Friday, January 6, 2023

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (১০৬তম পর্ব) (জ্যামিতি, বিজ্ঞান, বাংলা ও অন্যান্য)

 

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (১০৬তম পর্ব)

(জ্যামিতি, বিজ্ঞান, বাংলা ও অন্যান্য)


জ্যামিতি বিষয়ক সাধারণ জ্ঞান। (এগুলোই বারবার চাকরি পরীক্ষায় আসে)

১. কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?

উত্তর:- ২, ৪, ৭

নোট:-(ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষায় বড় হলে ত্রিভুজ আঁকা যাবে আর ক্ষুদ্রতম হলে আঁকা যাবে না।)

২. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩। ত্রিভুজটি হবে-

উত্তর :- সমকোণী ত্রিভুজ।

নোট:-(একটি ত্রিভুজের দু’টি কোণের অনুপাত তৃতীয় অনুপাতের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।

৩. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?

উত্তর:- ৫০ ডিগ্রি

৪. একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪,৫,ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তর:-৬

৫. সমকোণী ত্রিভুজের বাহুগোলোর অনুপাত কত?

উত্তর:-১৩:১২:৫

৬. স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা-

উত্তর:-১টি

৭. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?

উত্তর:-১৮০ ডিগ্রি

৮. ত্রকটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?

উত্তর:-২৪ একক

৯. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?

উত্তর:-৫ সেমি

১০. দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-

উত্তর:- প্রবৃদ্ধকোণ

১১. ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি –

উত্তর:- সমবাহু

১২. একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া পাওয়া যায়?

উত্তর:- ২ টি

১৩. দু’টি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫ ডিগ্রি হলে অপরটির মান কত?

উত্তর:-৫৫

১৪. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরী করে?

উত্তর: ১২টি

১৫. একটি চর্তুভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে-

উত্তর:- ট্রাপিজিয়াম

১৬. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০ ডিগ্রি হলে অপর কোণটি কত?

উত্তর:-৪০ ডিগ্রি

১৭. একটি সমবাহু ত্রিভুজের একটি বহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তর:-৬৪ ৩

১৮. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-

উত্তর:- আয়তক্ষেত্র

১৯. একটি বৃত্তের যেকোনো দু’টি বিন্দুর সংযোজক রেখাকে বলে-

উত্তর:- জ্যা

২০. কোনো ত্রিভুজের তিনটি বহিুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে-

উত্তর:-৩৬০ ডিগ্রি

২১. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে, এর অতিভূজের মান কত?

উত্তর:- ৫ সে.মি.

২২. ABC –এর কোণ A=৪৫ ডিগ্রি ও কোণ B=৩০ ডিগ্রি হলে কোণ C-এর মান কত ডিগ্রি?

উত্তর:-১০৫ ডিগ্রি

২৩. কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রি?

উত্তর:-৩৬০ ডিগ্রি

২৪. দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কী বলা হয়?

উত্তর:- বিপ্রতীপ কোণ

২৫. বৃত্তের যেকোনো দু’টি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি-

উত্তর:-জ্যা

২৬. ত্রিভুজের যেকোনো দু’টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি-

উত্তর:- সমদ্বিবাহু ত্রিভুজ

২৭. একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড়ো হয় তবে কোণটি কত ডিগ্রি?

উত্তর:-৬০ ডিগ্রি

২৮. অতিভুজের বিপরীত থাকে-

উত্তর:- সমকোণ

২৯. যে চতুর্ভুজের সাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো নয়, তাকে কী বলে?

উত্তর:-রম্বস

৩০. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে?

উত্তর:- প্রবৃদ্ধ কোণ

৩১. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

উত্তর:- ৯ গুণ

৩২. বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রন্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?

উত্তর:- দ্বিগুণ

৩৩. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

উত্তর:- ভূমি উচ্চতা

৩৪. ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়-

উত্তর:- সূক্ষ্মকোণ

৩৫. কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাংশ দু’টির প্রত্যেকটিকে বলে-

উত্তর:-কর্ণ

৩৬. বৃত্তের পরিধি ও ব্যাসের অপুপাত-

উত্তর:-২২/৭

৩৭. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?

উত্তর:- সম্পূরক কোণ

৩৮. ABC বৃত্তে AB ও CD দু’টি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

উত্তর:-PB=PD

৩৯. একটি সমবাহু ত্রিভুজের একটি বহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তর:-৬৪ ৩

৪০. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

উত্তর:-স্থুলকোণ

৪১. বৃত্তের পরিধি ও ব্যাসের অপুপাত-

উত্তর:-২২/৭

৪২. সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে-

উত্তর:- একটি মাত্র ত্রিভুজ আঁকা যায়

৪৩. কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-

উত্তর:-৩৬০ ডিগ্রি

৪৪. দু’টি পরস্পরছেদী বৃত্তে কয়টি সাদারণ স্পর্শক আঁকা যেতে পারে?

উত্তর:- ২টি

৪৫.বৃত্তের পরিধি ও ব্যাসের অপুপাত-

উত্তর:-২২/৭

৪৬. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দু’টি কোণের সমান হলে ত্রিভুজটি-

উত্তর:-সমকোণী

৪৭. কোণ A = ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?

উত্তর:- ৪০ ডিগ্রি

৪৮. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:-১২০ ডিগ্রি

৪৯. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি-

উত্তর:- সমকোণী

৫০. কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:-ভরকেন্দ্র

৫১. কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- পরিকেন্দ্র

৫২. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বির্ধিত করেলে উৎপন্ন কোণদ্বয় হবে-

উত্তর:- স্থুলকোণ

৫৩. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি-

উত্তর:- সূক্ষ্মকোণ

৫৪. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- অন্তঃকেন্দ্র

৫৫. দুই সমকোণ থেকে বড়, কিন্তু চার সমকোণ থেকে ছোট, সে ধরনের কোণের নাম কী?

উত্তর:- প্রবৃদ্ধ কোণ

৫৬. দু’টি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ-

উত্তর:- সরল কোণ

৫৭. কোনো ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তবে ত্রিভুজটিকে কী বলে?

উত্তর:- সমদ্বিবাহু

৫৮. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

উত্তর:- ৮

৫৯. বৃত্তের কেন্দ্র হতে ২৪ সে.মি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সে.মি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে-

উত্তর:- ১৩ সে.মি

৬০. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক কোণ-

উত্তর: এক সমকোণ

৬১. তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী ত্রিভুজ বলে?

উত্তর:- সদৃশ ত্রিভুজ

৬২. ত্রিভুজের যেকোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-

উত্তর:- দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর

৬৩. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক কোণ-

উত্তর: এক সমকোণ

৬৪. ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-

উত্তর:- ৫ সেমি

৬৫. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

উত্তর:-১২০

৬৬. ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা-এর লম্ব দূরত্ব ৫ সেমি হলে জ্যা- এর দৈর্ঘ্য হবে-

উত্তর:- ২৪ সেমি

৬৭. একটি সুষম পঞ্চভূজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

উত্তর:-১০৮ ডিগ্রি

৬৮. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে, এর অতিভূজের মান কত?

উত্তর:- ৫ সে.মি.

৬৯. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-

উত্তর:-৩৬০ ডিগ্রি

৭০. একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে-

উত্তর:- চারগুণ

৭১. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:- ১৩০ ডিগ্রি

৭২. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-

উত্তর:- ৯টি

৭৩. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- অন্তঃকেন্দ্র

৭৪. কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?

উত্তর:- ট্রাপিজিয়াম

৭৫. কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?

উত্তর:- ট্রাপিজিয়াম

৭৬. কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-

উত্তর:- সমদ্বিবাহু

৭৭. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সমলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?

উত্তর: চারগুণ

৭৮. বৃত্তস্থ সামন্তরিক একটি-

উত্তর: আয়তক্ষেত্র

৭৯. একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০ ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:- ৫০ ডিগ্রি

৮০.একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ ৪০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:-৮০ ডিগ্রি

৮১. সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডদ্বয়-

উত্তর:- পরস্পর সমান

৮২. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে-

উত্তর:- রম্বস

৮৩. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ ৬০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:-১২০ ডিগ্রি

৮৪. দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ-

উত্তর:- সরল কোণ

৮৫. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে-

উত্তর:- রম্বস

৮৬. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির-

উত্তর:-পূরক কোণ বলে

৮৭. ত্রিভুজের তিন বাহু, এর অন্তঃর্বৃত্তের-

উত্তর:- স্পর্শক

৮৮. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-

উত্তর:-ব্যাস

৮৯. স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-

উত্তর:- এক সমকোণ

৯০. একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন উপাত্তগেুলোর প্রয়োজন?

উত্তর:- এক বাহু ও এক কোণ

৯১. কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। এটি কোন ধরনের চতুর্ভুজ হবে?

উত্তর:- বর্গক্ষেত্র

৯২. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- অন্তঃকেন্দ্র

৯৩. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-

উত্তর:- ৮টি

৯৪. সুষম য়ড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

উত্তর:- ১২০ ডিগ্রি

৯৫. একটি ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ কের তাকে বলে-

উত্তর:- ভরকেন্দ্র

৯৬. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-

উত্তর:- ১০টি

৯৭. কোন ত্রিভুজের বাহু গুলেঅর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- পরিকেন্দ্র

৯৮. কোন ত্রিভুজের বাহু গুলেঅর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- পরিকেন্দ্র

৯৯. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-

উত্তর:- ১০টি

১০০. সমদ্বিবহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

উত্তর:-স্থুলকোণ

১০১. দু’টি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দু’টি সর্বময় হবে না-

উত্তর:- তিন কোণ

১০২. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে এর অতিভুজ এর মান কত?

উত্তর:- ৫ সে.মি

১০৩. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি –

উত্তর:- ৩৬০ ডিগ্রি

১০৪. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র –

উত্তর:- ভূমি   উচ্চতা

১০৫. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৫ ডিগ্রি হলে বিপরীত কোণটি হবে-

উত্তর:- ১০৫ ডিগ্রি

১০৬. অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে-

উত্তর:- ৩০ ডিগ্রি

১০৭. ত্রিভুজের যে-কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর-

উত্তর:- অর্ধেক

১০৮. ABC ত্রিভুজের AB = AC। কোণ A = 80 কোণ B=কত?

উত্তর:- ৫০ ডিগ্রি

১০৮. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তর:- ৩৬ ৩

১০৯. কোন ক্ষেত্রগুলোর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে?

উত্তর:- বর্গক্ষেত্র ও রম্বস

১১০. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত?

উত্তর:-১১০ ডিগ্রি

১১১. ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি-

উত্তর:- বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে

১১২. সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫ ডিগ্রি হলে এর বাহু সংখ্যা হবে-

উত্তর:- ৮টি

১১৩. সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:- ৭২ ডিগ্রি

১১৪. ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি-

উত্তর:- সমবাহু

১১৫. ত্রিভুজের বৃহত্তম বাহুসংলগ্ন কোণদ্বয়-

উত্তর:- সূক্ষ্মকোণ

১১৬. একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?

উত্তর:- ১৩৫ ডিগ্রি

১১৭. ’ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুিই সমকোণের সমান’ –কোন ক্ষেত্রে সত্য?

উত্তর:- সকল ত্রিভুজের ক্ষেত্রে

১১৮. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত?

উত্তর:- ১১০ ডিগ্রি

১১৯. কোনো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কয়টি স্পর্শ আঁকা যেতে পারে?

উত্তর:-২টি

১২০. বৃত্তের একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ ?

উত্তর:- দ্বিগুণ

১২১. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?

উত্তর:- ২৪ একক

১২২. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১২০ হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

উত্তর:- ৬

১২৩. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি-

উত্তর:- সমকোণী ত্রিভুজ

১২৪. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?

উত্তর:- ৩,৪ ও ৫

১২৫. ত্রিভুজের তিন বাহু, এর অন্তঃর্বৃত্তের-

উত্তর:- স্পর্শক

১২৬. সুষম য়ড়ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?

উত্তর:- ৬০ ডিগ্রি

১২৭. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

উত্তর:- ভূমি  উচ্চতা

১২৮. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

উত্তর:- ভূমি  উচ্চতা

১২৯. একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১২ হলে প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

উত্তর:- ৩০ ডিগ্রি

১৩০. এতটি চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির পরিমাণ কত?

উত্তর:- ১১০ ডিগ্রি

১৩১. সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি ১১৫ ডিগ্রি হলে অরটি কত?

উত্তর:- ৬৫ ডিগ্রি

১৩২. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ২০ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত?

উত্তর:-১৮

১৩৩. ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। কোণ ACD=105 ডিগ্রি হলে কোণ BAC + কোণ ABC =কত?

উত্তর:- ১০৫ ডিগ্রি

১৩৪. একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে?

উত্তর:- চারগুণ

১৩৫. ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হলো। কোণ BAD=১০০ ডিগ্রি হলে কোণ BCD =কত?

উত্তর:-৮০ ডিগ্রি

১৩৬. ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর –

উত্তর:- অর্ধেক

১৩৭. ত্রিভুজের যে কোন দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি-

উত্তর:- দুই সমকোণের বৃহত্তর

১৩৮. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

উত্তর:- ভূমি  উচ্চতা

১৩৯. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ ও ৪ সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত?

উত্তর:- ৫ সেমি

১৪০. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত?

উত্তর:-   বর্গ মিটার

১৪১. বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি কত?

উত্তর:- ৩৬০ ডিগ্রি

১৪২. সামান্তরিকের দু’টি সন্নিহিত কোণের একটি ১১০ ডিগ্রি হলে অপরটি কত?

উত্তর:- ৭০ ডিগ্রি

১৪৩. ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় কোন প্রকার কোণ?

উত্তর:- সূক্ষ্মকোণ

বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাধারন জ্ঞান

প্রশ্ন: কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না?

উত্তর: প্লীহা।

প্রশ্ন: ‘হাইগ্রোমিটারে’ কি পরিমাপ করা হয় ?

উত্তর: বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।

প্রশ্ন: “এক্স-রে রশ্মি” কে আবিষ্কার করেন ?

