গ রদ=১৯১১ সালে।
৩৯। টাইটানিকের ডোবা > ১৯১২ ।
৪০। গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র
কর্তৃক পানামা খাল খনন শুরু > ১৯১৩।
৪১। প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা
প্রকাশ = ১৯১৪।
৪২। চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত +
লক্ষ্নৌ চুক্তি = ১৯১৬।
৪৩। লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব
দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম
বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘোষণা( ইহুদি রাষ্ট্র) = ১৯১৭।
৪৪। প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী
ভোটাধিকার পায় + সওগাত পত্রিকা প্রকাশ >> ১৯১৮ ।
৪৫। লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা
+ রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড = ১৯১৯ ।
৪৬। বঙ্গবন্ধুর জন্ম >> ১৯২০।
৪৭। কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম
শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন>>>
১৯২৩।
৪৮। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা= ১৯২৬ ।
৪৯। শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা
প্রকাশ >> ১৯২৭।
৫০ । আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন
আবিষ্কার = ১৯২৮ ।
৫১। বিশ্বকাপ ফুটবল শুরু = ১৯৩০ ।
৫২। ২য় বিশ্বযুদ্ধ শুরু = ১৯৩৯।
৫৩। শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন
+ টিভির বাণিজি্যক উৎপাদন =১৯৪০ সালে।
৫৪। রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল
হারবার আক্রমণ= ১৯৪১।
৫৫। পঞ্চাশের মন্বন্তর = ১৯৪৩ ( বাংলা ১৩৫০)।
৫৬। বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন)
+ ডি ডে = ১৯৪৪ ।
৫৭। ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ
প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বোমা ফেলা + সবুজ বিপ্লব > ১৯৪৫।
৫৮। ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের
স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু = ১৯৪৭ সালে।
৫৯। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয়
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে
ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া –
দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি
রক্ষী বাহিনী গঠন = ১৯৪৮।
৬০। আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা
কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা = ১৯৪৯।
৬১। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব
আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা = ১৯৫০ ।
৬২। ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা
+ শহীদ মিনার প্রতিষ্ঠা =১৯৫২ সালে।
৬৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ
ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম) =
১৯৫৩ ।
৬৪। যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয়
প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি
= ১৯৫৪।
৬৫ । বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন
(ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ = ১৯৫৫।
৬৬। মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে
সাংবিধানিক স্বীকৃতি প্রদান = ১৯৫৬।
৬৭। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+
ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে
নিক্ষেপ= ১৯৫৭ ।
৬৮। পাকিস্তানে সামরিক অবস্থা জারি = ১৯৫৮
।
৬৯। বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু =
১৯৬০।
৭০। শিক্ষা আন্দোলন- ১৯৬২ ।
৭১। বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন
, আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন = ১৯৬১
৭২। ছয়দফা পেশ=১৯৬৬ সালে।
৭৩ । আগরতলা মামলা=১৯৬৮ সালে।
৭৪। গণঅভ্যুত্থান=১৯৬৯ সালে।
৭৪। স্বাধীন বাংলাদেশ=১৯৭১ সালে।
৭৫। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন > ১৯৭২।
৭৬। ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি>>
১৯৭২।
৭৭। বাংলাদেশের কমনওয়েলথে যোগদান = ১৯৭২।
৭৮। বাংলাদেশের জাতিসংঘে যোগদান =১৯৭৪।
৭৯।বঙ্গবন্ধুকে হত্যা >> ১৯৭৫ ।
৮০। কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্ দীনের মৃত্যু
এবং একুশে পদক প্রদান শুরু >> ১৯৭৬।
৮১। স্বাধীনতা পুরস্কার প্রদান শুরু = ১৯৭৭
।
৮২ । গঙ্গা পানি চুক্তি = ১৯৯৬ ।
৮৩। পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তি = ১৯৯৭।
৮৪। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস
লাভ > ১৯৯৭।
৮৫। ২১শে ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা
দিবস হিসেবে ঘোষণা = ১৯৯৯।
৮৬। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস
লাভ > ২০০০ ।
বার বার বিসিএস পরীক্ষায় আসা ইংরেজি সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০টি
প্রশ্ন উত্তর নিম্মে দেওয়া হলো
1. Who is the author of Paradise Lost?
John Milton 10th, [25th, 38th BCS]
2. “To be, or not to be”—is a quotation
from which play? Hamlet [20th, 31st, 44th BCS]
3. Who is the author of Pride and
Prejudice? Jane Austen [27th, 30th, 36th BCS]
4. Who wrote The Waste Land? T. S. Eliot
[29th, 35th, 40th BCS]
5. Who is the author of The Rape of the
Lock? Alexander Pope [28th, 31st, 43rd BCS]
6. “A thing of beauty is a joy
forever”—Who wrote it? John Keats [32nd, 40th, 46th BCS]
7. Canterbury Tales is written by whom?
Geoffrey Chaucer [21st, 34th, 41st BCS]
8. Who is the poet of Ode to a
Nightingale? John Keats [23rd, 29th, 45th BCS]
9. “Frailty, thy name is woman” — is
from which play? Hamlet [24th, 39th, 44th BCS]
10. The Merchant of Venice is written
by? William Shakespeare [11th, 22nd, 34th BCS]
11 . Who is the author of Animal Farm?