উত্তর: উইলহেলম কনরাড রন্টজেন।

প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ?

উত্তর: রেইন গেজ।

প্রশ্ন: বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ?

উত্তর: মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।

প্রশ্ন: দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?

উত্তর: ভেগাস।

প্রশ্ন: দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়?

উত্তর: লাল।

প্রশ্ন: কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?

উত্তর: পরিবহন পদ্ধতিতে।

প্রশ্ন: দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে ?

উত্তর: ইডেমা।

প্রশ্ন: হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় ?

উত্তর: বাম নিলয়।

প্রশ্ন: কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?

উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তাই।

প্রশ্ন: লুনার কস্টিক আসলে কি ?

উত্তর: সিল্ভার নাইট্রেট।

প্রশ্ন: কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?

উত্তর: এসকরবিক অ্যাসিড

প্রশ্ন: কোন হরমোন রক্তচাপ বাড়ায়?

উত্তর: অ্যাড্রেনালিন।

প্রশ্ন: কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?

উত্তর: লিগামেন্ট।

প্রশ্ন: নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয় ?

উত্তর: ২n

প্রশ্ন: গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?

উত্তর: ক্লোরোপ্লাস্টে।

প্রশ্ন: “Heart of Heart” কাকে বলে ?

উত্তর: হিজ-এর বান্ডিল।

প্রশ্ন: কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা বাড়ে নাকি কমে?

উত্তর: বাড়ে।

প্রশ্ন: ব্রঙ্কাইটিস কিসের রোগ ?

উত্তর: শ্বাসনালীর রোগ।

প্রশ্ন: জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?

উত্তর: জিওলাইট।

প্রশ্ন: উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে কি বলে?

উত্তর: প্রস্বেদন।

প্রশ্ন: ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় ?

উত্তর: ১২ অনু।

প্রশ্ন: হাঙর মাছের কত গুলি ফুলকা ছিদ্র আছে?

উত্তর: ৭ জোড়া।

প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত ?

উত্তর: উট।

প্রশ্ন: কম্পিউটার কে আবিস্কার করেন?

উত্তর: হাওয়ার্ড এইকিন।

প্রশ্ন: বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন ?

উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয় বলে।

প্রশ্ন: বৃক্কে প্রতি মিনিটে কত পরিমান রক্ত প্রবাহিত হয়?

উত্তর: ১২০০মিলিলিটার।

প্রশ্ন: কফিতে কোন উপাদান থাকে?

উত্তর: ক্যাফেইন।

প্রশ্ন: ক্ষুদ্রান্ত্রের ‘C’ আকৃতির অংশকে কি বলে ?

উত্তর: ডিওডিনাম।

প্রশ্ন: কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?

উত্তর: ৩ টি।

প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?

উত্তর: ব্রোমিন।

প্রশ্ন: স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর ?

উত্তর: ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।

প্রশ্ন: কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?

উত্তর: বালি।

প্রশ্ন: পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?

উত্তর: ভিটামিন বি ১২।

প্রশ্ন: কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়?

উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

প্রশ্ন: কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?

উত্তর: ইন্টারফেরণ প্রয়োগ।

প্রশ্ন: ইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?

উত্তর: সিনকোনা।

প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?

উত্তর: করপিক্রিন।

প্রশ্ন: ব্যাঙের শীতঘুমকে কি বলে ?

উত্তর: হাইবারনেশান।

প্রশ্ন: কে প্রথম রোবট আবিস্কার করেন?

উত্তর: উইলিয়াম গে ওয়ালটার।

প্রশ্ন: গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?

উত্তর: পাকস্থলী।

প্রশ্ন: কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?

উত্তর: গরুর।

প্রশ্ন: কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?

উত্তর: ত্বকের

প্রশ্ন: মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ?

উত্তর: এনামেল।

প্রশ্ন: কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী ?

উত্তর: গ্রাফাইট।

প্রশ্ন: কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?

উত্তর: লাইগেজ।

প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?

উত্তর: AB গ্রুপ কে।

প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?

উত্তর: তামা।

প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?

উত্তর: কালো।

প্রশ্ন: ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ?

উত্তর: লাইসোজম।

প্রশ্ন: কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?

উত্তর: বেটসন ( ১৯০৮ সালে।)

প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?

উত্তর: 0 গ্রুপ।

প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?

উত্তর: প্লাটিপাস।

প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?

উত্তর: শুশুক।

প্রশ্ন: কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?

উত্তর: পরমানুর প্রোটন সংখ্যা।

প্রশ্ন: কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ?

উত্তর: পিটুইটারি গ্রন্থি।

প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?

উত্তর: পুরুষ।

প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?

উত্তর: কঠিন মাধ্যমে।

প্রশ্ন: কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ?

উত্তর: থ্রম্বোকাইনেজ।

প্রশ্ন: ফ্যাট কিসে দ্রবনীয় ?

উত্তর: ইথার ও ক্লোরোফর্ম।

প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?

উত্তর: পারদ।

বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় কনফিউশন সৃষ্টি করা সকল প্রশ্নোত্তর একসাথে

প্রশ্ন ১ : চীনের প্রথম প্রেসিডেন্ট —-সান ইয়াত সেন নাকি মাও সেতুং।

উত্তর : সান ইয়াত সেন

ব্যাখ্যা : যদি বলা হয় গনচীনের প্রথম প্রেসিডেন্ট কে? তখন হবে মাও সেতুং

প্রশ্ন ২ : পানামা খাল খননের প্রথম উদ্যোগ নিয়েছিল কোন দেশ—–আমেরিকা নাকি ফ্রান্স?

উত্তর : ফ্রান্স

ব্যাখ্যা : যদি বলা হয় পানামা খাল খনন সমাপ্তকারী দেশ কোনটি? তখন উত্তর হবে আমেরিকা।

প্রশ্ন ৩ : ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর প্রস্তাব করলে কে তার প্রথম বিরোধীতা করে?

ক) ধীরেন্দ্রনাথ দত্ত খ) এ.কে ফজলুল হক

গ) অধ্যাপক আবুক কাশেম ঘ) আবদুল মতিন

ব্যাখ্যাঃ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের দাপ্তরিক ভাষা ঊর্দুর পাশাপাশি বাংলাকে করার দাবি জানিয়েছেন। বলা হয়েছে, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর বিরোধীতা কে করেন এবং সেটা ১৯৩৭ সালে। এর উত্তর হবে এ কে ফজলুল হক। আর পাকিস্তানের গণপরিষদের দাপ্তরিক ভাষা কেবল ঊর্দু হবে – এটার বিরোধীতাকারী ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত এবং সেটা ১৯৪৮ সালে।

উত্তরঃ খ

প্রশ্ন ৪ : শাসন বিভাগকে বিচার বিভাগ হতে পৃথক করার কথা প্রথম কোথায় বলা হয়?

ক) যুক্তফ্রন্ট এর ২১ দফায়

খ) বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে

গ) ৬ দফায়

ঘ) প্রথম নির্বাচনী ইশতেহারে

ব্যাখ্যাঃ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা আছে। এখানে মুল সমস্যাটা “প্রথম ” শব্দটা নিয়ে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছ, কিন্তু কথাটা প্রথম উল্লেখ আছে যুক্তফ্রন্টের ২১ দফার ১৫ নং দফায়।

উত্তর :: ক

প্রশ্ন ৫ : ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?

ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি

ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। কিন্তু প্রশ্নতো বলা আছে ১০ এপ্রিলের কথা।

উত্তর : ক

প্রশ্ন ৬ : OPEC ভূক্ত দক্ষিণ এশিয়ার ও অনারব মুসলিম দেশ কোনটি??

a.Iran

b.None

উত্তর :: A

ইরান দক্ষিন এশিয়ার একমাত্র অনারব মুসলিম দেশ যা কিনা OPEC এর সদস্য

প্রশ্ন ৭ : Who is the present President of the National Assembly of Bangladesh?

a) Fazle Rabbi Mia b) Abdul Hamid

c) Shirin Sharmin Chowdhury d) Sheikh Hasina

ব্যাখ্যাঃ National Assembly of Bangladesh এর present President কে? যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National Assembly of Bangladesh। অর্থাৎ

উত্তর শিরীন শারমিন চৌধুরী।

প্রশ্ন ৮ : “চতুর্দশপদী ” নামের কবিতা কে লিখেছেন?

ক) মাইকেল মুধুসুদন দত্ত খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়

গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

ব্যাখ্যাঃ “চতুর্দশপদী কবিতা ” বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু এখানে প্রশ্নে আছে “চতুর্দশপদী ” নামের কবিতা। অর্থাৎ কবিতাটির নাম “চতুর্দশপদী কবিতা ” নয়, শুধু “চতুর্দশপদী “, এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়।

উত্তর :: খ

প্রশ্ন ৯: চতুরঙ্গ কী?

ক) রবীন্দ্রনাথের নাটক

খ) দাবা খেলার আদি নাম

গ) একটি গ্রহ

ঘ) একটা যাত্রাদলের নাম

ব্যাখ্যঃ “চতুরঙ্গ ” হল রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অপশনে দেয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আদি নাম চতুরঙ্গ।

উত্তর :: খ

প্রশ্ন ১০ : বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক কে ?

== হুমায়ূন আহমেদ । এটি সম্পুর্ণ ভুল তথ্য।

***সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। অব্যক্ত বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন

প্রশ্ন ১১ : ‘বড় কে’ কবিতাটির লেখক?

a.ঈশ্বরচন্দ্র গুপ্ত

b. হরিশচন্দ্র মিত্র

উত্তর :হরিশচন্দ্র মিত্র

ব্যাখ্যাঃ ৩য় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে এ কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন কবির নামের জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। এখন প্রশ্ন উঠেছে- কবিতাটির আসল কবি কে?

‘বড় কে?’ কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। এত দিন তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ৯৬ নম্বর পৃষ্ঠায় ছিল কবিতাটি। এবার ছাপা হয়েছে ৯০ নম্বর পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নামই বদলায়নি, কবিতার চারটি লাইনও বাদ দেওয়া দেওয়া হয়েছে। আগে ছিল ১৬ লাইন, এখন রাখা হয়েছে ১২ লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে।

আবার ‘হরিশচন্দ্র মিত্রের’ নামের বানান লেখা হয়েছে ‘হরিশ্চন্দ্র মিত্র’।

প্রশ্ন ১২ : বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কে “কনসার্ট ফর বাংলাদেশ ” এর প্রযোজনা করেন কারা?

ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন

খ) জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর

গ) পন্ডিত রবি শংকর ও এলেন ক্ল্যাইন

ঘ) জর্জ হ্যারিসন ও ইয়ভগেনি ইয়েভ।

প্রশ্নের ফাঁদঃ কিন্তু সঠিক উত্তর হল ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন। কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন? কিন্তু আপনি এতদিন শিখে এসেছেন কারা আয়োজন করে? কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর। কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।

প্রশ্ন ১৩ : Question:Preface to Lyrical Ballads কবে প্রকাশিত হয়?

a. 1802

b. 1798

Ans::1802

Lyrical Ballads প্রকাশিত হয় 1798 সালে। আর Preface to Lyrical Ballads প্রকাশিত হয় 1802 সালে।

প্রশ্ন ১৪ : ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ?

a.মিসর

b. তুরস্ক

উত্তর :: তুরস্ক, ১৯৪৯ ( তুরস্ক মধ্যপ্রাচ্য এর অনারব মুসলিম দেশ)

ব্যাখ্যা :: মিসর প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয়, ১৯৭৮ সালে।

—USA প্রথম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয় ১৯৪৯

প্রশ্ন ১৫ : প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন –

ক। ডগ হামারশোল্ড

খ। ট্রাইগভে লাই

গ। স্যার গ্লাডউইন জেব

ফাঁদ: ট্রাইগভে লাই

উত্তর: স্যার গ্লাডউইন জেব

ব্যাখ্যা:

জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব = ট্রাইগভে লাই

জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন = স্যার গ্লাডউইন জেব

জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইগভে লাই প্রথম মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তাঁর পূর্বে যুক্তরাষ্ট্রের অধিবাসী গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তাঁর মেয়াদকাল ছিল – ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত।

১ম মহাসচিব:

এশিয়া থেকে নির্বাচিত = উ থান্ট (মায়ানমার)

আমেরিকা থেকে নির্বাচিত = জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)

আফ্রিকা থেকে নির্বাচিত = বুট্রোস বুট্রোস-ঘালি (মিশর)

জাতিসঙ্ঘ সনদের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক মহাসচিবকে “প্রধান প্রশাসনিক কর্মকর্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী – জাতিসঙ্ঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রশাসক এবং কুটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসেবে।

প্রশ্ন ১৬ :বিশ্বের ১ম যুদ্বপরাধ আদালত কোনটি?

গণহত্যা, মানবতা বিরোধী যুদ্বপরাধের বিচার করে কোনটি?

ক। জাতিসংঘ

খ। আন্তর্জাতিক আদালত

গ। আন্তর্জাতিক অপরাধ আদালত

ঘ। নুরেমবার্গ ট্রায়াল

ফাঁদ: আন্তর্জাতিক আদালত, নুরেমবার্গ ট্রায়াল

উত্তর: আন্তর্জাতিক অপরাধ আদালত

প্রশ্ন ১৭ : NATO ভুক্ত মুসলিম দেশ কতটি?

a.2

b.1

উত্তর :: ২ টি

ব্যাখ্যা::: NATO ভুক্ত মুসলিম দেশ গুলি হলো Turkey & Albania.

প্রশ্ন ১৮ : ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয় –

ক। আন্তর্জাতিক আদালত

খ। আন্তর্জাতিক অপরাধ আদালত

উত্তর: আন্তর্জাতিক আদালত

ব্যাখ্যা:

আন্তর্জাতিক আদালত = ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয়।

আন্তর্জাতিক অপরাধ আদালত = রোম চুক্তি’ (Rome Statue ১৯৯৮) এর মাধ্যমে গঠিত হয়।

EU = ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয়।

কমনওয়েলথ = লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়।

ন্যাটো = উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।

প্রশ্ন ১৯ : প্রথম জিএসপি (GSP) দেয়া শুরু করে –

ক। যুক্তরাষ্ট্র

খ। ইউরোপীয় ইউনিয়ন

ফাঁদ: যুক্তরাষ্ট্র

উত্তর: ইউরোপীয় ইউনিয়ন

ব্যাখ্যা:

GSP এর পূর্ণরূপ হল Generalised system of preference অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা । এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশসমূহকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়াকে জিএসপি বলে । GSP সুবিধা দেয়ার লক্ষ্য হচ্ছে : (ক)রপ্তানি আয় বাড়ানো, (খ) শিল্পায়নের প্রসার ঘটানো এবং (গ) প্রবৃদ্ধি বাড়ানো ।

১৯৬৪ সালের UNCTAD এর প্রথম সম্মেলনে GSP সুবিধার বিষয়টি প্রথম আলোচনায় আসে। ১৯৭১ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম অনুন্নত দেশসমূহকে জিএসপি’র সুবিধা দেয়া শুরু করে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আইন করে এবং ১৯৭৬সাল থেকে বাস্তবায়ন শুরু করে ।

প্রশ্ন ২০ : European Union গঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?

a.The Treaty of Rome

b.Maastricht Treaty

উত্তর :: Maastricht Treaty

ব্যাখ্যা ::Maastricht Treaty,1992 এর মাধ্যমে গঠিত হয় European Union.

The Treaty of Rome,1957 :: এর মাধ্যমে গঠিত হয় European Economic Community.

প্রশ্ন ২১ : প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে –

ক। ভারতে

খ। গ্রিসে

গ। ব্রিটেনে

ঘ। যুক্তরাষ্ট্রে

ফাঁদ: গ্রিস

উত্তর: ব্রিটেন

ব্যাখ্যা:

ভারত = বিশ্বের বৃহত্তম গণতন্ত্র

ব্রিটেন = বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত

গ্রিস = গণতন্ত্রের সূতিকাগার। খ্রিস্টপূর্ব ৫ম শতকে (৫০৮ শতাব্দীতে) গ্রিসের এথেন্সে প্রত্যক্ষ গণতন্ত্র প্রবর্তিত হয়। এটাকেই অ্যাথেনীয় গণতন্ত্রের সূচনাহিসেবে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্র = যুক্তরাষ্ট্রের সরকারের একটি মূলনীতি হল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।জনগণকে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিতে হবে।

গণতন্ত্র (Democracy) শব্দটির উৎপত্তি গ্রীক ‘ডেমোক্রেসিয়া’ শব্দ থেকে (ডেমোস = জনগণ ও ক্রাটোস = ক্ষমতা)। শাব্দিক অর্থ – ‘জনগণের শাসন’। গণতন্ত্র হলো কোন জাতিরাষ্ট্রের বা কোন সংগঠনের এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে।

১৮৬৪ সালে গেটিসবার্গের সেই বিখ্যাত ভাষণে সফল রাষ্ট্র নায়ক আব্রাহাম লিঙ্কন বলেন, ‘Democracy is government of the people, by the people and for the people’.

প্রশ্ন ২২ : 2nd World War এর ব্রিটেন এর কতজন প্রধানমন্ত্রী ছিলেন?

a.1 জন

b.2 জন

উত্তর :: ২ জন

ব্যাখ্যা : ২ জন। ফ্রাঙ্কলিন রুজভেল্ট, হ্যারি এস ট্রুম্যান

প্রশ্ন ২৩ : উদীয়মান অর্থনীতির দেশে বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ ও বৃদ্ধিতে কাজ করে –

ক। IFC

খ। M IGA

গ। ICSID

ফাঁদ: IFC

উত্তর: MIGA

ব্যাখ্যা:

IFC = উন্নয়নশীল দেশে ‘বেসরকারি খাতে’ বিনিয়োগ বৃদ্বিতে কাজ করে।

M IGA = উদীয়মান অর্থনীতির দেশে ‘বৈদেশিক বিনিয়োগ’ (FDI) আকর্ষণ ও বৃদ্বিতে কাজ করে।

ICSID = সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ‘বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি’ করতে কাজ করে।

প্রশ্ন ২৪ : মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে –

ক। IDA

খ। WB

গ। IMF

ফাঁদ: WB

উত্তর: IMF

ব্যাখ্যা:

IMF = মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে।

IDA = IDA এর ঋণকে Soft loan window বলা হয়। কারণ IDA সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়।

Acronym:

IMF ( International Monetary Fund)

IFC (International Finance Corporation)

IDA (International Development Association)

M IGA (Multilateral Investment Guarantee Agency)

ICSID (International Centre for Settlement of Investment Disputes)

প্রশ্ন ২৫ : বিশ্বব্যাংকের প্রধান ঋণ অর্থ প্রদানকারী সংস্থা কোনটি?

ক। IMF

খ। IBRD

গ। বিশ্বব্যাংক গ্রুপ

ফাঁদ: IMF, বিশ্বব্যাংক গ্রুপ

উত্তর: IBRD

ব্যাখ্যা:

বিশ্বব্যাংকের প্রধান ঋণ অর্থ প্রদানকারী সংস্থা = IBRD

বিশ্ব ব্যাংক বলতে বুঝায় = IBRD কে

তবে বিশ্বব্যাংক গঠিত হয় = ২ টি প্রতিষ্ঠান নিয়ে। যথা: IBRD ও IDA

Five Institutions, One Group বলা হয় = বিশ্বব্যাংক গ্রুপকে

বিশ্বব্যাংক গ্রুপ গঠিত হয় = ৫ টি প্রতিষ্ঠান সমন্বয়ে (IBRD, ICSID, IDA, IFC, MIGA)

NB: আদ্যাক্ষর অনুযায়ী মনে রাখুন!

IMF = অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্বি, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে ও বানিজ্য ঘাটতি শোধরাতে আর্থিক সহযোগিতায় দান করে।

প্রশ্ন ২৬ : একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি?

ক) চর্যাপদ খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য

গ) ডাকার্নব ঘ) লাইলি মজনু

প্রশ্ন ফাঁদঃ চর্যাপদ তো কেউ একা রচনা করেনি। আবার যারা প্রশ্নটি ভালোভাবে দেখেছেন তাদের কেউ কেউ অতি চালাকি করে ভেবে নিবেন “একক রচনা হিসেবে প্রথম ” কথাটি শুধু নার্ভাস করার জন্যই বোধহয় দিল। কিন্তু না, প্রশ্নে যথেষ্ট কারণ আছে। সঠিক উত্তর হবে খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য।

প্রশ্ন ২৭ : ব্রিটিশ কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় –

ক। ১৯৩১

খ। ১৯৪৯

ফাঁদ: ১৯৪৯

উত্তর: ১৯৩১

ব্যাখ্যা:

কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় =১৯৪৯

ব্রিটিশ কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় = ১৯৩১

প্রশ্ন ২৮ :ইতিহাসের সর্ববৃহৎ সামুদ্রিক যুদ্ধ –

ক। ক্রুসেড

খ। ২য় বিশ্বযুদ্ধ

গ। নরম্যান্ডির যুদ্ধ

উত্তর: নরম্যান্ডির যুদ্ধ

ব্যাখ্যা:

ক্রুসেড = সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী যুদ্ধ

২য় বিশ্বযুদ্ধ = সর্বাপেক্ষা ব্যয়বহুল যুদ্ধ, সভ্য সমাজের সবচেয়ে বড় আর ধ্বংসাত্নক যুদ্ধ

নরম্যান্ডির যুদ্ধ = সর্ববৃহৎ সামুদ্রিক যুদ্ধ

প্রশ্ন ২৯ : মধ্যপ্রাচ্য এ পর্যন্ত তেল অস্ত্র ব্যবহার করে কতবার?

a.1

b.2

c.3

d.4

ফাদ: ১ বার

উত্তর :: তিন বার ( ১৯৭৩, ১৯৮১, ১৯৮৬)

প্রশ্ন ৩০ : বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে? ভারত/ভূটান?

Correct Answer: ভারত(প্রচলিত উত্তর)। বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী–ভুটান।

প্রশ্ন ৩১ : রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা রশ্মি?

Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায় সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত উত্তর গামা রশ্মি।

প্রশ্ন ৩২ : কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে? মাই ডকুমেন্ট/ উইন্ডোজ?

Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ বেশি গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।

প্রশ্ন ৩৩ : সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে কি বলে? ওয়ার্ক স্টেশন/ হোস্ট?

Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে হোস্ট

প্রশ্ন ৩৪ : কম্পিউটারের গতি মাপা হয়- সেকেন্ড/ ন্যানোসেকেন্ড?

Correct Answer: ন্যানোসেকেন্ড

প্রশ্ন ৩৫ : স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয় কত তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭ এপ্রিল, ১৯৭১

Correct Answer: ১০ এপ্রিল, ১৯৭১

প্রশ্ন ৩৬ : ধান গবেষনা ইন্সিটিউট কোথায়? গাজীপুর না ম্যানিলা?

Correct Answer: ম্যানিলা । আর বাংলাদেশের হলে গাজীপুর

প্রশ্ন ৩৭ : ঢাকা বাংলার রাজধানী হয় কতবার? ৪/৫?

Correct Answer: ৫বার। (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১)

প্রশ্ন ৩৮ : বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩ না ৪?

Correct Answer: ৪টি । ( ।, ২ দাঁড়ি, ? !)

প্রশ্ন ৩৯ : চিনি কল….১৭/১৫?.

Correct Answer: ১৫টি ( অর্থনেতিক সমীক্ষা- ২০১৬)

প্রশ্ন ৪০ : সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না দ্বিমেরু কেন্দ্রিক?

Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক

প্রশ্ন ৪১ : বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লিহা/ যকৃত?

Correct Answer: তৈরি হয় : যকৃতে আর সঞ্চিত থাকে: প্লীহায়

প্রশ্ন ৪২ : পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের উপজাতি বসবাস করে ? ১১/১২ ?

Correct Answer: ১২টি

প্রশ্ন ৪৩ : বাংলাদেশে উপজাতির সংখ্যা কত ? ৪৫/৪৮ ?

Correct Answer: ৪৫ টি।

প্রশ্ন ৪৪ : কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর ছবি আছে? কানাডা / বেলজিয়াম?

Correct Answer: কানাডা ।

প্রশ্ন ৪৫ : কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?

Correct Answer:৫২

প্রশ্ন ৪৬ : ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?

Correct Answer: ২৮ (যুক্তরাজ্য বেরিয়ে যেতে ২বছর লেগে যেতে )

প্রশ্ন ৪৭ : ‘করোনার স্টোন অব পিস’ কোথায় অবস্থিত? হাইতিতে /জাপানে?

Correct Answer: জাপানে (হাইতিতে করোনার স্টোন চার্চ আছে আর জাপানে করোনার স্টোন পিস।)

প্রশ্ন ৪৮ : যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?? ১৯৮৪/১৯৮৫?

Correct Answer: ১৯৮৫ । ফিরে আসে ২০০৩

প্রশ্ন ৪৯ : হোম পেইজ মানে কি? তথ্য পরিবেশনা/ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?

Correct Answer:তথ্য পরিবেশনা

প্রশ্ন ৫০ : এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে– কর্কটক্রান্তি/ বিষুব রেখা?

Correct Answer: বিষুব রেখা

প্রশ্ন ৫১ : সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?

Correct Answer: সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।

প্রশ্ন ৫২ : মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে- দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?

Correct Answer: সংগ্রহ করেন — চন্দ্রকুমার দে। আর সম্পাদনা করেন — দীনেশচন্দ্র সেন।

প্রশ্ন ৫৩ : সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর–বিক্ষেপন/প্রতিসরণ?

Correct Answer:বিক্ষেপন

প্রশ্ন ৫৪ : বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি? কৃষি/শিল্প/সেবা?

Correct Answer:সেবা।

প্রশ্ন ৫৫ : বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

A) EU B. WTO

উত্তর : A

ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট — ইইউ।

সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী — WTO.

প্রশ্ন ৫৬ : বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?

A) রবীন্দ্রনাথ ঠাকুর B. বিষ্ণু দে

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

ব্যাখ্যা : বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।

প্রশ্ন ৫৭ : ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?

A. সাম্যবাদী B. জীবন- বন্দনা

উত্তর : জীবন – বন্দনা।

ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”

প্রশ্ন ৫৮ : মোট সেক্টর কমান্ডার কতোজন?

ক) ১৬ জন। খ) ১৯ জন।

উ : ১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)

প্রশ্ন ৫৯ : বৃহত্তম অর্থনীতির দেশ??

A) China B. Usa

উত্তর : USA

ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ — China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।

প্রশ্ন ৬০ : মুসলিম নারী জাগরনের কবি কে?

ক) বেগম রোকেয়া খ) শামসুন্নাহার

উত্তর : শামসুন্নাহার।

ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।

প্রশ্ন ৬১ : সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা…….বেশী।

ক) কণ্টক খ) কীট

উত্তর : কণ্টক।

ব্যাখ্যা : পুষ্প = ফুল। ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়।

প্রশ্ন ৬২ : CPU তে কোনটি থাকে?

ক) register

খ) memory

উত্তর : register

ব্যাখ্যা : Register,CPU এর একটা অংশ,যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে।

প্রশ্ন ৬৩ : Control unit –

A) performs mathematical

operations

B. performs logical operations

C) directs the movement of

electrical signals

উত্তর : B.

ব্যাখ্যা : প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে।

প্রশ্ন ৬৪ : ভিটামিন সি বেশি আছে কোনটিতে?

ক) পেয়ারা

খ) আমলকি

উত্তর : আমলকি।

ব্যাখ্যা : আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা।

প্রশ্ন ৬৫ : আপেল এ কোন এসিড?

ক) ম্যালিক এসিড

খ) স্যালিক এসিড

উত্তর : ম্যালিক এসিড।

প্রশ্ন ৬৬ : সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?

ক) ৮ বর্গকিমি

খ) ৯ বর্গকিমি

উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)

প্রশ্ন ৬৭ : কোন বোমায় মানুষ মরে কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয় না?