George Orwell [30th, 38th, 44th BCS]
12. Who wrote Waiting for Godot? Samuel
Beckett [36th, 42nd BCS]
13. “Child is the father of man” — is
quoted by? William Wordsworth [23rd, 40th, 43rd BCS]
14. Ulysses is written by whom? James
Joyce [27th, 35th BCS]
15. What is the genre of Macbeth?
Tragedy [18th, 33rd BCS]
16. Who wrote A Passage to India? E. M.
Forster [30th, 39th BCS]
17. “Water, water, everywhere, Nor any
drop to drink”—Who wrote this? Coleridge [24th, 35th, 43rd BCS]
18. Who wrote Heart of Darkness? Joseph
Conrad [36th, 41st BCS]
19. Who wrote Gulliver’s Travels?
Jonathan Swift [17th, 32nd BCS]
20. Who is the author of The Second
Coming? W. B. Yeats [34th, 46th BCS]
21. Who is the father of English poetry?
Geoffrey Chaucer [15th, 28th, 39th BCS]
22. “All the world’s a stage” is from
which play? As You Like It [29th, 31st, 42nd BCS]
23. Who is the author of David
Copperfield? Charles Dickens [26th, 33rd, 41st BCS]
24. “My love is like a red red rose”—Who
wrote it? Robert Burns [22nd, 35th BCS]
25. Who wrote She Stoops to Conquer? Oliver
Goldsmith [25th, 38th, 45th BCS]
26. What is the pen name of Charles
Lutwidge Dodgson? Lewis Carroll [40th, 44th BCS]
27. Who wrote The Importance of Being
Earnest? Oscar Wilde [28th, 39th BCS]
28. Who is the poet of The Tyger?
William Blake [26th, 36th BCS]
29. Who wrote A Tale of Two Cities?
Charles Dickens [24th, 34th, 42nd BCS]
30. The Old Man and the Sea is written
by? Ernest Hemingway [21st, 30th, 43rd BCS]
31. Who is the author of Wuthering
Heights? Emily Brontë [20th, 33rd, 40th BCS]
32. “Man is the measure of all
things”—Who said this? Protagoras [32nd, 38th BCS]
33. What is the nationality of Franz
Kafka? Czech (Austro-Hungarian) [35th, 44th BCS]
34. Who wrote The Duchess of Malfi? John
Webster [42nd, 46th BCS]
35. Who wrote Dr. Faustus? Christopher
Marlowe [19th, 25th, 37th BCS]
36. The Sun Also Rises is a novel by?
Ernest Hemingway [29th, 34th BCS]
37. “Beauty is truth, truth beauty”—Who
said this? John Keats [30th, 36th, 45th BCS]
38. Who is the author of Jane Eyre?
Charlotte Brontë [21st, 33rd, 40th BCS]
39. Tintern Abbey is written by? William
Wordsworth [22nd, 38th, 46th BCS]
40. Pygmalion is written by? George
Bernard Shaw [20th, 32nd, 44th BCS]
41. Who wrote The Rivals? Richard
Sheridan [18th, 31st, 41st BCS]
42. Who wrote Robinson Crusoe? Daniel
Defoe [19th, 28th, 37th BCS[
43. Who wrote The Scarlet Letter?
Nathaniel Hawthorne [35th, 45th BCS]
44. Who wrote Death of a Salesman?
Arthur Miller [23rd, 42nd BCS]
45. Who is the author of Tom Jones?
Henry Fielding [27th, 39th BCS]
46. Brave New World was written by?
Aldous Huxley [34th, 46th BCS]
47. The Road Not Taken is a poem by?
Robert Frost [26th, 37th, 44th BCS]
48. “The child is father of the man” —
Who said this? William Wordsworth [29th, 35th, 43rd BCS]
49. Who wrote Song of Myself? Walt
Whitman [31st, 40th, 45th BCS]
50. Who is the author of The Portrait of
a Lady? Henry James [36th, 46th BCS]
এগারটি কনফিউজিং সাধারণ জ্ঞান
সাত পাহাড়ের দেশ ---রোম, কিন্তু
হাজার
পাহাড়ের দেশ -------রুয়ান্ডা
১২আউলিয়ার
দেশ বলা হয় ----চট্টগ্রাম , কিন্তু
৩৬০
আউলিয়ার দেশ বলা হয় ------সিলেট
বাংলাদেশ
জাতীয় সংসদের ১নং আসন হচ্ছে --- পঞ্চগড় কিন্তু
৩০০
তম আসন হলো বান্দরবান।
পৃথিবীর
রাজধানী বলা হয় ----নিউইয়র্ক, কিন্তু
পৃথিবীর
কেন্দ্র রাজধানী বলা হয় -----মক্কা
নিষিদ্ধ
দেশ -----তিব্বত, কিন্তু
নিষিদ্ধ
শহর--- লাসা
হাজার
হ্রদের দেশ -----ফিনল্যান্ড, কিন্তু
হাজার
দ্বীপের দেশ ------আইসলেন্ড
রাজনীতিবিদ
কিন্তু সাহিত্য নোবেল পুরষ্কার পান - উইনস্টন চার্চিল
বজ্রপাতের
দেশ------- ভুটান, কিন্তু
বজ্রপাতে
নিহতের সংখ্যা বেশি ------বাংলাদেশে
হিরণপয়েন্ট
----- সুন্দরবনে, কিন্তু
এলিফেন্ট
পয়েন্ট হলো ------- কক্সবাজার
উত্তপ্ত
গ্রহ ------- শুক্র, কিন্তু
শীতল
গ্রহ হল -----নেপচুন
ইউরেনাসকে
বলা হয় --------সবুজ গ্রহ, কিন্তু
মঙ্গলকে
বলা হয় -------লাল গ্রহ।
বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
►সবচেয়ে হালকা ধাতু - লিথিয়াম
►সবচেয়ে হালকা মৌল/গ্যাস
-
হাইড্রোজেন
►সবচেয়ে সক্রিয় ধাতু - ফ্রানসিয়াম
►সর্বাধিক ব্যবহৃত ধাতু -
লোহা
►সবচেয়ে ভারি তরল পদার্থ
- পারদ
►তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়
- দস্তা
► সবচেয়ে সক্রিয় অধাতু - ফ্লোরিন
►তরল অধাতু - ব্রোমিন
►শক্ত পদার্থ - হীরক
►প্রাচীন মৌল - কার্বন
►নিউট্রন বিহীন মৌল -হাইড্রোজেন
►একক পরমানু বিশিষ্ট মৌল
-হিলিয়াম
►শৈবালে পাওয়া যায় -আয়োডিন
►অগ্নি নির্বাপক গ্যাস - কার্বন
ডাই অক্সাইড
►কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়
-ফসফরাস
►King of Chemicals' বলা হয়
–সালফিউরিক এসিডকে
►ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়
–জিংক অক্সাইড
►ভূত্বকে বেশি পাওয়া যায়
-এলুমিনিয়াম
►তরল সোনা বলা হয় – প্রাকৃতিক
গ্যাসকে
প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক
উষ্ণতা কত ?