ক) নাপাম বোমা

খ) নিউট্রন বোমা

উত্তর : নিউট্রন বোমা।

ব্যাখ্যা :

নিউট্রন বোমা: বিজ্ঞানের সর্বশেষ ধ্বংসকারী আবিষ্কার হলো এই নিউট্রন বোমা। তৈরি করেছে যুক্তরাষ্ট আর ফ্রান্স। এর বৈজ্ঞানিক নাম এনহ্যান্স রেডিয়েশন ওয়াপন। নিউট্রন রেডিয়েশন অস্ত্র নামেও পরিচিত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ঘর-বাড়ি, গাছপালার কোনো ক্ষতি করে না। শুধু প্রাণী ধ্বংস করে। এক থেকে দুই কিলোটনের একটি বোমার সাইজ। প্রচণ্ড বিস্ফোরণ আর তাপের সৃষ্টি করে। তাই এটি ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে।

আর অন্য কিছু ধ্বংস করে ১-২ কিলোমিটার ব্যাসার্ধে। মূলত পারমাণবিক বোমার বিকল্প হিসেবেই এটি তৈরি করা হয়েছে তাই এর ধ্বংসলীলা শুধু প্রাণীদের ওপরই হয় তবে অবকাঠামোর কোনো পরিবর্তন করে না। নিউট্রন বোমাতে নিউট্রন আর গামা রশ্মি বের হয়ে আসে। আর গামা রশ্মি বা এক্স-রে যে কোনো প্রাণীর জন্য চরম ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় বের হয়ে আসার কারণে প্রাণীর জৈবিক দেহ মরে যায়। নিউট্রন বোমাতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর লিড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটটিয়াম। ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন এই ধরনের বোমার ধারণা প্রথম দেন। ১৯৬৩ সালে নেভাদার মাটির নিচে প্রথম পরীক্ষা করায়। তবে জিমি কার্টার ১৯৭৮ সালে এর উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮১-তে এর পুনঃউৎপাদন শুরু করেন।

নাপাম বোমা : এটা আগুন সৃষ্টি করে,ভিয়েতনাম যুদ্ধে এই বোমার ব্যাপক ব্যবহার হয়েছিল,এই বোমায় ওখানে গ্রামের পর গ্রাম জ্বলছিল।

প্রশ্ন ৫৬ : বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?

A) রবীন্দ্রনাথ ঠাকুর B. বিষ্ণু দে

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

ব্যাখ্যা : বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।

প্রশ্ন ৫৭ : ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?

A. সাম্যবাদী B. জীবন- বন্দনা

উত্তর : জীবন – বন্দনা।

ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”

প্রশ্ন ৫৮ : মোট সেক্টর কমান্ডার কতোজন?

ক) ১৬ জন। খ) ১৯ জন।

উ : ১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)

প্রশ্ন ৫৯ : বৃহত্তম অর্থনীতির দেশ??

A) China B. Usa

উত্তর : USA

ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ — China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।

প্রশ্ন ৬০ : মুসলিম নারী জাগরনের কবি কে?

ক) বেগম রোকেয়া খ) শামসুন্নাহার

উত্তর : শামসুন্নাহার।

ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।

প্রশ্ন ৬১ : সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা______বেশী।

ক) কণ্টক খ) কীট

উত্তর : কণ্টক।

ব্যাখ্যা : পুষ্প = ফুল। ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়।

প্রশ্ন ৬২ : CPU তে কোনটি থাকে?

ক) register

খ) memory

উত্তর : register

ব্যাখ্যা : Register,CPU এর একটা অংশ,যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে।

প্রশ্ন ৬৩ : Control unit –

A) performs mathematical

operations

B. performs logical operations

C) directs the movement of

electrical signals

উত্তর : B.

ব্যাখ্যা : প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে।

প্রশ্ন ৬৪ : ভিটামিন সি বেশি আছে কোনটিতে?

ক) পেয়ারা

খ) আমলকি

উত্তর : আমলকি।

ব্যাখ্যা : আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা।

প্রশ্ন ৬৫ : আপেল এ কোন এসিড?

ক) ম্যালিক এসিড

খ) স্যালিক এসিড

উত্তর : ম্যালিক এসিড।

প্রশ্ন ৬৬ : সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?

ক) ৮ বর্গকিমি

খ) ৯ বর্গকিমি

উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)

প্রশ্ন ৬৭ : কোন বোমায় মানুষ মরে কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয় না?

ক) নাপাম বোমা

খ) নিউট্রন বোমা

উত্তর : নিউট্রন বোমা।

ব্যাখ্যা :

নিউট্রন বোমা: বিজ্ঞানের সর্বশেষ ধ্বংসকারী আবিষ্কার হলো এই নিউট্রন বোমা। তৈরি করেছে যুক্তরাষ্ট আর ফ্রান্স। এর বৈজ্ঞানিক নাম এনহ্যান্স রেডিয়েশন ওয়াপন। নিউট্রন রেডিয়েশন অস্ত্র নামেও পরিচিত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ঘর-বাড়ি, গাছপালার কোনো ক্ষতি করে না। শুধু প্রাণী ধ্বংস করে। এক থেকে দুই কিলোটনের একটি বোমার সাইজ। প্রচণ্ড বিস্ফোরণ আর তাপের সৃষ্টি করে। তাই এটি ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে।

আর অন্য কিছু ধ্বংস করে ১-২ কিলোমিটার ব্যাসার্ধে। মূলত পারমাণবিক বোমার বিকল্প হিসেবেই এটি তৈরি করা হয়েছে তাই এর ধ্বংসলীলা শুধু প্রাণীদের ওপরই হয় তবে অবকাঠামোর কোনো পরিবর্তন করে না। নিউট্রন বোমাতে নিউট্রন আর গামা রশ্মি বের হয়ে আসে। আর গামা রশ্মি বা এক্স-রে যে কোনো প্রাণীর জন্য চরম ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় বের হয়ে আসার কারণে প্রাণীর জৈবিক দেহ মরে যায়। নিউট্রন বোমাতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর লিড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটটিয়াম। ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন এই ধরনের বোমার ধারণা প্রথম দেন। ১৯৬৩ সালে নেভাদার মাটির নিচে প্রথম পরীক্ষা করায়। তবে জিমি কার্টার ১৯৭৮ সালে এর উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮১-তে এর পুনঃউৎপাদন শুরু করেন।

নাপাম বোমা : এটা আগুন সৃষ্টি করে,ভিয়েতনাম যুদ্ধে এই বোমার ব্যাপক ব্যবহার হয়েছিল,এই বোমায় ওখানে গ্রামের পর গ্রাম জ্বলছিল।

প্রশ্ন ৬৮ : কাজী নজরুল বাকরুদ্ধ হয় কয় বছর বয়সে?

ক) ৪০ বছর

খ) ৪৩ বছর

উত্তর : ৪৩ বছর।

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল।

প্রশ্ন ৬৯ : ঢাকা সিটিতে আসন সংখ্যা কয়টি?

ক) ১৫ টি

খ) ২০ টি

উত্তর : ১৫ টি।

ব্যাখ্যা : ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি কিন্তু সিটিতে আসন সংখ্যা ১৫ টি।

প্রশ্ন ৭০ : বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?

ক) ১১ টি

খ) ১২ টি

উত্তর : ১২ টি।

প্রশ্ন ৭১ : মোট বীর উত্তম কতজন?

ক) ৬৮ জন

খ) ৬৯ জন

উত্তর : ৬৯ জন।

ব্যাখ্যা : মোট বীর উত্তম ৬৯ জন কিন্তু স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮ জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ বীর উত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়।

প্রশ্ন ৭২ : ২৫ এপ্রিল,২০১৫ সালে নেপালে ভয়ংকর ভূমিকম্পের মাত্রা কতো ছিলো?

ক) ৭.৮

খ) ৭.৯

উত্তর : ৭.৮

ব্যাখ্যা : কিছু জায়গায় ৭.৯ উল্লেখ থাকলেও মূলধারার প্রায় সব মিডিয়াতেই ৭.৮ উল্লেখ আছে।

বিগত সালের চাকুরি নিয়োগ পরীক্ষায় 'বাংলা' থেকে আসা প্রশ্নোত্তরঃ

১) নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ – তস্কর।

২ যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র- মানিকজোড়।

৩) পর কে পালন করে যে – পরভৃৎ।

৪) প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত – শোওয়া।

৫) লাইলী-মজনু প্রণয়োনখ্যান সম্পাদনা করেন – আহমদ শরীফ।

৬) বিভুঁই শব্দে ’বি’ উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে – ভিন্নতা।

৭) উত্তম পুরুষ উপন্যাসের রচিয়তা – রশিদ করিম।

৮) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় – অহিংসা,(মানিক বন্দোপাধ্যায়)।

৯) ‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষত হইবার পর,আগে নয়।’ লেখাটি কার – আবুল মনসুর আহমদের।

১০) ঠিক বানানটি হলো- পূর্বাহ্ণ।

১১) সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে – ওস্কার।

১২) OMBUDSMAN ‘ এর বাংলা পরিভাষা হলো – ন্যায়পাল।

১৩) ‘to kick the bucket এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ – পটল তোলা।

১৪) আসাদের শার্ট কবিতাটির রচয়িতা – শামসুর রহমান।

১৫) লিপিকা যে ধরনের গ্রন্থ – গদ্য।

১৬) রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রুপ- সৌপ্তিক।

১৭) প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো – আনন্দ দান।

১৮) নিচের কোন বানানটি শুদ্ধ – নির্মীলিত।

১৯) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি – প্রভাবতী সম্ভাষন।

২০) আলাওলের রচনা নয় কোনটি – ইউসুফ- জোলাখা ( বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর।

২১) বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি – শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় ।

২২) মুখর এর বিপরীত শব্দ – মৌনী।

২৩) কোনটি শুদ্ধ – সমীচীন।

২৪) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে – সম্মানসূচক ডি.লিট।

২৫) কবর কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তভুক্ত হয় তখন জসীমউদ্দীন ছিলেন – বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

২৬) বাংলা ভাষার যতি চিহ্নর প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

২৭) সংশয় এর বিপরীতর্থক শব্দ – প্রত্যয়।

২৮) কবি সুফিয়া কামলের পৈতৃক নিবাস কোন জেলায় – কুমিল্লায়।

২৯) ‘যে নারীর সন্তান হয না ‘ তাকে এক কথায় কি বলে – বন্ধ্যা।

৩০) ’ফেলো কড়ি, মাখো তেঁল ‘ বলতে বোঝায় – আবদারহীন নগদ কারবার।

৩১) সমভিব্যাহার শব্দের অর্থ কী – একত্রে গমন।

৩২) ’কাকভূষন্ডি’ বাগধারর অর্থ কী – দীর্ঘায়ু ব্যক্তি।

৩৩) কোনটি চাঁদের সমার্থ শব্দ নয় – তুরগ ( ঘোরা) ।

৩৪) বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ সম্পর্কিত ধারনাকে খন্ডন করেছেন – আহমদ শরীফ।

৩৫) কোনটি পর্তুগিজ শব্দ নয় – আলবেলা।

৩৬) টষ্কার বলতে বোঝায় – ধনুকের ধ্বনি।

৩৭) ‘যাকে ভাষায় প্রকাশ করা যায় না’ – তাকে এককথায় বলে – অনির্বচনীয়।

৩৮) দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে – তেতাল্লিশ ।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন – কম্পিউটার টাইপিস্ট।

৩৯) ‘মা , তোর বদলখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’ – চরনটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর।

৪০) ’সবার উপর মানুষ সত্য , তাহার উপর নাই- পঙক্তিটি কে রচনা করেন – চন্ডীদাস।

৪১) ‘কুয়াসার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’- কে আসবেন – জীবনানন্দ দাশ।

৪২) সেলিনা হোসেন কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে – পোকামাকড়ের ঘরবসতি।

৪৩) কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি – নীলপদ্ম।

৪৪) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি গানটির প্রথম সুরকার কে -আবদুল লতিফ।

৪৫) বাংলার গদ্যের জনক বলা হয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

৪৬) কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে – তুমি ভাই আমার কাজটি করে দিও তো।

৪৭) কোন শব্দটি শুদ্ধ বানানো লেখা হয়েছে – দ্বন্দ্ব।

৪৮) জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি – একাত্তরের দিনগুলি।

৪৯) কোনটি মধ্যযুগের রচনা – মনসামঙ্গল।

৫০) বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি – লাল নীল দীপাবলি।

৫১) ভাষা আন্দোলনের ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে – মুনীর চৌধুরী।

৫২) ‘ঘর’ শব্দটির সমার্থক কোনটি – সদন।

৫৩) প্রমিত চলিত রীতির বাক্য কোনটি – খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।

৫৪) মুক্তিযুদ্ধ – ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো – বন্দী শিবির থেকে।

৫৫) চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা – সবুজপত্র।

৫৬) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় – মরমি গানটির রচয়িতা কে – লালন শাহ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – স্টোর কিপার।

৫৭) কোনটি বানানটি শুদ্ধ – স্বায়ত্তশাসন।

৫৮) ‘নকশী কাঁথার মাঠ’ কার লেখা – জসিমউদ্দিন।

৫৯) ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।

৬০) গবেষণা এর সন্ধি-বিচ্ছেদ- গো+ এষনা।

৬১) কোনটি শুদ্ধ বানান – সন্ন্যাসী।

৬২) ক্ষ এর বিশ্লিষ্ট রুপ – ক+ষ।

৬৩) যা বলার যোগ্য নয় , এক কথায় বলা হয় – অকথ্য।

৬৪) ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ – ইতি + আদি।

৬৫) কোন বানানটি শুদ্ধ – দূষনীয়।

৬৬) পিতামাতা শব্দটি কোন সমাস – দ্বন্দ্ব সমাস।

৬৭) ‘গোড়ায় গলদ’ বাগধারটির অর্থ কি – শুরুতে ভুল।

৬৮) বাক্যের মৌলিক উপাদান কোনটি – শব্দ।

৬৯) কোন বানানটি শুদ্ধ – নিরীহ।

৭০) “মেঘে বৃষ্টি হয়” একানে মেঘ কোন কারক – অপাদান কারক।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের অধীন BRTA – মোটরযান পরিদর্শক।