উ: ৩৬.৯ ডিগ্রী
প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর
প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
উ: ১৫ পাউন্ড
প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?
উ: হৃদপিন্ডের সংকোচন চাপ
প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?
উ: হৃদপিন্ডের প্রসারণ
প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
উ: লোহিত রক্তকনিকায়
প্রশ্ন: রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয়
?
উ: অস্থিমজ্জায়
প্রশ্ন: মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো
?
উ: ৩৩ টি
প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো
?
উ: ৮ টি
প্রশ্ন: রক্ত কতো প্রকার ?
উ: ২প্রকার
প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কী ?
উ: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা
প্রশ্ন: পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন
করে ?
উ: অক্সিজেন বাহী রক্ত
প্রশ্ন: মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট
বিশিষ্ট ?
উ: চার প্রকোষ্ট বিশিষ্ট
প্রশ্ন: লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন
?
উ: 120 দিন
প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
উ: ১০ দিন
প্রশ্ন: রক্ত শুন্যতা বলতে বুঝায় ?
উ: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া
প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
উ: ল্যান্ড ষ্টিনার
প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
উ: যকৃত
প্রশ্ন: বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?
উ: ডায়াফ্রাম
প্রশ্ন: কিডনীর কার্যকরী একক কী ?
উ: নেফ্রন
প্রশ্ন: মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী
পদার্থের নাম কী ?
উ: অ্যামোনিয়া
প্রশ্ন: মুত্র হলুদ দেখায় কেন ?
উঃ ইউরোক্রমের জন্য
প্রশ্ন: অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয়
কোথায় ? উ: যকৃত এ
বানান শুদ্ধি
০১। শুদ্ধ বানান কোনটি - মুমূর্ষু। [১০ম, ২১তম]
০২।
কোনটি শুদ্ধ - সৌজন্য। [১১তম]
০৩।
কোন বানানটি শুদ্ধ - পাষাণ। [১২তম]
০৪।
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ -হাতি/ হাতী। [১৩তম]
০৫।
কোন বানানটি শুদ্ধ - বিভীষিকা। [১৪তম]
০৬।
শুদ্ধ বানান নির্দেশ কর - মুহুর্মুহু। [১৫তম]
০৭।
কোন বানানটি শুদ্ধ - সমীচীন। [১৮তম]
০৮।
কোন বানানটি শুদ্ধ - শুশ্রুষা। [২০তম]
০৯।
নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান - আষাঢ়। [২০তম, ২৪তম]
১০।
কোন বানানটি শুদ্ধ - শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]
১১।
শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ শনাক্ত করুন - স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক।[২৩তম]
১২।
কোনটি শুদ্ধ বানান - দ্বন্দ্ব। [২৫তম]
১৩।
কোন বানানটি শুদ্ধ - নিশীথিনী। [৩১তম, ৩৩তম]
১৪।
কোন বানানটি শুদ্ধ - আকাঙ্ক্ষা। [৩১তম]
১৫।
কোন বানানটি শুদ্ধ নয় - উর্ধ্ব (শুদ্ধ - ঊর্ধ্ব)। [৩৩তম]
১৬।
কোন বানানটি শুদ্ধ - পিপীলিকা। [৩৩তম]
১৭।
কোনটি শুদ্ধ বানান - শ্বশুর। [৩৫তম]
১৮।
কোন বানানটি শুদ্ধ - প্রতিযোগিতা। [৩৫তম]
১৯।
নিচের কোন বানানটি শুদ্ধ - মনীষী। [৩৫তম]
২০।
নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ' -এর ব্যবহার হয়েছে - প্রবণ।[৩৬তম]
২১।
নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ - নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব (শুদ্ধ- নিক্বন,
সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]
২২।
কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]
২৩।
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে - ত্রিভুজ[৩৮তম]
২৪।
কোনটি শুদ্ধ বানান - প্রোজ্জ্বল। [৪০তম]
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
✬প্রশ্ন:
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী।
✬প্রশ্ন:
বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর: চলন বিল।
✬প্রশ্ন:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিলে।
✬প্রশ্ন:
আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
✬প্রশ্ন:
জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর: সম্মিলিত প্রয়াস।
✬প্রশ্ন:
বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: নাজমুন আরা সুলতানা।
✬প্রশ্ন:
সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তর: বেগম রাজিয়া বানু।
✬প্রশ্ন:
পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।
✬প্রশ্ন:
বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।
✬প্রশ্ন:
রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর: জাতীয় সংসদের স্পিকার।
✬প্রশ্ন:
বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
উত্তর: ৪৬৮২ দিন।
✬প্রশ্ন:
বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: রাজারবাগ, ঢাকা।
✬প্রশ্ন:
বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।
✬প্রশ্ন:
মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
✬প্রশ্ন:
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: পার্বত্য রাঙামাটি।