৭১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক – কৃষ্ণকুমারী ।

৭২) সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি – ভ্রমন কাহিনী।

৭৩) পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয় হলো – মুক্তিযুুদ্ধ।

৭৪) বাগধার অর্থ নির্ণয় করুন:ঘটিরাম – মূর্খ।

৭৫) নিচের কোন বানানটি সঠিক – বিভীষিকা।

৭৬) জসীমউদ্দীন কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত – রাখালী।

৭৭) এককথায় প্রকাশ করুন: ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।

৭৮) লাবণ্য কোন উপন্যাসের চরিত্র – শেষের কবিতা।

৭৯) নিচের কোনটি সমরেশ বাবুর ছদ্দনাম – কালকূট।

৮০) নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা – সপ্তম।

৮১) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয় – ধ্বনিতত্ত্ব।

৮২) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়।

৮৩) স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ – সু+আগত।

৮৪) চাঁদ শব্দের সমার্থক কোনটি – বিধু।

৮৫) কুল কাঠের আগুন এর সঠিক অর্থ কোনটি – তীব্র জ্বালা।

৮৬) তিলে তৈল হয় এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি – অপাদানে ৭মী।

৮৭) নিচের কোনটি সঠিক -সুধী।

৮৮) ‘তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো’ বাক্যটি কোন দোষে দুষ্ট – দুর্বোধ্যতা।

৮৯) নিচের কোনটি মিশ্র শব্দ – খ্রিষ্টাব্দ।

৯০) মৌলিক স্বরধ্বনি কোনটি – ই।

প্রবাসী কল্যাণ ব্যাংক – সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।

৯১) নিচের কোনটি প্রবন্ধের বই – কালান্তর।

৯২) সৌম্য এর বিপরীত শব্দ – উগ্র।

৯৩) কোনটি সঠিক – ভদ্রোচিত।

৯৪) বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে – ফারসি ভাষা থেকে।

৯৫) এপিটাফ শব্দের অর্থ – সমাধি-লিপি।

৯৬) অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কিবলে – অকালবোধন।

৯৭) জাতি+অভিমান – জাত্যভিমান।

৯৮) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়।

৯৯) যার কোনো মূল্য নেই-এর সমার্থক বাগধারা কোনটি – ঢাকের বাঁয়া।

১০০) একাদশে বৃহষ্পতি অর্থ- সুসময়।

১০১) নিচের কোন বানানটি শুদ্ধ -নীরস।

১০২) বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ- বেহায়াপনা।

১০৩) সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয় – সমস্ত পদ।

১০৪) নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে – ননদ।

১০৫) কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ – সম+চয়= সঞ্চয়।

১০৬) গোঁপ খেজুরে কোন সমাস – ব্যধিকরণ বহুব্রীহি।

১০৭) সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ – সংযুক্ত।

১০৮) অগ্রজ-এর বিপরীতার্থক শব্দ কোনটি – অনুজ।

১০৯) তপুকে আবার ফিরে পাব, একথা ভুলেও ভাবিনি কোন দিন, নিম্মের কোনটি থেকে নেয়া – একুশের গল্প।

১১০) নিরানব্বইয়েল ধাক্কা বাগধারাটির অর্থ – সঞ্চয়ের প্রবৃত্তি।

১১২) আপণ শব্দটির অর্থ – দোকান।

১২৩) যার কোন কিছু থেকেই ভয় নেই-এক কথায় প্রকাশ কি – অকুতোভয়।

১২৪) শুদ্ধ বানান কোনটি – বিভীষিকা।

১২৫) সওগাত শব্দের অর্থ- উপহার।

১২৬) অশুদ্ধ বানান কোনটি – ভূল ( সঠিকটি-ভুল)।

১২৭) খক্ষ-এর সমার্থাক শব্দ নয় কোনটি – ভল্ল।

১২৮) নিচের কোন বানানটি শুদ্ধ – সংশ্রব/ধস।

১২৯) ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ – ষট্+ ঋতু।

১৩০) সিংহাসন শব্দটি কোন সমাস – মধ্যপদলোপী কর্মধারয়।

১৩১) যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে -মমস্যমান পদ।

১৩২) জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় কী – জাল + ইয়া।

১৩৩) মকমক হলো – ব্যাঙের ডাক।

১৩৪) কোকিল শব্দটির সমার্থক শব্দ কোনটি – পিক।

১৩৫) তাতা শব্দটির বিপরীত শব্দ – ঠান্ডা।

১৩৫) প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্দনাম – বীরবল।

১৩৬) কোন বাক্যটি শুদ্ধ – তুমি চিরজীবী হও।

১৩৭) পরিভাষা শব্দের অর্থ কী – সংক্ষেপণার্থ।

১৩৮) নিচের কোনটি মৌলিক শব্দ – মুখ।

১৩৯) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কোনটি – কুহেলিকা।

১৪০) সত্য যে কঠিন , কঠিনেরে ভালোবাসিলাম -সে কখনো করে না বঞ্চনা। কবিতাংশটি কার – রবীন্দ্রনাথ ঠাকুর।

১৪১) পৌ + অক = পাবক।

১৪২) বলার ইচ্ছা’কে এক কথায় কি বলে – বিবক্ষা।

১৪৩) মা-বাবার সেবা কর। এটি কি ধরনের বাক্য – অনুজ্ঞাসূচক।

১৪৪) ইতিকথা শব্দের অর্থ কি – ইতিহাস।

১৪৫) বহুকেন্দ্রিক এর ইংরেজী – polycentric.

১৪৬) Jingling of anklet এর বাংলা কি – নূপুরের ঝুনুঝুনু।

১৪৭) দুটো বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে তাদের মাঝে কি চিহ্ন বসে – সেমিকোলন।

বিভিন্ন ব্যাংকে বিগত নিয়োগ পরীক্ষায় আসা “ বাংলা” প্রশ্নোত্তরসমূহঃ পার্ট ০১

১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ গোপন রাখার প্রয়াস

২) কোনটি পরিচ্ছদ শিমুল

৩) যৌগিক বিশোষণের উদাঃ পন্ডিত জনোচিত উক্তি

৪) প্রত্যয়ান্ত শব্দ পিপাসা

৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ মুমূর্ষু, সংঘর্ষ,বিমর্ষ

৬) কোনটি অঙ্গ ভূষণ মেখলা

৭) Transliteration এর পরিভাষা প্রতিবর্ণীকরণ

৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন মুনীর চৌধুরী

৯) পদাবলীর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর১০) এক জাতীয় নয় তনয়

১১) শামসুর রাহমানের গদ্য গন্থ স্মৃতিরশহর

১২) তুলনাজ্ঞাপক শব্দ প্রমিত

১৩) লোকটা যে পিছনে লেগেইরয়েছে, কী বিপদ!! এখানে কী বিরক্তি বোঝায়

১৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা কবিতা

১৫) সমার্থক নয় মরৎ

১৬) The window panes steamed up এর বাংলা জানালার কাচ ঝাপসা হয়ে গেল

১৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য পুবের হাওয়া

১৮) সমাস গঠিত শব্দ নরপুঙ্গর ( দ্বন্দ্ব সমাস)

১৯) যৌবন এর বিপরীত শব্দ জরা

২০) ছেমড়া শব্দটি সংস্কৃত

২১) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক পান হরিশংকর জলদাস

২২) জাফর ইকবালের প্রথম প্রকাশিতসায়েন্স ফিকশন কপোট্রনিক সুখ দুঃখ(১৯৭৬)

২৩) চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী

২৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ

২৫) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন শামসুর রাহমান

২৬) শুব্দ বানান মুমূর্ষু

২৭) যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা

২৮) দশানন কোন সমাস বহুব্রীহি

২৯) Executive এর পরিভাষা নির্বাহী

৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ পরি+আলোচনা

৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় মেধা + বিণ

৩২) গোঁফ খেজুরে অর্থ নিতান্ত অলস

৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি সম্প্রদানে ৭মী

৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় বারি

৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ নাছোড় বান্দা

৩৬) লাঠা লাঠি বহুব্রীহি সমাস

৩৭) ভুল প্রতিশব্দ ইচ্ছা- পরশ্রীকাতরতা

৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন রুপকথা

৩৯) সৌম্য এর বিপরীত উগ্র

৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য জীবিত থেকেও যে মৃত

বিভিন্ন ব্যাংকে বিগত নিয়োগ পরীক্ষায় আসা “ বাংলা” প্রশ্নোত্তরসমূহঃ পার্ট ০২

১) আপদ এর বিপরীত শব্দ সম্পদ

২) ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যৎ

৩) শান্ত এর বিপরীত শব্দ অনন্ত

৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ কৃতজ্ঞ

৫) অশুদ্ধ বাক্য সর্বদা পরিস্কৃত থাকিবে

৬) শুদ্ধ বাক্য তুমি কি ঢাকা যাবে??

৭) শুদ্ধ বাক্য রহিমা পাগল হয়ে গেছে

৮) শুদ্ধ বাক্য বুনো ওল, বাঘা তেতুল

৯) বায়ু শব্দের সমার্থক শব্দ বাত

১০) চাঁদ এর সমার্থক শব্দ নিশাপতি

১১) সমুদ্র শব্দের সমার্থক পাথার

১২) রাজা শব্দের সমার্থক নরেন্দ্র

১৩) জল শব্দের সমার্থক শব্দ অম্বু

১৪) কৌমুদির প্রতিশব্দ নয় নলিনী

১৫) অরুন এর প্রতিশব্দ নয় বিজলী

১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় তোয়

১৭) রামা এর প্রতিশব্দ নয় সুত

১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে সম্প্রদান ৭ মী বিভক্তি

১৯) পৌরসভা কোন সমাস ৬ষ্ঠী তৎপুরুষসমাস

২০) অর্ক এর প্রতিশব্দ নয় অনিল

২১) কোনটি সঠিক আপাদমস্তক

২২) দশানন কোন সমাস বহুব্রীহি সমাস

২৩) ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যত

২৪) রক্ত করবী নাটক

২৫) বসুমতী শব্দের সমার্থক ধরিত্রী

২৬) পরার্থ শব্দের অর্থ পরোপকার

২৭) যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা

২৮) সাত সাগরের মাঝি কাব্য ফররুখ আহমেদ এর

২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ বৃষ+তি

৩০) রবীন্দ্রনাথের রচনা নয় বিষের বাঁশী

৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে কর্মকারক

৩২) বনফুল যার ছদ্মনাম বলাইচাঁদমুখোপাধ্যায়

৩৩) surgeon এর পরিভাষা শল্য চিকিৎসক

৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতনকার কবিতার লাইন মাইকেল মধুসূদনদত্ত

৩৫) ব্যথার দান কাজী নজরুল রচিত গল্প

৩৬) সংশপ্তক কার শহীদুল্লাহ কায়সার

৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ পরি+আলোচনা

৩৮) অম্বর শব্দের অর্থ আকাশ

৩৯) নিরানব্বইয়ের ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি

৪০) শুদ্ধ বানান পিপীলিকা

৪১) প্রবচন পুরোনো চাল ভাতে বাড়ে

৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ প্রত্যয়জনিত কারনে।

বিভিন্ন ব্যাংকে বিগত নিয়োগ পরীক্ষায় আসা “ বাংলা” প্রশ্নোত্তর সমূহঃ পার্ট ০৩

১) কোন বানানটি সঠিক ভদ্রোচিত

২) উনপাঁজুরে শব্দরে অর্থ দুর্বল

৩) উত্তম পুরুষের উদাঃ আমি

৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন গোধূলী

৫) যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান

৬) আকাশ শব্দের সমার্থক নয় হিমাংশু

৭) দেশী শব্দ চাল, চুলা

৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ বিয়োগ

৯) কোনটির লিঙ্গান্তর হয় না কবিরাজ

১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেনএর শুব্দ রুপ সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন

১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ কৃদন্ত শব্দ

১২) ধাতু কয় প্রকার ৩ প্রকার

১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

১৪) দশে মিলে করি কাজ এখানে দশে কর্তৃকারকে ৭মী বিভক্তি

১৫) স্বরসংগতির উদাহরন দেশী> দিশী

১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় অধিকরণে ৭মী বিভক্তি

১৭) যে বহু বিষয় জানে বহুজ্ঞ

১৮) যৌগিক স্বরধ্বনি ঐ

১৯) সূর্য এর প্রতিশব্দ নয় হিমকর

২০) কবর কবিতাটি কোন কাব্যের রাখালী

২১) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর

২২) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি

২৩) হাজার বছর ধরে রচনা করেন জহির রায়হান

২৪) এখানে তোর দাদির কবর ডালিমগাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে দুই নয়নের জলে।এর পরের লাইন — এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ

২৫) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন — জহির রায়হানের একুশের গল্পের উক্তি

২৬) রবীন্দ্রনাথ নোবেল পান ১৯১৩ সালে

২৭) রবীন্দ্রনাথের রচনা নয় মৃত্যু ক্ষুধা

২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি বন্দোপাধ্যায়

২৯) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন ২১ বছরে

৩০) রবীন্দ্রনাথের জন্ম ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা

৩১) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট জহির রায়হানের রচনা

৩২) মহাশশান মহাকাব্য কায়কোবাদ রচনা করেন

৩৩) সনেট এর পংক্তি ১৪ টি

৩৪) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত

৩৫) পদ্মা নদীর মাঝি যার লেখা মানিক বন্দোপাধ্যায়

৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় নৌকাডুবি

৩৭) রাজবন্দীর জবানবন্দী কার কাজী নজরুল ইসলাম

৩৮) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরেরলাইন কূলে একা বসে আছি, নাহি ভরসা

৩৯) যা অধ্যয়ন করা হয়েছে অধীত

৪০) যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী

বিভিন্ন  ব্যাংকে বিগত নিয়োগ পরীক্ষায় আসা “ বাংলা” প্রশ্নোত্তর সমূহঃ পার্ট ০৪

১) কষ্টে অতিক্রম করা যায় যা দুরাতিক্রম্য

২) The rose is a fragrant flower এর বাংলা গোলাপ সুগন্ধি ফুল

৩) পত্রের গর্ভাংশ বলে মূল বিষয়কে

৪) কে জানে দেশে সুদিন আসবেকিনা। বাক্যটি প্রকার করে অনশ্চিয়তা

৫) প্রদীপ নিভে গেল। বাক্যটি সাধারণ অতীত কালের

৬) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আঃ গাফফারচৌধুরী

৭) সংশয় এর বিপরীত প্রত্যয়

৮) আরোহন এর বিপরীত অবরোহণ

৯) সূর্য এর প্রতিশব্দ আদিত্য

১০) জসীমউদদীন রচিত গ্রন্থ সোজন বাদিয়ার ঘাট

১১) শুদ্ধ বাক্য আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী

১২) শুদ্ধ বানান আলস্য, ঘূর্ণায়মান

১৩) প্রতিশব্দ নয় আগুন কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ

১৪) যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য সত্যবাদীকে সকলে বিশ্বাস করে

১৫) সঠিক অর্থ সমূহ হাতের পাঁচ- শেষসম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম, কাকনিদ্রা- অগভীরনিদ্রা, শিরে সংক্রান্তি আসন্নবিপদ, একচোখা পক্ষপাত দুষ্টু

১৬) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম

১৭) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অগ্নিবীণা

১৮) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা জীবনানন্দ দাশ

১৯) মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারত চন্দ্র

২০) হরতাল গুজরাটি শব্দ

২১) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেন

২২) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা জসীম উদদীন

২৩) শরৎচন্দ্রের রচনা নয় চোখের বালি

২৪) শুদ্ধ বানান স্বায়ত্তশাসন

২৫) অপপ্রয়োগের দৃষ্টান্ত একত্রিত

২৬) শকট শব্দের অর্থ মাছ

২৭) শেষ লেখা কি জাতীয় রচনা কাব্য

২৮) যে বিষয়ে কোন বিবাদ নেই অবিসংবাদী

২৯) কাজলা দিদি কি যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা

৩০) নীল দর্পন নাটক প্রকাশিত হয় ঢাকা থেকে

৩১) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় ১৮৬১সালে

৩২) পদ্মাবতী কার রচনা আলাওল

৩৩) ভানুসিংহ যার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪) রবীন্দ্রনাথ নোবেল পান ১৯১৩ সালে

৩৫) বাংলা উপসর্গ অনা

৩৬) চন্ডীদাস যে যুগের কবি মধ্যযুগ

৩৭) কলা দেখানো অর্থ ফাঁকি দেয়া

৩৮) বেগম রোকেয়ার রচনা নয় পদ্মনী

৩৯) প্রথম বাংলা পত্রিকা দিকদর্শন

৪০) হাত চালাও মানে তাড়াতাড়ি করা

৪১) কোন রচনার জন্য নজরুলের জেল হয় আনন্দময়ীর আগমনে

৪২) বঙ্কিম এর বিপরীত ঋজু

বিভিন্ন ব্যাংকে বিগত নিয়োগ পরীক্ষায় আসা “ বাংলা” প্রশ্নোত্তর সমূহঃ পার্ট ০৫

১) অপোগন্ড শব্দের অর্থ অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ

২) বাবা তুর্কি শব্দ৩) বাজারে কাটা অর্থ বিক্রি হওয়া

৪) বীরবল ছদ্মনাম প্রমথ চৌধুরী

৫) সওগাত শব্দের অর্থ উপহার

৬) ব্যাঘাত এর বিশেষণ ব্যাহত

৭) ফুলদানি শব্দের দানি- র ভাষিক পরিচয়, শব্দপ্রত্যয়

৮) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন মধুসূদন দত্ত

৯) বিলাসী গল্পটি শরৎচন্দ্রের

১০) সিডর সিংহলি ভাষার শব্দ

১১) দোহারা শব্দের অর্থ মোটাও নয়,রোগাওনয়

১২) অপপ্রয়োগের দৃষ্টান্ত নির্ভরশীলতা

১৩) Barren শব্দরে অর্থ ঊষর

১৪) অশুদ্ধ বানান মরুদ্যান, আয়ত্ব

১৫) জঙ্গম শব্দের অর্থ গতিশীল

১৬) পাঞ্জেরী কবিতাটি ফররুখ আহমেদ এর

১৭) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ ক্ষুধ+নিবৃত্তি

১৮) বায়স শব্দের অর্থ কাক

১৯) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা লাঙ্গল

২০) কবর নাকটটি মুনীর চৌধুরীর

২১) বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২২) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় ধ্বনিতত্ত্বে

২৩) রাবণের চিতা বাগধারার অর্থ চির অশান্তি

২৪) শিখা পত্রিকা কোন সংগঠনের মুসলিম সাহিত্য সমাজ

২৫) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর রচনা প্রবন্ধ

২৬) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ বিশেষ

২৭) আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা ঈশ্বরী পাটনীর

২৮) দশে মিলে করি কাজ বাক্যে দশে কর্তৃকারকে ৭মী বিভক্তি

২৯) নজরুল কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে কবিদার জন্য

৩০) বেগম রোকেয়ার রচনা মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী

৩১) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার কথা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

৩২) বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর

৩৩) এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে করনে ৭মী

৩৪) জানালা শব্দটি ফারসি শব্দ৩৫) বাংলা ভাষার প্রথম সাময়িকী দিক দর্শন

৩৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলাভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে

৩৭) বসন্তকুমারী নাটকের রচয়িতা মীর মশাররফ হোসেন

৩৮) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত

৩৯) পড়েছি মোগলের সাথে খানা খেতে হবে এক সাথে। এর অর্থ বিপদে পড়ে কাজ করা।

বিভিন্ন  ব্যাংকে বিগত নিয়োগ পরীক্ষায় আসা “ বাংলা” প্রশ্নোত্তর সমূহঃ পার্ট ০৬

১) শুদ্ধ বানান -মুহুর্মুহু

২)যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী বাচক শব্দ আছে -ভাই

৩) টীকা ভাষ্য বাগধারাটির অর্থ -দীর্ঘ আলোচনা

৪) পাথরে পাঁচ কিল অর্থ -প্রবল সৌভাগ্য

৫) বহুব্রীহি সমাস -দশানন

৬) পানির সমার্থক শব্দ -উদক

৭) কোথাও উন্নত কোথাও অবনত- বন্ধুর

৮) যা লাফিয়ে চলে -প্লবক

৯) বিপদে মোরে রক্ষাকর এ নহে মোর প্রার্থনা -সরল বাক্য

১০) তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি -সরলবাক্য

১১) মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে -৫টি

১২) মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য -বীরাঙ্গনা

১৩) রবীন্দ্রনাথ সুভাষ চন্দ্রকে উৎসর্গ করেন -তাসের দেশ

১৪) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ -নীলদর্পন

১৫) চর্যাপদের পদগুলি টীকার মাধ্যমে ব্যাখা করেন -মুনি দত্ত

১৬) জহির রায়হানের রচনা -আরেক ফাল্গুন

১৭) নজরুল রচিত নাটক -ঝিলিমিলি

১৮) মুনির চৌধুরী রচিত কবর একটি -নাটক

১৯) পঞ্চতন্ত্র রচনা করেন -সৈয়দ মুজতবা আলী

২০)শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন-বড়ু চন্ডীদাস

২১) সমুদ্র শব্দের সমার্থক -পাথার

২২) ঐহিক এর বিপরীত শব্দ -পারত্রিক

২৩) নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ -ক্ষুদ্রার্থে

২৪) দ্বিগু সমাস -চৌরাস্তা

২৫) যার চক্ষুলজ্জা নাই -চশমখোর

২৬) যা অবশ্যই ঘটবে -অবশ্যম্ভাবী

২৭) শুদ্ধ বানান -স্বায়ত্তশাসন

২৮) শুদ্ধ বানান -অগ্নিবীণা

২৯) ধর্মের ষাঁড় বাগধারার অর্থ -স্বার্থপর

৩০) একচোখা -পক্ষপাত দুষ্টু

৩১) বাংলায় স্বরবর্ণ -১১ টি

৩২) বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা -নজরুল ইসলাম

৩৩) বিষাদসিন্ধু যাঁর রচনা- মীর মশাররফ হোসেন

৩৪) চর্যাপদের কবির সংখ্যা -২৩ জন

৩৫)সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি -ঈশ্বরচন্দ্র গুপ্ত

৩৬) চর্যাপদ আবিষ্কার করেন -হরপ্রসাদ শাস্ত্রী

৩৭) মধ্যযুগের কাব্যের একটি ধারা -মঙ্গল কাব্য

৩৮) মাত্রাহীন বর্ণ -১০টি

৩৯)রোহিণী চরিত্রটি -কৃষ্ণকান্তের উইলউপন্যাসের

৪০) আমার সোনার বাংলা কবিতার প্রথম -১০ লাইন জাতীয় সঙ্গীত

৪১) ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব -হীরক জয়ন্তী

৪২) ভুল সন্ধি বিচ্ছেদ -দু+ লোক= দ্যুলোক

৪৩) বাবা শব্দটি -তুর্কি

৪৪) হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে। এখানে -দিয়ে হলো -অনুসর্গ

৪৫) বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। বাক্যটির চিনিপাতা -করণ কারক

৪৬) সংবাদপত্র -মধ্যপদলোপী কর্মধারয় সমাস

৪৭) ভানুমতির খেল মানে -ভেলকিবাজি

৪৮) সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে -বচনের ভুল

৪৯) বাংলা গদ্যরীতির জনক -বিদ্যাসাগর

৫০) ছায়া হরিন যাঁর রচনা -আহসান হাবীব

৫১) সুসময়ের বন্ধু -বসন্তের কোকিল

৫২) সমুদ্র শব্দের সমার্থক নয় -অদ্রি

৫৩) অশুদ্ধ বানান -ভূল

৫৪) খদ্দর -গুজরাটি শব্দ

৫৫) সঠিক ণ এর ব্যবহার হয়েছে -তৃষ্ণা শব্দে

৫৬) জাতি+ অভিমান -জাত্যভিমান

৫৭) কোনটি প্রবন্ধ -কালান্তর

৫৮) ক্ষুদ্র অর্থে উপ ক্যবহৃত হয়েছে-উপসাগর

৫৯) কন্যার সমার্থক শব্দ নয় -সহোদরা

৬০) বাহুল্যদোষে দুষ্টু শব্দটি -অধীনস্থ

৬১) অসমাপ্ত আত্নজীবনীর লেখক -শেখ মুজিবুর রহমান

চাকরি পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ বাক্যসংকোচন

যিনি বিদ্যা লাভ করিয়াছেন -- কৃতবিদ্য (সোনলী & জনতা ২০২০)

বহু দেখেছে যে -- ভূয়োদর্শী ( আট ব্যাংক ২০১৯)

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -- ইতিহাসবেত্তা (পূবালী ব্যাংক ১৯)

মকমক হলো -- ব্যাঙের ডাক (সিনিয়র অফিসার ১৮)

অকালে যাকে জাগরণ করা হয় -- অকালবোধন ( প্রবাসী কল্যান ব্যাংক ১৮)

যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে -- প্রোষিতপত্নীক (কৃষি ব্যাংক ১৭)

অনুকরণ করার ইচ্ছা -- অনুচিকীর্ষা (রাকৃউবি ১৭)

বিশ্বজনের হিতকর -- বিশ্বজনীন (প্রবাসী কল্যান -১৭)

যে নারীর হিংসা নেই -- অনসূয়া (বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন)

টঙ্কার --- ধনুকের ধ্বনি (উত্তরা ব্যাংক)

যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয় (উত্তরা ব্যাংক ১৭)

এক থেকে শুরু করে ক্রমাগত -- একাদিক্রমে (পূবালী ব্যাংক ১৩)

যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -- অবিমৃষ্যকারী (রাকৃউব ১১)

যা লাফিয়ে চলে -- প্লবগ (সোনালী ব্যাংক ১০)

যার কিছু নেই-- অকিঞ্চন (রুপালী ব্যাংক ২০১০)

সম্পূর্নরুপে বিবেচনা করা হয় নাই এমন -- অসমীক্ষিত (রুপালী ২০১০)

বৃষ্টির জল --- শীকর

গোপন করার ইচ্ছা -- জুগুপ্সা

আজীবন সধবা যে নারী -- চিরায়ুস্মতী (তিতাস গ্যাস ২০১১)

যা দীপ্তি পাচ্ছে -- দেদীপ্যমান (বিবি এডি ২০১০)

দশ চক্রে ভগবান ভূত -- দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা (জনতা ২০১১)

বাঘের চামড়া-- কৃত্তি (সিটি ব্যাংক ১১)