✬প্রশ্ন:
বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
উত্তর: ফেনী।
✬প্রশ্ন:
বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
উত্তর: বগুড়ায়।
✬প্রশ্ন:
রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর: কক্সবাজার জেলায়।
✬প্রশ্ন:
আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৯৪তম।
✬প্রশ্ন:
বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর: জান্নাতুল ফেরদৌস।
✬প্রশ্ন:
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।
✬প্রশ্ন:
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর: গোবিন্দ হালদার।
✬প্রশ্ন:
বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর: উত্তরাধিকার।
✬প্রশ্ন:
বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর: কুতুবদিয়া।
✬প্রশ্ন:
বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও©
ঘুরে ফিরে এই ৩৫টি সন্ধি বিচ্ছেদ পরীক্ষায় আসে
● পরমাশ্চর্য = পরম + আশ্চর্য।
● দ্যুলোক = দিব্ + লোক।
● রত্নাকর = রত্ন + আকর।
● গ্রামান্তর = গ্রাম + অন্তর।
● রবীন্দ্র = রবি + ইন্দ্র।
● সিংহাসন = সিংহ + আসন।
● অতীত = অতি + ইত।
● গবাক্ষ = গো + অক্ষ।
● কটূক্তি = কটু + উক্তি।
● লঘূর্মি = লঘু + ঊর্মি।
● পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু।
● মানবেতর = মানব + ইতর।
● যথেষ্ট = যথা + ইষ্ট।
● শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।
● ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী।
● প্রত্যেক = প্রতি + এক।
● নবোদয় = নব + উদয়।
● কথোপকথন = কথা + উপকথন।
● শ্রবণ = শ্রু + অন।
● প্রত্যুষ = প্রতি + ঊষ।
● স্বচ্ছ = সু + অচ্ছ।
● সপ্তর্ষি = সপ্ত + ঋষি।
● শীতার্ত = শীত + ঋত।
● জনৈক = জন + এক।
● বনৌষধি = বন + ওষধি।
● মহৌষধ = মহা + ঔষধ।
● প্রত্যহ = প্রতি + অহ।
● অত্যন্ত = অতি + অন্ত।
● ইত্যাদি = ইতি + আদি।
● পরিচ্ছেদ = পরি + ছেদ।
● ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।
● মনীষা= মনষ + ঈষা।
● ইতস্তত = ইতঃ + তত।
● তন্ময় = তৎ + ময়।
● উচ্ছেদ = উৎ + ছেদ।
● অন্বেষণ = অনু + এষণ।
● জগদীশ= জগৎ+ ঈশ।
● ষণ্মাস=ষট্+মাস।
● সৃষ্টি= সৃজ্+তি।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো বার বার আসে
# গৌড়ীয় ব্যাকরণ লেখক : রাজা রামমোহন রায়
(২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# সাত সাগরের মাঝি কবিতা : ফররুখ আহমদ (২০২২,
২০১৮, ২০১৯, ২০১০, ২০২০)
# আরেক ফাল্গুনের লেখক: জহির রায়হান (২০১৭,
২০১২, ২০১৯, ২০১০, ২০২১)
# পল্লী কবি কে: জসীম উদ্দিন (২০২২, ২০১৫,
২০১৯, ২০১০, ২০২১)
# অনামিকা নামের রহস্য বই : শাবলু শাহাবউদ্দিন
(22,20,10)
# মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন
সেক্টর নিয়ে? উত্তরঃ ১০ (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাষ্কর্যটির
শিল্পী কে? উত্তরঃ মৃণাল হক (২০২২, ২০১০, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ
সঞ্চয় ভট্রাচার্য (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ
করতোয়া (২০২২, ২০১৮, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে? উত্তরঃ লুই
আই কান (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# স্বাধীনতালগ্নে বাংলাদেশের জেলা কতটি? উত্তরঃ
১৯টি (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?উত্তরঃ
৩য় (২০১৬, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়? উত্তরঃ
পাগ-মার্গ (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১ম ইংরেজ দূত
কে? উত্তরঃ ক্যাপ্টেন হকিন্স (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# ঢাকার “ধোলাই খাল” কে খনন করেন? উত্তরঃ ইসলাম
খান (২০২২, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয়
স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? উত্তরঃ ৪১ নং
# ”রোসাটম” কোন দেশের জাতীয় বিমান সংস্থা?
উত্তরঃ রাশিয়ার (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# ওয়াটারলু যুদ্ধ হয় কোন সালে? উত্তরঃ ১৮১৫
[বেলজিয়ামে]
# বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?
উত্তরঃ অস্ট্রেলিয়া
# “জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি” সুশাসন নিশ্চিতকরণে
কয়টি উপাদান উল্লেখ করেছে? উত্তরঃ ৮
# মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট
১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট
# লাওসের (Laos) সরকারি নাম কি? উত্তরঃ
Laos People’s Democratic Republic
# MICR এর পূর্ণরূপ কি? উত্তরঃ Magnetic
Ink Character Reader (২০১৭, ২০১৫, ২০১৯, ২০১০, ২০২১)
# হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? উত্তরঃ আমিষ
মাত্র ৫টি টেকনিক মুখস্থ করলেই ত্রিকোনোমিতির সব অংকের সমাধান
সুত্র : ১ শীর্ষবিন্দুর উন্নতি কোন 30°হলে
উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা= [পাদদেশ হতে দুরত্ত্ব÷√3]
উদাহরন : একটি মিনাররের পাদদেশ হতে 20 মিটার
দুরের ১টি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন 30° হলে মিনারের উচ্চতা কত?