যে ব্যক্তির দুহাত সমানে চলে -- সব্যসাচী

যা বিনা যত্নে উৎপন্ন হিয়েছে--- অযত্নসম্ভূত

রাজহাসের ডাক -- ক্রেকার

দুইয়ের মধ্যে একটি-- অন্যতর

যার বসন আলগা-- অসংবৃত

চক্রের প্রান্তভাগকে বলা হয়-- চক্রধারা

শুভক্ষনে জন্ম যার -- ক্ষনজন্মা

হরিণের চামড়া -- অজিন

যে জমিতে ফসল জন্মায় না-- ঊষর

পাওয়ার ইচ্ছা-- ঈপ্সা

বিশ্বজনের  হিতকর-- বিশ্বজনীন

যা প্রমান করা যায় না-- অপ্রমেয়

একই সময়ে বর্তমণ -- সমসাময়িক

গাছে উঠতে পটু যে -- গেছো

গম্ভীর ধ্বনি-- মন্দ্র

মুক্তি পেতে ইচ্ছুক-- মুমুক্ষু

সম্মুখে অগ্রসর হয়ে -- প্রত্যুদগমন

রাত্রির শেষভাগ -- পররাত্র

যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে--- জাতিস্মর

যে বস্তি থেকে উৎখাত হয়েছে-- উদ্বাস্তু

ঋষির ন্যায় --- ঋষিকল্প

শোনা যায় এমন -- শ্রুতিগ্রাহ্য

অবক্ষ জলে নেমে স্নান-- অবগাহন

ভোজন করার ইচ্ছা ----বুভুক্ষা

আপনাকে পন্ডিত মনে করে যে---- পন্ডিতন্মন্য

যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় --- মাধুকরী

কর দান করে যে---- করদ

যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ

দ্বারে থাকে যে--- দৌবারিক

কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ

যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান

আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী

জয় সূচনা করে এরুপ তিথি -- শুভ তিথি

যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারন

শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ

ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি -- ঋত্বিক

চোখের কোন -- অপাঙ্গ

অলংকারের ধ্বনি -- শিঞ্জন

সৃষ্টি করার ইচ্ছা -- সিসৃক্ষা

খাতা পত্র রাখার ঘর -- দপ্তরখানা

আকাশ ও পৃথিবী -- ক্রন্দসী

আট বছর বয়সী কন্যা -- গৌরী

জেষ্ঠ্যর বর্তমানে কনিষ্ঠের বিয়ে -- পরিবেদন

যে অন্যের লেখা চুরী করে -- কুম্ভিলক

কল্পনার দ্বারা রচিত মূর্তি -- ভাবমূর্তি

যে বিষয়ে কোনো বিতর্ক নেই -- অবসংবাদী

মোটাও নয়, রোগাও নয়---- দোহারা

যে ভরণ পোষন করে -- ভর্তা

বাইরের জগৎ সম্পর্কে যার জ্ঞান নেই -- কূপমন্ডূক

শোক দূর হয়েছে যার--- বীত শোক

নারী নিয়ে যতো এক কথায় প্রকাশ

যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা।

যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী।

যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।

যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী।

যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।

যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া।

যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা।

যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।

যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।

যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী।

যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।

যে নারী বীর = বীরাঙ্গনা।

যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা।

যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।

যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।

নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।

যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।

যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা।

২৫টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দের অর্থ মনে রাখুন, যেগুলো প্রায়ই পরীক্ষায় আসে

১. "উনপাঁজুরে" শব্দরে অর্থ – দুর্বল

২. "সায়র" শব্দের অর্থদিঘি

৩. "পার্বণ" শব্দের অর্থউৎসব

৪. "লেফাফা" শব্দের অর্থমোড়ক

৫. "আদিখ্যেতা" শব্দের অর্থ ন্যাকামি

৬. "চয়ন" শব্দের অর্থসম্ভার

৭. "অর্ঘ" শব্দের অর্থ মূল্য

৮. "সোপান" শব্দের অর্থসিঁড়ি

৯. "মূঢ়তা" শব্দের অর্থ-অনভিজ্ঞতা

১০. "অনিন্দ্য" শব্দটির অর্থ –-নিখুঁত

১১. "নির্নিমেষ" শব্দটির অর্থ –-অপলক

১২. "বায়স" শব্দের অর্থ –-কাক

১৩. "হাতে আসা" এর যথার্থ অর্থ -- আয়ত্তে আসা

১৪. "খেচর" শব্দের অর্থপাখি

১৫. "প্রথিতযশা" শব্দের অর্থখ্যাতনামা

১৬. "আদ্যোপান্ত" শব্দের অর্থ আগাগোড়া

১৭. "দুহিতা" শব্দের অর্থকন্যা

১৮. "সমীরণ" শব্দের অর্থবাতাস

১৯. "অভিরাম" শব্দের অর্থসুন্দর

২০. "আভরণ" শব্দের অর্থঅলংকার

২১. "উপাদান" শব্দের অর্থউপকরণ

২২. "অনীক" শব্দের অর্থ- সৈনিক

২৩. "উপরোধ" শব্দের অর্থ কী ?- অনুরোধ

২৪. "আভরণ" শব্দের অর্থ – অলংকার

২৫. "পরার্থ" শব্দের অর্থ – পরোপকার

এক নজরে “ফিফা_বিশ্বকাপ ফুটবল ২০২২

আসর: ২২তম

সময়কাল - (২০ নভেম্বর- ১৮ ডিসেম্বর, ২০২২)।

আয়োজক দেশ- কাতার।

মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৬৪টি।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল- ৩২টি।

  সর্বশেষ (৩২তম) দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে- কোস্টারিকা।

টুর্নামেন্টে মোট গোল সংখ্যা- ১৭২টি।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- আর্জেন্টিনা V ফ্রান্স (১৮ ডিসেম্বর, ২০২২- কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে)।ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩য়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

রানার্স আপ- ফ্রান্স।

তৃতীয় স্থান লাভ করে- ক্রোয়েশিয়া।

চতুর্থ স্থান লাভ করে- মরক্কো।

‘ফেয়ার প্লে ট্রফি পায়- ইংল্যান্ড।

সেরা খেলোড়ার হিসেবে ‘গোল্ডেন বল পান- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার ‘গোল্ডেন বল লাভ করেন নিওনেল মেসি (প্রথমবার গোল্ডেন বল লাভ করেন- ২০১৪ সালে)।

ব্যক্তিগত সর্বেোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট লাভ করেন- ফ্রান্সের ‘কিলিয়ান এমবাপ্পে (৮টি গোল)।

সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে ‘গোল্ডেন গ্লাভস পান- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।

সেরা উদীয়মান (তরুণ) খেলোয়াড় এর পুরস্কার লাভ করেন- এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।

এই সাধারণ জ্ঞানগুলো বারবার চাকরি পরীক্ষায় আসে

# গৌড়ীয় ব্যাকরণ লেখক : রাজা রামমোহন রায়

# সাত সাগরের মাঝি কবিতা : ফররুখ আহমদ

# আরেক ফাল্গুনের লেখক: জহির রায়হান

# পল্লী কবি কে: জসীম উদ্দিন

# অনামিকা নামের রহস্য বই : শাবলু শাহাবউদ্দিন

# মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তরঃ ১০

# রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাষ্কর্যটির শিল্পী কে? উত্তরঃ মৃণাল হক

# ‘পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ সঞ্চয় ভট্রাচার্য

# মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ করতোয়া

#  জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে? উত্তরঃ লুই আই কান

# স্বাধীনতালগ্নে বাংলাদেশের জেলা কতটি? উত্তরঃ ১৯টি

#  সরকার রাষ্ট্র গঠনের কততম  উপাদান?উত্তরঃ ৩য়

# সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়? উত্তরঃ পাগ-মার্গ

# সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১ম ইংরেজ দূত কে?  উত্তরঃ ক্যাপ্টেন হকিন্স

# ঢাকার “ধোলাই খাল কে খনন করেন?  উত্তরঃ ইসলাম খান

# সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? উত্তরঃ ৪১ নং

#  ”রোসাটম কোন দেশের জাতীয় বিমান সংস্থা? উত্তরঃ রাশিয়ার

#  ওয়াটারলু যুদ্ধ হয় কোন সালে? উত্তরঃ ১৮১৫ [বেলজিয়ামে]

# বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? উত্তরঃ অস্ট্রেলিয়া

# “জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? উত্তরঃ ৮

# মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট

#  লাওসের (Laos) সরকারি নাম কি? উত্তরঃ Laos People’s Democratic Republic

#  MICR এর পূর্ণরূপ কি? উত্তরঃ Magnetic Ink Character Reader

#  হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? উত্তরঃ আমিষ

মুজিব বর্ষ নিয়ে ১০০ দিনের কুইজ থেকে বিসিএসসহ অন্যান্য চাকরি পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবে

১। ‘মুজিব বর্ষ কী?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)।

২। মুজিব বর্ষের সময়কাল কত?

উত্তর: ১৭ মার্চ ২০২০১৭ মার্চ ২০২১।

৩। ‘মুজিব বর্ষ ঘোষণা করেন কে?

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে?

উত্তর: ১০ জানুয়ারি ২০২০ থেকে।

৫। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা।

৬। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে?

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান/সরকারের কোন বিভাগ?

উত্তর: সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

৮। মুজিব বর্ষ উদ্যাপনে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কী?

উত্তর: www.mujib100.gov.bd

৯। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে?

উত্তর: সব্যসাচী হাজরা।

১০। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন?

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ জানুয়ারি ২০২০।

১১। মুজিব বর্ষের উদ্বোধন করা হবে কবে?

উত্তর: ১৭ মার্চ ২০২০ (জাতীয় প্যারেড স্কয়ারে)।

১২। ইউনেসকোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?

উত্তর: ৪০তম।

১৩। ‘মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়?

উত্তর: ১ মার্চ।

১৪। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে?

উত্তর: চারটি (একটি স্বর্ণমুদ্রা, একটি স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট)।

১৫। ‘মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হ্য়ওয়ার কথা ছিল কবে?

উত্তর: ৫ সেপ্টেম্বর ২০২০।

১৬। ‘মুজিব বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার?

উত্তর: নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

১৭। ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে?

উত্তর: ডক্টর অব লজ (মরণোত্তর)।

১৮। অমর একুশে বইমেলা ২০২০ কাকে উত্সর্গ করা হয়?

উত্তর: ‘মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে?

১৯। মুজিব শব্দের অর্থ কী?

উত্তর: উত্তরদাতা।

২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে)।

২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে?

উত্তর: ১৭ মার্চ ১৯২০।

২২। ১৭ মার্চ কী দিবস?

উত্তর: জাতীয় শিশু দিবস।

২৩। বঙ্গবন্ধুর পিতার নাম কী?

উত্তর: শেখ লুৎফর রহমান।

২৪। বঙ্গবন্ধুর মাতার নাম কী?

উত্তর: সায়েরা খাতুন।

২৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল?

উত্তর: খোকা।

২৬। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?

উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম রেণু)।

২৭। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন?

উত্তর: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

২৮। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাস করেন কোন স্কুল থেকে?

উত্তর: গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে।

২৯। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন?

উত্তর: কলকাতার ইসলামিয়া কলেজ থেকে।

৩০। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে?

উত্তর: ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে (আইন বিভাগে)।

৩১। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন?

উত্তর: কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে।

৩২। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কী?

উত্তর: মাওলানা আজাদ কলেজ।

৩৩। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়?

উত্তর: ১৯৪৯ সালের এপ্রিল মাসে।

৩৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়?

উত্তর: ১৪ আগস্ট ২০১০।

৩৫। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন?

উত্তর: ১৯৩৯ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়।

৩৬। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন?

উত্তর: ১৯৩৮ সালে (সাত দিন)।

৩৭। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন?

উত্তর: ১১ মার্চ ১৯৪৮ সালে। (রাষ্ট্রভাষা আন্দোলনে)

৩৮। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।

৩৯। ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন?

উত্তর: যুগ্ম সাধারণ সম্পাদক।

৪০। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন?

উত্তর: ৯ জুলাই ১৯৫৩ (১৯৫৩-১৯৬৬)।

৪১। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন?

উত্তর: গোপালগঞ্জ।

৪২। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান?

উত্তর: কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন (১৯৫৪ সালের ১৫ মে)।

৪৩। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?

উত্তর: ১৯৬৬ সালের ১ মার্চ (ষষ্ঠ কাউন্সিলে)।

৪৪। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়?

উত্তর: ১৯৬৮ সালের ১ জানুয়ারি।

৪৫। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী?

উত্তর: ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য

৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে?

উত্তর: ১৯৬৮ সালের ১৯ জুন (ঢাকা সেনানিবাসে)।

৪৭। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন?

উত্তর: ৩৫ জন (বঙ্গবন্ধুসহ)।

৪৮। বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন?

উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি (লাহোরে)।

৪৯। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন?

উত্তর: ১৯৬৬ সালের ২৩ মার্চ ।

৫০। বঙ্গবন্ধু কবে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন?

উত্তর: ১৯৬০ সালে।

৫১। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে?

উত্তর: ১৯৬৪ সালের ১১ মার্চ।

৫২। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়?

উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

৫৩। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে?

উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ।

৫৪। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?

উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

৫৫। বঙ্গবন্ধু কবে ‘বাংলাদেশ নামকরণ করেন?

উত্তর: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।

৫৬। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ৬ দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান?

উত্তর: ১৯৭০ সালের ৭ জুন রেসকোর্স ময়দানের জনসভায়।

৫৭। ১৭ অক্টোবর ১৯৭০ বঙ্গবন্ধু তাঁর দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন?

উত্তর: নৌকা।

৫৮। বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক উপাধি দেওয়া হয়?

উত্তর: ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।

৫৯। কবে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দেন?

উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ।

৬০। কোথায় বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন?

উত্তর: রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

৬১। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন?

উত্তর: ৭ মার্চের ভাষণে।

৬২। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন?

উত্তর: ৪টি।

৬৩। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতো?

উত্তর: বজ্রকণ্ঠ নামে।

৬৪। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে?

উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে।

৬৫। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে?

উত্তর: ২৬ মার্চ ১৯৭১ (প্রথম প্রহরে)।

৬৬। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৬৭। পাকিস্তানের ২৪ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন?

উত্তর: ১২ বছর।

৬৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৬৯। বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় মুজিবুর কবিতাটি কে লেখেন?

উত্তর: অন্নদাশঙ্কর রায়।

৭০। ‘বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা?

উত্তর: জসীমউদ্দীন (১৬ মার্চ ১৯৭১)।

৭১। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?

উত্তর: ৮ জানুয়ারি ১৯৭২।

৭২। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন?

উত্তর: দুটি (ইংল্যান্ড ও ভারত)।

৭৩। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান?

উত্তর: ইংল্যান্ড (লন্ডন)।

৭৪। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়?

উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে (৯ জানুয়ারি ১৯৭২)।

৭৫। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন?

উত্তর: দিল্লি (ভারত)।

৭৬। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান?

উত্তর: ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

৭৭। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন?

উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২ (স্বদেশ প্রত্যাবর্তন দিবস)।

৭৮। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন?

উত্তর: ১৯৭২ সালের ১১ জানুয়ারি।

৭৯। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?

উত্তর: ১২ জানুয়ারি ১৯৭২।

৮০। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন?

উত্তর: ৬ ফেব্রুয়ারি ১৯৭২।

৮১। বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন?