সমাধানঃ উচ্চতা =[পাদদেশ হতে দুরত্ত্ব÷√3]
=20/√3(উঃ)
সুত্র২ : শীর্ষ বিন্দুর উন্নতি কোন 60 হলে
উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×√3]
উদাহরনঃএকটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার
দুরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোন 60° হলে গাছটির উচ্চতা নির্ন্যয় করুন?
অথবাঃ সুর্যের উন্নতি কোন 60° হলে একটি গাছের
ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়।
গাছটির উচ্চতা কত?
সমাধান : উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×√3]
=10√3=17.13(উঃ)
(মুখস্ত রাখুন √3=1.73205)
(শুধু মনে রাখুন 30° হলে ভাগ এবং 60° হলে গুন
হবে)
সুত্র ৩ : সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে
ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভুমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে-কত উচুতে
ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)
উদাহরন : একটি 48 মিটার লম্বা খুটি ভেংগে গিয়ে
সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুটিটি কত উচুতে ভেঙ্গেছিলো
?
সমাধান :
কত উচুতে ভেঙ্গেছিলো =(খুটির মোট দৈর্ঘ্য
÷ 3)=48÷3=16(উঃ)
সুত্র 4: সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে
ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভূমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ন্যেয়ের ক্ষেত্রে-
শর্ট_টেকনিক : কতউচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)
উদাহরন: 18ফুট উচু একটি
খুটি এমন ভাবে ভেংগে গেলো যে ভাংগা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোনে স্পর্শ
করলো। খুটিটি মাটি থেকে কতফুট উচুতে ভেংগে গিয়েছলো?
সমাধান: কত উচুতে ভেংগেছিলো=(খুটির
মোট দৈর্ঘ্য ÷ 3)
=(18÷3) =6ফুট (উঃ)
সুত্রঃ5 যখন মই দেয়ালের সাথে হেলান দিয়ে
লাগানো থাকে তখন- শর্ট_টেকনিকঃ (মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের দুরত্ব)²
উদাহরন: একটি 50মিটার লম্বা মই খাড়া দেয়ালের
সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের একপ্রান্তে মাটি হতে 40মিটার উপরে দেয়ালকে স্পর্শ
করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের লম্ব দুরত্ব কত মিটার?
সমাধান:
(মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের
দুরত্ব)²
বা, (দেয়ালের দুরত্ব)² =(মইয়ের উচ্চতা)²
–(দেয়ালের উচ্চতা)²
বা, দেয়ালের দুরত্ব= √(50)²
– √(40)²
=10মিটার (উঃ)
[লক্ষ করুনঃ উপরের এই ৫নং সুত্রের মাধ্যেমেই
‘মইয়ের উচ্চতা’ ‘দেয়ালেরউচ্চতা’ ও ‘দেয়ালের দুরত্ব’ প্রশ্নে যাই বলে সব কয়টি শুধু
প্রক্ষান্তর করে ( প্রশ্নানুযায়ী ডান থেকে বামে সরিয়ে) নির্নয় করতে পারবেন।]
বাংলাদেশের গুরুত্বপূর্ণ ১০০টি ভাস্কর্য
ভাস্কর্যের নাম স্থপতি ---- অবস্থান
১। জাতীয় স্মৃতিসৌধ ➟ সৈয়দ মাঈনুল হোসেন ➟
সাভার
২। জাতীয় সংসদ ভবন ➟ লুই আই কান ➟
শেরে বাংলা নগর, ঢাকা
৩। কেন্দ্রীয় শহীদ মিনার ➟ হামিদুর রহমান ➟
ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ
৪। মুজিবনগর স্মৃতিসৌধ ➟ তানভীর কবির ➟
মেহেরপুর জেলার মুজিবনগর
৫। রাজারবাগ স্মৃতিসৌধ ➟ মোস্তফা হারুন কুদ্দুস হিলি ➟ গগনবাড়ি, সাভার
৬। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ➟ মোস্তফা হারুন কুদ্দুস হিলি ➟ ঢাকা মিরপুর
৭। স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ➟ এ কে এম ইকবাল ➟
ঢাকা সেনানিবাস
৮। শহীদ স্মৃতিস্তম্ভ ➟ এ আর খন্দকার তাজউদ্দিন আহমদ ➟ মিরপুর
৯। স্বাধীনতা সংগ্রাম ➟ শামীম শিকদার ➟
ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়
১০। অপরাজেয় বাংলা ➟ সৈয়দ আব্দুল্লাহ খালেদ ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন
১১। রাজু ভাস্কর ➟ শ্যামল চৌধুরী ➟
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর
১২। স্বোপার্জিত স্বাধীনতা ➟ শামীম শিকদার ➟
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর
১৩। শান্তির পাখি ➟ হামিদুজ্জামান খান ➟
টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৪। বেগম রোকেয়া ভাস্কর্য ➟ হামিদুজ্জামান খান ➟
রোকেয়া হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫। স্বামী বিবেকানন্দ ➟ শামীম শিকদার ➟
জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬। মা ও শিশু ➟ নভেরা আহমেদ ➟
মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭। নারী, শিশু ও পুরুষ ➟ নভেরা আহমেদ ➟
ঢাকা বিশ্ববিদ্যালয়
১৮। কৃষক পরিবার ➟ নভেরা আহমেদ ➟
জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, ঢাকা
১৯। ক্যাকটাস ➟ হামিদুজ্জামান খান ➟
ঢাকা বিশ্ববিদ্যালয়
২০। দোয়েল চত্বর ➟ আজিজুল জলিল পাশা ➟
ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল
২১। শাপলা চত্বর ➟ আজিজুল জলিল পাশা ➟
মতিঝিল
২২। সাবাস বাংলাদেশ ➟ নিতুন কুন্ডু ➟
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৩। সংশপ্তক ➟ হামিদুজ্জামান খান ➟
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৪। সর্বোচ্চ শহীদ মিনার ➟ রবিউল হুসাইন ➟
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৫। অমর একুশে ➟ জাহানারা পারভীন ➟
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৬। স্মরণ ➟
সৈয়দ সাইফুল কবির ➟
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৭। স্মারক ➟ মর্তুজা বশীর ➟
চট্টগ্রাম বিশ্ববিদ্যায়
২৮। একাত্তরের গণহত্যা ভাস্কর ➟ রাশা ➟
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২৯। জয় বাংলা জয় তারুণ্য ➟ আলাউদ্দিন বুলবুল ➟
ঢাকা বিশ্ববিদ্যালয়
৩০। মুক্তবাংলা ➟ রশিদ আহমেদ ➟
ইসলামী বিশ্ববিদ্যালয়
৩১। সোনার বাংলা ➟ শ্যামল চৌধুরি ➟
কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
৩২। জয় বাংলা ➟ হামিদুজ্জামান খান ➟
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়
৩৩। অদম্য বাংলা ➟ গোপাল চন্দ্র পাল ➟
খুলনা বিশ্ববিদ্যালয়
৩৪। দুর্বার বাংলা ➟ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩৫। দূরন্ত ➟ সুলতানুল ইসলাম ➟
শিশু একাডেমী, ঢাকা
৩৬। জাগ্রত চৌরঙ্গী ➟ আব্দুর রাজ্জাক ➟
জয়দেবপুর
৩৭। জাগ্রত বাঙালী ➟ রফিকুল ইসলাম শাহীন ➟
যশোর
৩৮। মিশুক ➟
মোস্তাফা মনোয়ার ➟
জাতীয় শিশু পার্কের সামনে
৩৯। কিংবদন্তী ➟ হামিদুজ্জামান খান ➟
মিরপুর, ঢাকা
৪০। সংগ্রাম ➟ জয়নুল আবেদিন ➟
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
৪১। অঙ্গীকার ➟ আব্দুল্লাহ খালেদ ➟
সাভার
৪২। রক্তধারা ➟ চঞ্চল কর্মকার ➟
চাঁদপুর
৪৩। শপথ ➟
স্বপন আচার্য ➟ চাঁদপুর
৪৪। প্রত্যাশা ➟ মৃণাল হক ➟
ঢাকা
৪৫। বলাকা ➟
মৃণাল হক ➟ মতিঝিল
৪৬। অর্ঘ্য ➟ মৃণাল হক ➟
সায়েন্স ল্যাব ঢাকা
৪৭। দুর্জয় ➟ মৃণাল হক ➟
রাজারবাগ ঢাকা
৪৮। চির দুর্জয় ➟মৃণাল হক ➟
রাজারবাগ ঢাকা
৪৯। বিজয় ➟
মৃণাল হক ➟ খাগড়াছড়ি
৫০। সাম্যবাদ ➟ মৃণাল হক ➟
কাকরাইল
৫১। বাউল ভাস্কর ➟ মৃণাল হক ➟শাহজালাল
বিমানবন্দর
৫২। বর্ষারাণী ➟ মৃণাল হক ➟
তেজগাঁও
৫৩। গোল্ডেন জুবিলী টাওয়ার ➟ মৃণাল হক ➟
রাজশাহী বিশ্ববিদ্যালয়
৫৪। প্রতিরোধ ➟ মৃণাল হক ➟
নারায়ানগঞ্জ
৫৫। রাজসিক বিহার ➟মৃণাল হক ➟
হোটেল শেরাটন ঢাকা
৫৬। কোতয়াল ➟ মৃণাল হক ➟
মিন্ট রোড ঢাকা
৬৭। হজ্ব মিনার ➟ মৃণাল হক ➟
বিমানবন্দরের সামনে
৫৮। সীমান্ত গৌরব ➟ মৃণাল হক ➟
বিজিবি সদরদপ্তর পিলখানা ঢাকা
৫৯। পতাকা ৭১ ➟ রূপম রায় ➟
মুন্সিগঞ্জ
৬০। প্রত্যয় ৭১ ➟ মৃণাল হক ➟
মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়
৬১। চেতনা ৭১ ➟ মোঃ মইনুল ➟
কুষ্টিয়া
৬২। বিজয় ৭১ ➟ খন্দকার বদরুল ইসলাম নান্নু ➟ কৃষি বিশ্ববিদ্যালয়
৬৩। অপরাজেয় ৭১ ➟ স্বাধীন চৌধুরী ➟
ঠাকুরগাঁও
৬৪। প্রবাহমান ৭১ ➟ মাদারীপুর
৬৫। মৃত্যুঞ্জয়ী ৭১ ➟ কাজল আচার্য ➟
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
৬৬। অন্ধুরিত যুদ্ধ ৭১ ➟ বিন্দু সরকার ➟
মুন্সিগঞ্জ
৬৭। জয়তা ৭১ ➟ ইডেন মহিলা কলেজ
৬৮। একাত্তরের স্মরণে ➟ হামিদুজ্জামান খান ➟
বাংলা একাডেমী প্রাঙ্গণ ঢাকা
৬৯। স্মৃতির মিনার ➟ হামিদুজ্জামান খান ➟
জাতীয় বিশ্ববিদ্যালয়
৭০। চিরন্তন বাংলাদেশ ➟ আরিফুল আলম ➟
রাজশাহী
৭১। যুদ্ধজয় ➟ এজাজ ও কবির ➟
কুমিল্লা
৭২। যুদ্ধভাসান ➟ কুমিল্লা
৭৩। স্বাধীনতা ➟ হামিদুজ্জামান খান ➟
কাজি নজরুল ইসলাম এভিনিউ ঢাকা
৭৪। স্বাধীনতা চত্বর ➟ মৃণাল হক ➟
মাদারীপুর।
৭৫। চিরঞ্জীব স্বাধীনতা ➟ নীল উৎপল কর ➟
কিশোরগঞ্জ
৭৬। চেতনায় চিরঞ্জীব ➟ মাহবুব শামীম ➟
মাইকেল মধুসূদন কলেজ যশোর
৭৭। রক্তসোপান ➟ রাজেন্দ্রপুর সেনানিবাস
৭৮। কুরআন ভাস্কর্য ➟ কামরুল হাসান শিপন ➟
কসবা, ব্রাহ্মণবাড়িয়া
৭৯। বীর ভাস্কর্য ➟ হাজ্জাজ কায়সার ➟
নিকুঞ্জ, ঢাকা
৮০। বীর বাঙালী ➟ এডভোকেট লুৎফর রহমান
৮১। বীরের প্রত্যাবর্তন ➟ সুদীপ্ত মল্লিক
৮২। শিখা অনির্বাণ ➟ ঢাকা ক্যান্টনমেন্ট
৮৩। শিখা চিরন্তন ➟ সোহরাওয়ার্দী উদ্যান
৮৪। তরফদার ➟ খুলনা
৮৫। অনুমান ➟ অনীক রেজা ➟
রংপুর
৮৬। মোদের গরব ➟ অখিল পাল ➟
বাংলা একাডেমী প্রাঙ্গণ
৮৭। রুই-কাতলা ➟ হামিদুজ্জামান খান➟
ফার্মগেট ঢাকা
৮৮। সার্ক ফোয়ারা ➟ নিতুন কুন্ডু ➟
পান্থপথ ঢাকা
৮৯। কদম ফোয়ারা ➟ নিতুন কুন্ডু ➟
জাতীয় ইদগাহ ঢাকা
৯০। বিজয় সরণী ফোয়ারা ➟ আব্দুর রাজ্জাক ➟
তেঁজগাও, ঢাকা
৯১। বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা ➟ আব্দুর রাজ্জাক ➟
গাজীপুর
৯২। রানার ➟
আজম হক সাচ্চু ➟ পোস্টাল একাডেমি,
রাজশাহী
৯৩। বিদ্যার্ঘ ➟ শাওন সগীর সাগর ➟
রাজশাহী বিশ্ববিদ্যালয়
৯৪। অতন্দ্র প্রহরী ➟ বৈরাম খান ➟
গুলিস্থান ঢাকা
৯৫। হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু ➟ রাশা ➟
ঝিগাতলা ঢাকা
৯৬। তিন নেতার মাজার ➟ মাসুদ আহমেদ ➟
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
৯৭। সাম্পান ➟ নিতুন কুন্ডু ➟
শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম
৯৮। বিজয় উল্লাস ➟ শামীম শিকদার ➟
কুষ্টিয়া
৯৯। বিজয় বিহঙ্গ ➟ হামিদুজ্জামান ও আমিনুল ইসলাম ➟ বরিশাল
১০০। নগরে নিসর্গ ➟ রাফিয়া আবেদিন ➟
তাঁতীবাজার
বিভিন্ন পরীক্ষায় আসা কিছু প্রশ্নোত্তর
১/ প্রশ্ন: বাংলা সন কে কবে চালু করেন?
উঃ সম্রাট আকবর, ১৫৫৬ ইং সাল।
২/ প্রশ্ন: ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের
গান?
উঃ চাপাইনবাবগঞ্জ।
৩/ প্রশ্ন: ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের
গান?
উঃ রংপুর অঞ্চলের।
৪/ প্রশ্ন: ‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের
গান?
উঃ ময়মনসিংহ।
৫/ প্রশ্ন: ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী
নৃত্য গীতের নাম কি?
উঃ জারি।
৬/ প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির
গীতিকার কে?
উঃ আবদুল গফ্ফার চৌধুরী।
৭/ প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির
প্রথম সুরকার কে?
উঃ আবদুল লতিফ।
৮/ প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির
বর্তমান সুরকার কে?
উঃ আলতাফ মাহমুদ।
৯/ প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ
করি’ গানটির গীতিকার কে?
উঃ গোবিন্দ্র হাওলাদার।
১০/ প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে
যুদ্ধ করি’ গানটির সুরকার ও শিল্পী কে?
উঃ আপেল মাহমুদ।
১১/ প্রশ্ন: বাংলাদশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি
কোথায় অবস্থিত?
উঃ সোনারগাঁয়ে।
১২/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?
উঃ বরেন্দ্র যাদুঘর, রাজশাহী ১০ ডিসেম্বর,
১৯১০।
১৩/ প্রশ্ন: ঢাকা যাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ০৭ আগষ্ট, ১৯১৩ সালে।
১৪/ প্রশ্ন: ঢাকা যাদুঘর কবে জাতীয় যাদুঘরে
রূপান্তরিত হয়?
উঃ ১৭ নভেম্বর, ১৯৮৩।
১৫/প্রশ্ন: বাংলাদেশের জাতিভিত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক
যাদুঘর কোথায়?
উঃ চট্টগ্রামের আগ্রাবাদে।
১৬/ প্রশ্ন: মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সেগুন বাগিচায়, ২২ মার্চ, ১৯৯৬।
১৭/ প্রশ্ন: বিজ্ঞান যাদুঘরটি কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁয়ে।
১৮/ প্রশ্ন: মহাস্থানগড় যাদুঘর কোথায় অবস্থিত?
উঃ বগুড়া।
১৯/ প্রশ্ন: জয়নুল আর্ট গ্যালারী কোথায় অবস্থিত?
উঃ ময়মনসিংহ।
২০/ প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রানী যাদুঘর
কোথায় অবস্থিত?
উঃ মীরপুর, ঢাকা। (চিড়িয়াখানার মধ্যে)
২১/ প্রশ্ন: ‘দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩’
ছবিটি কে একেঁছেন?
উঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।
২২/ প্রশ্ন: প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে
একেঁছেন?
উঃ কামরুল হাসান।
২৩/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি
সম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন?
উঃ ওস্তাদ আয়াত আলী খান।
২৪/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি
সম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন?
উঃ বুলবুল চৌধুরী।
২৫/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি
সম্পন্ন পল্লীগীতি শিল্পী কে ছিলেন?
উঃ আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।
২৬/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি
সম্পন্ন যাদুকর কে?
উঃ জুয়েল আইচ।
২৭/ প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে?
উঃ শামীম সিকদার।
২৮/ প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই
শিল্পী কে ?
উঃ অলক রায়।
২৯/ প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাটুনিস্ট
কে ?
উঃ রফিকুন্নবী (রনবী)।
৩০/ প্রশ্ন: বাংলাদেশের সুর সম্রাট কাকে বলে?
উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
৩১/ প্রশ্ন: বাংলা একাডেমী কবে প্রতিষ্ঠিত
হয়?
উঃ ০৩ ডিসেম্বর, ১৯৫৫।
৩২/ প্রশ্ন: পূর্বে বাংলা একাডেমীর নাম কি
ছিল?
উঃ বর্ধমান হাউজ।
৩৩/ প্রশ্ন: বাংলাদেশ শিল্পকলা একাডেমী কবে
প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৪।
৩৪/ প্রশ্ন: শিশু একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৭ সাল।
৩৫/ প্রশ্ন: বাংলাভাষার আদি নিদর্শন কি?
উঃ চর্যাপদ।
৩৬/ প্রশ্ন: বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে
বলা হয়?
উঃ লালন ফকির।
৩৭/ প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উঃ চার্লস উইলকিনস্।
৩৮/ প্রশ্ন: সর্বপ্রথম চলচ্চিত্র কে, কখন নির্মাণ
করেন?
উঃ লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র), ১৮৯৫ সাল।
৩৯/ প্রশ্ন: উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?
উঃ হীরালাল সেন।
৪০/ প্রশ্ন: বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?
উঃ আবদুল জব্বার খান।
৪১/ প্রশ্ন: হীরালাল সেনের নির্মিত চলচ্চিত্রটি
প্রথম কবে কোথায় প্রদর্শিত হয়?
উঃ ৪ এপ্রিল, ১৮৯৮ সালে কলিকাতার ক্লাসিক থিয়েটারে।
৪২/ প্রশ্ন: উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক
চলচ্চিত্র কোনটি?
উঃ জামাই ষষ্ঠী, ১৯৩১ সালে।
৪৩/ প্রশ্ন: উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের
নাম কি?
উঃ আলী বাবা ও চল্লিশ চোর।
৪৪/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি?
উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
৪৫/ প্রশ্ন: মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক
কে ছিলেন?
উঃ আবদুল জব্বার খান।
৪৬/ প্রশ্ন: অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র
বাংলা চলচ্চিত্র কোনটি?
উঃ পথের পাঁচালী, ১৯৯১ সাল।
৪৭/ প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক
কে ছিলেন?
উঃ সত্যজিৎ রায়।
৪৮/প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম
প্রদর্শিত হয়?
উঃ ১৯৫৫ সালে।
৪৯/ প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র
পরিচালক কে?
উঃ জহির রায়হান।
৫০/ প্রশ্ন: জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র
কোনটি?
উঃ কখনো আসেনি।
৫১/ প্রশ্ন: জহির রায়হান পরিচালিত বিখ্যাত
চলচ্চিত্রগুলো হল?
উঃ ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’,
‘Stop Genocide’
৫২/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রামান্য চিত্রের
নাম কি?
উঃ ‘স্টপ জেনোসাইড’।
৫৩/ প্রশ্ন: ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’
চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তানভীর মোকাম্মেল।
৫৪/ প্রশ্ন: ‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও
‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তারেক মাসুদ।
৫৫/ প্রশ্ন: ‘চাকা’ ও ‘আগামী’ এর নির্মাতা
কে?
উঃ মোরশেদুল ইসলাম।
৫৬/ প্রশ্ন: ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির
নির্মাতা কে?
উঃ গৌতম ঘোষ।
৫৭/ প্রশ্ন: ‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির
পরিচালক কে?
উঃ আলমগীর কবির।
৫৮/ প্রশ্ন: কোন প্রামান্য চিত্রটি ইন্টারন্যাশনাল
এ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে?
উঃ ‘আমরাও পারি’ (এটিএন বাংলা নির্মিত)।
৫৯/ প্রশ্ন: বাংলা সিনেমার কোন অভিনেত্রী
‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন?
উঃ ববিতা।
৬০/ প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী
কে?
উঃ পূর্নিমা সেনগুপ্তা।
৬১/প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী
কে?
উঃ বনানী চৌধুরী।
৬২/ প্রশ্ন: বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র
কোনটি?
উঃ বিশ বছর আগে
৬৩/ প্রশ্ন: এফডিসি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৮ সালে।
৬৪/ প্রশ্ন: এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি?
উঃ আছিয়া।
৬৫/ প্রশ্ন: এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি
কোনটি? উঃ আকাশ ও মাটি।
লেখক ও সংকলক
মোঃ ইজাবুল আলম
সকল
পর্ব একই সাথে দেখতে চাইলে BOU এর উপর ক্লিক করুন
PLEASE SHARE ON