উত্তর: ১০ অক্টোবর ১৯৭২ (পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ)।

৮২। বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ (৭ মার্চ ১৯৭৩) ঘোষণা করেন?

উত্তর: ৪ নভেম্বর ১৯৭২।

৮৩। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন?

উত্তর: ১৪ ডিসেম্বর ১৯৭২।

৮৪। বঙ্গবন্ধু কবে ‘জোটনিরপেক্ষ আন্দোলন’–এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান?

উত্তর: ৬ সেপ্টেম্বর ১৯৭৩।

৮৫। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন?

উত্তর: মিয়ানওয়ালি কারাগার।

৮৬। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কী?

উত্তর: অপারেশন ‘বিগবার্ড

৮৭। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?

উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)।

৮৮। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

উত্তর: ১৩০টি।

৮৯। বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে?

উত্তর: ৩টি (অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন)।

৯০। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি?

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী (প্রকাশিত হয় জুন ২০১২ সালে)।

৯১। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়?

উত্তর: ১৩টি (সর্বশেষ ইতালীয় ভাষায়, অনুবাদক আন্না কোক্কিয়ারেল্লা)

৯২। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি?

উত্তর: কারাগারের রোজনামচা (প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭)।

৯৩। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়েছে?

উত্তর: ২টি (সর্বশেষ অসমীয়া ভাষা, অনুবাদ সৌমেন ভারতীয়)।

৯৪। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কী?

উত্তর: আমার দেখা নয়াচীন (প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা ২০২০)।

৯৫। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কী?

উত্তর: শেখ মুজিব আমার পিতা।

৯৬। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন?

উত্তর: এবিএম মূসা।

৯৭। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়?

উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট (১৫ আগস্ট জাতীয় শোক দিবস)।

৯৮। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে?

উত্তর: ১২ মার্চ ১৯৯৭।

৯৯। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে?

উত্তর: ২০১০ সালের ২৭ জানুয়ারি।

১০০। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে?

উত্তর: ৬ জনের।

অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।

২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তর : ১৯৩৯ সালে

৩। ATM-এর জনক কে?

উত্তর : জন শেফার্ড ব্যারন।

৪। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?

উত্তর : ১৯৮৮ সালে

৫। সুমাত্রা দ্বীপ কোথায়?

উত্তর : ভারত মহাসাগরে

৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ

উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)

৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?

উত্তর : এম আর আখতার মুকুল

৮। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?

উত্তর : শিল্পী কামরুল হাসান।

৯। দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?

উত্তর : ২০১১ সালে

১০। জাপানের বৃহত্তম দ্বীপ

উত্তর : হনসু

১১। ‘রয়টার্স-এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : পল জুলিয়াস রয়টার

১২। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী

উত্তর : বন্দর সেরি বেগাওয়ান

১৩। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর : ১৯৪৫ সালে

১৪। বাংলাদেশের সাংবিধানিক নাম

উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

১৫। নিশীথ সূর্যের দেশ হলো

উত্তর : নরওয়ে

১৬। কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়?

উত্তর : ১৯৪৮ সালে

১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন

উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।

১৮। চির শান্তির শহর

উত্তর : রোম

১৯। এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?

উত্তর : ২০১৫ সালে

২০। হিসাববিজ্ঞানের জনক কে?

উত্তর : লুকা প্যাসিওলি

২১। ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?

উত্তর : ১১৭৬ সালে

২২। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?

উত্তর : সাজেক ভ্যালিকে।

২৩। সুয়েজ খাল জাতীয়করণ হয়

উত্তর : ১৯৫৬ সালে

২৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর : ইতালির নাগরিক।

২৫। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়?

উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে

২৬। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?

উত্তর : ১৯৪১ সালে

২৭। WWW মানে কী?

উত্তর : World Wide Web

২৮। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?

উত্তর : খাগড়াছড়ি

২৯। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?

উত্তর : ১৯৬৯ সালে

৩০। মালদ্বীপের দাপ্তরিক ভাষা কী?

উত্তর : ধিবেহি

৩১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?

উত্তর : সাতটি

৩২। ‘সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে?

উত্তর : অ্যালেন গিনসবার্গ

৩৩। সাঙ্গু ভ্যালি কোথায়?

উত্তর : চট্টগ্রামে

৩৪। মাইনমুখী ভ্যালি কোন জেলায়?

উত্তর : রাঙামাটি জেলায়

৩৫। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা

উত্তর : ভেঙ্গি ভ্যালি

৩৬। জাফনা দ্বীপ কোথায়?

উত্তর : শ্রীলঙ্কা

৩৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী

উত্তর : জর্জ হ্যারিসন।

৩৮। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?

উত্তর : বান্দরবান

৩৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

উত্তর : উ থান্ট।

৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন

উত্তর : রিচার্ড নিক্সন

৪১। বাংলাদেশের ফুসফুস বলা হয়

উত্তর : সুন্দরবনকে

৪২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : ইন্দিরা গান্ধী।

৪৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?

উত্তর : ২১ নভেম্বর।

৪৪। হোক্কাইডো দ্বীপটি কোথায়?

উত্তর : জাপানে

৪৫। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?

উত্তর: প্রশান্ত মহাসাগরে।

৪৬। আবু মুসা দ্বীপ কোন সাগরে?

উত্তর : পারস্য উপসাগরে

৪৭। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?

উত্তর : মাদাগাস্কার

৪৮। ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন

উত্তর : জাপান

৪৯। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?

উত্তর : ১৯৮২ সালে

৫০। আগুনের দ্বীপ হলো

উত্তর : আইসল্যান্ড

৫১। ‘ম্যাপল পাতার দেশ কোন দেশের উপনাম?

উত্তর : কানাডা

৫২। ‘সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে?

উত্তর : রোম

৫৩। পৃথিবীর ছাদ হলো

উত্তর : পামির মালভূমি

৫৪। শিকাগো শহরকে বলা হয়

উত্তর : বাতাসের শহর

৫৫। কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?

উত্তর : সিডনি

৫৬। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী হলেন

উত্তর : নিশাত মজুমদার

৫৭। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো

উত্তর : গঙ্গোত্রী হিমবাহ

৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে

উত্তর : ১৯২১ সালে

৫৯। BRICS-এর সদস্যগুলো হলো

উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা

৬০। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?

উত্তর : ২০১৬ সালে

৬১। সর্বাধিক ভাষার দেশ কোনটি?

উত্তর : পাপুয়া নিউগিনি

৬২। ভাটির দেশ নামে পরিচিত

উত্তর : বাংলাদেশ

৬৩। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?

উত্তর : স্ট্রম্বোলি

৬৪। গুগলের প্রতিষ্ঠাতা

উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

৬৫। মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?

উত্তর : ২০০৪ সালে

৬৬। টুইটারের যাত্রা শুরু হয়

উত্তর : ২০০৬ সালে

৬৭। মার্কেটিংয়ের জনক কে?

উত্তর : ফিলিপ কটলার

৬৮। এনাটমির জনক

উত্তর : আঁদ্রে ভেসালিয়াস

৬৯। ‘রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর : যুক্তরাজ্য

৭০। আধুনিক শিক্ষার জনক

উত্তর : সক্রেটিস

৭১। আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তর : বাল মেগারিজ।

৭২। নিষিদ্ধ শহর বলা হয়

উত্তর : তিব্বতকে

৭৩। মুক্তার দেশ

উত্তর : কিউবা

৭৪। ইন্টারনেটের জনক কে?

উত্তর : ভিনটন জি কার্ফ।

৭৫। WWW-এর জনক কে?

উত্তর : টিম বার্নাস লি ।

৭৬। ই-মেইলের জনক কে?

উত্তর : রে টমলিনসন।

৭৭। ‘বলিশিরা ভ্যালি কোন জেলায় অবস্থিত?

উত্তর : মৌলভীবাজার জেলায়

৭৮। হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর : খাগড়াছড়ি।

৭৯। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর : কক্সবাজার

৮০। বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?

উত্তর : মালভূমি

৮১। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?

উত্তর : পঞ্চগড়কে

৮২। আধুনিক ফিন্যান্সের জনক কে?

উত্তর : ড. ইউগেন ফামা।

৮৩। বাংলাদেশের আমাজান বলা হয়

উত্তর : সিলেটের রাতারগুল বনকে

৮৪। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?

উত্তর : তুলা গাছকে

৮৫। সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?

উত্তর : রাঙামাটিকে

৮৬। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?

উত্তর : নারায়ণগঞ্জ

৮৭। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়

উত্তর : চট্টগ্রামকে

৮৮। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?

উত্তর : সিলেট

৮৯। ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?

উত্তর : চট্টগ্রাম

৯০। সার্চ ইঞ্জিনের জনক কে?

উত্তর : অ্যালান এমটাজ।

৯১। ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি?

উত্তর : ডট কম।

৯২। বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?

উত্তর : কক্সবাজার

৯৩। গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?

উত্তর : সীতাকুণ্ড

৯৪। বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?

উত্তর : বরিশাল

৯৫। বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়

উত্তর : ভোলা জেলাকে

৯৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?

উত্তর : সংবিধান

৯৭। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?

উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।

৯৮। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?

উত্তর : ১১টি।

৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?

উত্তর : ১৫৩টি।

১০০। প্রকৃতির কন্যা বলা হয়

উত্তর : সিলেটের জাফলং কে

৪৩তম বিসিএস প্রিলির সাধারণ জ্ঞানের সমাধান

 বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন

১। প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার

= বিরোধী দল

২। ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র

= মো. হানিফ

৩। সংবিধান লেখার দায়িত্ব

= এ কে এম আব্দুর রউফ

৪। নারী পুরুষের সমতা

= ২৮(২)

৫। কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সাথে চুক্তি

=ইনসেপ্টা

৬। ওআইসিতে বাংলাদেশের সদস্য পদ

=১৯৭৪

৭। ভোটার হওয়ার সর্বনিম্ম বয়স

= ১৮ বছর

৮। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা

= এ্যাটরনি জেনারেল

৯। নির্বান কোন ধর্মের সাথে

= বৌদ্ধ

১০। একনেকের প্রধান

= প্রধানমন্ত্রী

১১। বলাক কোন  সংকর জাত

= গম

১২। তথ্য অধিকার আইন

= ২০০৯

১৩। মুজিবনগরের সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিষয়ক বিভাগের

= তাজউদ্দিন আহমেদ

১৪। রেহেনা মরিয়ম নূর চলচিত্রের পরিচালক

= আব্দুল্লাহ মোহাম্মদ সাদ

১৫। প্রাচীন বাংলার জনপদ

=পুণ্ড্র নগর

১৬। সংবিধানে বাজেট আর্থিক বিবৃতি

= ৮৭

১৭। নিপোর্ট কী ধরণের প্রতি

= জনসংখ্যা গবেষণা

১৮। আর্যদের ধর্মগ্রন্থ

= বেদ

১৯।সমতট

= কুমিল্লা নোয়াখালী

২০। বাংলাদেশের ব্যাংক নোট নয় কোনটি

= ২টাকা

২১। বয়স্কভাতা

= ১৯৯৮

২২। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সেক্টর

= ৮নং

২৩। Untranquil Recollections: The Years of Fulfilment গ্রন্থটির লেখক

=Rehman Sobhan

২৪। কৃষিশুমারি হয়নি

=২০১৫

২৫। সাংবিধানিক পদ নয়

= মানবাধিকার কমিশন

২৬। ম্যানিলা কোন ফসলের

= তামাক

২৭। ওরাও জনগোষ্ঠী

= রাজশাহী দিনাজপুর

২৯। সেকেন্ডারি মার্কেট

= স্টক মার্কেট

৩০। ৬দফায় অর্থনৈতিক দফা

=৩টি

দফা ৩: প্রতিটি প্রদেশের জন্য পৃথক, তবে অবাধে রূপান্তরযোগ্য মুদ্রা থাকবে। অথবা, যদি একক মুদ্রা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে মুদ্রা হস্তান্তর রোধ করার উপায় থাকতে হবে।

দফা ৪: রাজস্বের দায়িত্ব প্রদেশের হাতে থাকবে।

দফা ৫: প্রতিটি প্রদেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য পৃথক অ্যাকাউন্ট থাকতে হবে।

আন্তর্জাতিক প্রশ্ন

১. জিবুতি অবস্থিত- এডেন সাগরের পাশে

২. নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়- এআরএফ

৩. গণতন্ত্র দিবস- ১৫ সেপ্টেম্বর

৪. ইরান-ইরাক শান্তি প্রতিষ্ঠায়- UNIIMOG

৫. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- জার্মানি

৬. চিন থেকে বাংলাদেশের ডুবো জাহাজ-মিং ক্লাস

৭. ইউএনএফসিসিসি- গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন

৮. দক্ষিণ চিন সাগরের দাবিদার নয়- কম্বোডিয়া

৯. নথুলা পাস- ভারত-চিন

১০. বাংলাদেশ সদস্য নয়- ওএএস

১১. জিনজিয়াং মুসলিম- উইঘুর

১২.  এসডিজি- ১৭টি

১৩. মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর

১৪. বৈশ্বিক উন্নয়ন প্রতিবেদন দেয়- বিশ্বব্যাংক

১৫. ব্যাডমিন্টন জাতীয় খেলা- ইন্দোনেশিয়া

১৬. লেডি উইদ দ্য ল্যাম্প- ফ্লোরেন্স নাইটিঙ্গেল

১৭. মিয়ানমারের নির্বাসিত সরকার- ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট

১৮. আকাবা- সমুদ্রবন্দর (জর্ডান)

১৯. ট্রাফালগার স্কয়ার- ইংল্যান্ড

২০. মায়া সভ্যতা- মধ্য আমেরিকা

(আপাতত এখানেই সমাপ্ত)—চলবে……..

লেখক ও সংকলক

মোঃ ইজাবুল আলম

গুলশান-২, ঢাকা।

01716508708, izabulalam@gmail.com

(১ থেকে ১০৫তম সকল পর্ব দেখতে চাইলে  এখানে ক্লিক করুন)

(BOU)

PLEASE SHARE ON

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU